-
ফরেক্স করতে হলে এবং ফরেক্স ট্রেডিং এ সফল হতে হলে সবথেকে বড় বিষয় যেটা । সব সময় নিজের ট্রেডিং প্লান অনুযায়ী ট্রেড করতে হবে । এবং এর সাথে সাথে নিজের একটি আলাদা এবং খুবই উপযোগী মানি ম্যানেজমেন্ট থাকতে হবে । সেই মানি ম্যানেজম্যান্ট সঠিকভাবে অনুসরন করতে হবে । তাহলেই ফরেক্স ট্রেডিং এ সফলতা আসবে বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হরে আপনাকে আগে মানি মেনেজম্যেন্ট কিভাবে করে সেটা শিখতে হবে না হয় এই মার্কেটে টিকে থাকা অসম্মত কারন এটা এমন একটি মার্কেট ককন কোথায় যাবে সেটা আপনি বুঝতে পারবেন না। মানি মেনেজম্যেন্ট মেনে ট্রেড করলে লস হলে আপনি নিজে বিশ্লষন করে বের করতে পারবেন।
-
ট্রেড করার ক্ষেত্রে অনেক বিষয়ই গুরত্বপুর্ণ ভুমিকা পালন করে । আর প্রতিটা ট্রেড তখনই ভাল হবে যখন আমরা প্রতিটা ট্রেডের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করব । এখানে দৃষ্টিভঙ্গি বলতে আমি বুুঝাচ্ছি যে একজন ব্যাক্তি যদি এখান থেকে প্রচুর মুনফা চায় তবে অবশ্যিই তাকে প্রচুর বিনিয়োগ করত হবে । কিন্ত সে যদি অল্প বিনিয়োগ করে অনেক বেশি লাভের আশা করে তবে তা হবে বোকামি ।
-
ফরেক্সে ট্রেড করার জন্য একটি পরিকল্পনা প্রয়োজন হয় এবং তা অনুযায়ী এগিয়ে যেতে হয়। তাই ট্রেড করার পুর্বে ব্যলেন্স কত, ট্রেড সাইজ কত হবে, কতটুকু লাভ করতে চাই, রিস্ক কতটকু নিতে হবে, বাই করবো নাকি সেল করবো ইতায়দি বিষয় চিন্তাভাবনা করে নিতে হয়। এর ফলে ট্রেড ব্যবস্থাপনায় অনেক সহজ হয়। একজন ভালো ট্রেডার এসকল কাজ করেই ট্রেড করে।
-
ধরুন আপনার ডিপোজিট ২০০ ডলার এখন আপনি প্রথমে হিসাব করুন আপনার লিভারেজ কত. তারপর হিসাব করুন মানি ম্যনেজমেন্ট এ আপনার লট সাইজ কত হবে, তারপর আপনি রিস্ক ম্যনেজমেন্ট চিন্তা করে বের করুন আপনি কতটুকু রিস্ক নিবেন এই গুলোর উপর আমি মনে করি প্রথমে নজর দেয়া উচিত।
-
ট্রেড করার আগে এনালাইসিস করাটা অধিক গুরুত্তপূর্ণ। আপনি যত সতর্কতার সাথে ট্রেড করবেন আপনার লস হবার সম্ভাবনা তত কম। এছাড়া আপনাকে লোভ সংবরণ করে ধৈর্য্যশীল হতে বলব। কারণ আপনি তাড়াহুড়ো করলে আপনার ভুল হবার সম্ভাবনা বেশি। তারপর আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলেই আপনি প্রফিট করতে পারবেন।
-
একটি ট্রেড কারার পুর্বে পরিকল্পনা দরাকার হয়। তাই ট্রেড করার আগেই চিন্তা করে নিতে হয় ব্যালেন্স কত আছে, লট সাইজ কত, রিস্ক কত, লাভের হার কত ইত্যাদি। অর্থাৎ মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে করে নিতে হয়। এছাড়াও তার আগে মার্কেট এনালাইসিস করে বুঝতে হয় বাই মোড/ সেল মোডে ট্রেডটি ওপেন করতে হবে। সুতরাং ট্রেড করার পুর্বে এনালাইসিস ও মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে করে নিতে হয়।
-
প্রতিটি ট্রেডারকেই তার ব্যালেন্স এর দিকে নজর রেখে লট সাইজ নির্ধারণ করতে হয়। হাই লিভারেজ নিয়ে হাই লটে ট্রেড করলে যে কোন সময় একাউন্ট জিরো হতে পারে। আজকাল এসব সাধারণ বিষয়গুলো কম বেশি সব ট্রেডাররাই জানে। ফরেক্স এখন সবার নজরে বিচরণ করছে।
-
হ্যা ভাই আপনি ঠিক ই বলেছেন এগুলা তো আগে ঠিক করতেই হবে তারপর ট্রেড করার সময় আপনাকে নানা বিষয় সম্পর্কে ধারনা রাখতে হবে।যেমন মার্কেট এর মুভমেন্ট জানা টা অতি জরুরি এরপর আছে মার্কেট এনালাইসিস।এর মাধমে আপনি সঠিক দিক পাবেন।প্রাইসের অবস্থা কিরুপ ইত্যাদি বিষয় ও গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি।
-
ফরেক্স ট্রেডিং আপনার কাছে তখনই সহজ বলে মনে হবে যখন আপনি ভাল ফরেক্স ট্রেডিং করতে জানবেন আর আপনি তখনই ভাল ফরেক্স ট্রেডিং জানতে সক্ষম হবেন যখন আপনি নিয়মিত ফরেক্স ট্রেডিংয়ের উপর স্ট্যাডি করবেন,ফরেক্সের ডেমো ট্রেডিংয়ে অনুশীলন করবেন তখন।
-
একটি ট্রেড ওপেন করার সময় প্রথমেই আমাদের দেখে নিতে হয় মার্কেট এখন বাইমোডে আছে, নাকি সেল মোডে আছে? যদি বাই মোডে থাকে তাহলে কখনোই সেল দেয়া যাবে না, আর যদি সেল মোডে থাকে তাহলে কখনোই বাই দেয়া যাবে না। তার পরে মানি ম্যানেজমেন্ট মেনে, সাপোর্ট ও রেসিসটেন্স এবং ট্রেন্ড দেখে বাই বা সেল দিতে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ন কোন নিউজ পাবলিস আছে কিনা তাও দেখে নেয়া ভাল।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ফরেক্স মার্কেটে সব নিয়ম জানতে হবে কিভাবে মানি মেনেজমেন করতে হয়,কিভাবে সাপোর্ট রেজিস্টেন্ট ধরতে হয় সেগুলো সম্পর্কে সচ্চ ধারনা থাকতে হবে।
-
ট্রেড করতে হলে প্রথমে নিজের একাউন্ট কত ব্যালেঞ্চ আছে সেই দিকে নজর দিতে হবে। কি পরিমান ব্যালাঞ্চ আছে সেই অনুসারে ভলিউম দিয়ে ট্রেড ওপেন করতে হবে। একজন ট্রেডার যখন ট্রেড ওপেন করবে তাকে অব্যশই মার্কেট এনালাইসিস করতে হবে।
যদি মার্কেট এনালাইসিস সঠিক না হয় তাহলে তার ব্যালাঞ্চ জিরো হবার ভয় আছে।তাই সবার আগে মানিম্যানেজমেন্ট আর মার্কেট এনালাইসিস পরিকল্পনা সঠিক ভাবে করতে হবে।
-
আমি মনেবকরি কোন কিছুই ধার করে করা ভাল না। আপনি যদি ধার করে ব্যবসা করতে চান তবে আমি মনে করি আপনার ব্যবসায় সফলতা কম আসবে আর যদি আপনার নিজের টাকা ইনভেস্ট করে আপনি ব্যবসা করেন তবে আমি মনে করি অনেক ভাল হবে আর যা ব্যবসা করে থাকবে সব আপনার থাকবে।
-
মার্কেট এ ট্রেড এ ঢুক্অতে হলে আগে মার্কেট এনালাইসিস করে তারপর মার্কেট এ ঢুকতে হবে। তারপর ব্যলেন্স অনুযায়ি লট সাইজ নির্ধারন করতে হবে। ট্রেডিং প্লান থাকতে হবে আমরা কিভাবে কখন ট্রেড নিব। সব প্লান আগে থেকে করে রাখতে হবে।
-
ট্রেড করতে হলে অবশ্যই আমাদের যে যে বিষয়ের উপর নজর রাখতে হবে নিম্নে তা দেয়া হল :
(১) মার্কেটের উপর ।
(২) দক্ষতার উপর ।
(৩) এ্যানালাইসিসের উপর ।
(৪) লোভের উপর ।
(৫) নিউজের উপর ।
-
কোন ট্রেড ওপেন করার আগে সর্ব প্রথম আপনাকে মার্কেট এ্যানালাইসিসের উপর নজর দিতে হবে। এ্যানালাইসিস করা হলে আপনাকে আপনার ব্যালেন্স এর উপর নজর রেখে ট্রেড করতে হবে। কখনোই লোভ করা যাবে না। অবশ্যই নিউজগুলো ভাল ভাবে পর্যবেক্ষন করে নিতে হবে।
-
ফরেক্সে অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ । আমরা কোনটা ছেড়ে কোনটাকে গুরুত্বপূর্ণ বলব তা নির্ভর করে আমাদের জ্ঞানের উপরে । ফরেক্স এমন একটা ব্যবসা যেখানে একজন ট্রেডারে দক্ষতাই হলো সবচেয়ে গুরুত্বর্পূর্ণ বিষয় । কেননা একজন ট্রেডারের যত বেশি ডিপোজিট থাকুক না কেন সে যদি দক্ষ না হয় তবে তার ডিপোজিট দিয়ে সে খুব বেশি কিছু আশা করতে পারে না । আর যদি একজন দক্ষ ট্রেডারের ডিপোজিট কমও হয় তবে সে তা তার দক্ষতার মাধ্যমে সর্বোচ্চ সঠিক ব্যবহার করে আয় করতে পারে ।
-
আমি বলবো ট্রেড করতে হলে আপনাকে প্রথমে সতর্কতার উপর গুরুত্ব দিতে হবে। আপনি যত সতর্কতার সাথে ট্রেড করবেন আপনার লস হবার সম্ভাবনা তত কম। এছাড়া আপনাকে লোভ সংবরণ করে ধৈর্য্যশীল হতে বলব। কারণ আপনি তাড়াহুড়ো করলে আপনার ভুল হবার সম্ভাবনা বেশি। তারপর আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলেই আপনি প্রফিট করতে পারবেন।
-
ফরেক্স হচ্ছে এমন একটি মার্কেট যেখানে ১০০ জন ট্রেডারের মধ্যে থেকে টিকে মাত্র ৫ জন ট্রেডার।ফরেক্স মার্কেটে বেশিভাগ ট্রেডার লস খায় দক্ষতার অভাবে।ওভার ট্রেড,অতিরক্ত লোভ,ধৈর্যহীন ও সঠিকভাবে মানিমেনেজমেন্ট না করার কারনে ফরেক্স মার্কেটে লস হয়ে থাকে।
-
ফরেক্সে ট্রেড করার শুরুতে একজন ভাল ট্রেডিং জ্ঞান সম্পান্য বেক্তি প্রথমেই ভাল ভাবে মার্কেট অ্যানালাইসিসের উপর দৃষ্টি দেয় কারন মার্কেট অ্যানালাইসিসই আপনাকে মার্কেট কোন দিকে যেতে পারে সে ব্যাপারে আগাম বার্তা প্রদান করে।
-
ট্রেড শুরু করতে হলে প্রথমে ফরেক্স এ রিয়েল একাউন্ট ওপেন করতে হবে । তারপর ইনভেস্ট করতে হবে আর এখানে ডলার ইনভেস্ট করতে হবে,আবার ফরেক্স ফোরামে পোষ্ট করে বোনাস ডলার আয় করে সেটা দিয়ে আপনি ট্রেড শুরু করতে পারবেন । তবে ট্রেড শুরু করার পূর্বে মার্কেট অ্যানালাইসিস ,মার্কেটের মুভমেন্ট এগুলো লক্ষ্য রেখে ট্রেড করতে হবে ।অন্যথায় ক্ষতির সম্মুখীন হতে হবে ।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে প্রথমেই আমাদের নজর দেওয়া উচিত ফরেক্স শেখার ক্ষেত্রে কারণ ভালো করে ফরেক্স ট্রেডিং শেখার উপরেই নির্ভর করে আমরা কতখানি প্রফিট গেইন করতে পারব তারপরেই উচিত খুব ভালো একটি স্ট্রাটেজি নিয়ে আগানোর উপর এবং তার পরেই আমাদের একাউন্ট এর ইকুইটি বা ডিপোজিট মনির উপরে মানি মেনেজমেন্ট করে ট্রেড করা এবং লোব থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে মার্কেট বুঝে ট্রেন্ড কনফার্ম হয়ে ট্রেড এন্ট্রি নেওয়া।
-
ফরেক্স ট্রেডওপেন আগে অবশ্যই পরিকল্পনা করে ট্রেড বসানো উচিত। কারণ পরিকল্প না ছাড়া কোন কাজ ভাল ভাবে সফল হওয়া যায় না। ট্রেড করার সময় আপনি বাই দিবেন না সেল দিবেন, স্টপ লস টেক পপিট, মানিম্যানেজ মেন্ট ইত্যাদি সম্পর্কে ভাল ভাবে পরিকল্পনা করা।
-
আমার মনে হয় ট্রেড করতে হলে প্রথমে ফরেক্স সম্পর্কে জানতে হবে , ট্রেড করতে হলে চাই মূলধন আর এখানে মূলধন হিসাবে ডলার প্রয়োজন , এই ডলার আয় করতে হবে ফোরাম পোস্ট করে । ট্রেড শুরু করার পর আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে ।
-
ফরেক্স করতে হলে প্রথমে নিজের উপর খেয়াল রাখতে হবে । আমি নিজের উপর বলতে বুঝাতে চাইছি যে নিজের আবেগ আর লোভ কে কন্টল রাখাকে বলছি । তার পর মনিমেনজমেন্ট এর *দিকে নজর রাখতে হবে । অতিরিক্ত ভলিউম নেওয়া যাবেনা । আর সবচেয়ে বাল হয় যদি নিজের একটি সফল স্টাটজি থাকতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে খেয়াল রাখতে হবে আপনার ইনভেস্ট কত।ফরেক্স মার্কেতে বেশির ভাগ নতুন ট্রেডার তাদের একাউন্ট হারাই।তারা প্রথমে মনে করে মার্কেটে থেকে অনেক আয় করা সম্ভব কিন্তু তার পিছনে থাকে অভিজ্ঞতা তা খেয়াল করে না এবং না বুঝে ট্রেড করে আর লস খাই।আর মার্কেটে অধিক সময় টিকে থাকতে হলে মানি ম্যানেজম্যান্ট মেনে ট্রেড করা উচিত।
-
প্রথমেই আপনাকে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে সব কিছু জানতে হবে। এখানে ডেমো প্রাক্টিস করার সুযোগ আছে। সেটা আপনাকে গ্রহণ করতে হবে। এবার সব কিছু ঠিকঠাক থাকলে, মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড শুরু করতে পারেন। তবে ফরেক্সে সফল হওয়ার সব থেকে যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে তা হলো, ১। মানি ম্যানেজমেন্ট, ২। ধর্য্য এবং ৩। ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড এই কথাটি মনে রাখা।
-
আমি বলবো ট্রেড করতে হলে আপনাকে প্রথমেই দেখতে হবে আপনার ব্যালেন্স কত। আপনার লিভারেজ কত। সেই অনুযায়ী মানি ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। মানি ম্যানেজমেন্ট ঠিক করতে না পারলে অচিরেই আপনার ব্যালেন্স শূন্য হবে। তাই সবার প্রথমে মানি ম্যানেজমেন্ট ঠিক করতে হবে।
-
আপনি অনেক ভালো বলেছেন। ট্রেড করতে হলে অর্থাৎ আপনি যখন ট্রেড ওপেন করতে চাইবেন তার পূর্বে উক্ত বিষয়গুলো ভালোভাবে নজর দিবেন।তারপর চিন্তা করবেন সাপোর্ট কোথায় আর রেসিসচেন্স কোথায়।সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝে সঠিকভাবে এন্ট্রি নিবেন তারপর সঠিকভাবে ট্রেড ক্লোজ করার চেষ্টা করুন।
-
ফরেক্স মার্কেট এ টেড করতে হলে আপনাকে আগে ভাল একটা টেড ইং সিস্টেম খুজে বের করতে হবে তার পর সেই সিস্টেম ৩ মাস ডেমো তে টেড করে টেস্ট করে ভাল ফল পেলে তার পর রিয়েল টেড এ টেড করতে হবে এই সিস্টেম এ টেড করতে হলে আপনাকে কি কি নিয়ম মানতে হবে তা খাতাই লিখে রাখতে হবে আর টেড করার সময় আপনি নিয়ম গুল ভাল করে পরে টেড করবেন তা হলে ভাল লাভ করবেন
-
ফরক্স মার্কেট এ ট্রেড করতে হলে আগে আপনাকে ভালোভাবে ফরেক্স মার্কেট সম্পর্কে জান্তে হবে।তার জন্য আপনাকে ফরেক্স মার্কেট কে নিয়ে পড়ালেখা করতে হবে।ফরেক্স মার্কেট কে নিয়ে এনালাইসিস করতে হবে।না হয় আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেননা। ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য আপনাকে এই বিসয় গুলার সম্পর্কে ভালোভাবে জান্তে হবে।আপনাকে আপনার লোভ কনট্রোল করতে হবে।না হয় আপনি এখানে ভালো করতে পারবেননা ।
-
ট্রেড করার ক্ষেত্রে কিছু বিষয়ে নজর দেয়া দরকার। প্রথমে ব্যালেন্স এর দিকে চোখ রাখতে হবে যে আমার ব্যালেন্স কত। আর আমি কত রিস্ক নিয়ে ট্রেড করছি। ব্যালেন্স এর অনুপাত হিসাব করে লট সাইজ নির্ধারন করতে হবে। আর স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে দিতে হবে।
-
ট্রেড করতে হলে প্রথমে আপনাকে ব্যালেন্স এর উপর বেশি নজর দেওয়া উচিত। কারণ ব্যালেন্স যদি কম হয় তাহলে আপনি রিক্স এর পড়ে যাবেন এজন্য আপনাকে ব্যলেন্স কে নজরে রাখতে হবে। আর পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরনের স্ট্যাটেজি, মার্কেট এনালাইসিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে ট্রেড প্রফিট অর্জন করতে পারবেন।
-
ফরেক্স এ ট্রেড করতে হলে সর্বপ্রথমে প্রয়োজন মার্কেট সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেয়া এবং মার্কেট এর গতিবিধি পর্যবেক্ষণ করা । এরপরে প্রয়োজন সঠিক লট সাইজ নির্ধারণ করা। এবং সবর্দা আমরা একটি ভূল করে থাকি যা হলো কত লস হবে তা বিবেচনা না করে ট্রেড করি । যেটা মারাত্মক ভূল । এছাড়াও মার্কেটে ট্রেড ওপেন করার পূর্বে রিস্ক রেশিও হিসাব করে তারপর ট্রেড করা উচিৎ* অন্যথায় আপনি যেকোনো সময় অনেক বড় লস এর সম্মুখিন হতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে প্রথমত যে বিষয় নজর দিতে হবে তা হল ফরেক্স মার্কেটের গতিবিধি পর্যবেক্ষণ করা। এর পর ডেইলি চার্ট, টাইম ফ্রেম এমনকি কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আপনি ফরেক্স মার্কেটে ভাল মুনাফা অর্জন করতে পারবেন। বিশেষ করে একজন ট্রেডারের জন্য দরকার পড়ে মন মানসিকতা থাকা, ট্রেডিং সিস্টেম নিয়ে বেশি বেশি পর্যবেক্ষণ করা। আর আপনি যদি উক্ত বিষয়গুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভাল মুনাফা আয় করতে পারবেন।
-
অর্থাৎ মানি মেনেজমেন্ট বা রিস্ক রিওর্য়াড রেশিও সঠিক ভাবে ফলো করে ট্রেড ওপেন করা অবশ্যই জরুরী বিষয়৷পাশাপাশি আরোও কিছু জরুরী বিষয় দেখে বুঝে ট্রেড ওপেন করতে হবে৷সেগুলো হচ্ছে-আপনার ট্রেডিং চার্টে অবশ্যই ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল৷যে কারেন্সী পেয়ারে ট্রেড করতে চান ঐ পেয়ারের ঐ সেশনে সম্ভাব্য হাই ইমপেক্ট নিউজগুলো প্রথমেই দেখে নিতে হবে৷টোটাল মার্কেট সেন্টিমেন্ট বুঝে নিতে হবে...এছাড়াও দেখে নিবেন আপনার নেট ব্যালেন্স,নেট সংযোগ ঠিক আছে কী না,বিদ্যুৎ পরিস্হিতি ভালো কী না...আপনার ট্রেডিং মন-মানষিকতাও বুঝে নিবেন৷
-
ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই মানি ম্যনেজমেন্ট এর উপর গুরুত্ব দিতে হবে এবং পাশাপাশি আপনাকে অবশ্যই রিক্স এর বিষয়টিকে ফলো করতে হবে। এজন্য আপনাকে প্রচুর পরিমাণে মার্কেট দেখতে হবে, সেগুলো হচ্ছে- ট্রেডিং চার্ট, ডেইলি চার্ট এবং যে কারেন্সির উপর আপনি ট্রেড করতে চান ঐ পেয়ারের উপর ভাল করে পর্যবেক্ষণ করতে হবে। আর পাশাপাশি আপনাকে লোভ ও ধৈর্য্যকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তাহলে আপনি ফরেক্স থেকে ভাল প্রফিট অর্জন করতে পারবেন।
-
ট্রেড করতে হলে আপনাকে সাধারনত কিছু বিষয়ের উপর নজর দিতে হবে তা নিচে লেখা হলো :
১. স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা
২. একদিনে একএর অধিক ট্রেড না করা
৩. মাসিম্যনেজমেন্ট ঠিক রাখা
৪. ইমোসন কস্ট্রল করা
৫. ডিপোসিট কে বড় করা
-
ফরেক্সে ট্রেড করার পূর্বে যে সকল বিষয় এর উপর নজর দিতে হবে তা নিম্নে দেওয়া হলোঃ
১। ট্রেড করার পূর্বে ছয় মাস ডেমো ট্রেড করতে হবে।
২। মানি ম্যানেজমেন্ট করতে হবে।
৩। লিভারেজ অনুযায়ী ট্রেড করতে হবে।