প্রাথমিক অবস্থায় বড় ভঅলিয়মে ট্রেড দিলে বড় ধরেনের লস হয়ে ক্যাশ জিরো হয়ে যাবে । কারন প্রথম দিকে লস হবেই তাই ছোট ভলিয়ামে ট্রেড করুন যেমন মাইক্রো অয়ান ভলিয়মে (o.01) ।
Printable View
প্রাথমিক অবস্থায় বড় ভঅলিয়মে ট্রেড দিলে বড় ধরেনের লস হয়ে ক্যাশ জিরো হয়ে যাবে । কারন প্রথম দিকে লস হবেই তাই ছোট ভলিয়ামে ট্রেড করুন যেমন মাইক্রো অয়ান ভলিয়মে (o.01) ।
কত ভোলিউট বা লট দিয়ে ট্রেড করা ভাল তাহা সম্পূর্ন নীর্ভর করছে আপনি আপনার অ্যাকাউন্টে কি পরিমান ডলার ইনভেস্ট করছেন তার ওপরে। আমি মানি ম্যনেজমেন্ট হিসাবে আপনাকে সাজেস্ট করতে ইচ্ছুক ২০ ডলারে ০.০২ সেন্ট, ৪০ ডলারে ০.০৪ সেন্ট, ১০০ ডরারে ০.১০ সেন্ট। মানি ম্যনেজমেন্টে আপনার এই পরিমান লট সাইজ ই ভাল।
আমার মনে হয় ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ যে ভলিউম যথার্থভাবে সেট করা। ভলিউম সঠিকভাবে নির্ধারণ করা নির্ভর করছে সম্পূর্ণরুপে মানিম্যানেজমেন্ট এর উপরে অর্থ্যাৎ আপনি ঠিক কতটুকু বিনিয়োগ করবেন এবং প্রতিটা ট্রেডে মূল ব্যালেন্সের কতটুুকু পর্যন্ত ব্যবহার করবেন পাশাপাশি আপনাকে হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নিতে হবে যে ঠিককতটুকু পরিমাণে ঝুঁকি আপনি প্রতিটা ট্রেডে নিতে চান! যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তবে আপনার উচিত হবে প্রতি ১০০ ডলার এর জন্য 0.01 ভলিউম নির্ধারণ করা
আসলে ঠিক কত ভোলউম দিয় ট্রড করা ভাল তাহা নিতান্তই নির্ভর করে আপনার একাইন্টের ক্যাপিটাল ও মান ম্যানেজমেন্টের ওপরে সুতরাং তা নির্ধারন করে বলা সম্বব নয়। কিন্তু আপনাকে এতটুকু ধারনা দিতে পারি যে যদি আপনার ক্যাপিটাল হয় ২০০ ডলার এবং লিভারেজ হয় ১ঃ২০০ তাহলে আপনার প্রতি লটে ০.২০ ডলার করে ট্রেড করতে পারবেন। মানি ম্যানেজমেন্ট আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কারন ফরেক্স এর মূল আধার হল আপনার একাউন্ট টিকিয়ে রাখা।
ফরেক্স মার্কেট আপনি কত দিয়ে শুরু করবেন বা আপনার ব্যালেচ কতো সেটার উপর ডিপেন্ড করে। আপনার আকান্টের আপনি ২-৫% লট বা ভলিউম ব্যবহার করতে পারেন। যদি কেউ ফরেক্স সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করতে পারে তাহলে সে তার মত ভলিওম দিয়ে ট্রেড করতে পারে। তবে নতুন অবস্থায় ১০০ ডলার দিয়ে ট্রেড করলে এবং কম লট এ ট্রেড করলে প্রফিট করা সম্ভব।
ভলিউম এর বিষয়ে মূল নীতি হচ্ছে ব্যালান্স এর নিরাপত্তার পাশাপাশি সর্বোচ্চ প্রফিট। এর অর্থ হচ্ছে আপনি সর্বোচ্চ যে লটে ট্রেড করলে আপনার স্ট্রাটেজি অনুযায়ী আপনি ব্যালেন্স হারাবেন না সেই লটে আপনি ট্রেড ওপেন করবেন। উদাহরণ স্বরূপ আপনি ১ ডলার থেকে ১০ ডলার যে লট নিয়েই ট্রেড করুন না কেন আপনার স্ট্রাটেজি এবং মানি ম্যানেজমেন্ট এর হিসাব অনুযায়ী আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে তাহলে আপনি ১ ডলার নয় বরং ১০ ডলার লটের ট্রেড ওপেন করুন। কিন্তু ১২-১৫ ডলার লটের ট্রেড আপনার স্ট্রাটেজি এবং মানি ম্যানেজমেন্ট এর হিসাব অনুযায়ী আপনার বিনিয়োগ কে ঝুঁকির মধ্যে ফেলবে। তাহলে খুব যত্নের সাথে এর থেকে দূরে থাকুন। তবে যারা মানি ম্যানেজমেন্ট বুঝেন না তাদের জন্য নিরাপদ হলো লিভারেজ কমিয়ে রাখা, আমি সাজেস্ট করবো ১:২০ এর উপর কোনো ভাবেই লিভারেজ না নিতে। এটাই নিরাপদ ভলিউমের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। এখন আপনি যত বড় লটে ইচ্ছে হয় ট্রেড ওপেন করুন। গুড লাক।
আমি মনেকরি, কত ভলিয়মে ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার ট্রেডিং দক্ষতা এবং আপনার ইনভেস্ট এর উপর।। ফরেক্সে আপনি কি পরিমাণ ইনভেস্ট করতে পারবেন তার উপর নির্ভর করে আপনাকে ট্রেড করতে হবে।। আপনার ইনভেস্ট যদি ১০০ ডলার হয় তাহলে আপনি সরবোচ্চ ৩০ সেন্ট এর ট্রেড ওপেন করতে পারেন।। এর চাইতে বেশি দিলে আপনার একাউন্ট জিরো হতে পারে।।
অনেকে ফরেক্স এ বেশি লিভারেজ ব্যবহার করে থাকেন বেশী প্রফিট করার জন্য। কারন লিভারেজ বেশী থাকলে বড় লটে ট্রেড দেয়া যায়। এই সব ট্রেডআর ফরেএক্স টিকে থাকতে পারে না। ব্যলেন্স কম থাকলে ছোট ছোট লট ব্যবহার করে ট্রেড করুন।
আপনি যত ভলিয়ম দিয়ে ট্রেড করতে পারবেন বিনা রিস্ক এ তত ভলিয়ম দিয়ে ট্রেড করা ভালো। এটা নিরভর করছে আপনার মানিমাঙ্গেমেন্ত এর উপর । আমি সাধারণত ০.২০ লট এ টেড করে থাকি । আপনার যত বালাঞ্চে আছে তাই উপর ভিত্তি করে আপনার টেড করা উচিত । তাই রিস্ক ফ্রী ভলিয়ম দিয়ে ট্রেড করা ভালো হবে আপনার জন্য বা সবার জন্য ।
ট্রেড শুরু করার আগে ট্রেডারকে যে বিষটি খেয়াল করতে হবে তা হল লট বা ভলিউম। লট বা ভলিউমের মাধ্যমে আমরা নির্ধারণ করে দিবো যে প্রতি পিপস আমাদের অনুকূলে বা প্রতিকূলে গেলে আমাদের কি পরিমান লাভ বা লস হবে। আমরা যত কম ভলিউমে ট্রেড করব তত কম লাভ বা লস হবে । আর যদি বেশী ভলিউমে ট্রেড করি আমাদের তত বেশী লাভ বা লস হবে । ভলিউম .01, .02 , .03, .5, 1 ,2 ,5 এভাবে হয়ে থাকে ।