-
ফোরামের বোনাসের মেয়াদ নির্ভর করে ট্রেডারের উপর । যে যত বেশী দক্ষতাশীল হতে পারবে সে তত বেশী লাভজনক হতে পারবে । আর এভাবেই আমরা বোনাসের ডলারের মেয়াদ দিতে পারব । অনেক ট্রেডারের বোনাসের ডলারের মেয়াদ থাকবে ১ দিন আবার অনেক ট্রেডারের বোনাসের মেয়াদ থাকবে আজীবন । সুতরাং আগে আমরা দক্ষতা অর্জন করি তাহলে অবশ্যই আমরা সফলকাম হতে পারবে ।
-
আসলে প্রতি মাসে ফোরামএর ব্যালান্স আপনার একাউন্টে জমা হয়ে যায়। যদি না হয়ে থাকে তবে আপনি মডারেটরদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি তারা আপনার সমস্যার আশু সমাধান দিতে পারে। আর এর মেয়াদ তত দিন যত দিন আপনি আপনার পুরো ব্যলান্সটা জিরো না করতে পারেন।
-
ফোরাম পোস্টিং বোনাস ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার ব্যালেন্স জিরো না হয়। এবং আপনি পোস্টিং বোনাস দিয়ে ট্রেড করতে পারবেন এবং যদি আপনি ট্রেড করে লস করেন তা হলে আপনার ব্যালেন্স জিরো হবে।
-
ফোরাম ডলার যত দিন লস না করবেন ততদিন এই বোনাস আপনার একাউন্টে থাকবে।তবে সেটা সম্পর্কে আমার সঠিক ধারনা নেই। ফোরামের মাধ্যমে আমরা ট্রেড করা শিখতে পারি এটাই আমাদের জন্য বড় সুবিদা তাই আমাদের কে ফোরামে কাজ করে আয় করা সম্বভ।
-
ফোরাম পোস্টিং বোনাস এর মেয়াদ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না আপনার অ্যাকাউন্ট জিরো হয় । তবে আপনার অ্যাকাউন্ট শেষ হয়ে গেলে আপনি আর ট্রেড করতে পারবেন না । সেক্ষেত্রে আপনাকে নতুন করে আবার ডিপোজিট করতে হবে ।
-
ফোরামে পোস্টিং এর বোনাস ট্রেডিং একাউন্টে ট্রান্সফার করার পর আপনি যতদিন খুশী ট্রেড করতে পারেন। অর্থাৎ আপনার একাউন্টে বোনাস ব্যলেন্স যতদিন আছে ততদিনই ট্রেড করতে পারেন। ফোরামের কোথাও বলা নাই যে নির্দিস্ট সময় শেষে বোনাস ডলার গায়েব হয়ে যাবে। তাই আপনি নিশ্চিন্তে ট্রেড করতে পারেন।
-
আপনি যে মাসে ফোরাম পোস্টিং করবেন ঐ ফোরাম পোস্টিং এর বোনাস তার পরের মাসে প্রথম সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন । এবং ঐ বোনাস ডলার দিয়ে আপনি ট্রেড করে লাভের অংশটুকু উত্তলন করতে পারবেন । আর আপনার ফোরাম পোস্টিং এর বোনাস ডলার এর মেয়াদ সব সময় থেকে যাবে । আপনার ঐ ব্যালেন্স যত দিন না জিরো হয় আপনার অ্যাকাউন্ট এ ঐ ব্যালেন্স থেকে যাবে ।
-
আপনার একাউন্ট জিরো না হওয়া পর্যন্ত ব্যালান্স এর মেয়াদ থাকবে।তবে আপনি যদি এই মেয়াদ থাকাকালে ট্রেড করেন তবে আবার আপনার একাউন্ট এর মেয়াদ বাড়বে।যে কোনো সমস্যার জন্য লাইভ চ্যাটে যোগাযোগ করলে সমাধান পাবেন।
-
বাংলা ফরাএমে বনাস যদি আপনার ট্রেডিং একাউন্তে ধুকে যাই তাহলে আপনার ঐ বোনাস ০ হবে না।কিন্তু আপনি বাংলা ফোরামে যদি কোন ট্রেডার একাউন্ট যোগ না করেন তাহলে বাংলা ফোরামে ঐ ব্যালেন্স ০ হয়ে যাবে তাই মাস শেষ হবার আগে একাউন্ত যুক্ত করে নিন।
-
বাংলা ফোরামের বোনাস এর ট্রেডিং একাউন্ত আপনি আজিবন ব্যবহার করতে পারবেন যদি না লস করেন।বাংলা ফোরামের বোনা্স একাউন্ট দিয়ে ট্রেদ করে যদি লাভ করতে পারেন তাহলে আপনি ঐ লাভটুকুই তুলতে পারবেন।আর যদি লস করেন তবে আগে লস কভার করে তারপর আপনি লাভ করতে হবে।