ফরেক্সে প্রথম প্রথম লস হতেই পারে তবে ঘাবরে গেলে চলবে না এই লস মেনে নিয়ে লস কেনো হলো সেটা খুজতে হবে। লসের কারন গুলো খুজতে খুজতেই মুলত ফরেক্স শেখা হয়ে যাবে। এখানে যতো বেশি সময় দেয়া যাবে ততো ভালো করে ফরেক্স শেখা যাবে এবং লসের পরিমানও ধীরে ধীরে কমে আসবে।