-
ফরেক্স এ দব ধরনের মানে সব বয়সের মানুষ ই আছে। আর শুধু মাত্র ফরেক্স যে যুবকদের পেশা আমার কাছে তেমনটি মনে হয় না কারন যে কেউ চাইলেই ফরেক্স করতে পারে। ফরেক্স করে তার জীবনের মোড় ঘুরাতে পারে। এখানে যুবক বৃদ্ধ সবারই সমান অধিকার রয়েছে। তাই ফরেক্স কেবলমাত্র যুবকদের পেশা বলা যায় না। ফরেক্স করতে হলে তাকে প্রথমে পরিশ্রমি হতে হবে।
-
বেশি এগিয়ে আছে।আমরা যা দেখছি যুবকরা একটু প্রযুক্তি দিক দিয়ে এগিয়ে আছে তাই যুবকরা বেশি কাজ করে থাকে,তবে বৃদ্দরা করতে কম দেখা গেছে মাঝে মাঝে মধ্যে বয়ষ্ক লেোকেরা করতে দেখা গেছে।কারন মধ্যে বয়ষ্ক লো্কেরা প্রযুক্তি মোটামুটি ভাল জানে,তাদের ও আগ্রহ আছে ফরেক্স সম্পরকে যারা ব্যাংকে চাকরি করে।তবে যুবকরা
-
ফরেক্স এ কাজ করার জন্য বয়স কোন ফ্যাক্ট্রর না যে কোন বয়স এর মানুষ এই ট্রেড করতে পারবে।তবে এখানে যে মার্কেট কে ভাল বোঝার ক্ষমতা রাখে ফরেক্স তার ব্যাবস্যা।যেমন যে অনেকদিন ধরে ট্রেড করে আসছে সে তো অবশ্যয় নতুন দের থেকে ভাল প্রফিট আয় করতে পারবে কারন তার অভিজ্ঞতা বেশি।তাই আপনার দক্ষতা আর অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এই মাপ কাঠি করা যাই বলে আমি মনে করি।
-
ফরেক্স যে কেউ করতে পারে ।ফরেক্স করার জন্য মে ছেলে নাই ,আর ফরেক্স ঘরে বসে যে কেউ করতে পারবেন ফরেক্স করতে হপ্লে শুধু জানতে হবে ফরেক্স সম্পর্কে তবেই ফরেক্স করা যাবে , ভাল করে বুজতে হবে ফরেক্স কি ,সবসময় ফরেক্স মার্কেট এর নিউজ রাখতে হবে তবেই ফরেক্স করা যাবে এর মার্কেট এ কোন মে চ্ছে নাই
-
যে কোন বয়সের মানুষ ইহা করতে পারে। তবে যুবকরা এটা লেখা পরার পাশাপাশি অনেক ভালো কিহু করতে পারে ।
-
ফরেক্স শুধুমাএ যুবকদের পেশা নয় । এটা মোটামুটি সবার জন্য প্রযোজ্য। ছেলে মেয়ে উভয়ই ফরেক্সের কাজ করতে পারে।ফরেক্স বুঝতে পারলে অতি সহজ এ সাধারন একটি কাজ হিসেবে বিবেচিত হয়। এর জন্য তেমন কোন কষ্ট করতে হয়না।শুধু এ সম্পর্কে দক্ষতা থাকলেই যথেষ্টো। তাই ফরেক্সের কাজ নারী পুরুষ সবাই করতে পারে। এখানে নারী পুরুষ কোন ভেদাভেদ নেই । নারীোদর জন্য ফরেক্স আরও বেশি সুবিদাজনক কেননা ফরেক্সের কাজ ধরে বসেই করা যায় সেহেতু নারীরা সহজেই এ কাজ করতে পারে সুতরাং আমার মতে ফরেক্সের এই কাজ নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য।
-
ফরেক্স মার্কেট যে শুধু জুবক্রা করতে পারবে তেমন নয় কারন ফরেক্স সবাই করতে পারে এখানে একটি মাত্র নিওম আছে যে ফরেক্স করতে হলে ১৮ বছর এর নিচের জেকন লক ফরেক্স মার্কেটে তার কোন ডকুমেন্ট দিয়ে ফরেক্স মার্কেটে একাউন্ট করে কাজ করতে পারে না ।
-
আমি মনে করি এটা সবাই করতে পারবে কোন না এটা সবার জন্য খোলা এমন একটা ব্যবসা তাই আমি মনে করি এটা সবাই করতে পারবে বিভিন্ন ব্রোকার নতুন ট্রেডারদের জন্য বিভিন্ন বোনাস অফার দেয়। যে ইন্সটা ফরেক্স নো ডিপোজিট বোনাস হিসাবে ২০ ডলার দেয়। এই ২০ ডলার দিয়ে লাইভ ট্রেড করে প্রফিট করা সম্ভভ।
-
এটা ছোট বড় সবাই করতে পারে। তবে যুবক দের জন্য এই ফরেক্স অনেক উপকারী। কারন অনেক বেকার যুবক আছে। যুবদের জন্য উত্তম কারণ -১. যুবদের ধৈর্য্য শক্তি অনেক হয়
২. যুবরা অনেক প্ররিশ্রমী হয়
৩. বুদ্ধি বিবেচনা তুলণামূলক ভালো থাকে
-
হ্যা ফরেক্স বেশির ভাগই যুবকদের পেশা হিসেবে ধরা হয়।তারপরও যুবক ছাড়া নারী পুরুষ ,বয়স্ক,আধা বয়স্ক লোকেরা এই পেশার সাথে জড়িত আছে।কারন সবাই জানে এই পেশা দ্বারা ভাল আয় করা যায় ,এই ব্যবসা ঘরে বসে করা যায় বা ব্যবসা করতে গেলে কোন ধরনের সমস্যায় সম্মুকিন হতে হয় না,নিজের ইচ্ছা অনুযায়ী করা।
-
ফরেক্স মাকেট শুধু যুবকদের পেশা না।ফরেক্স মাকেটে ছোট বড় যুবক যুবতী ছেলে মেয়ে বৃদ্ব যে কোন বয়সের মানুষই ট্রেড করার সুযোগ রয়েছে।তবে যুবকদের একটু ধৈযশত্তি বেশী থাকে ও ভাল পরিশ্রম করতে পারে এবং লস হলে তারা সহজে ভেঙ্গে পড়ে না।
-
বর্তমান প্রেক্ষাপটে বেশির ভাগ যুবকেরাই ফরেক্সের সাথে নিয়োজিত। কারন যুবক ছাড়া বাকিদের ফরেক্স সম্পর্কে ভালো একটা ধারণা নাই। তাই যুবকদের পাশাপাশি যে কোন বয়সের লোক যদি ফরেক্স ভালোভাবে বুঝে শুরু করতে পারে ।কিন্তু ফরেক্স করতে গেলে একটু পড়ালেখা জানা লাগে। তাহলে আমাদের দেশে ফরেক্স ট্রেডারের সংখ্যা দিন দিন বেড়ে যাবে।
-
ফরেক্স শুধুমাত্র যুবকদের পেশা একথা সম্পূণ ভূল কেননা এখানে সকল বয়সের লোক কাজ করতে পারে । কেননা এর কোন বাধাধরা নিয়ম নেই । এখানে সকল বয়সের লোককেই দেখা যায় । তবে যুবকদের জন্য এটা অনেক বেশি ভাল , কারন যুবকরা এখানকার সকর বিষয় সহজেই বুঝতে পারে । কোন কাজ করলে ভাল হয় আর কোন কাজ করলে খরাপ হয় তা সহজেই অনুমান করে তারা কজ করতে পারে ।
-
আমি মনে করি এটা শুধু যুবক দের পেশা
নই,কারন এটা করার জন্য কোন বয়স দেখা
হয় না। ফরেক্স এ যুবক বা যুবতি
বলে কোনো কখা নাই।যে কোন মানুষ ফরেক্স
এ কাজ করতে পারে।
-
আমি মনে করি ফরেক্স শুধু মাত্র যুবকদের পেশা নয়। যেকোনো বয়সের মানুষ ফরেক্সের মাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জন করতে পারে। ফরেক্স সম্পর্কে ভালো করে জেনে যেকেউ ফরেক্স থেকে আয় করতে পারবে।
-
ফরেক্স শুধুমাত্র যুবকদের পেশা এমন কোথাও লেখা নেই ফরেক্স যেকোন মানুষ যেকোন সময় করতে পারে। তবে যুবকদের জন্য ফরেক্স পেশা হিসাবে অন্যতম। বেকার যুবকরা ফরেক্স করে তাদের বেকারত্বের অভিশাপ মুছতে পারে। আর যে কেউ যেকোন পেশার পপাশাপাশি ফরেক্স ব্যবসা করতে পারবে।
-
ফরেক্স শুধুমাত্র যুবকদের পেশা না।ফরেক্স চাইলে যে কোন বয়সের মানুষ করতে পারে। তবে বর্তমান প্রেক্ষাপটে বেশির ভাগ যুবকেরাই ফরেক্সের সাথে নিয়োজিত।।তাই আমি মনে করি যুবকদের পাশাপাশি যে কোন বয়সের লোক যদি ফরেক্স ভালোভাবে বুঝে শুরু করতে পারে তাহলে আমাদের দেশে ফরেক্স ট্রেডারের সংখ্যা দিন দিন বেড়ে যাবে।কারন ফরেক্স বাজারে টাকা লাগে না পরিশ্রম করতে পারলেই ভালো লাভবান হওয়া যায়...।
-
ফরেক্স যে যুবকদের পেশা এটা একদম ভুল ধারনা। কারন ফরেক্স এ কোন বাঁধা ধরা নিয়ম নেই। যে কেউ এ কাজ করতে পারে। তবে তার জন্য দরকার অভিজ্ঞতা। যার অভিজ্ঞতা যত বেশী সে তত দ্রুত কাজ করতে পারে। ফরেক্স এ সাধারনত লেখাপড়ার পাশাপাশি ছাত্ররা এই কাজ করে থাকে। আবার অনেকে তার পরিবার চালাতে এ কাজ করে থাকে। আবার অনেক পেশাজীবির মানুষ আছে যারা তাদের পেশার পাশাপাশি এ পেশা করে থাকে।
-
ফরেক্স এ আসলে যুবকরা অনেক উন্নয়ন করে আসছে, আর আমাদের দেশে এমনিতেও নারীদেরকে কোনো কিছু করার ক্ষেত্রে উত্সাহ প্রদান করা হয় না. কেউ চায় ও না যে আরিরা কোনো খাতে টাকা ইনভেস্ট করুক. ফোরাম বোনাস বেবহার করে ট্রেড করে নারীরা আসলেই উন্নতি করতে পারে. এতে তারা ঘরে বসে, তাদের পারিবারিক অন্যান্য সব বিষয়গুলো ঠিক রেখে আয় করতে পারবে.
-
এ ব্যাপারে আমি আপনার সাথে একমত, কেননা ফরেক্স বিজনেসটি পরিচালিত হয় সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে । এখানে একজন ভালো ট্রেডার হতে হলে একজন ভালো ইন্টারনেট, কম্পিউটার ইত্যাদি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে । আর যুবকরাই এ ব্যাপারে এগিয়ে । তাই বয়বৃদ্দের চাইতেও ফরেক্স জগতে যুবক তথা মধ্য বয়সি লোকেরা ভালো করবে আশা করি আমরা ।
-
আমি মনে করি ফরেক্স শুধুমাত্র যুবকদের পেশা না।কারন ফরেক্স ট্রেডে যা দরকার তা হলো শিক্ষা,জ্ঞ্যান,কৌশল ও অভিজ্ঞতার দরকার হয়।
আর আমি মনে করি অভিজ্ঞতা থাকলে যে কেউ ফরেক্স করতে পারে।
-
ফরেক্স শুধু যুবকদের ব্যবসা এটা সম্পুর্ন মিথ্যা কথা। ফরেক্স ব্যবসা সবাই করতে পারে এতে ছোট বড় ধনী গরীব যুবক বৃদ্ধের কোন পার্থক্য নেই। ফরেক্স আমিও করি আমার এক বড় মামাও করে তাই এটা সবাই করতে পারে। আর আপনি এই ব্যবসা করতে চাইলে তারাতারি যোগদান করুন। কারন আপনি অনেক কিছু মিস করবেন ফরেক্স ব্যবসা না করলে। আমি চাই সাবাই যেন ফরেক্স ব্যবসা করে।
-
আসলেই তাই, কেননা এখানে অনেক সময় দিতে হতে পারে আর যেটার জন্য যুবকরাই একমাত্র উপযুক্ত হতে পারে এই পেশায়। তবে সাধারণ কিছু দক্ষতা যেমন কম্পিউটার লিটারেসি তার পরে ইংরেজি বুঝতে পারাও বেশ গুরুত্বপূর্ণ। কেননা ফরেক্স মার্কেট এর মোটামুটি সব আর্টিকেল বা নিউজ আসে ইংরেজিতেই।
-
ফরেক্র মারকেট টা এমন একটি এই মারকেটে যে কেউর পেশা হতে পারে। কারণ ফরেক্র সম্পরকে যারা যানেন আর ব্যবসা করেন তারা বুড়া হলে ও ফরেক্র মারকেটটা তার পেশা হয়ে যাবে আর বেশি। আর যারা মনে করতেছেন যে ফরেক্র মারকেট শুধু যুবকদের পেশা তাহলে বুল বলে থাকবেন। যে একটা কাজ জানে সে মরার আগ পরযন্ত এই কাজ করে যাই।
-
আমি পুরাই দ্বিমত করছি আপনার সাথে আপনি বয়স্ক লোক বলতে কি বোঝাতে চান আমি অনেক এক্সপার্ট দেখেছি তাদের বয়স কম করে হলেও ৪০ হবে। তারা সিগনাল দেয়। ফরেক্স যেকনো মানুষ করতে পারে যদি সে ট্রেড করতে পারে। অনেক যুবক আছে যারা ট্রেড পারে না।
-
ফরেক্স ট্রেডিং সকল বয়সের সকল পেশার জন্যই উপযুক্ত,কোন নিদিষ্ট বেক্তি বা পেশার মানুষের জন্যই কেবল ফরেক্স ট্রেডিং বা যারা ভাল অর্থনৈত্তি জানে এবং বুঝে কেবল ফরেক্স বিজনেস তাদের জন্যই এ গুলো ভাবার কোন কারন নেই তথ্য প্রযুক্তির এই যুগে যে কেউই ফরেক্স ট্রেডিংয়ে অভিজ্ঞ হলেই এখানে ট্রেড করে প্রফিট লালের অধিকার রাখে বলে আমার কাছে মনে হয়।
-
ফরেক্স শুধুমাত্র যুবকদের পেশা এ কথাটি আমার মতে সঠিক নয় । কারন যুবকরা ছাড়াও এই ফরেক্স মার্কেটে প্রাপ্ত বয়স্কের অভিজ্ঞ যে কেউ চাইলেই এই মার্কেটে ট্রেড করতে পারবে । এই মার্কেটে ট্রেড করার জন্যে দরকার ফরেক্স ট্রেড এর উপর অভিজ্ঞতা । ফরেক্স মার্কেটে বিনিয়োগ ছাড়া অধিক লাভবান হওয়া যায় বিধায় এই মার্কেটের প্রতি সব বয়সের মানুষের একটি আগ্রহ পরিলক্ষিত করা যায় । এই মার্কেটে বয়স বিবেচনায় নেয়া হয় না বিধায় সবাই ফরেক্সের প্লাটফর্মে ট্রেড করতে পারে ।।
-
আসলে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ফরেক্স শুধু যুবক কিংবা কোন নিদ্দিষ্ট শ্রেণি পেশার মানুষের পেশা নয় বরং এটা হল প্রত্যকটা ব্যাক্তির জন্য যারা শুধু মাত্র এটা করতে ইচ্ছুক এবং আগ্রহি ধরুন আমাদের দেশের কোন প্রতিবন্ধির কথা সে কিন্ত যে কেনা ব্যবসা চালাতে কিংবা শুরু করতে অনেক বেশি বাঁধা সামনে পাবে কিন্ত ফরেক্স সে সহজেই করতে পারবে তেমনি করে সকল বয়সের সব মানুষ ফরেক্স করতে পারবে আর বিশেষ করে পৃথিবীর সেরা সেরা ট্রেডারগণ কিন্ত বয়স্কই বলা চলে !!
-
কেন ফরেক্স ব্যবসা শুধুমাত্র যুবকদের পেশা হতে যাবে । যুবক ছাড়াও অন্য সকল শ্রেণীর অগ্রাধিকার কম নয় । কিন্তু যুবকদের একটু আগ্রহ বেশী থাকে অন্য সব বয়সের মানুষের চাইতে । এর কারণ হল তখন তাদের আয়ের প্রধান সময় । এই সময়ই যদি তারা সফলকাম হতে পারে তাহলেতো বৃদ্ধ বয়সে সুখ করবে মন মত ।
-
"ফরেক্স শুধুমাত্র যুবকদের পেশা" এটা কোন কথা হলো না। আয় সব বয়সের মানুষ করতে পারে। সুধু যুবক রা ফরেক্স করতে পারে এটা আমার মত ঠিক না। সবাই চায় কম বা বেশি টাকা ইঙ্কাম করতে। এতে বয়সের সাথেয় কোন সমপ্রক নেই।
-
ফরেক্স শুধুমাত্র যুবকদের পেশা নয়। কারন ফরেক্স সকলের জন্যই উন্মুক্ত এবং সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তি ফরেক্স ট্রেডিং করতে পারে । তবে ফরেক্স ব্যবসায় করে টিকে থাকতে হলে যেসব গুনাবলী প্রয়োজন সেগুলো যুবকদের মাধে দেখা যায়। এজন্য অনেকই মনে করেন যে ফরেক্স শুধুমাত্র যুবকদের পেশা।
-
আমি ব্যাক্তিগত ভাবে মনে করি ফরেক্স শুধুমাত্র যুবকদের জন্য না। প্রায় সকল বয়সের সকল মানুষ এই মার্কেট এ ট্রেড করার জন্য একাউন্ট ওপেন করতে পারেন। শুধু প্রয়োজন মার্কেট বোঝার জন্য দক্ষ মন মানসিকতা। অনেক শিক্ষিত মেয়েরাই ঘরে বেকার বসে থাকে। আমি মনে করি ফরেক্স তাদের জন্য এক বিশাল সুযোগ।
-
ফরেক্ম শুধু মাএ যুবকদের পেশা কিংবা বৃদ্ধদের পেশা নয় যেকোনো বয়সের মানুষই ফরেক্স নিয়ে কাজ করতে পারে। যেকোনো পেশার লোক ফরেক্স নিয়ে কাজ করতে পারে তাতে কোন ধরনের বাধা নিষেধ নাই।
-
ফরেক্স শিক্ষিত যুবক দের জন্য অনলাইন এ কাজ করে ইনকাম করার এক অন্যতম পেষা,কারন যুবকরা অনেক পরিশ্রম করিতে পারে, ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করা,ফরেক্স নিউজ দেখা,তাই এই কাজ যুবক রা করিতে পারে,এবং বেকার যুবকরা একে পেষা হিসেবে নিতে পারে।
-
ফরেক্স শুধুমাত্র যুবকদের জন্য নয়। প্রাপ্তবয়স্ক সকল মানুষ ফরেক্স ট্রেডিং করতে পারেন। আমারতো মনে হয় যুবকদের জন্য ফরেক্স ট্রেডিং বেশ চ্যালেঞ্জিং। কেননা ফরেক্সে টিকে থাকতে চাইলে অভিজ্ঞতার বিকল্প নেই যা যুবকদের মাঝে বিরল।
-
ফরেক্স শুধু মাত্র যুবকদের পেশা বললে ভুল হবে বলে আমার মনে হয়। কারন ফরেক্স প্রাপ্ত বয়স্ক যে কেউ করতে পারবে। এমনকি মহিলারও করতে পারনে। শুধুমাত্র ফরেক্স সম্পর্কে ধারনা সঞ্চার করতে হবে। ফরেক্স সবাই পেশ হিসাবে নিতে পারনে।
-
ফরেক্স যুবকদের জন্য কথাটা অযৌক্তিক না কারন আমাদের দেশে বর্তমান অবস্থা চিন্তা করলে দেখা যায় যারা ফরেক্স ট্রেডের সাথে সংযুক্ত তারা সবাই যুবক বয়স্ক মানুষ এই পেশায় খুব কমই দৃষ্টিগোচর হয় এই হিসেবে বলা যায় ফরেক্স যুবকদদের পেশা যুবকদের জন্য উপযোগীও ফরেক্স আমাদের দেশের অবস্থা বিবেচনা করলে দেখা যায় অধিকাংশ যুবক ছেলেরা বেকার তাই তাদের সেল্ফ রিলায়েন্ট হওয়ার জন্য যথেষ্ট
-
বর্তমান প্রেক্ষাপটে বেশির ভাগ যুবকেরাই ফরেক্সের সাথে নিয়োজিত। কারন যুবক ছাড়া বাকিদের ফরেক্স সম্পর্কে ভালো একটা ধারণা নাই। তাই যুবকদের পাশাপাশি যে কোন বয়সের লোক যদি ফরেক্স ভালোভাবে বুঝে শুরু করতে পারে তাহলে আমাদের দেশে ফরেক্স ট্রেডারের সংখ্যা দিন দিন বেড়ে যাবে। সেই সাথে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমান বেড়ে যাবে।
-
ফরেক্স কোন বেক্তিগত বা একটি দেশের বিজনেস নই এটি সব দেশের জন্য এবং সবার জন্য ফরেক্স উন্মুক্ত। কিনতি ফরেক্স থেকে সহজে আয় করা যাবে না অনেক অভিজ্ঞ অরজনের পরে ও ফরেক্স মার্কেট এনালাইসিস করার পরে ফরেক্স থেকে আয় বা লাভ করা সম্ভব।
-
ফরেক্সের কাজ সকলে করতে পারেন। শুধু মাত্র কিছু লেখাপড়া জানতে হবে এবং ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স একটি অনলাইন ব্যবসা যে ব্যবসাতে লাভ ও লস দুটোই আছে। আপনি যদি ফরেক্স সম্পর্কে কিছু না বুঝে ট্রেড করেন তাহলে আপনি লসের অংশীদার হবেন। ফরেক্সে ট্রেড করতে হলে আগে ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করে ট্রেড করতে হবে।