ফরেক্স একটি অতন্ত্য ঝুঁকিপূর্ণ ব্যবসায়। ফরেক্স করে মানুষ যেমন ধনী হয়েছে তেমনি অনেকে তাদের মূলধন ও হারিয়েছে। ফরেক্স মার্কেট একটি অনিশ্চয়তার জায়গা এখানে কখন কি হয় কেউ বলতে পারে না। সঠিক জ্ঞান আর ট্রেডিং দক্ষতা না থাকলে লস নিশ্চিত। কথায় আছে নো রিস্ক নো গেইন সুতরাং আমাদের এই ঝুঁকির মোকাবিলা করে জয় ছিনিয়ে আনতে হবে।