-
অতিরিক্ত লোভী ট্রেডার গন এরকম বলে থাকেন। কারণ তিনি তো আর ট্রেড করে টাকা কামাতে আসেননি তিনি ট্রেডকে মনে করেছে জুয়ার বোর্ড তাই তিনি এত বিপরীত কথা বলছেন। আগে যখন লাভ করেছেন তখন কিন্তু মার্কেট এর ব্যপারে ইতিবাচক কথা বলছেন। আসলে আমার মনে হয় তিনি কোন ট্রেডার নন, তিনি চান্সে কিছু টাকা ইনকামের ধান্দায় আসছিলেন হয় নি তাই উল্টাপাল্টা কথা বলে নিজের অযোগ্যতাকে ঢাকতে ব্যস্ত আরকি। যাই হোক ফরেক্স ট্রেডিং সাধনার বিষয় আমি মনে করি। এটার সাথে লেগে থাকতে হবে এবং প্রতিনিয়ত এটার ব্যপারে জানার চেষ্টা করতে হবে তাহলে একসময় এখান থেকে রিটার্ন পাওয়া যাবে।
-
একদম বাস্তব সত্য কথা বলেছেন৷আসলে আমরা যখন কোনোও কাজে ব্যর্থ হই তখন সেই কাজকে আমরা নানাভাবে দোষারোপ করতে থাকি,বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে আমরা দূরে সরে যাই,নিজেকে নির্দোষ করার প্রমাণ করার চেষ্টা করি...আসলে এসবই হচ্ছে 100% ভুল চিন্তা৷মূলত ফরেক্স মার্কেটে কোনোও রকম সমস্যা নাই৷সমস্যা হচ্ছে আমাদের নিজেদের ভিতরে৷আমরা আমাদের অনভিজ্ঞতা এবং অদক্ষতার কারণেই এই মার্কেটে লস করে থাকি৷তাই আমাদের উচিত এখানে নিয়মিত প্র্যাকটিস করে করে খুঁটিনাটি সকল বিষয় সহ ট্রেডিং কলাকৌশলগুলো খুব ভালোভাবে আয়ত্ব করা৷যখন আপনি প্রকৃত অভিজ্ঞ এবং দক্ষ হয়ে উঠবেন তখন ঠিকই বুঝতে পারবেন এই মার্কেটের কোথাও কোনোও প্রকার সমস্যা নাই আসলে সমস্যা হচ্ছে আমার অদক্ষতা এবং অনভিজ্ঞতা৷
-
৫০০ডলার লস বলে কপাল চাপড়ালে হবেনা কারন কোন কাজ করার আগে মাথা খাটাতে হবে, চিন্তা করতে হবে,পরিকল্পনা করে সামনের দিকে এগোতে হবে তা না হলে শুধু লোভের বশবর্তী হয়ে ট্রেড করলে আপনি এমন পরিস্থিতির স্বীকার হবেন।তবে ভেঙ্গে পড়লে চলবে না আপনিই ভাল প্রফিট করতে পারবেন, ধৈর্য ধরে পরীকল্পনা মাফিক ট্রেড করুন।ধন্যবাদ
-
যিনি সত্যিকারের ট্রেডার তিনি কখনও মার্কেট এর ব্যপারে উল্টাপল্টা কিছু বলবেন না। তার কারন হলো একজন সত্যিকারের ট্রেডার অনেক চড়াইউতরাই পাড় করে টেডার হন এবং এই মার্কেট এর ব্যপারে ভালভাবে স্টাডি করে তারপর ট্রেডিং এ যোগ দেন। এখন কেউ সত্যিকারের জ্ঞান না নিয়ে মার্কেট কিছুদিন বাই-সেল কিছু আয় করলেন সেটা কিন্তু ট্রেডিং হলো না। ট্রেডিং হলো সেটা যেখানে থাকবে নিয়মশৃংখলা, থাকবে সঠিক সিস্টেম, থাকবে মানিম্যানেজমেন্ট যাই হোক কিছু মানুষ যদি ফরেক্স এর ব্যাপারে উল্টাপাল্টা বলে তাতে কিন্তু ফরেক্স মার্কেট এর কিছু আসে যায় না। এটা পরিক্ষিত যে ফরেক্স মার্কেট এর দ্বারা অনেকের জীবনের উন্নতি ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে।
-
৫০০ ডলার লস কম কথা না আমি জানি না আপনি এই লসের পর কি করেছেন তবে আমার মনে হয় আপনার উচিত লসের আসল কারন খুজে বের করা। আমার মনে হয় এই লসের অন্যতম প্রধান কারন হতে পারে আপনার মানিম্যানেজমেন্ট জ্ঞানের অপর্যাপ্ততা।
-
আমি বলবো লস আসলে বিভিন্ন কারনে হয়ে থাকে। যেমন তাড়াহুড়ো করে ট্রেড ওপেন করা। মার্কেটের গতি সঠিকভাবে খেয়াল না করে ট্রেড ওপেন করা। অধিক লাভবান হওয়ার জন্য একই কারেন্সিতে বার বার ট্রেড করা। ইত্যদি। আপনার লস হয়েগেলে যে ফরেক্স খারাপ হয়েগেল তা কিন্তু নয়। হয়তোবা আপনার ভুল এর জন্য লস হয়েছে অন্যরা সবাই তো লাভ করছে ফরেক্স থেকে।
-
লসটা কিন্তু এমনি এমনি হয়না এর পিচনে অনেক কারণ থাকে, কারণ ফরেক্স লস তখনই করে যখন ট্রেডার ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান না রেখে ট্রেড করে, মার্কেট এনালাইসিস না করে ট্রেড করে, মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করে । অতি লোভ করে ট্রেড করে । আসলে লসের কারণ কিন্তু আমরা নিজেরাই । অতিরিক্ত লোভের কারনে এবং মানি ম্যানেজম্যান্ট ফলো না করার কারনে চরম দুর্ভোগে পড়তে হয় । সুতরাং এখানে বিজনেস করে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে এবং মানি ম্যানেজম্যান্ট করে টিকে থাকতে হবে ।
-
ফরেক্স মার্কেট এ লাভ লস ট্রেডারের ট্রেড সিস্টেম এর উপর নির্ভর করে, যখন একটা ট্রেড এ প্রফিট হয় তখন ট্রেডার এর উচিত লোভ নিয়ন্ত্রন রেখে ট্রেড টা কেটে দেয়া। অধিকাংশ ট্রেডারই লোভের কারনে ট্রেড কেটে না দেয়ায় তাদের অনেক বড় লস হয়। এখানে হাজার হাজার কোটি কোটি টাকার খেলা মেলা হয়ে থাকে। তবে আপনি যে ৫০০$ হারিয়েছেন আমি মনে করি আপনি যদি ফরেক্স মার্কেটে টিক মত ট্রেড করেন তবে তা ফিরে আসবে কন একদিন।
-
ফরেক্সে ৫০০ ডলার লস খুব একটা বেশি কিছু না । তবে আমার মতে আপনি যেহেতু নতুন ট্রেডার আপণাকে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা উচিত । এতে করে আপনি আপনার একাউন্ট অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন । ফরেক্স সম্পর্কে না জেনে আপনি ৫০০০ ডলার ডুকান কোন কাজে আসবেনা এটা লস ক তে কিছু দিন লাগবে।
-
ফরেক্স মার্কেট হল অনেক লাভ জনক ব্যাবসা,আপনার ৫০০ ডলার লসের কারন হল মানিম্যানেজম্যান ট এর অভাব আর ফরেক্স মার্কেট এ লস হয় কিন্তু একবারে এত লস হয়ার কথা না তাই বলি লোভের কারনে বড় লটে ট্রেড করে এরকম হতে পারে,এনালাইসিস করে ট্রেড করা।