-
যে কোন ব্যক্তির ফরেক্স ট্রেড করার সাথে যুক্ত হবার আগে অনেক চিন্তাভাবনা করে নিতে হয় তার কারন হল এখানে লাভ-লস যে কোন মুহুর্তে হতে পারে। এছাড়াও ফরেক্স ট্রেড কি, কিভাবে করে তা জানতে হয়। যারা নতুন হিসেবে ট্রেড করতে আসে তাদের প্রথম অনেক অসুবিধা হয়েই থাকে। তারপরেও ট্রেডের সাথে যুক্ত থেকে সামনে এগিয়ে যায়। আপনাকেও স্বাগতম।
-
ফরেক্স এ আপনি যখন ট্রেড করা শুরু করেছেন তাখন তো আপনাকে একটি কথাই বলা যাই যে ট্রেড করার আগে অবশ্যয় মার্কেট ভাল ভাবে এনালাইসিস করবেন।মার্কেট এর মুভমেন্ট বুঝে ট্রেড করবেন।আজকে মার্কেট নামবে না উঠবে এই বিষয়ে আপনাকে ভাল ধারনা রাখার সর্বত্তক চেস্টা করবেন।ট্রেড করার সময় কয়েকটি প্লান এর অনুসরন করবেন।বিভিন্ন কৌশনের সাথে ট্রেড করেবেন আশা করা যাই তাহলে আপনার শুরুটা ভাল হবে।
-
প্রতম ভাল যার শেষ ভাল তার। ফরেক্স মার্কেটে আপনি যদি প্রথম শুরুটা ভাল করে করতে পারেন তবে আপনি ফরেক্স মার্কেটে অনেক ভাল কিহু করতে পারেন তবে ফরেক্স মার্কেটে আপনি যদি আসলেই ভাল কিছু করতে চান তবে আগে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে মনে করি।
-
ফরেক্স ব্যবসা যখনই আমরা করব সব সময় চেষ্টা করব প্রথমে শুরুটা যেন ভালো হয় । কারণ যার শুরুটা ভেবে চিন্তে করবে সে কোনদিন বিপদে পড়বে না । সুতরাং অামরা কখনোই একাজ করব না ঝামেলায় যাবো না তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
ফরেক্স ট্রেডিংয়ে শুরুটা আপনার তখনই ভাল হবে যখন আপনি ফরেক্স ট্রেডিংয়ের সকল দক্সতা এবং অভিজ্ঞতার আলোকে ট্রেড করতে পারবেন আর তার জন্য নিজেকে ট্রেডিংয়ে অভিজ্ঞ করে তুলতে হবে। একজন অভিজ্ঞ ফরেক্স ট্রেডারই পারে ভাল ভাবে ফরেক্স থেকে প্রফিট লাভ করে ফরেক্স মার্কেটে টিকে থাকতে।
-
আসলে এটাই সত্য যে শেষ ভাল যার সব ভাল তার। তাই শুরু টা নিয়ে ব্যস্থ না হয়ে কিভাবে দীর্ঘদিন ভাল করা যায় তা চিন্তা করুন। কেননা আপনাকে লাভ লস সবই করতে হবে এবং এর মাঝেই ঠিকে থাকতে হবে। তাই সঠিক ভাবে ট্রেড শিখুন। আশা করি উপকৃত হবেনেই ।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেট থেকে ভালভাবে ইনকামের জন্য আমরা অনেক এনালাইসিস করে ট্রেডিং করে থাকি, যদি কোন ফরেক্স ট্রেডার ট্রেডিং করার শুরুতে ভাল করে থাকে,পরে তার জন্য অনেক ভাল তাই ট্রেডিং করাত পুর্বে ফরেক্স মার্কেট এনালাইসিস করে মার্কেট নিউজ দেখে ট্রেডং করলে।ভাল ফল পাবে।
-
সবাই চায় তাদের শুরুটা যেন ভাল হয় । কিন্তু সবার শুরুটা সব সময় ভাল হয় না । বেশিরভাগ ক্ষেত্রে শুরুটা তিক্ত হয় । তাই শুরু করার পূর্বে ভাল ভাবে ভেবে চিন্তে শুরু করা প্রয়োজন । তবে এই ফোরামে যোগ দিয়ে আপনি ভালই করেছেন । এখান থেকেই আপনার সাফল্যের শুরু হোক এই দোয়াই করি ।
-
আমরা ফরেক্স মার্কেট থেকে ভালভাবে ইনকামের জন্য আমরা অনেক এনালাইসিস করে ট্রেডিং করে থাকি, যদি কোন ফরেক্স ট্রেডার ট্রেডিং করার শুরুতে ভাল করে থাকে,পরে তার জন্য অনেক ভাল তাই ট্রেডিং করাত পুর্বে ফরেক্স মার্কেট এনালাইসিস করে মার্কেট নিউজ দেখে ট্রেডং করলে।ভাল ফল পাবে।
-
স্বাভাবিকভাবে যেকোন জিনিসের শুরুটা যদি ভাল হয় তাহলে শেষটা ভাল হবে। ফরেক্স মার্কেটে যদি কেউ নতুন হয় আর তার প্রথম প্রধক্ষেপ যদি ভাল করে করতে পারে তবে তার ফরেক্স মার্কেট থেকে ভাল মানের ইনকাম করতে পারবে। তবে তাকে অনেক পরিশ্রম করে ফরেক্স ট্রেড শিখতে হবে।