ফরেক্স মোনো টাকার মেশিন না, এখান থেকে আয় করতে হলে দক্ষতা ও পরিশ্রম দিয়ে আয় করতে হয়।আয় আয় নির্ভর করে ট্রেডারের অভিজ্ঞতার উপর।এখানে উন্নতি করতে হলে ধৈর্য্য নিয়ে আগে ট্রেডার কে ফরেক্স শিখতে হবে,আর পারবো মনে হলে ৫-৬ মাস ডেমো ট্রেড করে বার বার সফল হতে হবে তার পর ট্রেড করে সফল হবার চেস্টা।ট্রেডারের সফল ভাবে ট্রেড করার দক্ষতার উপর নির্ভর করে ট্রেডাড় কতটা আয় করতে পারবে।