-
ফরেক্স ট্রেড বাসায় বা এর জন্য অফিস দুটোতেই করা যায়। তবে বাবসা এমন এক জিনিস সুধু ফরেক্স ট্রেড নয় যে কোন বাবসায় বা অমনোযোগী হলে এক্তা সমস্যার সৃষ্টি হয় । আর ফরেক্স মার্কেট ত হল চলমান মার্কেট যেখানে ২৪ ঘণ্টা মার্কেট ওপেন থাকে তাই এখানে আরও একটু বেশি সময় দিতে হয়। ফরেক্স ট্রেড বুযে করলে বাসায় বা অফিস এটা কোন সমস্যা না ।
-
ফরেক্স ট্রেডিং করতে গিয়ে সারাক্ষণ কম্পিউটারের সামনে বশে থাকা মোটেই কোন ভালো কাজ নয়।এতে করে ট্রেড চলাকালীন সময় আপনার উপর যে মানুষিক চাপ পড়বে সেটার ফলাফল খুবই ভয়াবহ।আপনি ভালোভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করে স্টপলস সেট করে দিয়ে কাজে বেরিয়ে পড়বেন কিংবা পরিবার এবং বন্ধু-বান্ধবদের সময় দিবেন।কারন মার্কেট তার নিজ গতিতে চলে।এখানে আমি আপনি কিছুই করতে পারবো না।
-
ফরেক্স মার্কেটে মাঝে মাঝে খুবই মনযোগী হতে হয় বিশেষ করে মার্কেটের যখন খুব উত্থান পতন হয়। এই সময় নিরিবিলি ট্রেড করতে না পারলে ট্রেডে সম্পূর্ণ মনযোগী হাওয়া যায় না। এই জন্য একটি অফিস নিয়ে নির্দিষ্ট সময় ধরে ট্রেড করাই উত্তম।
-
আমি মনে করি এটা যার, যার মানসিকতার ব্যপার, যেমন আমি ফরেক্স ব্যবসা বাসায় বসেই করি এবং আমার এতে কোন সমস্যা হয় না্* কিন্তু আমার একজন বড় ভাই আছেন যে বাসায় ফরেক্স ব্যবসা করেন না, তিনি তার অফিসে বসেই করেন, কারণ বাসায় উনি ফরেক্স এ পূর্ণ মনোযোগ দিতে পারেন না। সেজন্য আমি মনে করি আপনাকে সেখানেই বসে ফরেক্স এ ট্রেড করতে হবে যেখানে আপনি পূর্ণ মনোযোগ দিতে পারবেন।
-
ফরেক্সে ট্রেড করার সময় অবশ্যয় খুব মনোযোগী হিতে হয়।তবে এটার জন্য আলাদা কোন অফিস নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।আলাদা অফিস নিলে সেক্ষেত্রে খরচ বেড়ে যাবে যা আপনাকে লাভের জন্য মানসিক চাপে রাখবে।
-
হা ফরেক্স ট্রেডিং ঘরে বসে করা যায় কিন্তু ফরেক্স এ ট্রেড করার সময় মাঝে মাঝে খুব ভাল ভাবে ট্রেড করতে হয় কারন ফরেক্সের মুদ্রার বাজার ওঠা নামা বেশি করে ।একারনে বাসায় থাকাই পরিবারের সদ্যসরা হঠাৎ করে এসে ট্রেড থেকে মনুযোগ সরাই ।তাই আমি চিন্তা ভাবনা করছি ট্রেড করার জন্য আলাদা অফিস নিবো ।
-
হ্যা এটা ঠিক যে যখন মার্কেট বেশি মুভ করে তখন মানসিক ইন্দ্রিয় গুলো একটু বেশি অস্থির এবং এই সময় যদি কোন ভাবে মনো যোগে বেঘাত ঘটে তবে ট্রেডের ক্ষতি হওয়া স্বাভাবিক তবে এর জন্য িবাহিরে কোন অফিস নেবার দরকার আছে বলে আমি মনে করি না তবে যদি মনে করা হয় বৃহৎ পরিসরে গ্রুপট্রেডিং করবো তবে অফিস নেওয়া যেতে পারে। ধন্যবাদ।
-
হ্যাঁ অনেক সময় দেখা যায় ট্রেড ওপেন করে রেখেছি আর কোন পরিবারের সদস্যের সাথে কথা বলছি তখন দেখা যায় যে আমি আমার ট্রেড করার কথা ভুলে গেছি । অনেক সময় লাভ এ ট্রেড টি লস এ পরে যায় । তখন আমার মন্টা খারাপ হয়ে যায় এবং আমাকে আরও সময় ধরে অপেক্ষা করতে হয় । তখন আমার প্রফিট কমে যায় ।
-
আমার মনে হয় না ফরেক্স ট্রেডিং করার জন্য আলাদা কোনো কোম্পানির দরকার আছে । তবে এক এক মানুষ এক এক রকমের হয়ে থাকে । অনেকেই নিরিবিলি জায়গা ছাড়া কাজে মনোযোগ দিতে পারে না । তাই আমি এ ও মনে করি যারা খুব ভাল একটা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছেন আর তারা ফরেক্স ব্যবসাকেই জীবনে প্রধান হিসেবে রাখবেন তারা আলাদা অফিস দিয়ে কাজ শুরু করতে পারে ।
-
যদিও বলা হয় ফরেক্স ব্যবসায় ইমোশন কন্ট্রোল করতে হবে কিন্তু সবাই ইমোশন কন্ট্রোল করতে পারে না।যারা ইমোশন কন্ট্রোল করতে পারে না তারা বাসায় বসে ফরেক্স করতে গিয়ে আরও ইমোশনাল হয়ে যায়।এজন্য আমি চেষ্টা করি ফরেক্স ট্রেডিং করার সময় বাসায় না থেকে অন্য কোনে নিরব স্থানের।এজন্য বিশেষ করে আমি আমার বেডরুমকে বেছে নিয়েছি।এবং সেখানে তখন আর কাউকে প্রবেশ করতে দিই না।