ফরেক্স ব্যবসায় অভিজ্ঞতা-দক্ষতা থাকতে হবে। এটা ১০০% বাস্তব সত্য কথা। ফরেক্সে কেউ অভিজ্ঞতা ছাড়া যদি প্রফিট করতে চাউ বা সফল হতে চাউ তাহলে এটা তার কল্পনা ছাড়া আর কিছুই নয়।ফরেক্স দিয়ে অনেক ইনকাম করা যায় বা অনেক কিছু করা যায় তবে সেটা সময়ের ব্যাপার । কেউ রাতারাতি ফরেক্স দিয়ে কিছু করে ফেলবে সেটা সম্ভব নয়। এর পিছনে আপনাকে জানার জন্য যেমন কঠোর পরিশ্রম করতে হয় তেমনি দীর্ঘ্যসময় অনুশীলন করে অভিজ্ঞতা-দক্ষতা অর্জন করতে হয় তাহলেই কেবল সফলতা সম্ভব।

