-
এটা একটা পজিটিভ সাইট।ফরেক্সের মার্কেট গতিশীল কিন্তু গতির এই মার্কেট অধিকাংশ সময়ই যেদিকে যায় সেদিকেই যাওয়ার চান্স বেশি থাকে।অর্থাত ট্রেন্ডের দিকে যাওয়ার সম্ভবনা বেশি থাকে।মার্কেট হয়তো ৫পিপস ট্রেন্ডের দিকে যাবে আবার ২পিপস ডাউন করবে।এমনটাও হয়ে থাকে।এভাবে টোটালি ট্রেন্ডের দিকেই যেতে পারে।তাই সবসময়ই ট্রেন্ডের দিকে ট্রেড নেওয়া ভালো।
-
ফরেক্স মার্কেটে মুভমেন্ট থাকে এই মুভমেন্ট এর ধারনা নিয়ে ট্রেডাররা ট্রেড করেন এক এক ট্রেডার একেক ধরনেএ স্ট্রাটেজি অনুসরন করেন। কোন কোন ট্রেডার ট্রেন্ড এর বিপরিতে এবং কোন কোন ট্রেডার ট্রেন্ড এর দিকে ট্রেড করেন। তবে ফরেক্স মার্কেট বেশিরভাগ ক্ষেত্রেই যে দিকে যায় যখন সেই দিকেই যায়, তাই ট্রেন্ডের দিকে ট্রেড করে প্রফিট পাওয়া অনেক টাই সহজ।
-
আমি ফরেক্স মার্কেটে ট্রেন্ড এর সাথে ট্রেড করি কিন্তু কিছু সময় নিয়ে । মার্কেট বাই -এ দিকে থাকুক আর সেল এর দিকে থাকুক আপনাকে ভালো করে বুঝে অডার কাঁটতে হবে।
-
ফরেক্স মার্কেট এ বিভিন্ন টাইম ফ্রেম দেখে মার্কেট এর ট্রেন্ড নির্বাচন করতে হয় । ফরেক্স মার্কেট এর গতি পথ দেখে ট্রেড করাটাই ভালো । তবে শুধু মার্কেট এর ট্রেন্ড দেখেই ট্রেড করাটা ঠিক হবে না । একটি ট্রেড ওপেন করার সময় বিভিন্ন আনালাইসিস করে ট্রেডটি ওপেন করতে হবে । বিভিন্ন ইন্ডিকেটর এর সুবিধা নিয়ে ট্রেড করাটাই ভালো হয় ।
-
ফরেক্স মার্কেটে কিছু টেকনিকাল নিয়ম কানন আছে তার মধ্যে ট্রেন্ড ট্রেডিং সিস্টেম সব চেয়ে ভালো আমার মতে ট্রেন্ডের সাতে ট্রেড করলে অধিকাংশ সময় লাভ করা যায় মার্কেট সব সময় ঐ ট্রেন্ড অনুযায়ী চলে আর ঐ ট্রেডের সাথে ট্রেড করলে ট্রেড বিপরীত যায় না বললে চলে মার্কেট বেশির ভাগ ট্রেডের সাথে থাকে।
-
ফরেক্স একটি ইন্টারনেশনাল মার্কেট পেলেস । ফরেক্স এ কাজ করতে হলে বিভিন্ন ধরনের নিয়ম কানুন আছে যেগুলো অনুসরন করলে ফরেক্স এ টিকে থাকা যায়। ট্রেন্ড ট্রেডিং একটি ভালো উপায়। কারন বেশী সময় ধরে দেখা যায় যে ট্রেন্ডের সাথে ট্রেড করলে লাভ হয়। মার্কেট সব সময় ঐ ট্রেন্ড অনুযায়ী চলে আর ঐ ট্রেডের সাথে ট্রেড করলে ট্রেড বিপরীত দিকে যায় না । তাই বললে চলে মার্কেট বেশির ভাগ ট্রেডের সাথে থাকে।
-
ভাই ফরেক্স মার্কেট যখন কোন ট্রেন্ড ধরে চলতে থাকে তখন সেই ট্রেন্ড অনুযায়ী ট্রেড করাই বেশি নিরাপদ কারন মার্কেট সামান্ন রিট্রেস মারলেও একই ছন্দে চলতে খাকে ফলে ট্রেন্ড অনুযায়ী ট্রেড করলে লসের সম্ভাবনা বা রিস্ক কম থাকে তাই যতক্ষন না মার্কেট ট্রেন্ড চেন্জ না করছে ততক্ষন ট্রেন্ডের সাথেই ট্রেড করুন। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে কিছু নিয়ম কানন আমারা শিখেছি যেমন তার মধ্যে ট্রেন্ড একটি টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করি যখন কোন ট্রেড তৈরি করে সেটা উপ্ট্রেদ হতে পারে আবার ডাউন ট্রেড হতে পারে তবে আমরা তখন অই ট্রেন্ডের পক্ষে আমারা ট্রেড ওপেন করি।
-
ট্রেন্ড হলো মার্কেটের গতিবিধি নির্দেশক অর্থাৎ মার্কেট কোন দিকে যাচ্ছে সেতাকেই বোঝায় ট্রেন্ড। মার্কেট যদি উপরের দিকে যায় তবে সেটা আপ ট্রেন্ড আর মার্কেট যদি নিচের দিকে যায় তবে সেটা ডাউন ট্রেন্ড। আমার মতে সব সময় ট্রেন্ডের দিকেই থাকা উচিত। অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ডে থাকলে বাই নেয়া উচিত আর মার্কেট ডাউনট্রেন্ডে থাকলে সেল নেয়া উচিত তবে ট্রেন্ড ব্রেকের বিষয় টা মাথায় রাখতে হবে।
-
ট্রেডের মাধ্যমে এনালাইজ করিয়া আমি ফরেক্সে মাকের্টে সফলতা অর্জন করিয়াছি। আমার মনে হয় ট্রেড মাকের্টে সফলতার অর্জন করিতে হইলে অবশ্যই ট্রেডের সাথে ট্রেড করিতে হইবে। সুতরা ট্রেড করিতে হইলে ফরেক্সের কাজ জানা আবশ্যক হইতেছে। ফরেক্স সম্পর্কে না জানিয়া ট্রেড করা উচিত নহে।