-
আমি বলবো না।কারন ফরেক্স আমাদের দেশে সরাসরি রাষ্ট্রীয়ভাবে বৈধ নয়।আবার সরকারও এখন পর্যন্ত তেমন কোনো ক্লিয়ার ইন্ডিকেশন নেই।আবার বাংলাদেশে যদিও পর্যাপ্ত পরিমান বেকার পড়ে আছে তারপরও তারা এতটা ম্যাচুউট নয়।এজন্য তারা ভালোভাবে ফরেক্স শিখতে পারবে না।আর অত্যন্ত অধৈর্য, পরিশ্রমের সর্বোচ্চ মানসিকতা না থাকায় লস করারর সম্ভবনা বেশি থাকবে।তাই লস করে অ্যাকাউন্ট জিরো করার চেয়ে না ছড়িয়ে পড়া ভালো।তবে যারা প্রতিভাবান তাদের প্রতিভা ছড়াবেই। তা কেউ ঠেকাতে পারবে না।
-
ফরেক্স আমাদের জন্য অনেক দরকার, ফরেক্স এর সাথে সাথে আমরা এর দারনা করতে পারি। ফরেক্স বাংলা আমাদের দেশে অনেক ভাল দারনা দিতে পারে তার জন্য আমাদের ফরেক্স জানা দরকার। আমরা ফরেক্স বাংলা জানার জন্য ।
-
আমাদের দেশে অনেক মানুষ বেকার। তাই তারা যদি ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে ট্রেড শুরু করে তাহলে তারা ফরেক্স থেকে ইনকাম করতে পারবে। আর আমাদের দেশ এর বেকার সমস্যা দূর হবে। এটা দেশ এর অর্থনীতির জন্য অনেক ভাল হবে। তাই আমার ও মনে হয় ফরেক্স দ্রুত ছরিয়ে পরা উচিৎ।
-
আমাদের দেশে অনেক শিক্ষিত , যোগ্যতাসম্পন্ন ব্যক্তি রয়েছে । তবুও দেশের বেশির ভাগ যুবক বেকার থাকে । চাকরি খুজতে খুজতে তারা শেষ পর্যন্ত হতাশায় ভোগেন । এমনকি আত্মহননের মত ঘটনাও ঘটে আমাদের দেশে । ফরেক্সে অল্প পুজি নিয়েই ব্যবশা করা যায় । বেকার মানুশের কর্মসস্থানের জন্য একটা সহজ ভাল উপায় ফরেক্সে ট্রেড করা। তাই ফরেক্স যদি সবাই বুঝে করতে পারে তাহলে আর কারও দিকে চাকরির জন্য চেয়ে থাকতে হবে না ।
-
হ্যাঁ। আমি মনে করি ফরেক্স দ্রুত আমাদের দেশে ছড়িয়ে পরা উচিৎ। কারণ, জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তর করতে ফরেক্স যথেষ্ট ভুমিকা পালন করে থাকে। একটি দেশের সামগ্রিক উন্নতি সাধনের জন্য ফরেক্স গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। ধন্যবাদ
-
মইনুদ্দিন আহ্মেদ
হা ফরেক্স বেবসা যদি আমাদের দেশে দ্রুতও ছড়িয়ে পরে তাহলে আমাদের শিক্ষিত বেকারদের জন্ন একটা আয়ের রাস্তা খুলে যাবে। তবে এই বেবসা ত খুব একটা সহজ না কারন প্রথম দিতে অনেক পরিস্রম করে ফরেক্স সম্পরকে জানতে হবে । যেহেতু এটা একটা মুদ্রা বাজার তাই মুদ্রা বাজার সম্পরকিত অনেক কিছু জানতে হবে। তবে এ বাজার সম্পরকে সবাই কে জানাতে হবে জাতে তারা উতসাহিত হয়ে কাজ করতে আসে ।
-
হ্যাঁ আমাদের দেশের অর্থনৈতিক দিক চিন্তা করলে অনেক খারাপ লাগে। আমাদের দেশের বেকার সমস্যার সমাধানে ফরেক্স গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তাই আমি মনে করি ফরেক্স আমাদের দেশে খুব দ্রুত ছড়িয়ে পরা উচিৎ। ধন্যবাদ
-
হ্যা ফরেক্স আমাদের দেশে তারাতারি ছড়িয়ে পড়া উচিত বলে আমি মনে করি কারন আমাদের দের দেশে বেশিরভাগই লোক বেকার তাই বেকার সমাজ আমাদের দেশে এই ফরেক্স এ ইনভব হয় তাহলে আমাদের অনেক উন্নতি হবে দেশের এবং বেকার সংখ্যা কমে যাবে। তাই আমি মনে করি ফরেক্স এ এই পদ্ধতি সবাইকে ভাবিষ্যতে আকৃষ্ট করবে এবং সবাই ফরেক্স এ ইনভল্ব হবে।
-
আমি মনে করি আমাদের দেশে ফরেক্স ছড়িয়ে পড়া উচিৎ। কারণ, আমাদের দেশে এখনও অনেক যুবক যুবতী বেকার। তারা যদি ফরেক্স করতে পারে তাহলে তারা ঘরে বসে দৈনিক অনেক টাকা উপার্জন সহ অনেক কিছু শিখতে পারে। তাই আমি মনে করি আমাদের দেশ উন্নয়নে ফরেক্সের ভুমিকা অন্যতম। ধন্যবাদ
-
আমিও তাই মনে করি। কারন আমাদের দেশে অনেক তরুন-তরুনী কাজের অভাবে ঘরে বসে আছে। তারা যদি ফরেক্সে আর্নিং করা সম্পর্কে জানত তাহলে এখান থেকে উপার্জন করতে পারত। আমাদের মত দেশে যেখানে প্রতি বছর প্রয়োজন মোতাবেক নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে না সেখানে ফরেক্স বেশ ভালো ভূমিকা রাখতে পারে।
-
আমাদের দেশে যুবক বেকার ভাইদের সংখ্যাটা অনেক বেশি যারা কোন কাজ খুজে পায় না তাদের জন্য তাদের নিজেদের ক্ষতি হচ্ছেতো দেশের আর ভর ক্ষতি হচ্ছে । আমি মনে করি যে এই ফরেক্স মার্কেট যদি তারাতারি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তবে দেশ ও মানুষের উভয়ের লাভ হবে। তাই এটা কে দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত ।
-
ফোরেক্স অবশ্যই বেকারত্ব দুরিকরনে বিশেষ ভূমিকা রাখে তাবে আমার মতে এটি দেশে দ্রতো ছড়িয়ে না পড়াই ভালো। কারন এটি অনেক বেশি পরিমানে কারেন্সি টেক করে। আর অনেক বেশি পরিমানে ছড়িয়ে পড়াড় আগে এর জন্য অনেক বেশি পরিমানে টেনিংসেন্টার থাকা উচিত। যেন মানুষ অন্তত কিছুটা হলেও হাতে খড়ি বা গাইড লাইন পেতে পারে ফলে মানুষ যাতে করে অনেক বেশি বেশি করে উপার্জন করতে পারে। এর পর আমাদের ফোরেক্সটাকে ছড়িয়ে দেয়া উচিত তাহলে অবশ্যই লসের পরিমান কমবে, এবং এটাকে সবাই পজেটিভলী দেখবে।
-
আমার মনে আমন বাবাশা আমাদের মত দেশে যেখানে বেকার অনেক বেশি সেখানে আমন সুজগ সবার পাওা উছিত । কারন এতে করে অনেক মানুশের আয়ের পথ সুগম হবে ।
-
ফরেক্স যেহেতু এখন সবার কাছে একটি বিশ্বস্ত হয়ে গেছে এবং আমরা সবাই জানি এখান থেকে অতি সহজে টাকা আয় সহ আমাদের বেকার সমস্যার সমাধান করতে পারি তো তার জন্য আমাদের দেশে এই ব্যবসা আরও দ্রুত ছড়িয়ে পরা দরকার এবং আমার বিশ্বাস যে একদিন আমাদের সরকার সহ সব ক্ষেত্রের লোকেরা এটাকে গ্রহন করবে।
-
আমার মতে ফরেক্স আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পরা উচিত। কারন আমাদের বাংলাদেশে অনেক দরিদ্র পরিবার রয়েছে এবং অনেক বেকার যুবক আছে তাদের জন্য ফরেক্স খুবই দরকার। ফরেক্স এর মাধ্যমে তাদের দারিদ্রতা দূর হতে পারে বেকার যুবকরা একটা কাজ পেতে পারে। আর অনেক ছাত্র-ছাত্রী আছে তারা পড়ালেথার পাশাপাশি কিছু করতে চায় তাদের জন্যও ফরেক্স দরকার আর ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা একটা খুব সহজ একটা ব্যবসা ইচ্ছা করলেই সবাই শিখতে পাবে।
-
ফরেক্স একটি অন লাইন ব্যবসা। আমাদের দেশ তুলনা মূলক অনলাইন ব্যাবসায় অন্যান্ন দেশের চাইতে অনেক টা পিছিয়ে।তাই আমি মনে করি বাংলাদেশে ফরেক্স ব্যাবসা দ্রুত ছরিয়ে পড়া উচিত।
-
ফরেক্স মার্কেট একটা ঝুকিপুর্ন মার্কেট। এখানে ট্রেড করে লাভ করা খুব একটা সহজ না। ফরেক্স মার্কেট এ অভিজ্ঞতা না থাকলে লসের সম্ভাবনা অনেক বেশি। আর বাংলাদেশে যদি ফরেক্স দ্রুত ছরিয়ে পরে তাহলে এই ব্যবসা থেকে অনেক অনেক লস করে ফেলবে, না জানার কারনে। তাই বুঝে শুনে ফরেক্স এ আশা আমার মতে ভাল হবে।
-
ফরেক্স আমাদের দেশে ধুরুত ছরিয়ে পরা উচিত কারন ফরেক্স মার্কেট ছড়িয়ে পড়া উচিত কারন আমাদের দেশের অধিকাংশ মানুষ বেকার তাই ফরেক্স করে এই বেকার সমস্যা জাতে সামন্ন ধুর করতে পারে এই জন্য ফরেক্স আমাদের দেশে ধুরুত ছরিয়ে পড়া উচিত।
-
বর্তমানে একটা ভাল চাকরি হল সোনার হরিণ সবাই চিরায়ত প্রথা হিসেবে শুধু চাকরিকেই প্রাধান্য দেয় চাহিদার তুলনায় চাকরির সংখ্যা খুবই অপ্রতুল কারণ হল অসংখ্যা বেকার যুবকের চাকরির চাহিদা পূরণ করা কোন মতেই সম্ভব নয় তাই আমাদের আরো ভালভাবে ভাবেতে হবে আমাদের ভিন্ন কিছু করতে হবে সে হিসেবে ফরেক্স খুবই ভালো একটা ব্যবসা তাই এটার বাংলাদেশে দ্রুত বিস্তার হওয়া উচিত সঠিক উপায়ে সঠিকভাবে হতে হবে
-
আমি মনে করি ফরেক্স আমাদের দেশে ধুরুত ছরিয়ে পড়া উচিত কারন ফরেক্স আমাদের দেশে অনেক ভিমিকা রাখে আমাদের দেশে অনেক লক বেকার কোন কাজ পায়না তারা যদি ফরেক্স করে তারা তাদের দেকারত্ত দূর করতে পারে এই জন্য ফরেক্স আমাদের দেশের জন্ন দকার,
-
অবশ্যই ফরেক্স আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পড়া উচিত।ফরেক্স ব্যবসা যদি বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ে তাহলে তা আমাদের জন্য মঙ্গলজনক হবে।বাংলাদেশে যে হারে দিনদিন বেকারত্ব বেড়ে চলছে সেই হারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছেনা।ফলে দিনদিন বেকারত্ব বেড়েই চলছে।এই বেকার সমস্যার সমাধান হিসাবে ফরেক্স অন্যতম প্রধান কর্মক্ষেত্র হিসাবে কাজ করবে।অনেক বেকার লোক ফরেক্স শিক্ষার মাধ্যমে নিজেকে ফরেক্স মার্কেটে দক্ষ হিসাবে প্রতিষ্ঠিত করে নিজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে।
-
আমাদের এই বাংলাদেশে অনেক বেকার ভাই এবং বোনেরা আছে অনেকেই চাকুরি করছেন আবার অনেকেই বেবশা করছেন যারা একদম বেকার তারা এই ফরেক্স বেবশা করতে পারেন এই বেবসা ঘরে বসেই করা যায় এই বেবশা পার্টটাইম এবং ফুলটাইম হিশেবেও এই ফরেক্স বেবশা করতে পারেন এজন্ন আমাদের দেশে এই ফরেক্স বেবশা খুব দ্রুত ছড়িয়ে পরা উচিত।
-
আমাদের দেশে বেকার সমস্যা একটি বড় সমস্যা আমরা চাইলেই ফরেক্স ট্রেড করে বাড়তি টাকা আয় করতে পারবেন এবং বেকার সমস্যা দুর করা সম্ভব আমরা যারা বেকার আছি চাইলেই আমরা ফরেক্স টেড করে বেকার সমস্যা দুর করতে পারি............. ফরেক্স আমাদের দেশে দ্রুত ছাড়িয়ে পড়া উচিত বলে আমি মনে করি ...
-
না,আমার মতে ফরেক্স হইতেছে সব ছেয়ে রিস্ক ব্যবসা ।আর তাই ফরেক্স এ অনেক এই লস করে।আর তাই সবাই কে ফরেক্স করতে হলে আগে ফরেক্স সম্মন্দে জানতে হবে যে ফরেক্স আসলেই কি?তার পরে ফরেক্স করতে পারবে।
-
ফরেক্স এর প্রসার দিন দিন খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে হাজারো যুবক একটা চাকরির আশায় দিন পার করছে তবে এবার সময় হল আমাদের ভিন্ন কিছু করার কারণ বিশাল এই বেকার জনগোষ্টির কারণে আমরা দিন দিন পিছিয়ে পড়ছি তাই ফরেক্স এর মত একটা আন্তজার্তিক মানের ব্যবসা বাংলাদেশে খুব দ্রুত প্রসার ঘঠানো উচিত এক্ষেত্রে ভাল প্রশিক্ষণ নেয়ার ব্যাবস্থা করতে হবে এবং অভিজ্ঞতা অর্জনের উপর জোর দিতে হবে
-
পতম অত আমি বলব আমাদের দেশের বর্তমান পরিস্থিতে চাকুরী পাওয়া অনেক কষ্টের তাছাড়া চাকুরী পেলেও ভালো বেতন পাওয়াটা দুস্কর।তাই আমি মনে করি ফরেক্স বিজনেস আমাদের দেশের অর্থনীতি আরো চাঙ্গা হবে। তবে সেইটা সম্ভব হবে যদি আমাদের দেশের সকল মানুষ ভালো ভাবে আগে ফরেক্স শিখতে পারে। যদি তারা ভালোভাবে নাশিখে এখানে আসতে চায় তাহলে তা অমঙ্গল ডেকে আনবে।
-
ফরেক্স আমাদের দেশে ছরিয়ে পড়া উচিত কারন আমাদের দেশে ফরেক্স ধুরুত ছরিয়ে পড়া উচিত কারন ফরেক্স আমাদের দেশে অনেক লোক বেকার তাই আমাদের দেশে ফরেক্স ছরিয়ে পরলে ফরেক্স করে বেকার সমসার সমাধান হবে।
-
অবশ্যই ফরেক্স আমাদের দেশে দ্রুত চরিয়ে পরা উচিৎ কারণ ফরেক্স একটা উন্নত মানের ব্যুবসা এটা যদি আমরা খুব ভালো ভাবে মন দিয়ে করতে পারি তাহলে আমরা এ থেকে অনেক লাভবান হব ফরেক্স আমাদের দেশে ছড়িয়ে পরলে আমাদের দেশের বেকারত্ব দূর হবে এ দেশের ছাত্ররা তাদের নিজিদের কে সবলম্বি করে তুলতে পারবে বলে আমি মনে করি এছাড়া অনেক বইদেশিক মুদ্রা আমদের দেশে আসবে এতে করে আমাদের দেশ অনেক উন্নত হবে
-
অবশ্যই উচিত কারন আমাদের দেশে রয়েছে অনেক শিক্ষিত,অর্ধশিক্ষিত যুব সমাজ যারা বেকার অবস্থায় হাতাশাগ্রস্থ হয়ে নিজেদেরকে জড়িয়ে ফেলছে নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ডে তাদের মধ্যে অনেকেই আবার ডুবে যাচ্ছে মাদকের নেশায় আর ঐ সকল কর্মকান্ড থেকে তাদের সঠিক পথে ফিরিয়ে এনে ভাল উপার্জনের ব্যবস্থা আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে খুব ভাল ভাবে করা সম্ভাব। সেই কারনে দেশের সর্বত্র ফরেক্স ট্রেডিং কর্মকান্ড আরও দ্রুত ছড়িয়ে দেওয়া জরুরি।
-
আমি মনে করি ফরেক্স আমাদের দেশে ধুরুত ছরিয়ে পড়া উচিৎ কারন তাতে বেকার সমসার সমাধান কুভ তাড়া তারি হবে বেকার সমস্যা আমাদের দেশে একটি বড় সমস্যা তাই ফরেক্স ধুরুত ছরিয়ে দেয়া উছিত ।
-
অবশ্যই ফরেক্স আমার দেশে দ্রুত থেকে দ্রুত ছড়িয়ে পড়া উচিৎ এতে আমার দেশের বেকার সমস্যা অনেকাংশে কমে যাবে এদেশের লকেরা ফরেক্স মার্কেট থেকে টাকা আয়ের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তুল তে পারবে এতে ফরেক্স মার্কেট এর জন্য আমাদের অনেক সুবিধা হবে ছাত্ররা তাদের নিজিদের পরালাখার খরচ নিজেরা চালাতে সক্ষম হবে
-
আমি মনে করি যে ,আমাদের দেশে বেকার সমস্যা দূর করা সম্ভভ হয়েছে কিছুটা হলেও। আর এখন আমাদের দেশে চাকরী পাওয়া ও কষ্ট সাদ্ধ।তাই আমি চাই এই ফরেক্স মার্কেট টি আমাদের সারা
দেশে ছরিয়ে পরুক. আর এই টাই উচিত যাতে আমাদের দেশে র বেকার সমস্যা না থাকে, আর
-
আমি তা মনে করি না। কারণ আমাদের বেকারের সংখ্যা বেশি কিন্তু শিক্ষিত এবং উদ্যোমী বেকারের সংখ্যা নেহাত কম। এখানে গনহারে এসে গনহারে টাকা হারিয়ে শেয়ার বাজারের মত অবস্থা দাড়াবে। তাই আমার কথা হল যারা সচেতন এবং যারা ট্রেড করার মত মানসিক শক্তি রাখে একমাত্র তাদের এই মার্কেটে আসা উচিত।
-
আমাদের দেশ ৩য় বিশ্বের জনবহুল দেশ। আমাদের দেশে বেকারত্বের হার অনেক বেশি। ফরেক্স আমাদের দেশে দ্রুত ছরিয়ে পড়া উচিত। বেকার যুবকদার বেকারত্বের মোচন হবে।
-
আমাদের দেশে প্রচুর শিক্ষিত লোক বেকার । শিক্ষিত লোকের চেয়ে চাকরির পদ অতি নগন্য। আমাদের সকলের উচিত এদেরকে বেকারত্তের অভিশাপ থেকে ফরেক্স শিক্ষায় আলোকিত করা ।যার ফলে দেশের অর্থনৈতিক অবস্তা উন্নয়ন হবে ।
-
ফরেক্স ব্যবসা আমাদের দেশে যত দূত সম্ভব ছরিয়ে পড়া উচিত । ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা এবং প্রত্যেক দেশের মানুষ এই ব্যবসায় জড়িত । আর ফরেক্স আমাদের দেশে মঙ্গল বয়ে আনবে । তখন আমাদের দেশের অর্থনীতি আরো চাঙ্গা হবে । তবে সেইটা সম্ভব হবে যদি আমাদের দেশের সকল মানুষ ভালো ভাবে আগে ফরেক্স শিখতে পারে । আশা কী আমরাও ফরেক্স ব্যবসা অনেক ভাল অবধান রাখবো ।
-
ফরেক একটি আন্তরজাতিক ব্যবসা বলে মনে করি। এটি আয়ে উৎস হিসাবে বাংাৈদেশের অনেক লোকজ করে করে উন্নতি লাভ করেছে। তাই আমি মনে করি বাংলাদেশের জন্য ফরেক্সের ব্যবাসা একটি লাভ জনক ব্যবসা। তাই বাংলাদেশের জন্য ফরেক্স একটি উন্নয়নমূলক কর্মকান্ড। সুতরাং বাংলাদেশে ফরেক্সের কাজ দ্রুত ছড়িয়ে পড়া উচিৎ।
-
ফরেক্স আমাদের দেশে ধুরুত ছরিয়ে অপরছে এবং আর ধুরুত ছরিয়ে পড়া উচিৎ বলে আমি মনে করি তাই ফরেক্স আমাদের দেশের অনেক গুরুত্ব পূর্ণ ভুমুকা রাখছে তাই তাই আমি বুল্ব জত ধুরুত ফরেক্স আমাদের দেশে ছরিয়ে পড়া ভাল।
-
ফরেক্স মার্কেট এর কিছু বৈশিষ্ট্য রয়েছে।যেমন- আমরা ফরেক্স মার্কেট এ বিনা পুজিতে ট্রেড করতে পারি, ফরেক্স মার্কেট এ আমরা আনলিমিটেড আয় করতে পারি,ফরেক্স মার্কেট আমাদের দেশের বেকারত্ব দুরকরতে পারে। আমাদের দেশে অনেক বেকার লোক আছে তারা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে আমাদের দেশের বেকারত্ব দুর হবে। অনেক লোক আছে জারা টাকার জন্য কিছুই করতে পারে না। তারা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা সফল হবে।
-
ফরেক্স আমাদের দেশে দ্রুত ছড়িয়ে পড়লে তা আমদের দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। তখন আমাদের দেশের অর্থনীতি আরো চাঙ্গা হবে। তবে সেইটা সম্ভব হবে যদি আমাদের দেশের সকল মানুষ ভালো ভাবে আগে ফরেক্স শিখতে পারে।