-
ফরেক্স মার্কেটে কম লাভ করার মন মানসিকতা থাকলেই সে বেশী লাভবান হতে পারে । কেননা কম লাভ মানেই কম রিক্স । সুতরাং আমরা সব সময় ট্রেড করার সময় অবশ্যই আমরা রিক্স নেবই নয় তাহলেই সফলতা সম্ভব । আপনারা সব সময় চেষ্টা করবেন এবং ধৈর্য্য ধারণ করেন অবশ্যই সফলকাম হতে পারবেন । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কম কম করে ট্রেড দিয়ে যদি কম কম করে লাভ নেওয়া জায় তবে আমি মনে করি ফরেক্স মার্কেটের মত ব্যবসা আর একটাও হয় না। ফরেক্স মার্কেটে রিক্স না নেওয়াই ভাল।
-
ফরেক্স মার্কেটে কম লাভ করার মন মানসিকতা থাকলেই সে বেশী লাভবান হতে পারে । কেননা কম লাভ মানেই কম রিক্স । সুতরাং আমরা সব সময় ট্রেড করার সময় অবশ্যই আমরা রিক্স নেবই নয় তাহলেই সফলতা সম্ভব । আপনারা সব সময় চেষ্টা করবেন এবং ধৈর্য্য ধারণ করেন অবশ্যই সফলকাম হতে পারবেন । ফরেক্স মার্কেটে কম রিস্ক নিয়ে ট্রেডিং করলে কম প্রফিট হবে,তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের রিস্ক নিয়ে কম করতে হবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে ভাল করে এনালাইসিস করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হবে মানি ম্যানেজমেন্ট নিয়ে।
-
হ্যাঁ ঠিক বলেছেন যেহেতু যারা বেশি লাভ করতে চায় তাদের কেউ বেশি বেশি ঝুকি নিতে হয় এবং তারাও বেশি লাভ করে থাকে মার্কেট থেকে । সব কিছুই নিরভর করে ট্রেডার এর উপর যে যেমন কাজ শিখবে এবং তার এ্যানালাইসিস্ এর উপর কেমন ধারনা তার উপর নিরভর করে লাভ এবং লস হয়ে থাকে । আপনি যে ভাবে চালায় যাচ্ছে পথটি আমার মতে অনেক ভাল ।
-
আসলে রিস্ক কত হবে কিংবা কত নিতে হবে তা নির্ভর করে তা অবশ্যই একজন ট্রেডারের বিনিয়োগ এর উপর ও বিনিয়োগ এর সংখ্যাটা কিরকম হবে তার উপর নির্ভর করবে । ফরেক্স মার্কেটে যারা বেশি টাকার লোভ করে তাদের উচিত হবে টাকার লোভ না করে বরং একটা সুষ্ট পরিকল্পনা করে তার উপর নির্ভর । বেশি লোভ করলে একাউন্টাই চলে যেতে পারে । তাই অতিরিক্ত লোভ না করে আমাদেরকে অবশ্যই কম রিস্ক নিয়ে ধীরে চললে একসময় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে ।
-
আমি আগে খুব বেশি ঝুকি নিতাম তবে এখন আর মোটেও ঝুকি নি না, এখন চেষ্টা করি ঝুকি ছাড়া ট্রেড করার জন্য, আমি দেখেছি বেশি ঝুকি নিয়ে কিছু দিন বেশি টাকা আয় করা যায়, কিন্তু বেশি দিন ধরে রাখা যায় না, তাই আমার কম ঝুকিতে কম টাকা আয় অনেক ভালো, তাই আমার মনে হয় কম ঝুকিতে কম টাকা আয় করাই ভালো।
-
গুড । আসলে না ঠকলে শেখা যায় না । আমি দুই টা একাউন্ট চালাচ্ছি হয়ত অচিরেই দুটোই জিরো বা সব ক্লজ করে দেবার কথা ভাবছি । তারপর নতুন করে নতুন নিয়মে লোভ না করে কচ্ছপের মত ধীর গতিতে চলব। অনেক সময় ভাবি ফরেক্স আমার দ্বারা হবে না। আবার ভাবি আর একবার চেস্*টা করে দেখি।
-
ফরেক্সে সবসময়ই ইতিবাচকভাবে ট্রেড করার চেষ্টা করতে হবে।কম রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। কেননা কম রিস্কে কম লাভ করা ভালো। তাতে কোনো ডলার লস না হলেই হলো। কেননা অনেকেই বেশি রিস্কে বেশি বেশি লাভ করতে গিয়ে অ্যাকাউন্টে জিরো করে ফেলে।তাই সবসময়ই কম রিস্কে কম লাভের চেষ্টা করতে হবে।
-
আমার ভাইয়ের কথার সাথে আমি সম্পূর্ণরূপে একমত । চট্টগ্রামের ভাষায় একটি কথা আছে যে, যত কম তত গম । ফরেক্স মার্কেট ব্যবসার জগতে অত্যন্ত গুরুত্বপূর্ন একটি বিষয় । ফরেক্স মার্কেটে যারা নতুন প্রবেশ করে তারা অধিক হারে লোভ করতে চায় । ফলে তারা ক্ষতির সম্মুখীন হয়। তায় কম লাভ করায় ভাল ।
-
ফরেক্স মার্কেটে রিস্ক কম নিতে চাইলে প্রফিট কম হবে। আমাদের অনেকের মনোভাব এমন যে রিস্ক বেশী নিলে হয়তবা লাভের পরিমান বেশী হবে ফলে অনেক সময় দেখা যায় একাউন্ট শূন্য হয়ে যায়
তাই মনে করি প্রফিট কম হলেও রিস্ক যত সম্ভব কম নেওয়াই ভাল।।।
-
লাভ লস সব ফরেক্স মার্কেটের একটি অংশ। আর ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে কম কম রিস্ক নিয়ে ট্রেড করতে হবে।তাহলে লস এর পরিমানটা কম হবে ।