আমরা সবাই জানি যে কোন কিছুতেই লোভ করা ভাল নয়। কোন কিছুতে লোভ করা মানেই সেখান থেকে পতন হওয়া। ঠিক এই ফরেক্স মার্কেট এ যারা লোভ করে আসে এবং লোভ করে ফরেক্স করে তারা ফরেক্স থেকে আয় করতে পারে না এবং ফরেক্স মার্কেট এ বেশী দিন টিকেও থাকতে পারে না। তাই লোভকে নিয়ন্ত্রন করে ফরেক্স করুন দেখবেন আপনি সাফলতা অর্জন করছেন এবং আপনি ফরেক্স এ টিকেও থাকতে পারবেন।