-
লস না করলে বস হওয়া যায়না। একথাটি সত্য কিনা জানিনা। তবে আমি যখন প্রথম ফরেক্সে আসি তখন আমিও লস করেছিলাম। এমন অনেক ট্রেডার আছেন যারা আজ সফল ট্রেডার হিসেবে বিবেচিত হন হয়ত তারাও এক সময় লস করেছিলেন। সিনিয়র যারা তারা অনেক জ্ঞান অর্জন আর সাধনার মাধ্যমেই সফল হয়েছেন। তারা ফরেক্সের সাথে ছিল তাই ফরেক্স তাদের সাথে ছিল। আপনি যদি মন থেকে কিছু চান তাহলে সেটা পাবেন। তবে ধৈর্য ধরতে হবে।
-
লসকে আমরা অনেকে মেনে নিতে পারি না । মূলত লসকে কেউেই মেনে নিতে পারে না কিংবা মেনে নিতে চায় না । কেননা আমরা প্রত্যশা করি সর্বদাই লাভ । আর তার বিপরীতে যদি লস হয় তবে তা হবে আমাদের নিজেদের জন্যই অত্যন্ত দুঃখজনক । ফরেক্সে লস হবে তবে তার থেকে বেরিয়ে আসতে হলে অত্যন্ত দক্ষতার সহিত তা করতে হবে । কেননা দক্ষতা ও অভিজ্ঞতাই হল লস কাটানোর হাতিয়ার ।
-
সাধারন ভাবেই পরপর লস হতে থাকলে কোনো কাজে অনিহা চলে আসে,আর সেই অনিহা কাটিয়ে যারা ধরে থাকতে পারে তারাই টিকে থকে ।আর ফরেক্স এমন একটা যায়গা যেখানে ধৈর্য্য হীনতার কোনো যায়গা নেই এখানে সাধনা করে টিকে থাকতে হয়।যারা লস কে হার মানিয়ে টিকে থকে তারাই ফরেক্স এ বস হতে পারে।
-
ফরেক্স মার্কেট এ যে বা যারা করছে তারা একটু না একটুু লস করবেই। যে ফরেক্স থেকে লস না করেছে সে ফরেক্স কোন দিনই লাভ করতে পারে না। ফরেক্স মার্কেট এ আমরা লাভ করতে হলে আগে ভাল করে ডেমো একাউন্ট প্রাকটিস করতে হবে। এই ডেমো একাউন্ট এ যারা খুব ভাল করে প্রাকটিস করে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছে তারা এই ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবে।
-
ভাই আপনার কথা শুনে খুব ভাল লাগল ফরেক্স মাকেটে যে লস করবে সে ফরেক্স থেকে পরবতিতে ফরেক্স থেকে আয় করতে পারবেন | আপনি যদি কোণ কাজ করতে গিয়ে সেটা না পারেন তবে আপনি পরবতিতে সেকাজ করতে পারবেন আপনার পরিশ্রম দারা তাই আমি মনে করি ফরেক্স থেকে যে লস করে সে বস হতে পারবে |
-
সহমত। এই মার্কেট এ যখন প্রথম আসি তখন একটা কথা শুনেছিলাম যে ফরেক্স মার্কেট এ লস এবং দুটোই পার্ট অফ গেইম। কেননা এখানে কোন কিছুই ১০০% শিউর না। এখানে আপনার এনালাইসিস মত মার্কেট যাবেই এমন ভাবার কোন কারণ নেই। যখনই আপনার বিপরীতে মার্কেট যাবে তখনই আপনার লস হবে। তাই লস মেনে নিয়ে কারণ খুজতে হবে। তবেই আসবে সফলতা।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে সত্যিই একজন দক্ষ ট্রেডার হত হলে অবশ্যই আপনাকে কিছু না কিছু লস দিতে হবে । যখনই আপনি এই লসের মুখোমুখি হবেন তখনই আপনি কেন লস করলেন তা মোটামুটি বুঝতে পারবেন । সুতরাং আপনারা যদিও লস করেন তাহলে সেটাকে শিক্ষা মনে করতে হবে ।
-
ফরেক্স থেকে ভাল ইনকাম করাজায় তবে এর জন্য তাকে অনেক সময়, শ্রম, অর্থ ব্যয় করতে হয়। ধ্যর্য ধরে ট্রেড করতে হয়। লস করে হতাশ হওয়া যাবেনা। লস থেকে শিক্ষা নিয়ে লাভের আশায় আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
-
স্বাভাবিকভাবেই লস না হলে বুঝবেন কি করে যে লস কিভাবে হয়। আমি মতে ফরেক্স মার্কেটে ডেমো একাউন্টে যে যত বেশি ট্রেড করতে পারবে সে ততই বেশি শিখতে পারবে যে ফরেক্স মার্কেটে আমরা কি কারনে লস করি।যদি কেউ লস করার কারনটা বাহির করতে পারে তবেই সে ফরেক্স মার্কেটের বস।
-
ফরেক্স মার্কেট এ যে আসে তার কিছু না কিছু একটু লস হয়ে থাকে। আর এই লস না করলে ফরেক্স মার্কেট থেকে আয় করা যায় না। ফরেক্স এ লস করে থাকলে একদিন না একদিন লাভ অবশ্যই আসবে।