-
ফরেক্স করার ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা মনে রাখতে হবে তা হল ডিপোজিট হতে হবে একটা মানসম্মত পরিমানের । আর ডিপোজিট সবসময় আপনার ব্যবসায়কে সচল রাখতে সাহায্য করবে । তাই আমি মনে করি যে নিজেদের ক্যাপিটাল যত বেশি মানসম্মত হবে আমরা তত বেশি এই ব্যবসায় সফল হতে পারব । আমি এখনো কোন ধরনের ডিপোজিট করিনি । তবে আমি এই ফোরামের মাধ্যমে পোস্টিং বোনাস দ্বারা রিয়েল ট্রেড শুুরু করে ট্রেড শিখতে চায় ।
-
আপনার সাথে আমার একটা মিল আছে । আমার প্রথম ডিপোজিট ছিল ২০ ডলার । তারপর একাউন্ট প্রায় শেষ হবার উপক্রম তখন আবার ৫০ ডলার ডিপোজিট করে একাউন্ট টা ধরে রাখি। আমিও প্রফিট করেছিলাম। ফরেক্স এ আমি মাত্র জযেন করেছি। অনেক কিছুই জানা হয় নাই। হঠাৎ একটা হাই ইমপেক্ট নিউজে ধরা খেলাম। লাভের সাথে আসল কিছু চলে গেল ।
-
আপনার সাথে আমার কিছুটা মিল আছে আমি প্রথম পোস্ট থেকে ২৪ ডলার ডিপোজিট পায়, পরে আরও পোস্ট করি, পরপর কয়েক মাস পোস্ট করার পর যখন ২৭২ ডলার ডিপোজিট হয় তখন আমার অ্যাকাউন্ট একটা দুর্ঘটনা ঘটে এবং আমার আমার অ্যাকাউন্ট জিরো হয়ে যায়, তবে আমি আসা ছাড়ি না, আবার পোস্ট করি এবং ধারাবাহিক ভাবে করতে থাকি।
-
আমি একজন নতুন ট্রেডার বিধায় এখনো রিয়েল ট্রেডিং এর মধ্য কাজ শুরু করি নি যার কারণে এখনো পর্যন্ত কোন ধরনের ডিপোজিট করতে পারি নি । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা জানি যে এখানে ট্রেড করতে হলে অবশ্যই অনেক বেশি পরিমাণে ডিপোজিট করতে হবে এবং সে ডিপোজিটকে পরিচালিত করার জন্য অবশ্যই ভাল মানের দক্ষতা সৃষ্টি করতে হবে ।
-
আমি বলবো ব্যবসায় আসলে ডিপজিটের উপর অনেক কিছু নির্ভর করে। ফরেক্স মার্কেটে আমার রিয়াল একাউন্টে প্রথম ১০ ডলার ডিপজীট করে ট্রেড করি কিন্তু এই ডিপজীট আমার একদিনও ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারিনি। আমার একাউন্ট জিরু হয়ে জায়। তারপর আমি আর বেশি করে ডিপোজিট করে ট্রেড শুরু করি।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই ডিপোজিট করার প্রয়োজন। কারন ডিপোজিট পুজি হিসেবে ব্যবহার করতে হবে। আমার প্রথম ডিপোজিট ছিলো ১০$ মাত্র। খুব কষ্ট করে মাত্র ১০$ দিয়ে ট্রেড করতে গিয়ে আমিও Fomc এর কবলে পরে একবারেই জিরো হয়েছিলাম। তারপর থেকে আমিও ভালোভাবে ট্রেড শিখার চেষ্টা করে যাচ্ছি। তাই আমি নতুন ট্রেডার দের বলবো আগে ফরেক্স ট্রেডিং ভালো ভাবে শিখে তার পর ডিপোজিট করা ।
-
আমি ফরেক্স মার্কেটে প্রথমে ৫ ডলার ডিপোজিট করেছিলাম যা কিছু দিনের মধ্যে একাউন্ট জিরো হয়ে গেছিল ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করার জন্য মিনিমাম যদি ১০০ ডলার ডিপোজিট করে ট্রেডিং করতে পারি তাহলে অনেক ভাল হবে তাই আমাদের ফরেক্স মার্কেটে ডিপোজিট করে ট্রেডিং করতে হবে।
-
না এখনো আমি কোন ডিপোজিট করিনি। এখনো আমি ফরেক্স শিখছি। তবে ইচ্ছে আছে ডিপোজিট করার। আমি ডেমোতে কিছুটা সফল হয়েছি। অনেক দিন বছর ধরেই আমি ফরেক্স এর সাথে জড়িত। আসলে কথা হচ্ছে এতোদিন আমি শুধু শিখেছি। অন্য একজন ইনভেষ্ট করেছে তার সাথে থেকেছি। তার কাছ হতে সবকিছু জেনেছি। কাছ হতে তার উত্থান পতন দেখেছি। আমি অনেক আগেই ইনভেষ্ট করতে চেয়েছিলাম। কিন্তু সে আমাকে নিষেধ করেছে। বলেছে আমার এ্যাকাউন্ট হতে আগে প্রফিট করে দেখাও। এতো বছর ধরে তার সাথেই ছিলাম। এখন আমি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করতে চাই।
-
ফরেক্সে কখনো নিজের মরজিমাফিক ট্রেড করতে নাই তা হলে একাউনট জিরো হত সময় লাগবে না । সব সময় ডিপোজিট অনুযা্যি লট ঠিক করা উচিত । আর বুঝতে হবে অন্যজন প্রফিট করছে আর ন আপনার লস হচ্চে কারন কি ? উত্তর একটাই সেটা হলো আপনার অভিজ্ঞতার অভাব তাই আগে শিখুন পরে ডিপোজিট করুন ।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই ডিপোজিট করার প্রয়োজন। কারন ডিপোজিট পুজি হিসেবে ব্যবহার করতে হবে। আমার প্রথম ডিপোজিট ছিলো ১০$ মাত্র। খুব কষ্ট করে মাত্র ১০$ দিয়ে ট্রেড করতে গিয়ে আমিও Fomc এর কবলে পরে একবারেই জিরো হয়েছিলাম। তারপর থেকে আমিও ভালোভাবে ট্রেড শিখার চেষ্টা করে যাচ্ছি।