Originally Posted by
uzzalbd
আমি এখানে বলতে চাছি যে, প্রথমে আমি পাকিস্তান ফোরাম এ পোস্ট করতাম। ডিসেম্বর মাসে এর প্রথমে দিকে আমি পোস্ট শুরু করি। কিছুদিন পর আমি বাংলা ফোরাম পোস্ট এর সন্ধান পাই। তারপর বাংলা ফোরাম পোস্ট শুরু করে দেই। আমি পাকিস্তান ফোরামে ৮০ ডলার পেয়েছি। এটা এ মাসের তিন তারিখে এসেছে। আমি বাংলা ফোরামে ৫৫ ডলার করেছি। কিন্তু বাংলা ফোরাম এর ডলার আসেনি। ইংরেজিতে ফোরাম পোস্ট করতে সমস্যা হয়। তাই আমি এখন বাংলা ফোরাম পোস্ট করতে চাছি। কিন্তু আমি কিভাবে আমার ডলার পেতে পারি। যা আমি গত মাসে পোস্ট করেছি। আর আমি এখন নিয়মিত পোস্ট করব। কেউ যদি এ বিষয়ে কিছু জানেন দয়া করে আমাকে রিপ্লে করবেন।