নতুন অবস্থায় আগে কিভাবে ইনভেষ্ট করতে হই তা জানতে হবে ।কারন কম ইনভেস্ট করলে একাউন্ট শুন্য হওয়ার আশঙ্কা থাকে।
Printable View
নতুন অবস্থায় আগে কিভাবে ইনভেষ্ট করতে হই তা জানতে হবে ।কারন কম ইনভেস্ট করলে একাউন্ট শুন্য হওয়ার আশঙ্কা থাকে।
আমার মতে নতুন অবস্থায় ইনভেস্ট করতে গেলে আগে একটু ভালোভাবে ভেবে নেয়া উচিত, যে কত টাকা ইনভেস্ট করলে আপনার জন্য ভালো হয়। তবে আমার মতে নতুন নতুন অবস্থায় কম ইনভেস্ট করাই ভালো।
যত বেশি ইনভেস্ট ত্তবেশি লাভ কিন্তু নতুন অবস্তায় আমার ও একই মত। প্রথম পর্যায় কম ইনভেস্ট করা টাই ভাল। প্রথম অবস্থায় ১০০ এর আশপাস এই ইনভেস্ট করা উচিত।
নতুন অবস্হায় ফরেক্স এ ইনভেষ্ট না করে ফোরামে পোষ্টিং করা যায় ।ফোরামে পোষ্টিং করলে আমাদের ট্রেডের আইডিয়া হয় ,এবং এ ফোরামে পোষ্টিং আমাদেরকে থিউরি এবং বাস্তবে ট্রেড করতে সহযোগিতা করে ।একান থেকে আমাদের যে অভিজ্ঞতা অর্জন হবে সেই অভিজ্ঞতা ভবিষ্যতে প্রয়োজন হবে ।
নতুন আবস্থায় ফরেক্স মার্কেটে ইনভেস্ট করা কেনোও যুক্তিকতা নেই । কারন ফরেক্সকে আপনি চেনেন না জনেন।মার্কেট সম্বন্ধে আপনার কোনে ধারনা নেই।ফরেক্স না শিখে কখনও ইভেনস্ট করা উচিত না আগে ফরেক্সএর ডেমো ট্রেডিং করুন ,ফরেক্স ফোরমে কাজ করুন তারপর রিয়েল ফরেক্স করবেন কারন এটি কোন বাচ্চা হতের খেলা নয় এটি আর্ন্তজাতিক শেয়ার মার্কেট ।
আমার মতে যারা নতুন অবস্থায় ইনভেস্ট করতে চান তারা ১০০ ডলার ইনভেস্ট করায় ভালো ।নতুন অবস্থায় বেশি ইনভেষ্ট করা উচিত নয় । নতুন অবস্থায় কম ইনভেস্ট এতে আপনার দক্ষতা বাড়বে ।
একদম নতুন অবস্থায় ডেমো ট্রেড করা বেশি জরুরী। কারন এটাই ট্রেড শিখার অন্যতম মাধ্যম। ডেমো ট্রেড শিখার পর রিয়েল ট্রেড করতে গেলে যথাসম্ভব কম বিনিয়োগ করা উচিত। আপনি ১০০ ডলার বা তার কম ও বিনিয়োগ করতে পারেন তবে আপনাকে অবশ্যই ট্রেড ভালো করা জানতে হবে। কারন তা না হলে বিনিয়োগ কম বা বেশি হোক ট্রেড করে সফলতা পাবেন না।
আপনি যে কন পরিমান টাকা ইনভেস্ট করতে পারেন । ইনভেস্ট কত কম বা বেশি করবেন সেটা মুল বিষয় নয় । আপনি ফরেক্স সম্পর্কে কত ভাল অভিজ্ঞতা আছে সেটা মুল বিষয় । যদি আপনি ভাল বুঝেন তবে ১০০ ডলার ইনভেস্ট করতে পারেন।
নতুন অবস্থায় বিনিয়োগ যত কম করা যায় তত ভাল । কারন এখান থেকে যদি লাভ হয় তো ভাল আর যদি লস হয় তো কম হবে। এতে দক্ষতা বাড়বে পরবর্তীতে আবার বেশি বিনিয়োগ করে ট্রেড করা যাবে। আপনি অনেক সময় নতুন বলে বাজার না বুঝে লস খেতে পারেন এবং পরবর্তীতে আপনার মানিম্যানেজমেন্ট জেন ঠিক থাকে সেই জন্য আপনাকে একটু বেশি করে ইনভেষ্ট করলেই ভালো হবে।
আমি মনে করি নতুন অবস্থায় ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে হলে খুব বেশি ইনভেস্ট করা যাবে না কয়ারন আপনি যদি বেশি ইনভেস্ট করেন তবে আপনি যদি লস করেন তবে আপনার মোটামুটি অনেক লস হয়ে যাবে আর এই জন্যই কম করে ইনভেস্ট করলে অনেক ভাল হবে।
ভাই নতুন অবস্থায় কত ডলার ইনভেস্ট করা ভাল তা কেউই বলে দিতে পারবে না । মার্কেটে আপনি কত ইনভেস্ট করবেন তা নির্ভর করবে আপনার উপর । আমি মনে করি আপনি আগে মার্কেটে সম্পর্কে পড়াশুনা করে ডেমো প্র্যাকটিসের মাধ্যমে মার্কেটে অভিজ্ঞতা অর্জন করে তারপর ডিপোজিট করুন ।:bravo:
হ্যা ভাই আমি আপনার সাথে একমত ফরেক্স ১০০ ডলার নিয়ে প্রথম ট্রেড করাই থিক হবে | আপনি যদি বেশি লোভ করতে যান তবে ১০০ ডলার জিরো হোতে বেশি সময় লাগবে ণা | আপনি যত বেশি ডলার নিয়ে লাব্বেন তত আপনার জন্য ভাল|
নতুন অবস্থায় ইনভেস্ট করার পূবে কতগুলো বিষয়ের উপর বিশেষভাবে নজর রাখা প্রয়োজন বলে আমি মনে করি । এর মধ্যে একটি গুরুত্বপূর্ বিষয় হচ্ছে আপনার নিদিষ্ট একটি ট্রেডিং কৌশল তৈরি করা ও সেগুলো নিয়মিত মেনে চলার চেষ্টা করা । এভাবে আপনি যদি সফল হন তাহলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌছাতে পারবেন বলে আশা করা যায় ।
ফরেক্স ট্রেডিং করার জন্য আগে ফরেক্স ট্রেডিং এ দক্ষতা লাভ করতে হবে।। ফরেক্সের ট্রেডিং এ দক্ষতা ছাড়া এখান থেকে ইনকাম করা সম্ভব নয়। ফরেক্স ট্রেডিং ছাড়া ফরেক্স করার জন্য আমাদের প্রচুর পরিশ্রম দরকার।। তাই নতুন নতুন ট্রেড করার জন্য আমাদের মিনিমাম ১০০ ডলার ইনকাম করা উচিৎ।।
আমি মনে করি নতুন অবস্থায় ইনভেস্ট না করায় ভালো , ফরেক্সে যারা নতুন তাদের আগে ডেমো ভাল করে প্রাকটিস করা উচিত । ডেমো প্রাকটিস করা থাকলে ফরেক্স মার্কেটে ট্রেড সম্পর্কে ভাল ধারনা আসে । ডেমোতে যদি ৬ মাস প্রাকটিস করা যায় তাহলে ফরেক্স মার্কেটে কাজ করা তার পক্ষে খুব সহজ হয়ে যাবে । ফরেক্সে ট্রেড করতে পারা টায় সব । বুঝে ট্রেড করতে পারলে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা যাবে । আর যদি নতুন্রা ইনভেস্ট করতে চায় , তাহলে কম ইনভেস্ট করাই ভাল ।
নতুন অবস্তায় কত টাকা ইনভেস্ট করতে হবে এর কোন ধরাবাধা নিয়ম নেই। আপনি যা পারেন তাই ইনভেস্ট করতে পারেন। তবে বেশি টাকা ইনভেস্ট করতে পারলে বেশী ভালো। কেননা কম লট ব্যবহার করে বেশী প্রফিট করা যায়। সব সময় অল্প ভলিউম ইউজ করে ভালো প্রফিট করা যায়।
নতুন ট্রেডাররা ফরেক্স ব্যাবসায় পর্যাপ্ত জ্ঞানের অভাবে প্রথম প্রথম লস করে থাকে।তাই নতুন অবস্থায় বিনিয়োগ যত কম করা যায় তত ভাল।কারন এখান থেকে যদি লাভ হয় তো ভাল আর যদি লস হয় তো কম হবে। এতে দক্ষতা বাড়বে পরবর্তীতে আবার বেশি বিনিয়োগ করে ট্রেড করা যাবে।তাই ধৈর্য্য ধরে নিজেকে দক্ষ করে তুলুন তারপর ট্রেড করুন।
ইনভেষ্ট ছাড়া কোনো ব্যবসা হয়না তাই ইনভেষ্টতো করতে হবে। এখন কথা হলো যারা নতুন তাদের ভালভাবে না শিখে কোনো ইনভেষ্ট করবেন না অন্তত কয়েক মাস ডেমো প্রাক্টিস করে যদি মনে করেন এখন আপনি রিয়েল মার্কেটে ট্রেড করে লাভ করতে পারবেন তাহলেই শুধু ইনভেষ্ট করবেন অনথায় আপনি ইনভেষ্ট করবেনা।
আমি মনেকরি,, নতুন ট্রেডারদের বেশি ইনভেস্ট করে ট্রেড করা উচিৎ।। কারন তারা ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন ট্রেডিং স্টাটেজি প্রথম প্রথম বুঝতে কঠিন মনে হবে।। ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট করতে অনেক সহজ হবে।। আপনার একাউন্ট এ যত কম ব্যালেন্স থাকবে আপনার একাউন্ট তত তাড়াতাড়ি জিরো হবে। ।।
ভাই আমি মনে করি নতুন অবস্থায় ছোট বা বড় কোন বিনিয়োগই নিরাপদ নয় কারন আমি মনে করি যদি কোন ট্রেডার অন্তত দুই একবার একাউন্ট জিরো না করে বা জিরা করার কষ্ট না পায় তবে সে কখনোই একাউন্টের প্রতি মমত্বোবোধ এককথায় রিয়েল ট্রেডার হতে পারে না তাই কোন ভাবেই ভাবা ঠিক নয় যে আপনি ১০০ ডলার ইনভেস্ট করলে নিরাপদ থাকবেন,ধন্যবাদ।
ফরেক্স এমন একটা ব্যবসা যা ইনভেস্ট না করে করা যায় না । কিন্তু আমি জানি নতুন অবস্থায় ইনভেস্ট করে ট্রেড করা মানেই লস করা। কিন্তু অনেক এনালাইসিস শিখে ইনভেস্ট করলে আর ভয় নাই । তাই বলতে পারই যে নতুন অবস্থায় ইনভেস্ট করতে হলে ১০০ ডলার করা যায় । কারন নতুন ট্রেডাররা কম ভলিউমে ট্রেড করে থাকে ।
যদি ফরেক্স একদম নতুন হয় তবে সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে কোন ধরনের ইনভেস্ট না করতে । কেননা এরকম একটা তিক্ত অভিজ্ঞতা আমার আছে । যখন নতুন এসেই প্রায় সর্বমোট সাড়ে তিনশ ডলার আমি খুব অল্প সময়ে লস করেছি । অামার ভুল ছিল ডেমো না করা এবং ফরেক্স ফোরামের বোনাস না নেওয়া । শেষ পর্যন্ত আমি এখন চেষ্টা করছি ফোরম হতে শিখতে ।
নতুন অবস্থায় বিনিয়োগ যত কম করা যায় তত ভাল ।
কারন এখান থেকে যদি লাভ হয় তো ভাল আর যদি লস হয় তো কম হবে। এতে দক্ষতা বাড়বে পরবর্তীতে আবার বেশি বিনিয়োগ করে ট্রেড করা যাবে।
নতুন অবস্থায় কতো ইনভেস্ট করতে হবে সে স্মপর্কে আমার জানা নেই । কেননা এখনো আমি ট্রেড করা শুরু করিনি । তাই যারা জানেন . দয়া করে তারা জানাবেন ।
আমি মনে করি নতুন অবস্থায় ১০০ ডলার ইনভেস্ট করাই নিরা| কারন লস হলে কমের পার দিয়ে যাবে
আমি মনে করি নতুনদের কোন ইনভেস্ট না কারায় ভাল। কারন নতুনরা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালভাবে কিছুই জানে না। এখন যদি সে ১০০ ডলার ইনভেস্ট করে তাহলে সে লস করবে। আমার মতে নতুনদের আগে ডেমো মার্কেটে ট্রেড করে ফরেক্স শিখে তারপর ইনভেস্ট করা উচিৎ। ফরেক্সে দক্ষ না হয়ে ট্রেড করলে লস হবে এটা ১০০ পারছেন্ত সিউর।
নতুন অবস্থায় ১০০ ডলার মানে অনেক কিছু। কিন্তু এই ১০০ ডলার আবার কোন কিছুই না যদি ভাল ভাবে ফরেক্স না শিখে ভাল অভিজ্ঞতা না নিয়ে রিয়েল ট্রেড করেন। তো যদি না শিখে রিয়েল ট্রেড এর কথা ভাবেন তাহলে ভুল করতেছেন। আগে শিখে নিন।আর মানি মেনেজমেন্ট মেনে চলবেন।
আমি মনে করি নতুন অবস্থায় ৫০ ডলার ইনভেস্ট করাই নিরাপদ । কারন অল্প করে শুরু করাই ভাল।
নালাইসিস আছে সে গুলকে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। b ভালকরে জানতে হবে । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । কারন আবেগহীন হলে আপনার সব পরিকল্পনা বিলীন হয়ে
যাবে না । আমরা যখন কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় । সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে দ
এনালাইসিস গুলো জানার পর কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি সে গুলো একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
নতুন অবস্থায় ইনভেস্ট না করার জন্যই আমি বলব । কেননা নতুন অবস্থায় ইনভেস্ট করে কেউ খুব বেশি পরিমাণে উন্নতি করতে পারবে না । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে উন্নতি করতে হলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি পরিমাণে প্রথমে ডেমোতে প্রেকটিস করতে হবে অথবা ফোরামের বোনাস মানি দ্বারা নিজেদেরকে সম্পূর্ণ প্রস্তুত করে নিতে হবে ।
আমার মনে হয় আপনার নতুন অবস্থায় বেশি ইনভেষ্ট করা উচিত নয় তাই আপনি যখন প্রথম ফরেক্স শুরু করবেন এবং এটা থেকে আপন যদি মোটামোটি প্রফিট করতে চান তাহরে আপনাকে প্রথম প্রফিট করতে হবে ১০০ ডলারে মতো । কারন আপনি অনেক সময় নতুন বলে বাজার না বুঝে লস খেতে পারেন এবং পরবর্তীতে আপনার মানিম্যানেজমেন্ট জেন ঠেক থাকে সেই জন্য আপনাকে একটু বেশি করে ইনভেষ্ট করলেই ভালো হবে।
আমার মতে যারা নতুন অবস্থয় ফরেক্স এ ট্টেড করবে তারা ১০০ টাকার কম এ ট্টেড করা ভাল। কারন নতুন অবস্থায় ফরেক্স এ ট্টেড করলে যতই লাভ করতে যাব না কেন একটু লস এর সম্মুখীন হতে হয়। তাই আমার মতে নতুন অবস্থয়া ফরেক্স এ ট্টেড করতে হলে ১০০ টাকার কম এ ট্টেড করা ভাল এবং কম লটে ট্টেড করা আ্র উত্তম।
ফরেক্স যাই মনে হোক না কেন আমরা যারা ফরেক্সে নতুন তাদেরকে ইনভেস্ট করার সময় একটু চিন্তা ভাবনা করা দরকার এবং অল্প করে ইনভেস্ট করা দরকার । কেননা প্রথম অবস্থাতে আপনার লস হওয়ার সম্ভনা অনেক অনেক বেশী হয়ে থাকে ।
লসকে ফরেক্স বাদ না দিয়ে সময় নিয়ে জেনে বুঝে ফরেক্স ড্রেড করুন লাভ হবে এবং অনেক কিছু করতে পারবেন ।
আপনি যদি ফরেক্স এ নতুন হয়ে থাকেন। তাহলে আমার পরামর্শ হবে আপনি আপনি ইনভেস্ট না করে ডেমোতে নিয়মিত অনুশীলন করুন। অন্তত ৬ মাস ডেমো করুন। তবে ডেমোর ব্যালেন্স ছোট রাখুন। এবং ছোট ছোট লটে ট্রেড করুন। ডেমোকে ডেমো না ভেবে রিয়েল ভাবুন। ডেমোতে সফল হলে ইনভেষ্ট করার কথা ভাবুন। প্রথম ইনভেষ্ট আপনি যত কম করবেন ততই আপনার জন্য ভাল। কারন- ৯৯.৯৯% লোক প্রথম ইনভেষ্ট হারিয়ে ফেলে।
(বিঃ দ্রঃ এটা আমার ব্যক্তিগত পরিসংখ্যান)
ফরেক্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মুদ্রা বাজার। এই ফরেক্স এ বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়। এবং বিভিন্ন্ দেশের মুদ্রা বিনিয়োগ ও আদান-প্রদান করা হয়। তাই ফরেক্স এ অনেকেই ব্যবসা করে থাকে কিছু টাকা ইনভেস্ট করে।
আপনি যদি ফরেক্স ট্রেডিং জগতে একেবারেই নতুন হয়ে থাকেন তা হলে আমি আপনাকে বলব এখনই ইনভেস্ট না করে প্রথমে আপনি নিয়মিত ভাবে ফরেক্সের ডেমোতে ট্রেড করুন এবং অভিজ্ঞতা লাভ করুন এর পর যখন আপনি অনেক ভাল ফরেক্স ট্রেডিং করতে জানবেন এবং বুঝবেন তখনই ইনভেস্ট করুন তা হলে ভাল ভাবে প্রফিট লাভ করতে পারবেন।
ব্যবসা করতে টাকা বিনিয়গ করা লাগে না এমন কনে ব্যবসা আছে কিনাআমার জানা নাই তার মধ্যে ফরেক্স আমার বেশি ভাল লাগছে ফরেক্সের মত কোন ব্যবসা আছে বলেআমার মনে হয় না কারন খুভ ভালএকটি ব্যবসা যেখানে খুভ তাড়াতাড়ি লাভ করা যায় সব মার্কেটে দাম বড়লে লাভ করতে হয়আর ফরেক্স মর্কেটে তা নয় এখানে দাম কমেও লাভ করা যায়।তাই ব্যবসা হিসাবে ফরেক্স সবচেয়ে ভাল।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের নতুন অবস্থায় আমাদের ১০০ ডলার ডিপোজিট করে যদি মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেডিং করতে পারলে বা ট্রেডিং করার সময় স্টপ লস বা টেক প্রফিট করে ট্রেডিং করতে হবে যাতে ভাল প্রফিট আসবে এবং মার্কেটে টিকে থাকতে হবে।