বন্ধু আমি কিছুদিন হল ফরেক্সে এসেছি। যেহেতু নিজে এখনো ফরেক্স শিখছি তাই এখনো কাউকে ফরেক্স শেখানোর সুযোগ হয়নি। ধন্যবাদ।
Printable View
বন্ধু আমি কিছুদিন হল ফরেক্সে এসেছি। যেহেতু নিজে এখনো ফরেক্স শিখছি তাই এখনো কাউকে ফরেক্স শেখানোর সুযোগ হয়নি। ধন্যবাদ।
আমি মানুষ হিসাবে একটু হিংসুটে বেশি। কেননা অনলাইন এর ব্যাপারে আমি বাড়ি থেকে কোন সাহায্য পাই না এমনকি আমার ল্যাপটপটা কিনেছিলাম একটা দোকানে কাজের টাকা জমিয়ে। আমি কারো কাছ থেকে ফরেক্স হাতে নাতে সেখার সুযোগ পাই নি। তাই আমিও কাউকে ফরেক্স শেখাতে চাই না তবে কেও অনলাইন এ কোন সাহায্য চাই তবে আমি যতটুকু পারব সাহায্য করব।
আসলে আমি ফরেক্স এর কাজ ভাল পারি না। যে টুক পারি সেই টুক ও দিয়ে আমি এই প্রজন্ত আমার ২ টা বন্ধু এক টা বরাে ভাই কে ফরেক্স শিখিয়েছি। তারা এখন এই গুলা করে ভাল টাকা ইন কাম করছে।
আমি পর্যন্ত একজন কে ফরেক্স শিখিয়েছি ।
আমি এখন নতুন ফরেক্সের কাজ শিখছি তাহলে আমি অন্য কাউকে কিভাবে শিখব। কাজ শিখাতে হলে নিজেকে ট্রেডার হতে হবে।
আমি নিজেই ফরেক্সের একজন ছাত্র। আমি এখনও ফরেক্সে প্র্যাকটিস করছি। আমি যখন ফরেক্সে মুটামুটি জ্ঞান অর্জন করতে পারব তারপর আমি অন্যকে শিখাব। যে আমার কাছে ফরেক্স শিখতে চাইবে। তাকেই আমি ফরেক্স শেখাব। ধন্যবাদ
ami akhon porjonto dui jon ke shikhiachi. forex onek valo ekti income place. amra valo vabe nio mito vabe kaj korle onek lavoban hote parbo.
দুঃখিত ভাই আমি এখনও ফরেক্স কাউকে শিকাই নাই।কারন আমি ই এখনও ফরেক্স শিখতে পারিনি... আমি বিগত ৬ মাস ধরে ফরেক্সে কাজ করছি এবং আমি এখনও ফরেক্স ভালভাবে শিখতে পারি নাই,তাই আমি এখনও কাউকে ফরেক্স শেখাতে পারি নাই। তবে আমার প্রবল ইচ্ছা আছে আমি ফরেক্স ে সফল হবার পর অনেককেই ফরেক্স শিখাব...।
আমি নিজেই এখনও ফরেক্স ব্যবসা কিভাবে করতে হয় বা কিভাবে এই ব্যবসা বা বাজার হতে লাভ অর্জন করা যায় তার প্রশিক্ষন নিচ্ছি। তবে আমার ইচ্ছা আছে যে আমি দক্ষ ট্রেডার হয়ে সফলতা পেলে আমি আমার বন্ধুদের এবং ছোট ভাইদের এই ব্যবসা করার প্রশিক্ষন দিব।
আমি ফরেক্স সম্পর্কে যখন থেকে জেনেছি তখন থেকেই ফরেক্স সম্পর্কে সবাইকে ধারনা দিয়ে আসছি যাতে তারাও ফরেক্স মার্কেটে যুক্ত হয়। এর সাথে সাথে যারা আমার কাছ থেকে ফরেক্স ব্যবসা শিখতে চায় তাদের শেখাচ্ছি। এখন পযন্ত অনেক জনকে ফরেক্স ব্যবসায় ট্রেড করা শিখিয়েছি। তাদের অনেকেই ট্রেড করে ভাল লাভ হচ্ছে বলে জানিয়েছে।
আমি একজন নতুন ট্রেডার। আমি এখন শিখতেছি।তবে আমি যতদুর জানি তাই অন্যকে শিখাই।
আমার দুইজন কাজিন কে এন্ড্রয়েডের মেটা ট্রেডার ফোর অ্যাপসে একাউন্ট খুলে দিয়েছিলাম। তখন ফরেক্স সম্পর্কে আমার বেসিকও কম ছিলো। যতটুকুই জানতাম তাদের শেখানোর চেষ্টা করতাম। ফরেক্স সম্পর্কে আমার কাছে যত বই ছিলো পড়তে দিয়েছিলাম। এখন মনে হয় তারাই আমার চেয়ে ফরেক্স সম্পর্কে বেশি জানে।
যদিও আমি ফরেক্স করছি প্রায় ২ বছর ধরে,তারপরও এই দীর্ঘ সময়ে আমি ফরেক্স শিখিয়েছি মাত্র ২ জন কে।আমি তাদের কে ফরেক্স শিখিয়েছি তাদের আগ্রহ এবং ইচ্ছার কারনে।আমি চাই যারা এই ব্যাবসা করতে ইচ্ছুক,তারা এই ব্যাবসার সবকিছু জেনে শুনে আসুক।
আমি এখন নতুন ফরেক্সের কাজ শিখছি তাহলে আমি অন্য কাউকে কিভাবে শিখব। আর আমিতো নিজে এখন লস করছি তাহলে অন্য কেউ কেন আসবে আমার কাছে ফরেক্স শিখতে। তাই আমি কাউকে শিখাই নাই। কাজ শিখাতে হলে নিজেকে ট্রেডার হতে হবে।
আমি ফরেক্স ব্যবসা সম্পূর্ণ ভাবে নতুন আমি এখনো ফরেক্স ব্যবসা শিখতেছি আমি অন্যজনকে কিভাবে শিখাব।আমার আসা আছে আমি যদি ফরেক্স ব্যবসা ভালোভাবে শিখতে পারি তাহলে আমি অন্যকে ফরেক্স ব্যবসা শিখতে সাহায্য করব।
দুর্ভাঙ্গবসত এখনপর্যন্ত আমি কাওকে ফরেক্স এর সাথে যুক্ত করতে পারিনি। তবে আমার কিছু বন্ধু বান্ধবদের সাথে এ বিষয়ে আলোচনা করেছি। সকলেই প্রথম পর্যায়ে খুবই আগ্রহ প্রকাশ করে কিন্তু পরবর্তীতে তারা তেমন আগ্রহ দেখায়নি। আর আমিও তেমন একটা যোগাযোগ করতে পারিনি। তবে কিছু বাজে এম.এল.এম কোম্পানির ঢোকাকে এদের মধ্যে কেউ কেউ গুলিয়ে ফেলছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কয়েক বছর ধরে ফরেক্স এর সাথে লেগে থেকে ফরেক্স মাঠে একটা ভালো জায়গা তৈরী করার পর উদাহরন স্বরূপ নিজেকে দেখিয়ে তাদেরকে ফরেক্স ট্রেডিং করতে আমন্ত্রন জানাবো। মনে হয় তখন তারা আর না করতে পারবে না। নিশ্চয়।
আমি ফরেক্স মার্কেটে তেমন বেশী দিন হয়নি এসেছি, ধরতে গেলে আমি এখনও শিখতেছি। তবুও নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু সম্ভব একজনকে শিখানোর চেষ্টা করছি। এতে করে অবশ্য আমার অনেক ইমপূব হচ্ছে।
আমি এখনো কাউকে ফরেক্স শিখাইনি।কিন্তু অচিরেই শিখাবো বলে আশা করছি।
আমি এই পর্যন্ত একজনকেও ফরেক্স পুরোপুরি শিখাইনি,মাত্র দুইজন মানুষকে কেবল শিখাতে শুরু করলাম।তবে আমার ইচ্ছা আছে আমি আগে একজন সফল ট্রেডার হয়ে এরপর আমার সব বেকার ভাইদের ফরেক্স শেখাবো,এবং ফরেক্স দিয়ে তাদের সবাইকে প্রতিমাসে মুনাফা অর্জন করিয়ে নেবো।
আমি একজন নতুন ফরেক্স ট্রেডের আমি ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে পারি নাই। যখন আমি এটা ভালভাবে বুঝব তখন অন্য কে শেখাব।এর জন্য আমি খুব কাজ করছি ফরেক্স নিয়ে।আশা করি এটা বিথা যাবেনা।তারপর বন্ধুদের ফরেক্স নিয়ে উৎসাহিত করব এবং শেখাব।
আমি এখন নিজেই ফরেক্স শিখছি এবং এর পিছনে অনেক সময় দিচ্ছি। আশা করি অন্যদেরও শিখাব যাতে সবাই ভাল অবস্থাই যেতে পারে।
আমি নিজেই এখনো ফরেক্স শিখছি। তবে ফরেক্স সম্পর্কে আমার দুই মামাতো ভাইকে কিছুটা শিখিয়েছিলাম। তাদের আগ্রহের কারনেই আমি তাদের শিখিয়েছিলা। আশা করি ভবিষ্যতে আরো অনেককেই হয়তো শেখাবো। তার আগে নিজে ভালোভাবে শিখতে চাই।
ফরেক্স ট্রেডিংয়ে আমি নতুন হওয়ায় খুব বেশি ফরেক্স বিষয়ে জানি বলে মনে হচ্ছে না। তারপরও এখন পর্যন্ত আমি আমার ভাইকে ফরেক্স শেখানোর চেষ্টা করছি। ওকে যখন সময় পাচ্ছি ফরেক্সের নতুন নতুন বিষয় গুলো শিখাচ্ছি। সাথে অনলাইন থেকে আমিও শিখে যাচ্ছি।আশা করছি এভাবে আমি নিজেও ফরেক্স বিষয়ে আজীবন শিক্ষা গ্রহন করার চেষ্টা করব এবং যে আমার কাছে ফরেক্স শিখতে চাইবে তাকেই ফরেক্স শিখানোর চেষ্টা করব।
আমি আমার ৫ জন বান্ধবীকে ফরেক্স শিখিয়েছি, এছাড়া আনেকেই আমার কাছ থেকে সহযোগিতা নিতে আসে আমি তাদের ও সময় পেলে সাহায্য করি । তবে ৫ জন বান্ধবীর ভিতরে সবাই এখন ফরেক্স করে না, ২ জন ছিটকে পড়েছে আর ৩ জন টিকে আছে। ঐ ২ বান্ধবী তাদের মূলধন হারিয়েছে কিন্তু তাদের আবার ফরেক্স এ ফিরে আসার ইচ্ছা আছে, আর বাকি ৩ জন আমার মতই পার্টটাইম ট্রেড করছে। আমরা সপ্তাহে অন্তত ১ বার মিলিত হই এবং মার্কেট সম্পর্কে আলোচনা করে থাকি।
যে পযন্ত যারা আমার কাছে ট্রেড শিখতে চেয়েছে তাদের সকলকে আমি ট্রেড সেখানো ব্যবস্থা করে দিয়েছি। প্রয়োজন মত বেশ কয়েক জনকে ট্রেড কারার জন্য একাউন্ডও খুলে দিয়েছি। অনেকে আবার আমার কাছ থেকে ফরেক্স এর ট্রেড করার কৌশল শিখার সাথে সাথে ফরোম পোষ্টিং সম্পর্কেও জানতে চেয়েছে। তাদেরকে সে বিষয়েও জানিয়ে দিয়েছি।
আমি এ পর্যন্ত ১০/১২ জন কে ফরেক্স শিখেয়েছি , তবে তারা সবাই ফরেক্স এ কাজ করে না , কিছু আছে যারা আমার থেকে ও অনেক ভাল করেছে ফরেক্স মার্কেটে কারন তারা আমার থেকে বেশী সময় ব্যায করে ফরেক্স ব্যাবসায় তাই তারা ভাল করে ।
আসলে ফরেক্স আমি এখন নতুন । নতুন হিসেবে আমার এখন অনেক কিছু শিখার বাকী। তারপর ও যত টুকু জানি টা দিয়ে আপাতত কাওকে শিখাই নি। তবে আশা আছে নিজেকে যখন ফরেক্স ভাল ভাবে ঘরে তুলতে পারব তখন অন্য কাওকে এই সৎ , ও ভাল বিজনেস টা শিখাব। অবশ্যই ফরেক্স শিখার দরকার আমাদের রয়েছে।
আমি নুতন তাই আমি কাউকে ফরেক্স শিখাইনি তবে আমি আমার বন্দু দেরকে শেখাব এবং তাদের কে ধারনা দেব ।
আমি এখনো ফরেক্স মার্কেটে নতুন একজন ট্রেডার তাই নিজেই শেখার পর্ষায়ে আছি তা্র পরেও আমি যতটা জানি তা প্রায় ৫ থেকে ৬ জন নতুন ট্রেডারের সাথে শেয়ার করেছি। ধন্যবাদ।
ফরেক্স এই পর্যন্ত আমি একজনকেও শিখাই নি। তবে অনেকে কে ফরেক্স সম্পর্কে ধারণা দিয়েছি । আমি চাই আমি প্রথমে নিজে ভালো করে ফরেক্স সম্পর্কে শিখতে এরপর অন্যদের শিখাবো । আমি এখনো ভালো করে ফরেক্স রপ্ত করতে পারিনি, আস্তে আস্তে ফরেক্স সম্পর্কে শিখছি। ইনশাআল্লাহ ভালো করে ফরেক্স রপ্ত করার পর অন্যদের ফরেক্স শিক্ষা দেব।
আমি অবশ্য এই মার্কেটে নতুন কিন্তু তারপরও আমি এখন দুইজন কে কাজ শিখাচ্ছি এবং তারা খুবই সুন্দরভাবে কাজ শিখছে আমার কাছ থেকে। তবে তারা এখন ডেমু একাউন্ট খুলে উটাতে ট্রেড করা শিখছে। আশা করি তারা দুইজন সামনের মাস থেকে ফোরেক্স মার্কেটে ট্রেড করতে নামবে ।
আমি ফরেক্সে নতুন তাই এখনো শিখতেছি । তবে আমি শিখার পড়ে অন্যদের শিখাব । কারণ এটি অনেক ভাল পেশা তাই শিখাতে কোন অসুবিধা নেই ।
আমার ফরেক্স শেখর বয়স খুবই কম প্রায় ১ বছর মাত্র তো তার মধ্যে আমি অনেক প্ররিশ্রম করেছি এই ফরেক্স শেখর জন্য এবং আমার মনে হয় আমি এখন মোটামুটি রকমের একজন ট্রেডার তো আমি আমার ফরেক্স শেখর পর থেকে এই পর্যন্ত মোট ২ জন ব্যাক্তিকে ফরেক্স শিখিয়েছি।
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার। আমি নিজেই ফরেক্স শিখছি। একজন ছাত্র আরেকজন ছাত্রকে শিখাতে পারেনা। তাইতো আমিও এ পর্যন্ত কাউকে শিখাতে পারিনি। তবে এটা ঠিক আমি একজন সফল ট্রেডার হওয়ার পর আমার অর্জিত জ্ঞান দিয়ে অবশ্যই অন্যদেরকে শিখাবো।
আমি নিজে ৪ জনকে ফরেক্স শিখিয়েছি। এমনকি তারা ফরেক্স থেকে অনেক টাকা উপার্জন করে আসছে। তারা ফরেক্স ট্রেডিং নিয়ে খুবই খুশি। কারণ, অনেক কম সময়ের মধ্যে অনেক প্রফিট তুলে নেওয়ার মত ফরেক্সের বিপরীতে কিছু নেই। ধন্যবাদ
আমি খুব ভাল ফরেক্স বুজি না , তবে আমি আমার পরিছিত অনেক কে বলেছি ফরেক্স সিখতে কিন্তু আক্তা জিনিশ দেখেছেই কেও এই বাবশায় যুক্ত হতে আগ্রহি না । আমি কারন টা তিক বুঝতে পারছি না । অনিহার কারন কি ?
ফরেক্স ট্রেডিং বেশ ভালো একটা ব্যবসা যা বেকারত্ব দূর করতে পারে।এজন্য ফরেক্সের প্রসারের জন্য যারা ফরেক্স পারে তাদের উচিত নতুনদের ফরেক্স শেখানো।আমি এখন পর্যন্ত একজনকে ফরেক্স শিখিয়েছি।মূলত আমি নিজেই পরিপুর্নতা না পাওয়ায় এখনও ব্যাপকহারে ফরেক্স শিখাচ্ছি না।তারপরতারপরও যতটুকু পারি তার সবটুকু শেখানোর চেষ্টা করি।
আমি এখন পর্যন্ত ফরেক্স মার্কেট সম্পর্ন ভাবে নতুন আমি নিজেই ফরেক্স শিখতেছি।তবে আমার আসা আছে আমি যদি ফরেক্স মার্কেট ভাল অবিজ্ঞতা অর্জন করতে পারি।তাহলে আমি আমার ভাই এবং বন্ধু বান্ধবকে ফরেক্স শিখাব।
এই পর্যন্ত পাঁচ জন কে ফরেক্স শিখিয়েছি। অনেকেই এখন ফরেক্স শিখতে উৎসাহী। তাই আমি চাই সবাই ফরেক্স শিখে ভালো পরিমাণ ইনকাম করুক।
আমি নিজে এখনো সফল হতে পারিনি, অন্যকে কিভাবে শিখাব। আশা আছে কিছু দিন পর থেকে অন্য কে শিক্ষাতে পারব।
আমি এই পর্যন্ত ৫ জনকে ফরেক্স শিখিয়েছি। আমি যতটুকু জানি আমি তাদের ততটুকু শেখানোর চেষ্টা করেছি। তবে তারা এখন ফরেক্স থেকে লাভ করতে পারে। আসলে ফরেক্স থেকে ভাল ইনকাম করার জন্য ফরেক্স সম্পর্কে অনেক ভালভাবে জানা দরকার। আমি সবাইকে এই কথাই বলে থাকি। আমাকে কখনও কেও ফরেক্স শেখাইনি। আমি নিজেই গুগলে সার্চ দিয়ে ফরেক্স সম্পর্কে জানার চেষ্টা করেছি। তবে অন্যদের ফরেক্স সম্পর্কে বলতে আমার ভাল লাগে।