ভাই ফরেক্স ট্রেডিং এ অভিজ্ঞতা অনেক বড় একটা জিনিস । নতুনরা যেমন লস করে তেমনি পুরাতনরাও লস করতে করতে আজকে লাভের মুখ দেখছে । কেউতো একেবারেই পুরাতন হয়ে ট্রেডিং শুরু করে নাই , আগে তার অনেক পরিশ্রম পার দিয়েই সে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে আর এখন সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে বলেই এখন তারা লাভ করতে পারছে । তাই নতুনরাও যদি ফরেক্স মার্কেট এর সাথে লেগে থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারে তবেই সেও একদিন ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারবে ।