আরে ভাই এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় টেক প্রফিট অ্যান্ড স্টপ লস ব্যবহার করা এই দুইটা মাধ্যম আমাদেরকে অতিরিক্ত সময় থেকে যেমন বাঁচায় তেমনি আমাদেরঅতিরিক্ত লস থেকেও বাঁচে থাকে কিছু কিছু সময় আমরা রেড নিয়ে হয়তো বা কারেন্ট অথবা ইন্টারনেট সমস্যায় পড়ে থাকি তখন আমাদের এই টেক প্রফিট এবং স্টপ লস আমাদের প্রচুর পরিমাণে কাজে ব্যবহৃত হয় এবং আপনার থেকে বাঁচিয়ে রাখতে বা ব্যালেন্স থেকে সংরক্ষিত রাখতে স্টপ লস খুবই গুরুত্বপূর্ণ।