-
আমি এক মত অল্প বিদ্যা সব সময় ভঙ্কর ই হয়ে খাকে ।ফরেক্স ব্যবসা করা খুব কঠিন কাজ ।ফরেক্স ব্যবসা করতে হলে ভাল ভাবে বুজে শিখে তার পর করে উচিত ।ইন্ডিকেটরের সিগন্যাল এবং বাজার বিশ্লেষণ ভাল ভাবে শিখতে হবে ।অনেকে ভাল ভাবে না শিখে বেশি ইনভেস্ট করে ট্রেড করে লস করে । তাই বলা হয়েছে অল্প বিদ্যা ভয়ংকর ।
-
আমরা সবাই খুব ভাল করেই জানি অল্প বিদ্যা ভয়ংকর।তেমনি ফরেক্স মার্কেটে অল্প শিক্ষা নিয়ে ঢোকা মানে তার জন্য লোকসান অনিবার্য।ফরেক্স সম্পর্কে ভালভাবে আয়ত্তে না করে ফরেক্স মার্কেটে ইনভেস্ট করা কোন ভাবেই উচিত নয়।ভালভাবে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেই ফরেক্স মার্কেটে ইনভেস্ট করা উচিত।তা না হলে ফরেক্স তার জন্য খুব ভয়ংকর হবে।
-
আপনি যদি ফরেক্স এবং ফরেক্স এ ট্রেড করা সম্পরকে ভাল বিদ্যা অর্জন না করে ফরেক্স করতে জান তাহলে আপনি ভয়ংকর অবস্থাইয় পরবেন/।
-
আমি আপনার সাথে এক মত যে অল্প বিদ্যা ভয়ংকর , কারন আমরা মনেকরি অল্প জেনে অনেক কিছু শিখেই অনেক কিছু শিখে ফেলেছি । তাই আমি মনে করি ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে বুঝু ট্রেড করেতে হবে ।
-
আমাদের সমাজে একটি কথা প্রচলিত রয়েছে যে, অল্প বিদ্যা ভয়ংকর। কথাটা পুরো পুরি একটি সত্যি কথা। আপনি যে কাজ করেন না কেন আপনার সেই কাজ সম্পর্কে ভালো জানা না থাকলে আপনাকে অবশ্যই বিপদে পরতে হবে। অল্প জানার থেকে না জানা অনেক ভালো বলে আমি মনে করি। ফরেক্স আপনি অল্প জ্ঞান নিয়ে কখনও রিয়েল মার্কেটে ট্রেড করতে যাবেন না। তাহলে আপনার জন্য এটি ভয়ংকর ছাড়া আর কিছুই হবে না।
-
ফরেক্স আপনি অল্প জ্ঞান নিয়ে কখনও রিয়েল মার্কেটে ট্রেড করতে যাবেন না। তাহলে আপনার জন্য এটি ভয়ংকর ছাড়া আর কিছুই হবে না।
-
অল্প বিদ্যা ভয়ংকর যেমন একটি চিরন্তন সত্য প্রবাদ। ফরেক্সের ক্ষেত্রে একটি আরো বেশি সত্য একটি প্রবাদ। অনেকেই ফরেক্স সম্পর্কে সামান্য ধারনা নিয়েই ট্রেড করতে আসে। আমি অনেককে দেখেছি তারা এই অল্পবিদ্যার কারনেই ভয়ংকর ভাবে ধরা খায়। ট্রেড সম্পর্কে পর্যাপ্ত ধারনা না থাকাতেই অনেকে একাউন্ট শূন্য করে বসে থাকে, নিজের অল্পবিদ্যার কারনে অসফল হওয়ায় সে ফরেক্স কেই দোষ দেয় এবং অন্যদেরও নিরুৎসাহিত করে। তাই ফরেক্সের ক্ষেত্রে অল্পবিদ্যা ভয়ংকর প্রবাদ টি খুব বেশি সত্য।
-
ফরেক্স এর কথা শুনে থাকবেন অনেকেই।কেউ কেউ আছেন অল্প দিন ট্রেড করে মুনাফা অর্জন করে মনে করে ট্রেড শিখে গেছেন এবং বড় লটে ট্রেড শুরু করে ব্যালেন্স শুন্য করে ফেলে।
-
সামান্য জ্ঞান নিয়ে ফরেক্স শুরু করবেন না।আগে ফরেক্স সম্পর্কে সম্পুর্ণ ধারনা নিন,তারপর ব্যবসা শুরি করেন।নয়তো সব হারাতে হবে।
-
ফরেক্স শিখার কোন শেষ নেই, ফরেক্সে কিছু লাভ করে এরকম মনে করার কোন কারণ নেই যে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান ভা ধারণা হয়ে গেছে। কয়দিন পর দেখা যাবে আপনি ফরেক্স মার্কেটে সব পুজি হারিয়েছেন। তাই অল্প জ্ঞান নিয়ে ফরেক্স না করাই ভালো। আগে ফরেক্স ভালোভাবে শিখুন, তারপর ফরেক্সে ট্রেড করুন।
-
নিজে কে ফরেক্স এর বিজ্ঞ মনে করে বেশি করে ট্রেড দেওয়া তাহলে তার পতন হওয়ার সম্ভবনা বেশি থাকে।কিন্তু নিজেকে ভেবে ট্রেড দেয় তাহলে তার সাফল্য হবে।
-
অল্প বিদ্যা আলা মানুষ মনে করে তারা ফরেক্স এ সব কিছু জেনে ফেলেছে। এই মনে করে বেশি ইনভেস্ট করে ট্রেড করে লস করে আপনি যদি এই ব্যবসায় ভাল লাভবান হতে চান তাহলে আপনাকে ভাল ভাবে জ্ঞান অর্জন করতে হবে।
-
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিওনা।নিজে কতটা বুঝি সেটা নিয়েই আমাকে ফরেক্স এর কাজ চালাতে হবে।তাহলে সে কাজে ব্যারথতা হবে না।
-
অল্প বিদ্যা অর্জন
করে জীবনে কেউ সফলতা অর্জন
করতে পারে না এবং ফরেক্স থেকে লাভবান
হওয়া যায় না। সে সব সময় পতন হতেই থাকে।তাই নিজেকে বর মনে করা জাবেনা।আস্তে আস্তে ফরেক্স এর কাজ করতে হবে।
-
নতুন অনেকেই আছে যারা ফরেক্স সম্মন্ধে বন্ধু বান্ধব বা পরিচিত কার কাছ থেকে জা্নে । এবং বিভিন্ন সাইট ঘুরে কিছু ধারনা নিয়েই ফরেক্সে টাকা ইনভেস্ট করে । ফলে সেই সব ট্রেডাররাই তাদের একাউন্ট জিরো করে ফরেক্স এর ইতি টানে।
-
আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে যে, অল্পবিদ্যা ভয়ংকর কথাটা যে পুরো পুরি সত্য তা আমরা সবাই জানি। তো ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে আপনার সমান্য জ্ঞান নিয়ে আসা মোটেই ঠিক নয়। আপনার ফরেক্স আগে ভালো করে শিখতে হবে তার পরে রিয়েল মার্কেট। তা না হলে আপনি ফরেক্স এ এসে আপনার সব হারাবেন।
-
ফরেক্সে অল্প সামান্য জেনে বেশি প্রফিট করা শম্ভব নয। তাই বেসি লাভবান হতে হলে ফরেক্স সম্পর্ক অনেক জানতে হবে।
তাহলে ফরেক্সে অনাক লাভবান করা যাবে ।অল্প বিদ্যা সবসময় ভয়ংকর।
-
অল্প বিদ্যা শুধু ভয়ংকর না বরং চরম ভয়ংকর। অল্প বিদ্যা ধারিরাই তাদের বিদ্যা ঝাড়ে যেখানে সেখানে। তারা মনে করে তারা কি যেন হয়ে গেছে। এবং একারনেই উলটাপালটা কাজ করে বসে। ফরেক্সে অল্পবিদ্যা ফলাতে গিয়ে তারা বড়সড় ধরা খায়। ফরেক্স সম্পর্কে ধারনা না নিয়েই তারা ট্রেডিং করে এবং ফল হয় ভয়ংকর।
-
আমি মনে করি ফরেক্সের মত বিচিত্র মার্কেটে অল্প বিদ্যা খুবই ভয়ংকরী ফলাফল দিবে।কেননা স্বাভাবিক দৃষ্টিকোন থেকে ফরেক্স ট্রেডিং খুবই সহজ।বিশেষ করে যারা ফরেক্সে নতুন এবং ফরেক্স সম্পর্কে অল্প জানে তারা ভাবতে পারে যে ফরেক্স তো ভাবার কিছু না এতে মার্কেট উপরে উঠলে সেল আর নিচে থাকলে বাই ধরলেই তো লাভ হবে।কিন্তু ফরেক্স ট্রডিংয়ে মার্কেট কিছুদিন এমন আচরন করলেও সবসময় এমন আচরন করে না।ফলে নতুনদের অল্পবিদ্যা তাদেরকে ব্যালেন্স জিরো হবার সম্ভবনার দিকে নিয়ে যাবে।
-
অনেকে ফরেক্স সম্পর্কে সামান্য ধারনা নিয়ে ই নিজেকে ভাল বা দক্ষ ট্রেডার মনে করে এবং ট্রেড শুরু করে । অল্প বিদ্যা নিয়ে কেউ যদি ফরেক্স শুরু করে তাহলে তার লস অনিবার্য তাই ভালভাবে জ্ঞান অর্জন করে তবেই ফরেক্স শুরু করা উচিৎ ।
-
অনেকেই ভাবেন আমি ফরেক্স করে অনেক টাকা ইনকাম করব । কিন্তু বাস্তব অনেক কঠিন ।দিনের পর দিন পরিশ্রম করে মার্কেট বিশ্লষন করে ট্রেড করতে হয় । তখনি লাভের মুখ দেখতে পারবেন । অল্প জ্ঞান নিয়ে ট্রেড না করাই ভাল।
-
আমিও আপনার সাথে একমত। যে কোন বিষয়ে অল্প বিদ্যায় ভয়ংকর। এর প্রচুর উদাহরণ আছে। বিশেষ করে ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে বেশির ভাগ মানুষ কয়েকদিন ডেমো ট্রেডিং করেই রিয়েল ট্রেডিং শুরু করে। মনে করে যতটুকু শিখেছে তাই যথেষ্ট। কিন্তু এটা ভুল। ফরেক্স শিখতে প্রচুর সময় প্রয়োজন। কারণ লাইভ একাউন্টে ট্রেডিং করার সময় বেশির ভাগ ট্রেডার ইমোশনাল হয়ে পড়ে। আর তাতেই লস হয়।
-
অনে আছে যারা না যেনে ট্রেড করে এটা আগে জানতে হবে কারন আপনার যদি অনেক লোভ থাকে তাহলে ফরেক্স ট্রেড আপনার জন্য না ।ফরেক্স অনেক ঝুঁকিপূর্ণ একটি মার্কেট আর এখান এ কাজ করা যেমন কঠিন আয় করাও অনেক কঠিন।ফরেক্স মার্কেটে যারা নতুন তারা অনেকে লোভে পরে অনেক ইনভেস্ট করে যার পরিনাম খারাপ হয় ।ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।
-
এটা খুব স্বাভাবিক যে আমরা অল্প কিছু নিয়েই খুব বেশি কিছু আশা করি কিবা খুব বেশি দূর চলে যেতে চাই। অল্প বিদ্যা দিয়ে যদিও খনিকের জন্য কিছু পাওয়া যায় কিন্তু তা দিয়ে বেশি দূর যাওয়া যায় না। তাই আমি মনে করি ফরেক্স এ এই অল্পবিদ্যা না নিয়ে বরং আরও ভাল ভাবে জেনে আসা টাই ভাল। এতে নিজের ক্ষতি থেকে রেহাই পাওয়া যায়।
-
কথাটা খুব সত্য। ফরেক্স মার্কেটে কিছু না যেনে ব্যবসা করতে এলে পরিনামে ক্ষতি ছাড়া কিছু ই আসা করা যায় না।এ ক্ষেত্রে অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাটা একদম ফলে যায়।
-
এই কথাতা বহুল প্রছলিত।অনেকেই ফরেক্সের কথা শুনেই একটু ধারণা নিয়েই ফরেক্স ট্রেড করতে আসে।তারা সামান্য প্রফিট করেই মনে করে ফরেক্সে দক্ষ হয়ে গেছে।এর ফলে তারা আর বেশী ইনভেস্ট করে আর বেশী লাভ করতে চায়।ফলশ্রুতিতে তারা তাদের অ্যাকাউন্ট হারিয়ে ফরেক্স থেকে বিদায় নেয়।আমার মতে এটার জন্য ফরেক্স দায়ী না।এতার জন্য দায়ী তাদের অল্প বিদ্যা।
-
ফরেক্স মার্কেটে সম্পর্কে অনেকে সুনেই কিছু ধারনা নিয়ে ট্রেড করতে আসে ফরেক্স সম্পর্কে ভালো কোন কিছু না সিখে ভালো কোন ধারনা না নিয়ে ফরেক্স শুরু করে কিভাবে ট্রেড করতে হয় বাই সেল করা সিখে ফরেক্স শুরু করে তাদের জন্য ফরেক্স মার্কেট খুভ ভংকর একটা কথা আছে অল্প বিধ্যা ভংকর সেটা তখন সত্যি হয়।
-
অল্প বিদ্যা সকল ক্ষেত্রেই ভয়ানক রূপ ধারন করতে পারে। কারণ, আপনি কম জেনে আহামরি কিছু করতে পারবেন না। কিন্তু আপনি একটু সময় বেশি দিয়ে পুরনাঙ্গ ধারনা নিয়ে যদি আগাতে পারেন তাহলে আপনি খুব কম সময়ের মধ্যেই উঠাতে পারবেন। ধন্যবাদ
-
অল্প বিদ্যা সব সময়ই ভয়ংকর কারন কোন কার্জের জন্যই কম জানা বা কোন বিষয়ে কম অভিজ্ঞতা কখনোই সেই বিষয় বা কার্জের জন্য শুভ নয় বা আশা ব্যান্জক ফল প্রদান করতে পারে না আর ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে তো নয়ই কারন ফরেক্স ট্রেডিং খুব ঝুকি পুর্ন তাই আপনাকে ফরেক্স ট্রেডিংয়ে সফল হতে হলে কম নয় বরং পর্ষাপ্ত ট্রেডিং দক্ষতা থাকতে হবে। ধন্যবাদ।
-
আশলে ফরেক্স বলে নয় ।দুনিয়া আমন আক্তি জায়গা যেখানে শামান্ন গেয়ান জার আসে সে মনে করে সে অনেক বেশি জানে । কিতু যে লক তার ছাইতে অনেক বেশি জানে সে মনে করে আমি কিছুই জানি না । তাই আমদের অ আই মার্কেট আ তিকে থাকতে গেলে সাই মান্সুহদের মত হওা উছিত জারা ফরেক্স আ সফল হয়েছে । মনে রাখতে হবে ফরেক্স মার্কেট সুধু তাদের জন্না জারা আই খান থেকে গেয়ান অরজন করে এবং আই বিদ্দা কে আই মার্কেট আ নিজের প্রয়জনে বাবহারে র মাধম্মে নিজেকে আরথিক ভাবে সাবলম্বি করে তলে ।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা না থাকলে ফরেক্স থেকে আয় করা যায় না। তবে বেশির ভাগ ট্রেডার প্রথমে মনে করে ফরেক্স থেকে আয় করার জন্য ফরেক্স শেখার কোন দরকার নাই। তাই তারা রিয়েল ট্রেড শুরু করে। ফলে তারা শুধু লস করে। অনেক লস করার পর তারা বুঝতে পারে ফরেক্স থেকে আয় করতে হলে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানা দরকার। তাই ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান আর অভিজ্ঞতা না থাকলে রিয়েল ট্রেড করা উচিৎ নয়।
-
আসলেই অল্প বিদ্যা ভয়ংকর কথাটা চিরন্তন সত্য। ফরেক্স মার্কেট একটা অনলাইন করেন্সির মার্কেট এখানে শিখার শেষ নেই অল্প শিখে আমি নিজেকে যদি পন্ডিত মনেকরি এটা ভুল।এই ভুলের মধ্যে যদি পরে থাকি এক ধরা খাব।
-
বিভিন্ন লেখক ও দার্শনিকদের মতে অল্প বিদ্যা ভয়ংকারী । এবং বাস্তব এ এটা সঠিক একটা কথা যে অল্প বিদ্যা ভয়ংকারী । অল্প বিদ্যা ভয়ংকারী এর কারণ এই যে, অল্প শিক্ষিত ব্যাক্তি দের ভালভাবে কিছূ বোঝান যায় না । এ ধরনের লোকের নিজে যা বোঝে তাই করে এবং বিভিন্ন ধরনের বিপদ এ পড়ে এবং এদর ভবিষ্যত খুব ভয়ংকারী হয় । আর এরা যেকোন কাজ সম্বন্ধে খারাপ মন্তব্য করে থাকে । এ দরনের মন্তব্যের জন্য বাস্তব মূখী মানুষের বিভিন্ন সমস্যায় পড়তে হয় ।
-
অল্প জ্ঞান থাকলে আপনি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান পাবেন না। অল্প বিদ্যা আলা মানুষ মনে করে তারা ফরেক্স এ সব কিছু জেনে ফেলেছে। এই মনে করে বেশি ইনভেস্ট করে ট্রেড করে লস করে । তাই বলা হয়েছে অল্প বিদ্যা ভয়ংকর । এই ব্যবসায় ভাল লাভবান হতে চান তাহলে আপনাকে ভাল ভাবে জ্ঞান অর্জন করতে হবে।
-
কন কিছুতে অল্প শিখতে জেতে নাই কারন অল্প শিখে আসলে কোন কাজ সফল করা জায় না তাই কোন কাজে সফল হতে গেলে সেই কাজ ভাল করে শিখতে হবে অল্প বিদ্যা ভয়ংকর এটা সত্য কথা ।
-
কিছু মানুষ এই খানে এসে অল্প কিছু জ্ঞান অর্জন করে তারা মনে করে আমি এখন সবকিছু বুঝে গেছি। তখন তারা বেশী ইনভেস্ট করে বেশী লাভ করতে চায়। এই বেশী লাভ করতে চাওয়ার জন্য তাদের অ্যাকাউন্টে প্রব্লেম হয় । এতে তারা ফরেক্সকে দায়ী করে।ফরেক্স ট্রেডিং সম্পর্কে সবকিছু বিস্তারিতভাবে না শুনে না বুঝে অল্প কোনরকম জেনেই এই ব্যবসা করতে আসে আর প্রবাদের প্রমানস্বরুপ লসের পর লস খেতে থাকে।অল্প বিদ্যা অর্জন করে জীবনে কেউ সফলতা অর্জন করতে পারে না।
-
আসলে এটা পরতেকটা ক্ষেত্রেই দেখা যায় যে অল্প বিদ্যা ভয়ংকর কারণ যে অল্প জেনে নিজেকে বেশি প্রকাসিত কতে চায় তার ফল খুব একটা ভালো হয় না কিছু মানুষ এই খানে এসে অল্প কিছু জ্ঞান অর্জন করে তারা মনে করে আমি এখন সবকিছু বুঝে গেছি তারা মনে করে ফরেক্স মার্কেট থেকে একবারে অনেক আয় করবে আসলে দেখা গেল তারা ফরেক্স মার্কেট ভালো করে এনালাইসিস করতে পারে না এজন্য অল্প জানা ভালো কিন্তু তার উপর বড়াই করতে নেই
-
হ্যাঁ ভাই আমি আপনাদের সাথে একমত । যারা সামান্য ধারনা নিয়ে ফরেক্স ট্রেড শুরু করে তাদের ব্যবশায় লস হওয়ার সম্ভাবনা অনেক বেশী । তাই যেকোনো কাজ করার আগে সে বিষয়ে জানতে হয় । না জেনে কাজ করলে ফ্ল ভাল হয় না ।
-
আমি আপনার সাথে একমত যে, অল্প বিদ্যা ভয়ক্ঙরি। আপনি যদি এই ব্যবসায় ভাল লাভবান হতে চান তাহলে আপনাকে ভাল ভাবে জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে অনেক তথ্য সংগ্রহ করতে হবে।
-
ফরেক্স ট্রেডিংয়ে অল্পবিদ্যা বা ভাসা ভাসা জ্ঞান আপনাকে প্রফিটের পরিবর্তে বড় ধরনের লসের দিকে নিয়ে যাবে কারন ফরেক্স ট্রেডিংয়ে আপনি অনেকেই হয়তো ভাল প্রফিট করতে দেখেছেন বা শুনেছেন কিন্তু তাদের সেই সফলতার পিছনের গল্প যদি ভাল করে অ্যানালাইসিস করেন তা হলে দেখবেন তাদের সফলতার পিছনে প্রধান ভূমিকা পালন করেছিল তাদের দক্ষতা,অভিজ্ঞতা।