-
ফরেক্স মার্কেট এ সবার ই প্রায় এই কারেন্সি পেয়ার টা পছন্দের । এটা ছাড়াও অনেকে অনেক কারেন্সি নিয়ে কাজ করে থাকে । তবে বেশির ভাগ লোকের পছন্দ হচ্ছে বেস কারেন্সি । বেস কারেন্সি হল সে সব কারেন্সি যার সাথে ইউএসডি আছে । এতে অনেক বেশি লাভ হয় । কারণ মার্কেট খুব বেশি ওঠা নামা করে ।
-
আমি কমবেশি সব পেয়ারেই ট্রেড করি।তবে আমার সবচাইতে পছন্দনীয় পেয়ার হচ্ছে eur-usd ।এই পেয়ার ট্রেড করতে আমি খুব পছন্দ করি।আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনি ইউরো-ইউ্এসডি পেয়ার বেছে নিতে পারেন। কারন এই পেয়ারের ভোলাইটিটি অনেক কম আর এখানে লাভ করা অন্য পেয়ারের চেয়ে অনেকটা সহজ। তবে পেয়ার পছন্দ করাটা পুরোটাই আপনার উপর নির্ভর করে।
-
ফরেক্স মার্কেট এ অনেক পেয়ার আছে যা আমরা ট্রেড করি। তবে এখানে কিছু জনপ্রিয় পেয়ার আছে। যেমনঃ gbpusd eurusd ইত্যাদি। এই দুইটা পেয়ার খুব জনপ্রিয়। আমি নিজে এই দুইট পেয়ার ট্রেড করে থাকি। আর দুইটা কারনেসি বেসি মুভ ও করে থাকে প্রতিদিন।
-
ফরেক্স এ অনেক কারনেসি পেয়ার আছে। তবে কিছু পেয়ার এ ট্রেড করলে ই হয়। কারন সব পেয়ার সম্পর্কে আমাদের ধারনা থাকে না। আর আপনি যদি সব পেয়ার নিয়ে রিসার্স করেন তাহলে আপনার কারেন্সি সম্পর্কে ধরনা হবে। তাই আগে কিছু পেয়ার সিলেক্ট করা ভাল। যেটা আপনার কাছে ভালো লাগে।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে ফরেক্স মার্কেটে আমার সবচাইতে পছন্দনীয় পেয়ার হচ্ছে eur-usd ।এই পেয়ার ট্রেড করতে আমি খুব পছন্দ করি।আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনি ইউরো-ইউ্এসডি পেয়ার বেছে নিতে পারেন। কারন এই পেয়ারের ভোলাইটিটি অনেক কম আর এখানে লাভ করা অন্য পেয়ারের চেয়ে অনেকটা সহজ। তবে পেয়ার পছন্দ করাটা পুরোটাই আপনার উপর নির্ভর করে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য পছন্দনীয় পেয়ার সবার কাছে আছে, আমি বেশির ভাগ ইউরো ইউসডি,জিবিপি ইউসডি পেয়ার ২ টা বেশী ট্রেড করি্*,প্রায় সব ট্রেডার রা এই দুই টা পেয়ার বেশী পছন্দ করে থাকে,ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক পেয়ার আছে তার মধ্যে এই দুই টা পেয়ার অনেক পপুলার............
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বিভিন্ন পেয়ারে আমাদের ট্রেড করতে হয় আর পেয়ার মানে হল জোড়া আর এখানে জোড়া ধরেই ট্রেড করতে হয় আর আমি বেসির ভাগ gbp/usd পেয়ারে ট্রেড করে থাকি কারণ এতে আমার ট্রেড করতে খুব ভালো লাগে.
-
ফরেক্স মার্কেটে আমার সবচাইতে পছন্দনীয় পেয়ার হচ্ছে eur-usd gbp-usd usd-jpy। বিশেষ করে gbp-usd আমি ৭০% ট্রেড করে থাকি gbp-usd পেয়ার দিয়ে তবে সবার যে একি পেয়ার পছন্দ হবে তা কিন্তু না আসলে যে যেই পেয়ার নিয়ে আনালায়স্যসিস করে তার উপর
-
আমরা সব সময় পছন্দীয় পেয়ারে ট্রেড করার চেষ্টা করব । যে ট্রেডার যত বেশী পছন্দনীয় পেয়ারে দক্ষতা অর্জন করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব পছন্দীয় পেয়ার ছাড়া আমরা কখনোই ট্রেড করব না । যে ট্রেডার যত বেশী পেয়ার অনুসরণ করে ট্রেড করবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব আমরা পছন্দীয় পেয়ারে ট্রেড করার চেষ্টা করব ।
-
আমি কয়েকটি পেয়াবে ট্রেড করে থাকি। আমি যে সকল পেয়ারে ট্রেডিং করি তা হল eurusd, eurjpy, gbpjpy, gbpusd, usdjpy। তবে আমি বলতে চাই যে, আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনি ইউরো-ইউ্এসডি পেয়ার বেছে নিতে পারেন। কারন এই পেয়ারের ভোলাইটিটি অনেক কম আর এখানে লাভ করা অন্য পেয়ারের চেয়ে অনেকটা সহজ।
-
আমারও পছন্দ হলো ইউরো ইউএসডি । ফরেক্সে অনেকগুরো পেয়ার অাছে আর সেই পেয়ারগুলোতে আমরা ট্রেড করি । আসলে পেয়ারের সংখ্যা অধিক হলেও আমরা মূলত ট্রেড করি অল্প কিছু সংখ্যাক পেয়ারে যেখানে আমরা অধিক লাভবান হতে পারি । কিছূ পেয়ার আছে প্রায় সবারেই পছন্দের এবং সারা বছরই ওগুলোতে ফ্লো থাকে । ফরেক্সে ট্রেডিং করে লাভবান হওয়ার জন্য নিজেকে সর্বদা সেভাবে তৈরী করতে হবে ।
-
ফরেক্স এ সকলের পছন্দের পেয়ার আছে। তেমনি আমারো কিছু পেয়ায়র আছে। সে গুলো আমি ট্রেড করে থাকি। তবে বেশী পেয়ায়র আমি দেখি না। কারন বেশী পেয়ার দেখলে আমাদের এনালাইসিস ভুল হতে পারে। আর এনালাইসিস ভুল হলে আমাদের লস হয়ার সম্ভাবনা বেরে যেতএ পারে।
-
ফরেক্স অনেকের প্রধাণ পচন্দ ইউরু এন্ড ইউ এস ডি কারণ এই দুইটি মুদ্রা সার বিশ্ব অর্থনীতিতে প্রভাব বিস্তার করে, আমিও আমার প্রথম ডেমো ট্রেড ইউরু ইউএসডি দিয়ে শুরু করেছি, আমার পছন্দের তালিকা অনেক গুলোর মধ্যে এটি ও একটি।
-
আমার মনে হয় ইউরো এবং উএসডি সকলের কাছে বেশি পছন্দের আর অধিকাংশ ট্রেডার এই পেয়ারে ট্রেড করে থকে এ ছাড়াও আরো অনেক ভালো পেয়ার রয়েছে, সেগুলো হলো eurjpy, gbpjpy, gbpusd,usdx অন্যতম।ট্রেডাররা তাদের শুবিধা মত পেয়ার বাছাই করে ট্রেড করে কারন ট্রেডার রা ভিন্ন ভিন্ন পেয়ার পছন্দ করে।
-
আমার পছন্দের পেয়ার হলো ইউরো/জাপান এবং জিবিপি/এইউডি। মুভিং এভারেজ ক্রসিং এ ভাল কাজ করে।
-
ফরেক্স এ সবাই একই কারেন্সি পেয়ার ট্রেড করে না। এখানে অনেক পেয়ার আছে। যার যার ভাল লাগে যেটা সে সেটা ট্রেড করে। অনেকে আছে gbpusd ট্রেড করে। এই পেয়ার টা আমার কাছে ও ভালো লাগে। কারন এটা প্রতিদিন ই মুভ করে থাকে। ফলে প্রফিট করা সহজ হয়।
-
আমার পছন্দ নীয় পেয়ার হল ইউরো ইসডি আর ইউসডি জেপায়াই।কারন এই ২ ধরনের নিইজ বেশি পাবলিশ হই।আর এই পেয়ার এর মুভ মেন্ট বেশি থাকে।আবার আমি গোল্ডে ট্রেড করি কিন্ত সমস্যা হল গোল্ডে স্প্রেড অনেক বেশি থাকে।
-
ফরেক্স মার্কেটে আমি যে সকল পেয়ারে ট্রেডিং করি তা হল eurusd, eurjpy, gbpjpy, gbpusd, usdjpy। তবে আমি বলতে চাই যে, আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনি ইউরো-ইউ্এসডি পেয়ার বেছে নিতে পারেন। কারন এই পেয়ারের ভোলাইটিটি অনেক কম আর এখানে লাভ করা অন্য পেয়ারের চেয়ে অনেকটা সহজ। তবে পেয়ার পছন্দ করাটা পুরোটাই আপনার উপর নির্ভর করে।
-
আমার মনে হয় আসলে ফরেক্সে পছন্দের পেয়ারের ব্যাপারটি একেকজনের নিকট একেকরকম। কিন্তু আমার সবচেয়ে পছন্দের পেয়ার হচ্ছে ইউরো/ইউএসডি পেয়ার। আমার এই পেয়ারে ট্রেড করতে অনেক ভালো লাগে। কারন এই পেয়ারের উঠানামা অনেক বেশি। আর এই পেয়ারে ট্রেড করতে করতে আমার একটা ভালো লাগা তৈরি হয়েছে। তাই আমি এই পেয়ারেই ট্রেড করি। তবে পছন্দের ব্যাপারটি সবার নিকট একই নয়।
-
আমি সর্বাধিক পছন্দ করি usd/jpy,যা মার্কেটে সবচেয়ে ভালো মুভমেন্ট করে থাকে৷এরপর gbp/usd,gbp/jpy,eur/jpy,aud/usd ইত্যাদিও পছন্দ করি৷eur/usd পেয়ার মুভমেন্ট করে অনেক কম তবে সবচেয়ে নির্ভরযোগ্য পেয়ার৷নতুন ট্রেডারদের জন্য eur/usd একমাত্র পেয়ার হওয়া ভালো৷
-
ফরেক্সে পেয়ার নির্বাচন করতে হবে বুঝে-শুনে, কারণ সব পেয়ারে সমান স্প্রেড বা ব্রোকারেজ ফি বা চার্জ কাটে না। যেই পেয়ারগুলোতে বেশি ট্রেড হয় সেগুলোর স্প্রেড কম যেমন ইউরো-ইউএসডি পেয়ারে সবচেয়ে বেশি ট্রেড হয় কারণ এই পেয়ারের কারেন্সি স্ট্রেন্থ খুব ভালো, ২ টা পেয়ারই প্রায় সমান শক্তিশালী। আবার, জিবিপি-ইউএসডির ক্ষেত্রেও সেইম অবস্থা। আমার প্রিয় পেয়ার ইউরো-ইউএসডি ও এনজেড-ইউএসডি।
-
eurusd, eurjpy, gbpjpy, gbpusd, usdjpy এগুলাই মূলত ট্রেড করার জন্য সেরা। কারন এই পেয়ার গুলোর মার্কেট মুভেমেন্ট খুব ভাল।
-
ফরেক্স ট্রেড করতে হয় দুই দেশের মূদ্রা জোর বা কারেন্সি পেয়ার এর মাধ্যমে । যেমন : eurusd, gbpusd, usdjpy ইত্যাদি । সকল পেয়ার এর মুভমেন্ট একই সময়ে এক রকম হবে না । কোন টা বেশি , তো কোনটা কম । আমি gbpusd পেয়ার এ ট্রেড করি কারন অন্যান্য পেয়ার থেকে এর মুভমেন্ট বেশি হয়।
-
এইটা হলো ব্যাক্তিগত রুচির ব্যাপার। আমি যখন নতুন ছিলাম তখন এই পেয়ারটি দিয়েই ট্রেড শিখেছিলাম এবং এই পেয়ারটি আমার কাছে খুব বেশি পছন্দনীয় ছিল। কিন্তু এখন আমার সবচেয়ে পছন্দনীয় পেয়ার হলো gbp-usd কারন এই পেয়ার দিয়ে আমি সবচেয়ে ভাল একটি স্ট্র্যাটেজি তৈরী করেছি এবং আমি ফরেক্স মার্কেটে আমার পছন্দের পেয়ারটি দিয়ে সফল হয়েছি।
-
ফরেক্স মার্কেটে আমি যেদিন থেকে ট্রেড করা শুরু করেছি সেদিন থেকে আমি GBPUSD এই মার্কেটে ট্রেড শুরু করেছি ফলাফল মোটামুটি ভাল পেয়েছি কিন্তু কিছুদিন পরে আমার এক দোস্ত ফোন দিয়া বললো যে তুই GBPUSD তে ট্রেড না করে eur-usd এই পেয়ারে কাজ কর । তখন থেকে আমি eur-usd তে কাজ করি এবং GBPUSD এতে কাজ করি দুটাই ভাল লাগে সবাই দোয়া করবেন যেন সাকসেস হতে পারি ।
-
আমি ফরেক্স এর শুরুতে ইউএসডি পেয়ার নিয়ে কাজ করি , ইউএসডি পেয়ার আমার খুব ভাল লাগে । আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনি ইউরো-ইউ্এসডি পেয়ার বেছে নিতে পারেন । আমার ট্রেনিং মাস্টার আমাকে ইউএসডি পেয়ার নিতে বলেছে । আমার ট্রেনিং মাস্টার আমাকে ইউএসডি পেয়ার নিতে বলেছে তাই আমি এটি ব্যবহার করি ।
-
ফরেক্স মার্কেটে পেয়ার সিলেক্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা যদি সঠিক পেয়ার সিলেক্ট করতে না পারি তাহলে ফরেক্স থেকে কোন ভাবে প্রফিট করা যাবেনা। আমাদের প্রফেট করা বা না করা অনেকটাই নির্ভর করে আমরা যে পেয়ারে ট্রেড করি তার উপর। আমি যে সকল পেয়ারগুলো পছন্দ করি তার মধ্যে হল
eurousd
gbpusd
Usdjyp
Usdcad
Gold
Silver
Cl
Audusd
এই সকল পেয়ারগুলো বেশিরভাগ ট্রেডারদের পছন্দীয় পেয়ার। দেখা গেছে প্রায় ৮০% ভাগ ট্রেডার এসকল পেয়ারে ট্রেড করে থাকেন। যদিও গোল্ড পেয়ারটি তুলনামূলকভাবে একটু রিস্ক পেয়ার।
-
আসলে কে কোন পেয়ারে ট্রেড করবে সেটা একান্তই তার নিজস্ব ব্যাপার। তবে আপনি যে পেয়ারে ট্রেড করতে চান সেই সব পেয়ারে পর্যাপ্ত প্রাকটিস করে নিতে হবে। ফরেক্স মার্কেটে পেয়ার সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ। নতুন ট্রেডারদের অবশ্যই শুরুতে eurusd, gbpusd, eurgbp, usdjpy পেয়ারে ট্রেড করা উচিৎ বলে আমি মনে করি। বেশির ভাগ ট্রেডারই এসব পেয়ারে ট্রেড করে থাকেন। ফরেক্সে দক্ষ ও অভিজ্ঞ হলে তখন অন্যান্য পেয়ারে ট্রেড করতে পারেন। সেক্ষেত্রে বিভিন্ন মেটাল যেমন, gold, silver এবং cl এ ট্রেড করা যেতে পারে। তবে এসব পেয়ারে ট্রেড করা খবই রিস্কি। খুব ভালো অভিজ্ঞ না হলে এখানে ট্রেড করা থেকে দূরে থাকাই ভালো।
-
এই পেয়ারের উঠানামা অনেক বেশি। আর এই পেয়ারে ট্রেড করতে করতে আমার একটা ভালো লাগা তৈরি হয়েছে। তাই আমি এই পেয়ারেই ট্রেড করি। তবে পছন্দের ব্যাপারটি সবার নিকট একই নয়। আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনি ইউরো-ইউ্এসডি পেয়ার বেছে নিতে পারেন। কারন এই পেয়ারের ভোলাইটিটি অনেক কম আর এখানে লাভ করা অন্য পেয়ারের চেয়ে অনেকটা সহজ।
-
ট্রেডারদের পছন্দনীয় পেয়ার কোনগুলো?
ফরেক্স মার্কেটে আমার সবচাইতে পছন্দনীয় পেয়ার হচ্ছে eur-usd ।এই পেয়ার ট্রেড করতে আমি খুব পছন্দ করি।আপনার পছন্দ কোনটা?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
আমি ফরেক্সে ট্রেডিং এর শুরুতেই (ইউর ইউএসডি) পেয়ারে ট্রেড করেছি এবং আমি মার্কেট এনালাইসসি করে এই পেয়ারেই বেশি ট্রেড করে থাকি। এই পেয়ারে ট্রেড করতে আমার খুব ভালো লাগে। বেশির ভাগ ট্রেড করেই এই পেয়ারে আমি প্রফিট করছি। তবে অনেক পেয়ারই আছে এক এক ট্রেডারের কাছে এক এক পেয়ারে ট্রেড করতে ভালো লাগে।
-
আমি সাধারনত ইউএসডি পেয়ার পছন্দ করি । আমি ফরেক্স এর শুরুতে ইউএসডি পেয়ার নিয়ে কাজ করি , ইউএসডি পেয়ার আমার খুব ভাল লাগে । কিন্তু কেন ভাল লাগে তা আমি জানি না । আমার ট্রেনিং মাস্টার আমাকে ইউএসডি পেয়ার নিতে বলেছে তাই আমি এটি ব্যবহার করি ।
-
ফরেক্স মার্কেটে পছন্দ পেয়ার একেকে জনের একেকেটি তবে আমার সব চাইতে পছন্দ পেয়ার হল euro/usd । কারণ এ পেয়ার থেকে আমি ভালো প্রফিট করতে পারি। যদিও অন্যান্য পেয়ারও অনেক লাভজনক ট্রেড করা যায় এটি সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে।
-
ফরেক্স মার্কেট এ বিভিন্ন ধরনের পেআর লক্ষ্য করা যায় তাদের মধ্যে কিছু পেআর রয়েসে যাদের কমিসন বা স্প্রেড অনেকবেশী হয়ে থাকে আবার কিছু পেআর রয়েসে যাদের স্প্রেড অনেক কম আমাদের উচিত, অতএব পছন্দীয় পেয়ার ছাড়া আমরা কখনোই ট্রেড করব না । যে ট্রেডার যত বেশী পেয়ার অনুসরণ করে ট্রেড করবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব আমরা পছন্দীয় পেয়ারে ট্রেড করার চেষ্টা করব ।
-
ফরেক্সে পছন্দের পেয়ারের ব্যাপারটি একেকজনের নিকট একেকরকম। কিন্তু আমার সবচেয়ে পছন্দের পেয়ার হচ্ছে ইউরো/ইউএসডি পেয়ার। আমার এই পেয়ারে ট্রেড করতে অনেক ভালো লাগে। কারন এই পেয়ারের উঠানামা অনেক বেশি। আর এই পেয়ারে ট্রেড করতে করতে আমার একটা ভালো লাগা তৈরি হয়েছে। তাই আমি এই পেয়ারেই ট্রেড করি। তবে পছন্দের ব্যাপারটি সবার নিকট একই নয়।
-
আমি ফরেক্স সম্পর্কে আগে কিছুই জানতাম না। বন্ধুর কাছে থেকে পেয়ার সম্পর্কে জনার পর থেকে আমি যে সকল পেয়ারে ট্রেডিং করি তা হল eurusd, eurjpy, gbpjpy, gbpusd, usdjpy। তবে আমি বলতে চাই যে, আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনি ইউরো-ইউ্এসডি পেয়ার বেছে নিতে পারেন। কারন এই পেয়ারের ভোলাইটিটি অনেক কম আর এখানে লাভ করা অন্য পেয়ারের চেয়ে অনেকটা সহজ।
-
আমি ফরেক্স এ নতুন তাই আমি এখনো ট্রেডিং একাউন্ট খুলি নাই তবে আমার ডেমো একাউন্ট আছে তাতা আমি ট্রেড শিখছি সেইটিতে আমার পছন্দর পেয়ার audcad এটি আমার ডেমোতে সবচেয়ে পছন্দনীয় পেয়ার আমি ডেমোতে বেশিরভাগ এই পেয়ারেই লাভ করে থাকি। তাই আমি এই পেয়ারটিতেই গুরুত্ব বেশি দিই। আর এই পেয়ারে আমার সর্বট্ঠ ডেমোতে লাভ হয়ে ১ ডলারের ভলিউভে ৯৬ ডলার
-
আমি সাধারনত ইউএসডি পেয়ার পছন্দ করি । আমি
ফরেক্স এর শুরুতে ইউএসডি পেয়ার নিয়ে কাজ করি ,
ইউএসডি পেয়ার আমার খুব ভাল লাগে । কিন্তু কেন
ভাল লাগে তা আমি জানি না । আমার ট্রেনিং
মাস্টার আমাকে ইউএসডি পেয়ার নিতে বলেছে
তাই আমি এটি ব্যবহার করি ।
-
আমাদের কে নানা পেয়ারে ট্রেড করতে হয়ে থাকে কিন্তু আমাদের কে বেশী করে ভাল করে ট্রেড করতে হলে আগে একটি পেয়ার সিলেক করতে হবে তবেই আমরা পারব এই মার্কেট থেকে বেশী করে লাভ করতে ভাল পেয়ার দিয়ে ভাল করে লাভ করার জন্য আমাদের কে চেষ্টা করতে হবে ।
-
আমি সাধারণত Euro USD GBPUSD Gold Oil এসকল পিয়ারে ট্রেড করতে পছন্দ করি তবে বেশি পছন্দ করি ইউরো ইউএসডি তে ট্রেড করতে এখানে মার্কেট আপডাউন করে তুলনামূলক একটি রেঞ্জের ভিতরে থাকে যা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে লাভের পরিমাণ ও যদিও কম থাকে কিন্তু ক্ষতির পরিমাণ কম থাকে তাই আমি এই পেয়ারে ট্রেড করতে বেশি পছন্দ করি।ফরেক্স মার্কেটে আমার সবচাইতে পছন্দনীয় পেয়ার হচ্ছে eur-usd ।এই পেয়ার ট্রেড করতে আমি খুব পছন্দ করি।আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনি ইউরো-ইউ্এসডি পেয়ার বেছে নিতে পারেন। কারন এই পেয়ারের ভোলাইটিটি অনেক কম আর এখানে লাভ করা অন্য পেয়ারের চেয়ে অনেকটা সহজ। তবে পেয়ার পছন্দ করাটা পুরোটাই আপনার উপর নির্ভর করে।