ফরেক্স বিসনেস এ বয়স এর কি কোন সীমা আছে ? না কোন বয়সেরর সিমা নায়। মৃত্যুর আগ পর্যন্ত আমরা এটা করতে পারি। যদি আমাদের ক্ষমতা থাকে। আসলে আমরা যদি দুর্বল হয়ে পরি তাহলেত আর হবেনা। মোবাইল টিপার ক্ষমতা না থাকলে হবে।
Printable View
ফরেক্স বিসনেস এ বয়স এর কি কোন সীমা আছে ? না কোন বয়সেরর সিমা নায়। মৃত্যুর আগ পর্যন্ত আমরা এটা করতে পারি। যদি আমাদের ক্ষমতা থাকে। আসলে আমরা যদি দুর্বল হয়ে পরি তাহলেত আর হবেনা। মোবাইল টিপার ক্ষমতা না থাকলে হবে।
ফরেক্স মার্কেটে বয়সের কোন সিমা নাই তবে আবার আছে যে ১৮ বছর না হলে ফরেক্স মার্কেটে একাউন্ট করা জায় না তবে ট্রেড করতে পারে তাই আর যেকোনো বয়সের লক ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে।
না ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কোন ধরা বাধা বয়স নাই । যে কোন বয়সের মানুষ ফরেক্স করতে পারে যদি তার মানসিক অবস্থা ভালো থাকে । আপনাদের কি মনে হয় ? আমি কি ঠিক না ভুল ? ফরেক্স সবাই করতে পারবে যদি সে ঠিকমত ফরেক্স বুঝে এবং সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে পারে । ফরেক্স থেকে আমরা যেকোন বয়সের আর যেকোন পেশার মানুষ অর্থ উপার্জন করতে পারি ।
ফরেক্স একটি সার্বজনীন মুক্ত বেবসা। যেকেও ইচ্ছা করলেই এই বেবসা করতে পারে। ফরেক্স বিজনেস করতে হলে শিক্ষা কোশল জ্ঞ্যান অভিজ্ঞতা আর পরিশ্রম করতে পারলেই ফরেক্স বিজনেস করতে পারবেন বলে আমি মনে করি।তাই আমার কাছে বয়স না পরিশ্রম যে করতে পারবে সেই ফরেক্স বিজনেস করতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ
ফরেক্স সবার জন্যই উন্মুক্ত। এখানে কোন সীমাবদ্ধতা নেই, নেই কোন যোগ্যতার প্রয়োজন। এখানে নিজেই নিজের যোগ্যতা। বয়স এখানে কোন ব্যপার নয়। আপনার ইচ্ছা শক্তিই এখানে আসল। ইচ্ছা শক্তি থাকলে এখানে আপনাকে কেউ ধাবিয়ে রাখতে পারবে না। কারন এখানে আপনার কোন বস নেই।
ফরেক্স ব্যবসা করার জন্য বয়সের কোন ধরাবাধা নিয়ম নেই । যে এই ট্রেড ব্যবসা সর্ম্পকে ভালোভাবে বুঝে শুধু সেই ব্যক্তিই এ ব্যবসা করতে পারে । তাহলে আমরা সবাইকে অনুপ্রাণীত করব এই ব্যবসা করার জন্য । ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যই পরিশ্রমী হতে হবে । যে যত বেশী পরিশ্রমী সে তত বেশী সফলকাম ।
ফরেক্সে বিজনেস কোন সিমা নেয় তেমনি ফরেক্সে করার জন্য কোন ট্রেডএর বয়স দরকার হই না শুধু ফরেক্স সম্পরকে ভ্ল জ্ঞেন ও অভিজ্ঞতা থাকলেই হবে।
ফরেক্স ব্যবসাতে তেমন কোন বয়সের ধরা বাধা নিয়ম নেই। তবে ১৮ বছরের নিচে ফরেক্স ব্যবসা করতে পারবে না বলে আমি মনে করি। কারন ফরেক্স। একাউন্ট করতে গেলে আপনার অনেক কিছুতে আপনার ন্যাশনাল আইডিকার্ড লাগবে।তাছাড়া আর কোন সমসস্যা নেই।
ফরেক্সে ১৮ বছর থেকে শুরু করে যে কোন বয়সের ট্রেডার ট্রেড করতে পারবেন। তবে ১৮ বছরের নিচে কেউ এখানে ট্রেড নিবন্ধনের কোন অনুমতি নেই। এ কারনেই ভেরিফিকেশনের বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হয়। তবে ২৫ বছর বয়স থেকে ট্রেড শিখলে ২৮ বছর বয়সের মধ্যে ভাল ট্রেড শিখা যায়। এতে করে এ সময়ের মধ্যে বিয়ের উপযুক্ত বয়স ও হয়ে যায়। একদিকে ফরেক্সের আয় অন্য দিকে সংসার , বেশ মজার।
আমার মতে মনে করেন আপনি অনেক বয়স হয়েছে কিন্তু আপনি কাজ করতে পারছেন না।বয়স বেশী বলে আপনি কোশল মতো ট্রেড করতে পারবেন না।তাই আমি মনে করি ফরেক্স বিজনেস করতে হলে শিক্ষা কোশল জ্ঞ্যান অভিজ্ঞতা আর পরিশ্রম করতে পারলেই ফরেক্স বিজনেস করতে পারবেন বলে আমি মনে করি।তাই আমার কাছে বয়স না পরিশ্রম যে করতে পারবে সেই ফরেক্স বিজনেস করতে পারবেন বলে আমি মনে করি।
ফরেক্স এ বয়সের কোন সীমা নেই । আপনি যেকোন বয়সের হোন না কেন ফরেক্স ট্রেডিং করতে পারবেন । আপনার যদি আঠারো বছরের কম হয় । তবে আপনি পরিচিত অন্য কার ভোটার আইডি ব্যবহার করে ট্রেড করতে পারেন ।
।ফরেক্স মারকেটে বিসিনেস করার জন্য ১৮ বছর বয়স হলে ফরেক্স মারকেটে ব্যবসা করা জায় তার আগেও করা জায় তবে কোন একাউন্ট করা জায় ফরেক্স মারকেটে ব্যবসা করার জন্য নিজের নামে কোন একাউন্ট করা জায় না তাই একাউন্ট করতে গেলে ১৮ বছর বয়স লাগে তাহলে নিজের নামে একাউন্ট করে ফরেক্স মারকেটে ব্যবসা করা জায় ।
ফরেক্স সকলের জন্য উন্মুক্ত ব্যবসায় যেখানে ট্রেডাররা স্বীয় ইচ্ছায় জয়েন করে। মূলত যে কেউ ফরেক্সে জয়েন করতে পারে কারন ফরেক্সে বিজনেসে বয়সের কোনো সীমা নেই।তবে কোনো সীমা না থাকলেও সবাইকে প্রাপ্তবয়স্ক হতে হবে। অর্থাৎ আঠারো বছরের ওপরে যে কেউ ফরেক্স ট্রেডিং ব্যবসায় জয়েন করতে পারবে।
ফরেক্স হলো একটি মুক্ত ও স্বাধীন পেশা । এখানে যেকোনো বয়সের মানুষই ট্রেড করতে পারে। এখানে বয়সের কোনো লিমিট নেই। তবে হ্যা, ট্রেডিং একাউন্ট খোলার জন্য আপনার জাতীয় পরিচয় পত্র থাকতে হবে। অর্থাৎ আপনার বয়স আঠারো বছর হতে হবে। এটাই মূলত ফরেক্সের জন্য টাইম লিমিট । আপনার যদি নিজের ভোটার আইডি কার্ড থাকে তবে ইন্সটা ফরেক্সে একাউন্ট খুলতে পারবেন।
ফরেক্স ট্রেড করার জন্য বয়সের কোন সীমা নেই তবে হ্যা যে ফরেক্স ট্রেড করবে সে অবশ্যই পাকা হতে হবে এখানের সবধরনের হিসাব নিকাশ বুঝবে করতে পারবে সেই করবে যে বুযে না অচেতন পাগল সে কিসের ফরেক্স ট্রেড করবে এখানের জন্য উপযোগি হল ঠান্ডা মাথার মানুষ যাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আছে তাদের জন্যই ফরেক্স উপযোগি
সবধরনের ব্যাবসার ক্ষেত্রে যেমন বয়স সিমা আছে তেমনি ফরেক্স বিজনেস করতে গেলে বয়স থাকতে হবে মিনিমাম ১৮ বছর। ১৮ বছরের নিচে কেউ ফরেক্স ব্যাবসা করিতে পারবে না,আমাদের দেশে যারা ১৮ বছরের উপরে যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে তারা একাউন্ট করতে পারবে, ফরেক্স মার্কেট এ একাউন্টভেরিফাই করার জজন্য এন আইডি প্রয়োজন।
ফরেক্সে কোনো ধরনের বয়সের সীমা নেই কারন ফরেক্স মার্কেট সবাই বুঝে না কারন মার্কেটিং বিজনেস অনেক কঠিন বেপার। তাই যাদের ফরেক্স সম্পর্কে ভাল ধারনা আছে তারাই ফরেক্স করতে পারেন।
না ভাই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বয়সের কোন সীমাবদ্ধতা নাই । যেকোন পেশার বা যেকোন বয়সের লোকই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে । এটি একটি আর্ন্তজাতীক ব্যবসায় । তবে অাপনি যে বয়সের বা যে পেশারই হোন না কেন ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রয়োজন অভিজ্ঞতা এবং মার্কেট এ্যনালাইসিস । ধন্যবাদ ।।:yahoo:
না ফরেক্স সবাই করতে পারে না। তবে আপনি যদি ১৮+ হয়ে থাকেন তাহলে আপনি করতে পারবেন। ১৮ এর নিচে কেউ ফরেক্স করতে পারবে না। ফরেক্স ব্রোকার গুলো ১৮ বছরের নিচে কাউকে এ্যাকাউন্ট করতে তাদের ব্রোকারে বৈধতা দেয় না। তবে ১৮ এর উপরে যত বছরই বয়স হউক না কেন আপনার ফরেক্স করতে কোন বাধা নেই। ফরেক্স করতে আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট।
ফরেক্স মার্কেটে কোন বয়স এর সময় সীমা নাই এখানে যে কোন বয়সের লক কাজ করতে পারে তবে আমি বলবো আপনি ফরেক্স ট্রেডের ক্ষেত্রে আপনার বয়সের প্রভাব কেমন ভাবে পরতে পারে বয়স বেশি হলে মানুসের ভিবিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় মানুষের জ্ঞান লোভ পায় অনেক কিছু মনে রাখতে পারে না এই সমস্যা গু্লো ছাড়া অ্ন্য কোন সমস্যা নাই।
না ভাই এখানে কোন বয়স নেই আপনি যদি ৫ বছর বয়সেও ফরেক্স করেন তাও কোন সমস্যা নাই। আপনি করতে পারলেই হবে। আর না করতে পারেল মাথায় বারি খিবেন কিছু টাকা পয়সা এই আরকি।
ফরেক্স মার্কেটে কোন বয়স এর সময় সিমা নাই এখানে যে কোন বয়সের লক কাজ করতে পারে তবে আমি বলবো আপনি ফরেক্স ট্রেডের ক্ষেত্রে আপনার বয়সের প্রভাব কেমন ভাবে পরতে পারে বয়স বেশি হলে মানুসের ভিবিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় মানুসের জ্ঞ্যান লোভ পায় অনেক কিছু মনে রাখতে পারে না এই সমস্যা গুল ছাড়া অন্ন কোন সমস্যা নাই।
ফরেক্স ব্যাবসার কোন সময় সিমা নেই এটি সিমাহীন এই মার্কেটে আমরা অনেক বেশি ইনকাম করতে পারি যাদি আমরা মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেডিং করে থাকি ফরেক্স মার্কেটে ভাল ট্রেডিং করার জন্য ফরেক্স মার্কেটের প্রফিট করার কলাকৌশল ভাল ভাবে শিখতে হবে,যাতে ফরেক্স মার্কেট থেকে ভাল ইনকাম করা যায় তাতে সবার ভাল।
ফরেক্স বিসনেস এ বয়স এর কোন সীমা রেখা না থাকলেও ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় অবসসই মার্কেট এনালাইসিস করতে হয় । আর মাকেট এনালাইসিস করার জন্য একটু বুজ-গেন এর দরকার আছে সে জন্য প্রাপ্ত বয়স্ক হলে ভাল হয়।
ফরেক্স একটি স্বাধীন পেশা। এটা যেকোনো বয়সের যেকোনো পেশার মানুষ অনায়সে করতে পারে। যারা ফরেক্স বুঝেন ফরেক্সে ট্রেড করতে আগ্রহী তারা সবাই ফরেক্সে কাজ করতে পারেন। যারা ফরেক্সে ট্রেড করতে চান তাদেরকে একটি একাউন্ট খুলতে হয় আর একাউন্ট নিশ্চিতিকরনের জন্য নির্দিষ্ট কিছু কাগজ প্রয়োজন পরে। তাই যারা এই কাগজ নিশ্চিতিকরনের মাধ্যমে একাউন্ট খুলতে সক্ষম তারাই ট্রেড করতে পারবে।
ফরেক্স বিজনেসে বয়সের কোন সীমা কিংবা যোগ্যতার কোন মাপকাঠি নেই । এখানে যে দক্ষ সে টিকে থাকবে এই মতবাদেই বিশ্বাসী । প্রতিটা মানুষকে তার অবস্থান পাকাপোক্ত করতে সংগ্রাম করতে হয় । আর এই সংগ্রাম করার পথে অনেক বেশি পরিমাণে আপনাকে বুদ্ধি চিন্তার দুরদর্শিতা দেখাতে হবে । কেননা যে যত বেশি কৈশলী সে তত বেশি এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার । পাশপাশি আমাদেরকে অনেক বেশি পরিমাণে চেষ্টা অব্যহত রাখতে হবে ।
ফরেক্স মার্কেট ট্রেড করার জন্য বয়সের কোন বাধ্যবাধকতা নেই। তবে সর্বনিম্ন ১৮ বছর হওয়াটা দরকার। ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক ব্যবসা। এই ব্যবসা যে কোন পেশার লোক এই ব্যবসা করতে পারে ।যেমন একজন চাকুরিজীবি পা্র্ট টাইম ও একজন ছাত্র পা্র্ট টাইম এটি করতে পারে, তারপর একজন অবসরপ্রাপ্ত লোক এটি করতে পারে। তাই এই মার্কেটে যে কোন বয়সের মানুষ এই ট্রেডিং করতে পারে শুধু প্রয়জন এই মার্কেটে ট্রেডিং করার অভিজ্ঞতা ও দক্ষতা।
ফরেক্স মার্কটে ট্রেড করার জন্য বয়স কোন বিষয় নয়।আসল জিনিশটি হল আপনি ফরেক্স মার্কেট সমন্ধে কতটুকু জানেন এবং ফরেক্স মার্কেট ট্রেড করার জন্য নিজেকে কতটুকু দক্ষ করে গড়ে তুলেছেন।তারপরও আমার মনে হয় নূন্যতম ১৮ বছর বয়েস পূর্ণ হওয়ার পর ফরেক্স করা উচিত। অর্থাৎ প্রাপ্ত বয়স্ক থেকে পূর্ন বয়স্ক সুস্থ মানষিকতা সম্পন্ন সকলেই ফরেক্স এ ট্রেড করতে পারেন।
ফরেক্স হল একটি ব্যবসা ফরেক্স করতে কোন বয়স লাগে না শুধু লাগে তার যোগ্যতা তাই আমার হিসাবে বয়সের সাথে ফরেক্স এর কোন সর্ম্পোক নেই তবে বয়সের ছাপ একজন বয় জ্যোষ্ঠ ট্রেডারের উপর অব্যষই পরে কারন বয়সের সাথে সাথে ব্যক্তির কর্ম দক্ষতা ও কমে যায়
ফরেক্স ট্রেডিং ব্যাবসায়ে আসলে বয়স বা আপনার পেশা কি সেটি কখনই বিবেচ্য বিষয় নয় এখানে সফলতার সাথে টিকে থাকতে হলে এবং ভাল প্রফিট লাভ করতে হলে আপনাকে অবশ্যই অনেক বেশি ফরেক্স ট্রেডিং বিষয়ে দক্ষতা,অভিজ্ঞতা এবং জ্ঞান লাভ করতে হবে আর তা্ হলেই ফরেক্স থেকে আপনি নিয়মিত ভাবে প্রফিট লাভ করে সামনের দিকে এগ্রিযে যেতে পারবেন।
ফরেক্স বিজিনেস যে কেউ করতে পারে ।তবে ফরেক্স মার্কেটে বিজিনেস করা তো বড় বিষয় না বিষয় হল মার্কেট থেকে সাফলতা পাওয়া।আপনি যদি চান তাহলে অবশ্যই ব্যবসা করতে পারেন কিন্তু তার জন্য যথেস্ট দক্ষতা অর্জন করতে হবে।আর এই দক্ষতা অর্জন করতে গেলে মার্কেট সম্পর্কে ভাল করে জানা লাগবে।
আমার জানামতে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে কোনো বয়স এর সীমা নেই যে কেও এ চাইলে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারেন কম বয়সের মানুষ থেকে সুরু করে বৃদ্ধ মানুষ ও পারেন ট্রেড করে ডলার উপার্জন করতে তবে কম বয়সের মানুষের ক্ষেত্রে একটু সমসসা হতে পারে কারণ একাউন্ট ভেরিফিকেসন এর জন্য জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হয় এবং ব্যাঙ্ক একাউন্ট এর স্টেটমেন্ট প্রয়োজন হয় এই ক্ষেত্রে তারা পরিবারের অন্যদের ডকুমেন্ট বেবহার করে একাউন্ট ওপেন করতে পারেন।
ডেমো ট্রেড আর রিয়ালে ট্রেড অনেক পার্থক্য । কেননা আপনি দেথবেন যে ডেমোতে ট্রেড নিলেই কেবল প্রফিট আর প্রফিট । আর রিয়ালে ট্রেড নিলেই কেবল লস আর লস । এটার সবথেকে বড় কারণ হল ফরেক্স সাইকোলজি । রিয়ালে ট্রেড করতে দরকার হয় উন্নত সাইকোলজি । সাইকোলজি ঠিক তো আপনার ফরেক্স ঠিক ।
সঠিকভাবে ফরেক্স বিজনেসে বয়সের কোন ধরাবাধা সীমা নেই। তবে যে কোন বয়সের মানুষ যারা মোটামুটি জ্ঞান সম্পন্ন এবং ফরেক্স সম্বন্ধে জানে ও বোঝে তাদের দারাই ফরেক্স বিজনেস করা সম্ভব। তাই ফরেক্স বিজনেস করার জন্য কোন বয়স সীমা নেই।
না ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য বয়স এর কোন সীমা নাই।যেকোনো বয়স এর মানুষ ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবে।আপনি যে কোন পেসার হন্না কেন আপনি চাইলে ফরেক্স মার্কেট ট্রেড করে ভালো আয় করতে পারবেন। ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কোন প্রকার বয়স এর সীমা নাই।আপনি জেই বয়স এর হনান কেন আপনি চাইলে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আপনি অনেক ভালো আয় করতে পারবেন।
আসলে ফরেক্স ট্রেডিং ব্যাবসায়ে কোন বয়সের সীমারোখা নেই যেকোনে বয়সের লোক একানে ট্রেড করতে পারবেন এবং এখান থেকে প্রফিটের স্বাধ উপভোগ করতে পারবেন। আসলে ফরেক্স ব্যাবসা করতে হলে বয়স কোন বিবেচ্য বিষয় নয় এখানের মূল বিবেচ্য বিষয় হল ফরেক্স ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা যা এখানে টিকে থাকার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ন।
আমরা জানি ফরেক্স বিজনেসে বয়সের কোন ধরাবাধা কোন সীমা নেই। তবে যে কোন বয়সের মানুষ যারা মোটামুটি জ্ঞান সম্পন্ন এবং ফরেক্স সম্বন্ধে জানে ও বোঝে তাদের দারাই ফরেক্স বিজনেস করা সম্ভব। তাই ফরেক্স বিজনেস করার জন্য কোন বয়স সীমা নেই।
ফরেক্স ট্রেড করার জন্য অনেকরকম সুবিধার মধ্যে অন্যতম সুবিথা হচ্ছে এখানে বয়সের কোনো ধরাবাধা নিয়ম নেই।ট্রেডাররা ট্রেড করতে সমর্থ হলেই ট্রেড করতে পারবেন। সর্বোচ্চ স্বাধীনতা এখানে পাওয়া যায়। তাই বলতে পারি নির্দ্বিধায় ফরেক্সের ট্রেড করতে যে কেউ পারবে যারা প্রাপ্তবয়স্ক হয়েছে তারা সকলেই নিজের ইচ্ছায় ট্রেডিংয়ে জয়েন করতে পারেন।
হ্যাঁ ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কোন বয়স সীমা নাই। আপনি জেই বয়স এর হন না কেন আপনি চাইলে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন।এখানেতো আপনি চাকরি করতে আসেন নাই যে বয়স এর দরকার হবে।এখানে আপনি আপনার মত করে ট্রেড করবেন।বয়স এর যদি সীমা থাকতো তাহলে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য মানুষ খুজে পাওয়া জেত না।তাই আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কোন প্রকার বয়স এর সীমা নাই।