আমি সাধারণত তিনটা ইন্ডিকেটর ব্যবহার করে থাকি পরবর্তি মূভ নির্ধারণ করার জন্য। একটা হল স্টকেসটিকস, বোলিঙ্গার বেন্ড, এবং আরএসআই। এই তিনটা যখন আমাকে যে সাইডে যেতে বলে আমি তখন সেই সাইডে দাড়াই। মাঝে মাঝে দুইটার কনফার্মেশন পেলেও ট্রেড নিয়ে থাকি।
Printable View
আমি সাধারণত তিনটা ইন্ডিকেটর ব্যবহার করে থাকি পরবর্তি মূভ নির্ধারণ করার জন্য। একটা হল স্টকেসটিকস, বোলিঙ্গার বেন্ড, এবং আরএসআই। এই তিনটা যখন আমাকে যে সাইডে যেতে বলে আমি তখন সেই সাইডে দাড়াই। মাঝে মাঝে দুইটার কনফার্মেশন পেলেও ট্রেড নিয়ে থাকি।
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমি আইছিমুকু ব্যবহার করি আমি এই ইনডিকেটর দিয়ে অনেক দিন ধরে ট্রেড করে আসছি আমার এটা দিয়ে ট্রেড করতে ভাল লাগে আপনি যেই ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করেন না কেন আপনি যদি সেই ট্রেডিং সিস্টেম ভাল করে বুঝতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক বেশি লাভ করতে পারবেন
আমি ইন্ডিকেটর নির্ভর ট্রেড করি না তবে ইন্ডিকেটর দেখে মার্কেট বোঝার চেষ্টা।আমি সাধারনত তিনটি ইন্ডিকেটর ফলোআপ করে থাকে এর মধ্যে ফিবোন্যাকি সবচাইতে বেশি এবং এর মুভিং এভারেজ, পিভট পয়েন্ট এ দুটি ইন্ডিকেটরও ব্যাবহার করে থাকি।
আমি আমার ট্রেডে সবসময় মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যাবহার করি এবং আর এস আই ইন্ডিকেটর ফলো করি ।যদিও ইন্ডিকেটর নির্ভরশীল ট্রেড করা উচিত তবুও ট্রেডের সুবিধার্তে এ দুটি ইন্ডিকেটর ব্যাবহার করি ।
ভাই ট্রেডিং এর ক্ষেত্রে আমি এখানে সাধারণত তিনটি ইন্ডিকটর নিয়ে কাজ করি। কেননা এখানে আপনি সকলকেই দেখবেন যে সবাই কম বেশি ইন্ডিকেটর নিয়ে মার্কেটে ট্রেড করেন। কাজেই আপনার সুবিধা মত আপনিও এখানে এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন। তবে শুধু ইন্ডিকেটরের উপর নির্ভর করে থাকলে চলবে না, আপনাকে এগুলোর পাশাপাশি মার্কেট সেন্টিমেন্ট ও মার্কেটের সাইকোলোজি বুঝে তারপর ট্রেডিং এর জন্য প্রস্তুতি নিতে হবে।
আসলে ইন্ডিকেটরের উপর আমার তেমন একটা ভরসা নেই আমার কাছে মনে হয় ইন্ডিকেটরেরে গ্রহনযোগ্যতা খুবই কম সেই কারনে আমি সব সময় ট্রেডিং দক্ষতা এবং জ্ঞানের আলোকেই ট্রেড করতে বেশি সাচ্ছন্দ্যবোধ করি।
আমার জানামতে অনেকেই আছেন ইন্ডিকেটর দিয়ে টার্মিনাল চার্ট ভরিয়ে ফেলে এবং সব সময় এই ইন্ডিকেটর ফলো করেই ট্রেড করে।আমি এইটার ঘোর বিরোধী আর তাই এতোশতো ইন্ডিকেটর ব্যাবহার আমি মোটেই পছন্দ করিনা।তবে আমি আমার ট্রেডিং স্ট্রাটেজির সাথে দুই একটা ইন্ডিকেটর ব্যাবহার করি।যেমন ma এবং rsi এর মতো কিছু ইন্ডিকেটর।তবে কখনোই এগুলোর উপর পুরোপুরি নির্ভরশীল হই না।
ফরেক্স মার্কেটে সহজে লাভবান হবার জন্য অনেকে বিভিন্ন ঈন্ডিকেটর ব্যবহার করে থাকে। এই সব ঈন্ডিকেটর যে সব সময় ঠিক পথে আপনাকে চালনা করবে তা ঠিক নয়। অনেক সময় ঈন্ডিকেটরের ভুলের জন্যও আমাদের ভুল হয়ে থাকে। তাই নাবুঝে কখনো কোন ঈন্ডিকেটর ব্যবহার করা ঠিক না। নিজের অভিজ্ঞতার দিয়ে ট্রেড করা ভাল । তাহলে সহজে লাভবান হওয়া যায়।
আমি বলবো নিজে নিজে এনালাইসিস করার পর ট্রেন্ড কনফরমেশন এর জন্য ইন্ডিকেটর ব্যাবহার করতে পারেন। চার্ট এর ট্রেন্ড বুঝার জন্য মুভিং এভারেজ ইন্ডিকেটর টি অনেক অনেক বেশি উপকারী। দক্ষ ট্টেডার বা মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যাবহার করে থাকেন এতে ফরেক্স লস হবেনা অামরান লাভ করতে পারবো অনেক বিশি প্যাকটিস ও কৌশল শিখে করতে হয় ফলে সকল ট্টেডাররা ফরেক্স হতে লাভ করতে পারবে ৷
আসলে আমি ফরেক্স বাজারে কোন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করি না শুধুমাত্র মুভিং এভারেজ ছাড়া। আর আমি যতটুকু বুঝতে সক্ষম তার উপর ভিত্তি করে বলতে পারি মুভিং এভারেজ যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই এই বাজারে ট্রেড করে মোটামুটি ভাল মুনাফা উপার্জন করতে পারবেন এমনটা আমি বিশ্বাস করি। অতএব আপনি অন্য ধরনের কৌশল ব্যবহার না করে মুভিং এভারেজটা যদি ভালভাবে বুঝতে পারেন তাহলেই চলবে।
আপনি ফরেক্স মার্কেট এ ইনডিকেটর উপর নির্ভর করে হয়ত প্রফিট বের করে নিতে পারবেন। তবে এটা র উপর নির্ভর করে ট্রেড করলে দক্ষ ট্রেডার আর হয়ে উঠবেন না। কারণ এটা অনেক পরে মার্কেট এর অবস্থা আপনাকে জানিয়ে থাকে।
আসলে আপনি যদি ফরেক্স মার্কেটে কোন ধরনের ইন্ডিকেটর ব্যবহার না করে নিউজগুলোর উপর যদি সঠিকভাবে পর্যালোচনা করতে পারেন তাহলে আপনি সবচেয়ে বেশি লাভবান হতে পারেন বলে আমার বিশ্বাস। এজন্য আমি মনে করি ফরেক্স নিউজগুলো অধিক গুরুত্বসহকারে বিশ্লেষণ করা উচিত এবং কোন কোন সময় কি ধরনের নিউজগুলো প্রকাশিত হয় সে বিষয়গুলো সম্পর্কে দক্ষ হতে হবে। তারপর ইন্ডিকেটর ব্যবহার সম্পর্কে কিছু দক্ষতা অর্জন করতে হবে। কারণ আমার মতে ফরেক্স মার্কেটের প্রায় সকল বিষয়গুলো একজন ট্রেডারের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ ওয়ে বহন করে থাকে। এজন্য সকল বিষয়গুলোর প্রতি কিছু না কিছু গুরুত্বপূর্ণ দিতে হবে। তবে ফরেক্স নিউজটা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে হবে, তাহলেই চলবে।
আমি যখন ফরেক্স ট্রেডিং এ ট্রেড করি তখন আমি নিজের মত করে ট্রেড করে থাকি। এবং সেই সাথে ফরেক্স নিউজ গুলো বেশি ফলো করি।আর আমি মনে করি ইন্ডিকেটর দিয়ে ট্রেড করা ভাল।আমি দেখেছি অভিজ্ঞতা সম্পন্ন অনেকেই ইন্ডিকেটর ব্যাবহার করে থাকে। কিন্তু আমি ইন্ডিকেটরটা তেমন ভাল করে বুঝিনা।আর তাই চেষ্টা করি নিউজ দেখে ট্রেড করার জন্য। তবে আমিও চেষ্টা করি ইন্ডিকেটর ভাল করে বুঝার।ধন্যবাদ
মেটাট্রেডারে অনেক ইন্ডিকেটর আছে প্রতিটি ইন্ডিকেটর খুব ভালো কাজ করে। এক এক জন এক একটি ব্যাবহার করে অভ্যাস্ত, তবে আমি মুভিং এভ্যারেজ ব্যাবহার করি। আমি অন্য কোন ইন্ডিকেটর ব্যাবহার করি না। মুভিং এভারেজ আমাকে ট্রেডে ট্রেন্ডে থাকতে সাহায্য করে থাকে। ইন্ডিকেটর ছাড়াও আমি নিউজ দেখে থাকি।
ট্রেড করার ক্ষেত্রে আমি সব সময় মুভিং এভারেজ এবং রিলেটিভ স্ট্রেঙ্থ ইন্ডেক্স ইন্ডিকেটর দুটি ব্যবহার করে থাকি। কারণ মুভিং এভারেজ এর মাধ্যমে আমি বুঝতে পারি ট্রেন্ডটি আপট্রেন্ড নাকি ডাউনট্রেন্ড এবং রিলেটিভ স্ট্রেঙ্থ ইন্ডেক্স ইন্ডিকেটর এর সাহায্যে আমি বুঝতে পারি মার্কেট লো ভোলাটাইল নাকি হাই ভোলাটাইল অবস্থায় আছে। আমি সাধারণত কখনোই ট্রেন্ডের বিপরীতে ট্রেড করি না। ট্রেন্ড আপট্রেন্ড থাকলে বাই এন্ট্রি এবং ট্রেন্ড ডাউনট্রেন্ড থাকলে সেল এন্ট্রি নিয়ে থাকি। তবে মার্কেট যখন লো ভোলাটাইল অবস্থায় থাকে তখন এন্ট্রি নেই না। মার্কেট যখন হাই ভোলাটাইল অবস্থায় থাকে তখনই এন্ট্রি নিয়ে থাকি। তবে আমি কখনো এই সরাসরি ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেডিং করিনা। নিজের স্ট্র্যাটেজির মাধ্যমে ফরেক্স ট্রেডিং করে থাকি। এই ইন্ডিকেটর গুলোর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট সম্পর্কে শুধুমাত্র ধারণা নিয়ে থাকি। অন্যান্য ট্রেডারদের কে বলব শুধুমাত্র ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেডিং না করতে কারণ কোন ইন্ডিকেটর শতভাগ সঠিক সিগন্যাল প্রদান করতে পারে না। এজন্য ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেডিং করলে একদিন নিশ্চিত লসে পড়ে সমস্ত মূলধন হারাতে হবে।
ট্রেডিং এর জন্য ফরেক্স মার্কেট এ আমরা বিভিন্ন ধরনের ইনডিকেটর ব্যাবহার করি।ফরেক্স মার্কেট এ আমরা তিন ধরনে এনালাইসিস ব্যাবহার করি।তার মধ্যে একটি হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস। টেকনিক্যাল এনালাইসিস এর একটি অংস হচ্ছে ইনডিকেটর। ইনডিকেটর এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর বিভিন্ন অবস্তা সম্পর্কে জানতে পারি। যেমন- ফরেক্স মার্কেট কি এখন ভালো অবস্থান এ আছে না খারাপ অবস্থানে এই নির্দেশ দেই।
ইন্ডিকেটর এর অর্থ হল নির্দেশক আর ফরেক্স মার্কেট এ ইন্ডিকেটর হল প্রাইস এ্যাকশন এর চিত্রভিত্তিক নির্দেশনা অর্থাৎ বর্তমান প্রাইস থেকে পরবর্তী প্রাইসে মার্কেট আপ করবে না ডাউন করতে এই ধরনের নির্দেশনা ইন্ডিকেটর পাওয়া যায়।আমি প্রাথমিক অবস্থায় ইন্ডিকেটর ব্যবহার করতাম কিন্তু এতে আমার অনেক লস হত।পরে ভেবে দেখলাম আসলে ইন্ডিকেটরে যদি লাভ ই এত বেশি হত তবে যারা ইন্ডিকেটর বানায় এরাই তো ফরেক্সের সব টাকা নিয়ে নিত।এজন্য পরে আমি ইন্ডিকেটর ব্যবহার করা বাদ দিই এবং নিজে নিজে এনালাইসিস করে ট্রেড করার চিন্তা করি।এখন আমি আমার ট্রেডিং এ্যাকশন নিয়ে অনেক খুশি।এখন আমি মোটামুটি বুঝে ট্রেড এন্ট্রি দিতে পারি মোটামুটি প্রফিট করতে পারছি।আর আসলেই অলস জাতি।এই অলসতা আমাদের পরিহার করে মার্কেট এনালাইসিস করা শিখতে হবে,মানি ম্যানেজমেন্ট বুঝতে হবে,নিয়মিত নিউজ দেখতে হবে,স্টপলস টেকপ্রফিট কখন বসাবো সেগুলো সম্পর্কে ধারণা অর্জন করতে হবে।এভাবেই ট্রেডিং শিখলে কোন ইন্ডিকেটরের প্রয়োজন হবেনা।আগে ডেমোতে নিয়মিত প্র্যাক্টিস করে অভিজ্ঞ হন পরে দেখবেন অবশ্যই ট্রেডে ভাল কিছু করতে পারবেন।তাই নিজে পরিশ্রম করা শিখুন ভাল কিছু হবে ইনশাআল্লাহ।
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ফরেক্স মার্কেট এ বিভিন্ন ধরনের ইনডিকেটর ব্যাবহার করি।ফরেক্স মার্কেট এ আমরা তিন ধরনে এনালাইসিস ব্যাবহার করি।তার মধ্যে একটি হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস। টেকনিক্যাল এনালাইসিস এর একটি অংস হচ্ছে ইনডিকেটর। ইনডিকেটর এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর বিভিন্ন অবস্তা সম্পর্কে জানতে পারি। যেমন- ফরেক্স মার্কেট কি এখন ভালো অবস্থান এ আছে না খারাপ অবস্থানে এই নির্দেশ দেই।
ট্রেডিং করার জন্য পার্সোনালি আমি নিজে কোন ইন্ডিকেটর ব্যবহার করিনা,কারণ ইনডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করার থেকে নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মার্কেট এনালাইসিস করে ট্রেড করাটাই আমার কাছে বেশি লাভজনক বলে মনে হয়, ইন্ডিকেটর আমাদেরকে শুধুমাত্র সামান্য ধারণা প্রদান করতে পারে এটা কখনোই নির্দিষ্ট করে বলে দিতে পারেনা মার্কেট কখন কোন দিকে যাবে, আর এ কারণেই আমি কখনো ইনডিকেটরের উপর নির্ভর করে ট্রেড করতে চাই না, তবে আপনি চাইলে ইন্ডিকেটরের উপর সম্পূর্ণরূপে নির্ভর না করে শুধুমাত্র প্রাইজ একশন বোঝার জন্য ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। কারণ প্রথম অবস্থায় অনেক ট্রেডারই ইন্ডিকেটর এর সাহায্য নিয়ে ট্রেডিং করে থাকে।
ট্রেড করার ক্ষেত্রে আমি তেমন কোনো ইনৃডিকেটর ব্যাবহার করি না। মুলত প্রাইস একসন বা কোনো স্ট্রং সাপোর্ট রেজিস্টান্স দেখেই টেকনিক্যালি ট্রেড করি। আর যদি ভালো কোনো ট্রেন্ড লাইন দেখতে পাই এবং সাথে কোন স্ট্রং সাপোর্টও পেয়ে যাই তখনই ট্রেডে এন্ট্রি নেয়ার সুবর্ন সুযোগ মনে করি এবং কিছুক্ষন মার্কেট দেখি তারপর বুজে শুনেই এন্ট্রি নিয়ে থাকি।
আমি মনে করি যে, ইন্ডিকেটার ব্যাবহার করতাম।আর আমার অনেক লস হতো একদিন আমি আমার ফ্রেন্ডের কাছে যাই।এবং তাকে খুলে বলি সে আমাকে বললো নিজের অভিজ্ঞতা দিয়ে ট্রেড করতে।এবং সেদিন থেকে আমি আমার নিজের কোশল জ্ঞ্যান পরিশ্রম করে ট্রেড করতে কয়েক দিন কিছু লস হতো।তখন আমার কাছে মনে হতো আমি মনে হয় ফরেক্স বিজনেস করতে পারবো না।পরে আমি আমার নিজের কোশলে ট্রেড করে আমি লাভ করি আর এখন আমি আমার নিজের কোশলে ট্রেড করি।
অনেকেই আছেন ইন্ডিকেটর দিয়ে টার্মিনাল চার্ট ভরিয়ে ফেলে এবং সব সময় এই ইন্ডিকেটর ফলো করেই ট্রেড করে।আমি এইটার ঘোর বিরোধী আর তাই এতোশতো ইন্ডিকেটর ব্যাবহার আমি মোটেই পছন্দ করিনা।তবে আমি আমার ট্রেডিং স্ট্রাটেজির সাথে দুই একটা ইনডিকেটর ব্যাবহার করি।যেমন ma এবং rsi এর মতো কিছু ইন্ডিকেতর।তবে কখনোই এগুলোর উপর পুরোপুরি নির্ভরশীল হই না।
ইন্ডিকেটর এক ধরণের নিদের্শক।যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে তা নিদেশ করে।যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে তবে ইন্ডিকেটর আপনাকে সেক্ষেত্রে সাহায্য করে। ইন্ডিকেটর নির্দিষ্ট কিছু ফমুর্লা দিয়ে কাজ করে।অনেক ইন্ডিকেটর রয়েছে।মেটাট্রেডা ডিফল্টভাবে কিছু ইন্ডিকেটর দেওয়া থাকে।যেমন-bollinger bands
moving, Average, parabolicsar.আবার অনলাইনে হাজার হাজার ইন্ডিকেটর ফ্রি পাওয়া যায়।আপনার হয়তো ইন্ডিকেটর ব্যবহার করার প্রয়োজন নাও হতে পারে।কারণ হয়তো আপনি নিজেই অনেক ভালো মাকের্ট এনালাইসিস করতে পারেন অথবা আপনার আগে থেকেই পছন্দের ইন্ডিকেটর রয়েছে।আপনি আপনার পছন্দ মতো ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন।
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আপনি আপনার ট্রেডিং প্ল্যাট ফর্ম এ অনেক ইন্ডিকেটর পাবেন,কিন্তু সম্পূর্ণ ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিৎ না,আমি সাধারনত মুভিং এভারেজ ইন্ডিকেটর আমি আমার ট্রেড এ ব্যবহার করে থাকি,আমি ১০০ মুভিং এভারেজ এর কনফারমেশন এর উপর ফরেক্স মার্কেট ট্রেড করে থাকি।
আমি ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় কোনো প্রকার ইন্ডিকেটর ছাড়াই সম্পূর্ণ নিজের দক্ষতার উপর ট্রেড ওপেন করে থাকি । তার কারন হলো এই ফরেক্স মার্কেটে আমি নতুন,,, তাই আমার এই ইন্ডিকেটর ব্যবহারের উপর কোনো প্রকার দক্ষতা নাই । আমার এটাও জানা নাই যে,,, আমি যখন ট্রেড করে থাকি তখন আমি কোনো প্রকার ইন্ডিকেটরের সাহায্য নিয়ে থাকি কি না । তাই এই বিষয়ে যদি আমার ভুল ও হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সবাই নেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
ট্রেড করার ক্ষেত্রে ঈন্ডিকেটর সবসময় সুফল বয়ে আনেনা। ট্রেড করার জন্য ঈন্ডিকেটর ছাড়াও মার্কেট এনালাইসিস করা জরুরি। আমি মাঝে মাঝে মুভিং এভারেজ ব্যবহার করি। তবে সবচাইতে ভাল নিজের টেকনিককে কাজে লাগানো।
ফরেক্স মার্কেটে অনেকেই আছে যারা ইন্ডিকেটরের সাহায্য নিয়ে বা ইন্ডিকেটর ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে থাকে। কিন্তু ইন্ডিকেটর ব্যবহার করে সব সময় ভালো ফল আশা করা যায় না। অনেক সময় লাভের থেকে লস হওয়ার সম্ভাবনাই বেশি কাজ করে। আর এই কারনেই আমি কখনো ইন্ডিকেটর ব্যবহার করে বা ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেডিং করিনা। বরং নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করে থাকি এবং এটাই আমার কাছে উপযুক্ত প্রান্ত বলে মনে হয়।
আসলে মার্কেট ট্রেন্ড বুঝার জন্য কোনো নির্দিষ্ট ইন্ডিকেটর নেই। তবে নিজে নিজে এনালাইসিস করার পর ট্রেন্ড কনফার্মেসন এর জন্য ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। চার্ট এর ট্রেন্ড বুঝার জন্য মুভিং এভারেজ ইন্ডিকেটর টি অনেক বেশি উপকারী। দক্ষ ট্রেডারা মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন, ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য।
ইন্ডিকেটর ব্যবহার করে প্রফিট করা যায়। তবে ইন্ডিকেটর ব্যবহার করে লাভ করার সাথে সাথে নিজের এনালাইসিস কাজে লাগাতে হবে। কারন অন্ধভাবে ইন্ডিকেটর ফলো করলে বড় ধরনের লস হতে পারে। আর তাছাড়া ইন্ডিকেটরগুলো নিউজ সম্পর্কে ধারনা রাখে না।
ভাই আমি বর্তমানে সাধারনত rsi ইনডিকেটর দেখে ট্রেড করে থাকি , কিন্তু rsi ইনডিকেটর সব সময় ভালো সিগন্যাল দেয় না । তাই আপনি যে ইনডিকেটরই ব্যাবহার করুন না কেন সাথে আপনার মার্কেট আনাল্যসিস করতে হবে । ইচ্ছে আছে ভবিষ্যতে যখন আমি ফরেক্স ট্রেডিং সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারব তখন আমি নেকেড ট্রেডিং করব । তবে প্রাইস অ্যাকশান ট্রেডিং করার ও ইচ্ছে আছে । দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি ।
আমি ফরেক্স বাজারের অবস্থা ভাল করে বোঝার জন্য মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যবহার করে তাকি। আমি স্ক্যাল্পিং ট্রেড করি তাই আমার জন্য এই মুভিং এভারেজ ইন্ডিকেটরটি সবথেকে ভাল সাহায্য করে থাকে।
ট্রেড করার ক্ষেত্রে ইন্ডিকেটর এর সহযোগিতা নেয়া ভালো। তবে সম্পূর্ণ নির্ভর করা ঠিক নয়। কারণ অনেক সময় নিউজ এর কারণে মার্কেট গতি পরিবর্তন ঘটে। এ কারণে অভিজ্ঞতার প্রয়োজন। আমি মুভিং এভারেজ ও প্রিভেট পয়েন্টে ব্যবহার করি।
ফরেক্স মার্কেট এ আমি মাত্র একটি ইনডিকেটর বেবহার করে থাকি আর তার নাম হল মোভিং এভারেজ , আমি আসলে পুরোপুরি মভিং এভারেজ এর উপর নির্ভরশীল না আমি মোভিং এভারেজ কে শুদু মাত্র ট্রেন্ড নির্ধারণ করতে বেবহার করে থাকি । ফরেক্স মার্কেট এ আরও অনেক ইনডিকেটর রয়েছে যার মাধ্যমে আমরা অনাহেসিই একটি ট্রেডিং সিস্টেম দার করাতে পারি এবং লাভবান হতে পারি
হ্যাঁ ইনডিকেটর ব্যবহার করা ভাল কিন্তু তার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে ট্রেড করা উচিত নয় । কারণ যে কোন ইনডিকেটরই মার্কেট মুভমেন্ট সম্পর্কে একদম নির্দিষ্ট সিগন্যাল দিতে পারে না । তাই প্রথমে মার্কেট সম্পর্কে তিন ধরনের এনালাইসিস করতে হবে এবং তারপর চেক করতে হবে ইনডিকেটর । এই দুটিই থেকে আপনি যদি পজিটিভ সিগন্যাল পান তাহলে আরও সিউর হয়ে ট্রেড করা সম্ভব হবে । আর অধিকতর বেশী ইনডিকেটর ব্যবহার না করে দুই একটি ইনডিকেটর বেছে নিন এবং এই গুলো বিষয়ে ভাল করে জেনে নিয়ে ব্যবহার শুরু করুন । ধন্যবাদ ।
আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ে নতুন হন তবে আপনাকে কেবলমাত্র শিক্ষার দিকে মনোনিবেশ করা উচিত কারণ এটি আপনাকে নবজাতক হিসাবে সত্যই আপনাকে অনেক সাহায্য করবে আপনি এখনও বাজারে লোকসানের ঝুঁকিতে রয়েছেন তাই ভাল আপনি প্রথমে শেখার দিকে মনোনিবেশ করুন এবং এটি আপনাকে সহায়তা করবে বৈদেশিক মুদ্রার বাণিজ্যে নতুন হিসাবে দু: খিত গল্পের ক্ষতি রোধে বাজার তখন আমরা এই বাজারে টিকে থাকতে ব্যর্থ হয়ে।
প্রিয় সদস্য প্রধান সূচক কো কাবি ভী ইস্তামাল নয় কর্তা হুন কিউঙ্কি প্রধান সূচক কে জারিয়ে বাজার কো সমঝ না পিতা হুন প্রধান সির্ফ নিউজ কো দেখকার ব্যবসায়িক কর্তা হুন অর প্রধান ব্যবহার কে জারিয়ে বাজার কো অচি তারাহ সে বিশ্লেষণ কর লেতা হুন অর মেরা হার ট্রেন মুঝে বহুত হাই অচা লাভ দেতা হ্যায়
আমাদের যখনই আমাদের অভিজ্ঞতা এবং জ্ঞানের সাথে এটিতে বাণিজ্য করতে চান তবে আমাদের কখনই বাণিজ্য সংকেত নিয়ে বাণিজ্য করা উচিত নয় কারণ এটি করার মাধ্যমে আমরা আমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার সাথে বাণিজ্য করতে পারি। সুতরাং আমাদের নিজের অভিজ্ঞতা এবং জ্ঞানের সাথে বাণিজ্য করতে হবে যাতে আমরা সফল হতে পারি।
ট্রেড করার ক্ষেত্রে ঈন্ডিকেটর সবসময় সুফল বয়ে আনেনা। ট্রেড করার জন্য ঈন্ডিকেটর ছাড়াও মার্কেট এনালাইসিস করা জরুরি। আমি মাঝে মাঝে মুভিং এভারেজ ব্যবহার করি। তবে সবচাইতে ভাল নিজের টেকনিককে কাজে লাগানো।
এই মার্কেট এর এমন কোন ট্রেডার নাই যে তিনি শুধুমাত্র ইনডিকেটর ব্যবহার করে সফল হয়েছে। হয়ত মাঝে মাঝে তিনি লাভ এর মুখ দেখতেন কিন্তূ একটি ভুল সিগন্যাল এর কারনে তার সব লাভ নিয়ে যাই। তাই যেসব ট্রেডার সিগন্যাল ব্যবহার করে তাদের আমি বলতে চাই আসুন টেকনিক্যাল আর ফানডামেনটাল অ্যানালাইসিস করি।
ফরেক্স মার্কেট এর বিভিন্ন ধরনের ইন্ডিকেটার রয়েছে। ট্রেন্ডিং ইনডিকেটার আপনাকে মার্কেট এর ট্রেন্ড সম্পর্কে ধারনা দেবে। আবার কিছু আছে যেটা আপনার মার্কেট এর ওভার সোল্ড এবং ওভার ব্রোথ সম্পর্কে ধারনা দেবে। তাই আপনি আপনার সুবিধামত যেভাবে ট্রেড করতে ভালো লাগে সেইভাবে ট্রেড করবেন।