ফরেক্স যার যার সুবিধা সময় মত করে থাকে। কারন ফরেক্স ২৪ ঘন্টা খোলা থাকে। আর সপ্তাহে ৫ দিন খোলা থাকে। আর তার ফরেক্স এ যার যার মত ফুল টাইম ও পার্ট টাইম করে থাকে। কেউ তার নিজের পার্ট টাইম করে আবার কেউ ফুল টাইম ও করে থাকে।ফরেক্স একটি অনলাইন ভিত্তিক মুক্ত পেশা বা ব্যাবসা।ফরেক্স যে কোনো সময় যে কেউ করতে পারবে।ফরেক্স করার জন্য ফুল টাইম এবং শরট টাইম দুভাবেই করা যায়। ফরেক্স খুবি রিস্কি ব্যাবসা তাই এটাকে ফুল টাইম হিসেবে নেয়া উচিৎ নয়। ফরেক্সে দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করে তারপর ফুল টাইম ট্রেড করা উচিৎ।তবে এটা আমরা জানি যে ফরেক্স মার্কেটে অবশ্যেই নিজেদের লাভ নিয়ে সন্তুষ্ট থাকতে হলে অবশ্যই এর জন্য নিজের দক্ষতা সৃষ্টি করতে হবে।