-
এখানে দুই পদ্ধতিতেই মার্কেট চলে যেমন পূর্বের নিউজ ইম্প্যাক্টের কারণেও মার্কেট চলতে থাকে আবার টেকনিক্যাল এনালাইসিস করেও ট্রেডে এন্ট্রি করা হয়৷এই দুইটা বিষয় আমাদের সবার স্মরণ রেখে ট্রেড করতে হবে৷কারণ ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনেকগুলো বিষয়ের সমন্বয় ঘটিয়ে তারপর ট্রেড করতে হয়৷নিউজ ইম্প্যাক্ট বলতে আমরা সাধারণত ফান্ডামেন্টাল এনালাইসিস বুঝি আর টেকনিক্যাল এনালাইসিস বলতে আমরা আমাদের নির্দিষ্ট ট্রেডিং চার্ট গুলোকে ভালভাবে দেখে বুঝে এন্ট্রি করা বুঝি৷অতএব ঘুরেফিরে একই সাথে ফান্ডামেন্টাল এনালাইসিস এবং একইসাথে technical analysis এই দুইয়ের সমন্বয়েই আমাদেরকে সব সময় ট্রেড করতে হয়৷তাই কোনোও নিউজ ইমপেক্ট না থাকলেও নির্দিষ্ট সেশন অনুযায়ী লেনদেন হয় ফলে মার্কেট মুভমেন্ট করে থাকে৷
-
ফরেক্স মার্কেট মুলতঃ দুই সিস্টেমে চলে একটি হলো নিউজ ইম্প্যাক্ট যাকে ফান্ডামেন্টাল এ্যানালাসিস বলে আর অপরটির নাম ট্যাকনিক্যাল এ্যানালাইসিস্।ট্ েডাররা দুইটি সিস্টেম পর্যলাৈচনা করেই ট্রেড করেন।যখন ট্রেড নিউজ না খাকে তখন টেকনিক্যাল এ্যানালাইসিস করে ট্রেড করতে হবে।
-
বৈদেশিক মুদ্রার ট্রেডিং প্রকৃত সংখ্যার তুলনায় বাজারে প্রত্যাশা আর নিউজে নির্ভরশীল না হয়ে ফরেক্স বিজনেস করতে পারলে আয় করা সম্বভ বলে আমি মনে করি।কিন্তু কখনো কখনো নিউজ না দেখে ট্রেড করলে অনেক কঠিন হতে পারে আমাদের জন্য।ফরেক্স মার্কেট গতিশীল হওয়ার পূর্বে অবশ্যই কোন সিগন্যাল বা বার্তা দিয়ে থেকে।তাই নিউজ দেখে নিতে হয়।
-
ফরেক্স মার্কেট ভাই দুইটা জিনিস এর উপর নির্ভর করে চলে। একটা হল নিউজ আর একটা হল সাপ্লাই ও ডিমান্ড ।সাপ্লাই ও ডিমান্ড কে আনেকে বাই সেল ভলিউম হিসেবেও ধরে নেয়। যখন যে কারেন্সি এর ডিমান্ড বেশি থাকে তখন সে পেয়ার তেমন ভাবেই মুভ করে।
-
আসলে ট্রেডিং এর সময় যখন কোন নিউজ না থাকে, সেই মুহুর্তে মার্কেট অনেকটা স্বাভাবিক অবস্থায় থাকে। এ সময় আপনি সুয়িং ট্রেড করে অনেক বেশি মজা পাবেন। কারন ঔ সময়গুলোতে মার্কেটের মুভমেন্ট ওতটা থাকেনা। তবে এই মার্কেটের কথা গ্যারেন্টি দিয়ে বলা ভুল হবে কেননা অন্যান্য কারেন্সিতে যদি কোন নিউজ রিলিজ হয় তবে সেটার প্রভাবও আপনার পেয়ারের উপর পড়তে পারে অর্থাৎ* কিছুটা হলেও প্রভাব ফেলবে।
-
নিউজ মার্কেটের প্রান শক্তি। যখন নিউজ থাকেনা তখন মার্কেতের মভমেন্ট কম থাকে তার মানে এরকম না যে ট্রেড করা নিরাপদ। তবে মার্কেট এর ফান্ডামেন্টাল এনালাইসিস কর্তে পার্লে নিউজ সময় ট্রেড করা নিরাপদ।
-
ফরেক্স মার্কেটে যখন কোন নিউজ থাকে না তখন মার্কেটের মুভমেন্ট আস্তে আস্তে হ্রাস পেতে থাকে এবং একটি নিদিষ্ট সীমার মধ্যে মার্কেটের প্রাইস উঠাামা করে থাকে একে আমরা রেঞ্জবাউন্স বলে থাকি।আবার মার্কেটের মুভমেন্ট কম হওয়ার কারনে মার্কেটের মুভমেন্ট কনসলিডেট অর্থাৎ ঘনত্ব ভাবে চলতে থাকে।আর এই অবস্থায় ফরেক্স মার্কেটে ট্রেড করা সম্পূর্ণ বোকামির কাজ।তাই ফরেক্স মার্কেটে যদি কোন নিউজ না থাকে তাহলে ট্রেড করা থেকে বিরত থাকুন।
-
ফরেক্স মার্কেটে নিউজ প্রকাশত হওয়ার পর মার্কেট খুব বেশি মুভমেন্ট করে। আর নিউজ প্রকাশিত না হলে মার্কেটের গতিও হ্রাস পায়। এরপর বায়ার এবং সেলার এর মাঝে নতুন সামঞ্জস্য বিধান হলে মার্কেট পুনরায় গতিশীল হতে থাকে।
-
যখন মার্কেট কোন নিউজ বা গুরুত্বপূর্ণ ইভেন্ট না থাকে তখন মার্কেট সাইডওয়ে হয়। অর্থাৎ এই সময় মার্কেট ভোলাটিলিটি কম থাকে ফলে কারেন্সি পেয়ারের দাম বেশি বাড়েও না কমেও না। তবে অনেক সময়ভোলাটিলিটি বেড়ে যায়। এই বাড়াকমা হয় মুলত বাইয়ার এবং সেলারদের উপর নির্ভর করে। মার্কেট যদি বাইয়ারদের সংখ্যা বেশি থাকে তাহলে মার্কেট বুলিশ হয় আর যদি সেলারদের সংখ্যা বেশি থাকে তাহলে মার্কেট বিয়ারিশ ট্রেন্ড হয়। তবে অধিকাংশ সময় মার্কেট সাইডওয়ে হয়। যদি মার্কেটে কোন গুরুত্বপূর্ণ নিউজ না থাকে সেসময় টেকনিক্যাল আনাল্যসিস করে ট্রেড নেওয়া কার্যকর।
-
ফরেক্স মার্কেটে যখন কোন নিউজ না থাকে তাহলে ঐ সময় মার্কেট মুভমেন্ট কম করে থাকে তবে এই নয় নে আপনি ঐ সময় নিরাপদে ট্রেড করতে পারবেন। নিরাপদে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট সম্পর্কে বিভিন্ন টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কারণ মার্কেট নিউজ টাইম ছাড়াও অনেক বেশি মুভমেন্ট করে থাকে, কেননা মার্কেট কখনই কোন দিকে মুভমেন্ট করবে তা বুঝা খুবই মুশকিল। অতএব ফরেক্স মার্কেটে লাভ করতে চাইলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম ও ধৈর্য্য সহকারে মার্কেটে অবস্থান করার মত জ্ঞান অর্জন করতে হবে।
-
মার্কেট সর্বদাই পরিবর্তনশীল। মার্কেট এ সাধারনত কোন বড় ধরনের নিউজ থাকলে সেই নিউজ এর প্রভাব অনুযায়ী মার্কেট চলে। পরবর্তী নিইজ প্রকাশিত না হওয়া পর্যন্ত সেই নিইজ এর প্রভাব অনুযায়ী মার্কেট মুভমেন্ট হয়ে থাকে।
-
ফরেক্স মার্কেট সব সময় মুভমেন্ট করে তবে নিউজ টাইমে একটু বেশি করে আবার নিউজ ছাড়া সময়ে একটু কম করে। আবার অনেক সময় দেখা যায় মার্কেটে কোন ধরনের নিউজ নেই কিন্তু মার্কেট মুভমেন্ট অনেক বেশি করছে। অতএব বুঝতেই পারছেন মার্কেটের মুভমেন্ট সম্পর্কে খুব একটা ভাল ধারণা সঠিকভাবে কেউ দিতে পারবে না কারণ মার্কেট সর্বদাই পরিবর্তনশীল। অতএব ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুটা ভাল ধারণা অর্জন করতে চাইলে আপনাকে এই মার্কেটে একটু সময় বেশি ব্যয় করতে হবে মার্কেটের গতিবিধি বুঝার জন্য। আপনি যদি সঠিকভাবে মার্কেট সম্পর্কে বুঝতে পারেন তাহলে আপনি যে কোন সময় ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস।
-
আপনারা নিশ্চই দেখে থাকবেন ফরেক্স মার্কেটে যখন কোন নিউজ থাকে না তখন মার্কেটের মুভমেন্ট আস্তে আস্তে হ্রাস পেতে থাকে এবং একটি নিদিষ্ট সীমার মধ্যে মার্কেটের প্রাইস উঠাামা করে থাকে একে আমরা রেঞ্জবাউন্স বলে থাকি।আবার মার্কেটের মুভমেন্ট কম হওয়ার কারনে মার্কেটের মুভমেন্ট কনসলিডেট অর্থাৎ ঘনত্ব ভাবে চলতে থাকে।আর এই অবস্থায় ফরেক্স মার্কেটে ট্রেড করা সম্পূর্ণ বোকামির কাজ।তাই ফরেক্স মার্কেটে যদি কোন নিউজ না থাকে তাহলে ট্রেড করা থেকে বিরত থাকুন।
-
যখন কোন নিউজ না থাকে তখন আগের নিউজ গুলোর প্রভাবে মারকেট মুভ করে থাকে। তবে মারকেট প্রায় সময় ই টেকনিক্যাল মেনে মুভ করে। সাপোর্ট, রেসিস্টেন্স, ট্রেন্ড লাইন ফলো করে মারকেট মুভ করে যায়।
-
ফরেক্স মার্কেট গতিশীল হওয়ার পূর্বে অবশ্যই কোন সিগন্যাল বা বার্তা দিয়ে থেকে। আর নিউজ প্রকাশত হওয়ার পর মার্কেট খুব বেশি মুভমেন্ট করে। কোনভাবে নিউজ প্রকাশিত না হলে মার্কেটের গতিও হ্রাস পায় এবং প্রায় নিউট্রাল একটা পর্যায় চলে যায়। এরপর বায়ার এবং সেলার এর মাঝে নতুন সামঞ্জস্য বিধান হলে মার্কেট পুনরায় গতিশীল হতে থাকে।
-
মার্কেট সবসময়ই তার নিজের গতিতে চলে । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা অনেকে আবার নিউজ ট্রেডিং এর প্রতিও বেশি গুরত্ব দিয়ে থাকেন । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই নিজের দক্ষতা তৈরী করতে হবে যে কোন সময় যেন কৈশলের দ্বারা হলেও নিজের অনুকুলে দার করানো যায় । আর নিউজ না থাকলে টেকনিকেল এনালাইসিসকে বেশি গুরুত্ব দিতে হবে ।
-
ফরেক্স মার্কেটে যখন কন নিউজ না থাকে তখন ফরেক্স মার্কেটে মুভমেন্ট কম থাকে মার্কেটে মুভমেন্ট কমে জায় তবে মারকেট সবসময় কম বেশি মুভমেন্ট করতে থাকে তাই নিউজ ছাড়া মারকেট খুভ কম মুভমেন্ট করে আর নিউজ হলে মারকেট মুভমেন্ট বেড়ে যায়।
-
যখন ফরেক্স মার্কেট এ কোন নিউজ থাকে না তখন মার্কেট টেকনিকেল সিস্টেম এ মুভ হতে থাকে অথবা মার্কেট সাইড ওয়েতে থাকে এর মাধ্যমে আমি মনে করি খুব সহজেই ফরেক্স থেকে ভাল করে আয় করা যায় এবং এর মাধ্যমে আমরা খুব ভাল করে এই মার্কেট হতে লাভ করতে পারি ।
-
ফরেক্স মার্কেটে যখন কোন নিউজ থাকে না ,তখন মার্কেট সাভাবিক গতিতে চলতে থাকে । আর মার্কেট এর গতি খুব সামানজশ্য ভাবে চলে । তবে সেই সময় ট্রেড করলে তেমন কন বড় ধরনের লস হওয়ার সম্বব না থাকে না ।
-
আমরা দেখেছি যে ফরেক্স মার্কেট গতিশীল হওয়ার পূর্বে অবশ্যই কোন না কোন বার্তা দিয়ে থাকে। আর এই নিউজ প্রকাশিত হওয়ার পর মার্কেট অনেক বেশি সময় মুভমেন্ট করে।আর যদি কোনভাবে নিউজ প্রকাশিত না হয় তাহলে মার্কেটের গতি হ্রাস পায়।আর এরকম পজিশনে প্রায় একটা নিউট্রাল পর্যায় চলে যায়। এরপর বায়ার এবং সেলার এর মাঝে আবার যখন নতুন সামঞ্জস্য হয় তখন মার্কেট পুনরায় গতিশীল হতে থাকে।
-
ভাই মার্কেট সব সময় মুভমেন্ট করে থাকে, তবে হ্যা নিউজ টাইমে একটু বেশি মুভমেন্ট করে। কারণ এটা কারেন্সি মুদ্রার একটি মার্কেট এখানে যখন কোন পেয়ারে উপর নিউট প্রকাশিত হয় তখন উক্ত পেয়ারটি একটু বেশি মুভমেন্ট করে থাকে। আর যারা ঐ পেয়ারের নিউজ সম্পর্কে সঠিকভাবে বুঝতে সক্ষম হয় কেবল মাত্র তারাই ঐ টাইমে উক্ত পেয়ারে ট্রেড করে সফল হতে পারে অন্যথায় বাকী ট্রেডারদের লসের সম্ভাবনা থাকে বেশি। এছাড়া ফরেক্স মার্কেটে নিউজ টাইম ছাড়া মার্কেট মুভমেন্ট সাধারণ অবস্থায় থাকে।
-
আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলবো ফরেক্স মার্কেটে যখন কোন নিউজ থাকে না তখন মার্কেটের মুভমেন্ট আস্তে আস্তে হ্রাস পেতে থাকে এবং একটি নিদিষ্ট সীমার মধ্যে মার্কেটের প্রাইস উঠাামা করে থাকে একে আমরা রেঞ্জবাউন্স বলে থাকি।আবার মার্কেটের মুভমেন্ট কম হওয়ার কারনে মার্কেটের মুভমেন্ট কনসলিডেট অর্থাৎ ঘনত্ব ভাবে চলতে থাকে।আর এই অবস্থায় ফরেক্স মার্কেটে ট্রেড করা সম্পূর্ণ বোকামির কাজ।তাই ফরেক্স মার্কেটে যদি কোন নিউজ না থাকে তাহলে ট্রেড করা থেকে বিরত থাকুন।
-
যখন কোন নিউজ না থাকে তখন আগের নিউজ গুলোর প্রভাবে মারকেট মুভ করে থাকে। তবে মারকেট প্রায় সময় ই টেকনিক্যাল মেনে মুভ করে। সাপোর্ট, রেসিস্টেন্স, ট্রেন্ড লাইন ফলো করে মারকেট মুভ করে যায়।
-
সাধারনত যখন কোনো নিউজ না থাকে তখন মার্কেটের মুভমেন্ট আস্তে আস্তে হ্রাস পেতে থাকে এবং একটি নিদিষ্ট সীমার মধ্যে মার্কেটের প্রাইস উঠাানামা করে থাকে একে আমরা রেঞ্জবাউন্স বলে থাকি।আবার মার্কেটের মুভমেন্ট কম হওয়ার কারনে মার্কেটের মুভমেন্ট নির্দিষ্ট সীমায় সাপোর্ট রেজিস্টন্সে মুভমেন্ট করে ।
-
ফরেক্স মার্কেটে কম বেশি নিউজ সবসময়ই থাকে তবে কিছু কিছু নিউজ থাকে হাই ইমপ্যাক্ট আর কিছু লো ইমপ্যাক্ট। আবার কিছু নিউজ হঠাত করে চলে আসে। তবে যখন একেবারেই নিউজ থাকে না তখন মার্কেটের মুভমেন্ট অনেক স্লো থাকে খুব অল্প রেন্জের মধ্যেই আপ ডাউন করে। আর মুলত এই সময়ে স্কালপাররা ভালো ট্রেডিং করতে পারে।
-
ফরেক্স মার্কেট যখন কোন নিউজ প্রকাশিত হয় না তখন মার্কেটের মুভমেন্ট হ্রাস পায়, মার্কেট একেবারেই নিউট্রাল পর্যায়ে চলে আসে।আর যখন কোন নিউজ প্রকাশিত হয় তখন মার্কেটের মুভমেন্ট অনেক বেশি হয়।নিউজ প্রকাশিত হলে ট্রেডকে আরো বেশি ত্বরান্বিত করে।আর নিউজ প্রকাশিত না হলেই মার্কেট মুভ করে কম তখন সাইড ওয়ে ট্রেড এবং মার্কেট নিউট্রাল অবস্থায় থাকে।মার্কেট এ প্রাইস কারেকশন হলেই দামের উঠানামা শুরু হয়।বায়ার এবং সেলারের মধ্যে নতুন সামঞ্জস্য হলেই মার্কেট এ দামের উঠানামা শুরু হয়।অর্থাৎ আবার মার্কেট গতিশীল হয়।
-
ফরেক্সে যখন কোন নিউজ থাকেনা তখন মার্কেট লো ভোলাটাইল থাকে অর্থাৎ মার্কেটের মুভমেন্ট কম থাকে। তবে মার্কেটে নিউজ থাকুক বা না থাকুক মার্কেট সবসময় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল অনুসরণ করে থাকে। তাই যখন মার্কেটে কোন নিউজ থাকবেনা তখন আমরা অবশ্যই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল অনুসরণ করে ট্রেড করবো। নরমালি মার্কেটে যখন কোন নিউজ প্রকাশিত না হয় তখন মার্কেট সাধারণত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল এসে রিটেস্ট করে থাকে। কিন্তু যখন মার্কেটে নিউজ প্রকাশিত হয় এবং নিউজটি যদি হাই ইম্প্যাক্ট নিউজ হয়ে থাকে তাহলে প্রায়ই সাপোর্টে এবং রেজিস্ট্যান্স লেভেল ভেদ করে থাকে।
-
নিউজের সময় মার্কেট খুব বেশি মুভ করে প্রাইসে বড় ধরনের
চেঞ্জ আসে। তবে যখন নিউজ থাকে না তখন মার্কেট নিউট্রাল থাকে এবং স্বাভাবিকভাবে মুভ করে।
-
নিউজ প্রকাশিত হওয়ার পর থেকে মার্কেটে মুদ্রার প্রাইস হয় বাড়তে থাকবে নইলে কমতে থাকবে। তখন মার্কেটের মুভমেন্ট দেখলেই বোঝা যাবে। কিন্তু নিউজ প্রকাশিত না হলে মার্কেটের মুভমেন্ট সঠিক বোঝা যায় না। এ সময় মার্কেট খুব স্লোলি ওঠানামা করে কিংবা নিউট্রাল থাকে।
-
ভুল প্রতিটি ব্যবসায়ের অংশ তবে আপনার ভুল সিদ্ধান্তের জন্য আপনি কখনই লজ্জিত এবং দোষী হবেন না এমনকি আপনার খারাপ সিদ্ধান্তটি শিখতে হবে কারণ এটি আপনাকে শিখায় এবং ভবিষ্যতে কখনই একই ভুল করতে শেখায় না। আপনি যদি একজন সফল ব্যবসায়ী হতে চান তবে আপনার জয় এবং পরাজয় উভয়ই এড়ানো উচিত কারণ উভয় জিনিসই আপনার জীবনকে প্রভাবিত করে। আপনি যদি জিতেন তবে এটি আপনাকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলতে পারে এবং হেরে গেলে আপনি মন খারাপ করতে পারেন।
-
বাজারে যখন কোনও সংবাদ বিতরণ করা হয় সেই মুহুর্তে বাজারটি একটি অসাধারণ বাউন্স করে প্যাটার্নে পরিবর্তিত হয় বা বর্তমান প্যাটার্নটি অতিরিক্ত পরিমাণে বিস্তৃত হয়। বাজারে যখন মূল্য সংশোধন করা হয় এবং ডিলার এবং বণিকের মধ্যে ব্যয় পরিবর্তিত হয় তখন ব্যয় আলাদা হয়।
-
নিউজ থাকবেই, ইকনমি ক্যালেন্ডার এ না থাকলেউ, দেশ গুলোর নিউজ এবং ব্রোকার দের উপর উপর নির্ভর করে মার্কেট উঠা নামা করে কোন নিউজ না থাকা সত্তেউ। তাই আমি সব সময় বলি সময় করে প্লেন করে ফরেক্স করতে তা না হলে উলটা পাল্টা ট্রেডিং এর জন্য লস হবার চান্স অনেক বেশী থাকে।
-
ফরেক্স মার্কেট গতিশীল হওয়ার পূর্বে অবশ্যই কোন সিগন্যাল বা বার্তা দিয়ে থেকে। আর নিউজ প্রকাশত হওয়ার পর মার্কেট খুব বেশি মুভমেন্ট করে। কোনভাবে নিউজ প্রকাশিত না হলে মার্কেটের গতিও হ্রাস পায় এবং প্রায় নিউট্রাল একটা পর্যায় চলে যায়। এরপর বায়ার এবং সেলার এর মাঝে নতুন সামঞ্জস্য বিধান হলে মার্কেট পুনরায় গতিশীল হতে থাকে।
-
মার্কেট এ যখন কোনো নিউস প্রকাশিত হয় তখন মার্কেট অনেক বড় ধরনের জাম্প করে ট্রেন্ড এর পরিবর্তন ঘটে অথবা চলমান ট্রেন্ড কে অনেক বেশি তরান্নিত করে আর নিউজ প্রকাশিত না হলে মার্কেটের গতিও হ্রাস পায়। এরপর বায়ার এবং সেলার এর মাঝে নতুন সামঞ্জস্য বিধান হলে মার্কেট পুনরায় গতিশীল হতে থাকে।
-
আসলে মার্কেটে যখন কোন নিউজ থাকে না, তখন মার্কেট সাধারন ট্রেডারদের ট্রেড করার জন্য খুব ভাল সময় । কেননা এই সময় বাজারে মুল্য উঠানামার তারতম্য নির্দিষ্ট আওতার মধ্যে থাকে যা বুঝতে সহজ হয়।
-
আমাদের প্রথমে জানা উচিত মার্কেট কি ? তারপর বুঝতে হবে ফরেক্স মার্কেট টা কি? ফরেক্স মার্কেট নিউজ প্রোকাশিত হওার পর মার্কেট খুব বেশি মুভমেন্ট করে, আর নিউজ প্রোকাশিত না হলে মার্কেট এর গতি ও রাশ পাই ।বায়ার ও সেলার এর মাঝে যে দুরুত্ব বা ব্যাবধান আছে এই দুরুত্ব টাই মার্কেট ক গতিশিল রাখে।
-
ফরেক্স মার্কেটে যখন কন নিউজ না থাকে তখন ফরেক্স মার্কেটে মুভমেন্ট কম থাকে মার্কেটে মুভমেন্ট কমে জায় তবে মারকেট সবসময় কম বেশি মুভমেন্ট করতে থাকে তাই নিউজ ছাড়া মারকেট খুভ কম মুভমেন্ট করে আর নিউজ হলে মারকেট মুভমেন্ট বেড়ে যায়।
-
স্যার আমরা একটি ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে একজন সফল ব্যবসায়ী হতে পারি আপনি যদি একটি ডেমো দিয়ে শুরু করেন এবং আপনি একই অ্যাকাউন্টে কঠোর পরিশ্রম করেন এবং আপনি যা চান তবে আপনি এই একই সরকারের কাছ থেকে ভাল লাভ করতে সক্ষম হবেন তবে বাস্তব জীবনে লাভজনক হতে পারবেন। আপনার জন্য আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি আমি হন তবে আপনি ভাল লাভ করতে সক্ষম হবেন And এবং মানুষের অনুকরণ অনেকটা ঘুমায় you আপনি যদি চান এবং আপনি বিশ্বাস করতে পারেন তবে আপনি যদি কাজ করেন তবে কঠোর পরিশ্রম করা উচিত অবশ্যই দুর্দান্ত ব্যবসা করতে হবে আপনার প্রয়োজনে যে কেউ এটি লাভ করতে পারেন আমার মনে হয় আপনার লাভের জন্য ডেমো শুরু করা উচিত। আপনি যদি এটি করেন তবে আপনি নিজেই থাকবেন এবং আপনি একজন সফল উদ্যোক্তা হয়ে উঠবেন
-
আমার মতে যখন কোন নিউজ না থাকে, তখন ফরেক্স মার্কেটের প্রাইজ মুভমেন্ট করে, মধ্য গতিতে, আবার কখনো মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে উঠানামা করতে থাকে, তো আপনি যদি ইচ্ছা করেন, তাহলে তখন ট্রেড করার জন্য ভালো সুযোগ পেতে পারেন আর বেশিরভাগ ট্রেডার ঐ সময়টাকে কাজে লাগিয়ে ট্রেড করে, আর ভালো প্রফিট করতে পারে।
-
ফরেক্স মার্কেটে যখন কোন নিউজ থাকে না তখন মার্কেটের মুভমেন্ট আস্তে আস্তে হ্রাস পেতে থাকে এবং একটি নিদিষ্ট সীমার মধ্যে মার্কেটের প্রাইস উঠাামা করে থাকে একে আমরা রেঞ্জবাউন্স বলে থাকি।আবার মার্কেটের মুভমেন্ট কম হওয়ার কারনে মার্কেটের মুভমেন্ট কনসলিডেট অর্থাৎ ঘনত্ব ভাবে চলতে থাকে।আর এই অবস্থায় ফরেক্স মার্কেটে ট্রেড করা সম্পূর্ণ বোকামির কাজ।তাই ফরেক্স মার্কেটে যদি কোন নিউজ না থাকে তাহলে ট্রেড করা থেকে বিরত থাকুন।