আজ পর্যন্ত ফরেক্স করে লাভ করলেও আসলে লাভ বলা যায় না্ । কারন আমার অনেক লস আছ্ । যাইহোক লাভের চেষ্টা করে যাচ্ছি। কোন একদিন লাভের দেখা পেলে আপনার এই পোস্টে আবার মন্তব্য করব।
Printable View
আজ পর্যন্ত ফরেক্স করে লাভ করলেও আসলে লাভ বলা যায় না্ । কারন আমার অনেক লস আছ্ । যাইহোক লাভের চেষ্টা করে যাচ্ছি। কোন একদিন লাভের দেখা পেলে আপনার এই পোস্টে আবার মন্তব্য করব।
আজ পর্যন্ত আমি ফোরামে অনেক বার কাজ করেছি । ফরেক্সের ফোরামে কাজ করে আমি লাভ ও লস দুটোই করেছি । প্রথম বার আমি যখন ফরেক্সের ফোরামে কাজ করা শুরু করি তখন আমি কম ডলার বোনাস পোষ্টিনহ পাই । তাতে আমার কশট ছিল না । কিন্তু মাস শেষে সেই ডলার আমার মার যায় , মানে ব্লগ হয়ে যায় । তারপর দুবার আমি ফোরামে কাজ করে ভাল টাকা আয় করেছে ফোরাম থেকে । দেখা যাক এইবার কি হয় , আশা করি ভাল কিছু হবে ।
আমিও লাভ/লস মিলিইয়ে লসেই আছি তবে চিন্তার কোন কারন নাই । লস হলেই ভুল ধরা পড়ে আর ভুল ধরতে পারলে এক সময় প্রফিট হবেই তখন এই লস কভার করা যাবে ।
ব্যক্তাগতভাবে বলতে গেলে আমি লাভ এবং লস দুটোতেই আছি। তবে লসের পরিমাণ সবচেয়ে বেশি। ফরেক্সে লাভ করতে হলে মার্কেট সম্পর্কে ভাল ধারনা থাকা চাই। কেননা অভিজ্ঞতা ছাড়া আমরা কখনোই এখান থেকে লাভ করতে পারব না। তাই ডেমো ট্রেড করে আমাদেরকে বিভিন্ন কৌশলগুলো আয়ত্ব করতে হবে।
ফরেক্স মার্কেট আমি এখনো নতুন তাই ফরেক্স মার্কেট সর্বপ্রথম আমার লাভ হয়।তারপর আমার লস হই ।আমি এখনো লসে আছি।তারপরে ও আমি হতাশ হইনা আর আমি কি কারনে লস করলাম সেগুলোর উপর লক্ষ্য রাখি যে লসের কারনটা কি?এগুলো মেইনটেইন করে আমি মার্কেটে এখন লসের থেকে লাভই করি বেশি।
আমি ফরেক্স করি এই ৫ বছর । আমার ঐ এইটা সঠিক মনে নাই । তবে আপনারা বুঝতে পারতেছেন যে আমি যেহেতু ফরেক্স ৫ বছর ধরে করি তাহলে আমার লাভ না হলে ফরেক্স ব্যবসা বাদ দিয়ে অন্য কিছু করতাম । আমার মতে ফরেক্স এর থেকে ভাল কিছু আর সি পৃথিবীতে নাই । তাই আমি ফরেক্স করতে এতো ভালোবাসি । আর আমি আমার অন্য বন্দুদের বলি ফরেক্স করার জন্য ।
আমি ফরেক্সে ৬ মাস আছি।এখনো কোন লাভের মুখ দেখি নি।আমি সর্বপ্রথম ২০ ডলার ইনভেস্ট করেছি।প্রথমে আন্দাজে ট্রেড করে ভালই লাভ করছিলাম কিন্তু লোভের তাড়নায় পড়ে একাউন্ট শুন্য করে ফেলছিলাম।এখন আর ইনভেস্ট করি না ফোরাম বোনাস নিয়ে ট্রেড করি।
ফরেক্স এ আসলে প্রথমে একটু না একটু লস করে থাকে। আমি প্রথমত অবস্থায় ফরেক্স এ লস করে থাকি তবে এখন আমার বিশ্বাস যে আমি ফরেক্স থেকে লাভ করতে পারব। ফরেক্স এ লস করে নাই এমন কোন ব্যক্তি নেই আমার জানা মতে। তবে এই লস করে করে একদিন লাভ অবশ্যই হবে।
আমি এই মাস থেকে ফোরামের ডলার দিয়ে রিয়েল ট্রেড শুরু করলাম। প্রথম ২,৩ ট্রেডে ভালই লাভ করেছি। মাঝখানে আমার িএকটা অনাকাঙ্খিত ভুলের কারনে কিছু লস হয় । তারপর থেকে কিছু লস আবার কিছু প্রফিট এই ভাবে একাউন্ট চলতি আছে। তবে আমি মনেকরি এখানে থেকে আমি লাভ করতে সক্ষম হব।
এতদিন ফরেক্স করে আমিও আপনার মতো লসে অবস্থান করছি। কেননা আমার এখনো ফরেক্সের অনেক বিষয় শিখতে এবং বুঝতে সমস্যা রয়েছে।তবে আশা করি ফরেক্সে অনেককিছুই শিখতে এবং ঁালোভাবে বুঝে ফরেক্সে দক্ষতা আনতে পারলে একসময় প্রফিট করতে পারবো নিয়মিত।তাইতো ফরেক্সের সাথে আজও অকাতর লেগে আছি।