-
ফরেক্স মার্কেট এবং শিয়ার মার্কেটে অনেকটা একেই রকমের হোয়ে থাকে আর আপনি যদি ফরেক্স মার্কেটে ভাল করে ট্রেড করতে পারেন তবে শিয়ার বাজার আপনার জন্য খুব একটা ভাল কিছু বলে মনে হবে না তাই শিয়ার বাজারে আগে যদি আপনি জেয়ে থাকেন তবে ফরেক্স মার্কেটে আপনার জন্য সহজ।
-
ফরেক্স ব্যবসা আমি মনে করি শিয়ার ব্যবসার মত না কারন শিয়ার ব্যবসায় কখন একাউন্ট আপনার জিরু হবে না কিন্ত আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড ভাল করে করতে না পারেন তবে আপনার একাউন্ত জিরু হতে খুব একটা সময় লাগবে বলে মনে করি না।তাই আমি মনে করি আপনি ভাল করে ফরেক্স শিখেন।
-
ফরেক্স মার্কেটকে আমি মনে করি শেয়ার মার্কেটের সাথে তুরনা করাটা ঠিক হবে না কারন প্রতিটি দেশের শিয়ার মার্কেট নিয়ন্ত্রিত হয় সেই দেশের রেগুরেটারি কমিশন দ্বারা পাশাপাশি কোন দেশের সরকার চাইলে এটিকে প্রভাবিত করতে পারে আর ফরেক্স মার্কেট কোন বিশেষ বেমি বা রাষ্ট দ্বারা কখনই নিয়ন্ত্রিত হয় না এটি সার্বিক অর্থনৈত্তিক অবস।থার পরিবর্তন দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয়ে থাকে।
-
আমার মতে ফরেক্স আর শেয়ার প্রায় একি ধরনের বিজনেস। তফাৎ শুধু এখানেই যে ফরেক্স মার্কেট এ বিভিন্ন দেশের কারেন্সি ও বিভিন্ন খনিজ সম্পদের লেনদেন হয় আর শেয়ার মার্কেট এ শেয়ারের লেনদেন হয়।
-
ফরেক্সশশেয়ার বিজনেসেরঅনুরূপ নয় বলে মনে করি।কেননা ফরেক্সববিজনেসেলাভ করতে হলে প্রয়োজন বিচক্ষনতা।আর শেয়ার বিজনেসেবিচক্ষনতাছাড়াঅনেকেইটিকে থাকতে পারে।ফরেক্সেবিচক্ষনতাসাথে ট্রেড করতে পারলে মার্কেটের আপ অথবা ডাউন যেকোন মুভেই প্রফিট করে নিতে পারবে।কিন্তু শেয়ার বিজনেসে দাম না বাড়লেপপ্রফিট করে নেওয়া কখনই সম্ভব হয় না।
-
ফুরেক্স এবং শেয়ার ব্যাবসা প্রায় সমসাময়িক ব্যাবসা।। ২ টা ব্যাবসা থেকেই লাভ লস করা যায়।। ২ টা ব্যাবসা তেই ঝুকি আছে।। তবে ফরেক্স এবং শেয়ার ব্যাবসার মধ্যে কিছু পার্থক্য ও আছে।। শেয়ার ব্যাবসা শুধু আপনি লাভ বা লস যে কোনো এক দিকে ট্রেড চলবে।কিন্তু ফরেক্স এ কারেন্সি র আপ বা ডাউন যে কোনো অবস্থায় লাভ করা সম্ভব।।।
-
ফরেক্স অনেকটা শেয়ার মার্কেটের মত। তবে ফরেক্স অন্যান্য শেয়ার মার্কেট থেকে একটু ভিন্ন। ফরেক্স বিজনেস শেয়ার মার্কেট থেকে অনেক সহজ।
অন্যান্য শেয়ার বাজারে আপনার ক্রয়কৃত পণ্যর দাম যদি কমে যায় তাহলে আপনাকে অপেক্ষা করতে হয় দাম বাড়ার জন্য, বিষয়টি ঠিক আছে যেখানে দাম কমলে আপনার আর লাভ করার সুযোগ থাকে না, অথবা আপনাকে অপেক্ষা করতে হয় কখন দাম কমবে যখন আপনি কম দামে ক্রয় করে তা বেশি দামে বিক্রি করবেন, ট্রেডিশনাল মার্কেটে ব্যবসায়ীরা অপেক্ষা করে কখন দাম সর্বনিম্ন পড়বে যাতেকরে তারা কম দামে কিনে বেশি দামে সেল করতে পারে কিংবা দাম সর্বোচ্চ বাড়ার পর অপেক্ষা করে দাম কমার। কিন্তু ফরেক্স একটু ভিন্ন । অর্থাৎ ফরেক্সে পেয়ারের একটি মুদ্রার দাম বাড়লে অপরটির দাম কমে। তাই দাম বাড়লেও আপনি প্রফিট করতে পারবেন আবার দাম কমলেও আপনি প্রফিট করতে পারবেন, অর্থাৎ মার্কেট আপ হলে ও প্রফিট নিতে পারা যায় এবং ডাউন হলে ও, আর ফরেক্সের এই সুবিধাটিই হল অনন্য সব ব্যাবসা থেকে আলাদা যা ফরেক্সকে আরো বেশি জনপ্রিয় করে তুলছে।
-
ফরেক্স অনেক টা শেয়ার বিজনেস এর মত তবে কিছুটা পারথক্য আছে । ডেমোতে প্রথমে ট্রেড করে মার্কেট মুভমেন্ট বোঝা যায় । পরে রিয়েল ট্রেড করলে লস হ অয়ার সম্ভাবনা থাকেনা ।
-
ফরেক্স বিজনেস করতে গেলে প্রথমে ডেমোতে ট্রেডিং করতে হয়। ডেমোতে লস হবার সম্ভাবনা কম। তারপর রিয়েল ট্রেড করতে হয়। শেয়ার বিজনেসেও প্রথমে প্রাইমারি শেয়ারিং বিজনেস করতে হয়, প্রাইমারি শেয়া বিজনেসে লস হবার সম্ভাবনা নেই। তারপর রিয়েল বা সেকেন্ডারি শেয়ার বিজনেস করতে হয়। সেখানে লসের সম্ভাবনাও আছে।আমার মতে ফরেক্স অনেকটা শেয়ার বিজনেসের মত।
-
কিছু কিছু বিষয় শেয়ার বিজনেস এর সাথে মিললেও ফরেক্স এর মত নয় । ফরেক্স এর অনেক সুবিধা এবং এটি একটি আন্তর্জাতিক বিজনেস । শেয়ার বিজনেস এ শুধু কিনা যায় আর লাভ হলে বিক্রি করা হয় । ফরেক্স সেল আর বাই করে লাভ করা যায় ।
-
হা ভাই ট্রেড শিয়ার বাজারে যে ভাবে হয়ে থাকে ফরেক্স মার্কেটেও সেই ভাবেই হয়ে থাকে তবে ফরেক্স মার্কেটে আপনি যদি ভুল করে টাকা এনালাইসিস না করে আপনি ট্রেড করতে চান তবে আপনার একাউন্ট জিরু হয়ে যেতে পারে বলে আমি মনে করি কিন্তু শিয়ার ব্যবসায় একাউন্ট জিরু হয় না।
-
আমার মনে হয় ফরেক্স অনেকটা শেয়ার বিজনেসের অনুরুপ । তবে ফরেক্স এ পোস্ট করে বোনাস পেয়ে তার পর ট্রেড করে মুনাফা অর্জন করা যা ই এর শেয়ার বিজনেস করে তা করা যাই নাই । তবে আমি মনে করি ফরেক্স করে । যে কেউ উন্নতি করতে পারে । তাই আমাদের কে ফরেক্স সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে । ফরেক্স বিজনেস করতে হলে ডেমোতে ট্রেডিং করতে হবে, ধন্যবাদ।
-
না ফরেক্স ট্রেডিং এবং শেয়ার বাজারের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান রয়েছে শেয়ার মার্কেটে বিভিন্ন ধরনের পন্য এবং কম্পানীর শেয়ার নিয়ে লেনদেন সংগঠিত হয়ে থাকে আর ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের কারেন্সি নিয়ে লেনদেন করা হয়ে থাকে পাশাপাশি শেয়ার মার্কেটে একমূখী ট্রেডিং সিস্টেম চালু রয়েছে কিন্তু ফরেক্স মার্কেটে দ্বিমুখী ট্রেডিং সিস্টেম বিদ্যমান।
-
আমার মনে হয় শেয়ার মার্কেট আর ফরেক্স মার্কেট দুটি ভিন্ন রকোম শেয়ার মার্কেটে দাম বাড়লে প্রফিট হয় কিন্তু ফরেক্স মার্কেটে দাম বাড়লেও লাভ করা যায় অনুরুপভাবে দাম কমলেও লাভ করা যায় ।তাই আমি শেয়ার মার্কেটের সাথে ফরেক্সমার্কেটের মিল করতে পারিনা। হয়তো একটু মিল থাকতে পারে ত্ববে আমার মনে হয় অমিলই বেশি ফরেক্স মার্কেটের মতো এত সুভিধা শেয়ার মার্কেটে নেই বলে আমি মনে করি । আমরা ফরেক্স বংলা ফোরামের মাধ্যমে আমাদের সবধরনের অজানা প্রশ্নের উত্তর জানতে পারি আমাদের মতামত প্রকাশ করতে পারি যা শেয়ার মার্কেে নেই।
-
ফরেক্স অনেকটা শেয়ার বিজনেসের মতোই । শেয়ার বিজনেসে যেমন শেয়ার মার্কেট প্রতিনিয়ত উঠা নামা করে ঠিক তেমনি ফরেক্সের মার্কেট ও একবার উপরে ওঠে এবং একবার নিচে নামে । ফরেক্সে কাজ করে শেয়ারের থেকে অনেক ভালো লাভ করা যায় । ফরেক্সের মার্কেট সব সময় উপরে ওঠে বা সব সময় নিচে নামে এটা নয় এটা নিচে নামলেও লাভ আছে আবার উপরের দিকে উঠলেও লাভ আছে যদি বুঝে ট্রেড করা যায় । কিন্তু শেয়ার মার্কেটে তা নয় মার্কেট নিচের দিকে নামা মানেই ব্যবসায়ে লস হয় ।
-
ফরেক্স মার্কেট অনেকটাই শেয়ার মার্কেট এর কাসাকাসী ফরেক্স মার্কেট এ ভিবিন্ন দেশের কারেন্সি কেনা বেচা হয়ে থাকে আর শেয়ার মার্কেট এ ভিবিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা হয়ে থাকে ফরেক্স মার্কেট এ দাম কমা এবং বার দুইটি দিক থেকেই প্রফিট করা যায় তবে শেয়ার মার্কেট এ সুধু দামের বৃদ্ধির ফলেই প্রফিট করা যায় তা সারা প্রফিট করা যায়না শেয়ার মার্কেট এ ফরেক্স মার্কেট এর মত যেকোনো জায়গা থেকে ট্রেড করা যায় না
-
লাভবান হয়, আমরা লাভ করি বা লস করি।তাকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। দের কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ এই লাভ কে স্প্রেড বলে।যে ব্রোকারের স্প্রেড যত কম সেই ব্রোকার তত ভাল আমাদের জন্য,যেমন ইনস্টাফরেক্স।
-
প্রতিটি ট্রেড ওপেন হওয়ার সাথে সাথে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। স্প্রেডের মাধ্যমে ব্রকাররা তাদের লাভ নিয়ে নেয়। আর যেসব ব্রোকারে স্প্রেড সিস্টেম নেই সেসব ব্রোকার কমিশনের মাধ্যমে নিজেদের
-
ফরেক্স অনেকটা শেয়ার ব্যবসার মত কিন্ত পুরোপুরি না , ফরেক্স অনেক সহজ শেয়ার ব্যবসার থেকে । ফরেক্সে মুদ্রা , স্বর্ণ , রৌপ্য তাছাড়াও আর অনেক কিছুর কেনা বেচা হয়ে থাকে এবং দিন রাত ২৪ ঘন্টা খোলা থাকে তাই যে কোনো সময় এই ব্যবসা করা যায় কিন্ত শেয়ার এর নিয়ম টা একটু ভিন্ন ।সেয়ার থেকে ফরেক্স ব্যবসা অনেকগুনে ভাল এবং লাভ জনক ব্যবসা ।
-
ফরেক্স এবং শেয়ার বিজনেস একই রকম না একটু ভিন্নতা আছে । ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের কারেন্সি ক্রয়-বিক্রয় করা হয় আর শেয়ার মার্কেটে বিাভন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা হয় । আমি মনে করি শেয়ার মার্কেটের চাইতে ফরেক্স মার্কেটে সুযোগ সুবিধা অনেক বেশি । শেয়ার মার্কেটে শুধু দাম বাড়লে লাভ আর ফরেক্স মার্কেটে দাম বাড়লে এবং কমলে উভয় দিকেই লাভ হয় ।
-
ফরেক্স অনেকটা শেয়ার ব্যবসার এর মত। কিন্তু পুরো ব্যপারটা শেয়ার ব্যবসার এর মত না। কারন শেয়ার ব্যবসা আপনি শূধু কিনতে পারেন। আর ফরেক্স এ আপনি কেনা এবং বেচা দুটিই করতে পারেন। আর শেয়ার ব্যবসা লস হওয়ার সম্ভবানা বেশি থাকে। কিন্তু ফরেক্স এ আপনি ট্রেড বিপরীতে দিকে গেলেও ট্রেড করে প্রফিট করতে পারেন।
-
ফরেক্স বিজনেস আর শেয়ার বিজনেস
অনুরুপ নয়।কারন এইখানে অনেক সময় ফোরামের
পোষ্ট করার ফলে যেই বোনাস দেয়া হয়
তা দিয়ে ট্রেড করে আয় করা যায় কিনতু
শেয়ার ব্যবসায় এমন কোন সুযোগ নেই।
-
ফরেক্স বিজনেস শেয়ার মার্কেটের মত নয়। এখানে বুল্লিস এবং বেয়ারিস দু দিক থেকেই ট্রেড করা যায়। কিন্তু শেয়ার মার্কেটে শুধু এক দিক থেকে ট্রেড করা যায়। শেয়ার মার্কেটে দাম কমলে কিনে রাখা হয়। আর দাম বাড়লে বিক্রয় করা হয়। কিন্তু ফরেক্স মার্কেটে দু দিক থেকেই ট্রেড করা হয়। বায় এবং সেল করার মাধ্যমে ট্রেড ওপেন করা হয়। এখানে যখন খুশি তখন ট্রেড করা যায় এবং চাওয়া মাত্রই ওপেন করা ট্রেড ক্লোজ করা যায়।
-
হ্যা ফরেক্স অনেক লাভজনক একটি ব্যবসা। তবে লাভ করতে হলে প্রথমে আপনাকে আগে ভালভাবে ফরেক্স জানতে হবে। ফরেক্স নিয়ে জানার জন্য আপনাকে ফরেক্স নিয়ে অনেক পড়াশুনার পাশাপাশি আপনাকে প্রথমে ফরেক্স ট্রেডে অভিজ্ঞ হতে হবে। মনে রাখবেন ফরেক্স আপনাকে তখনি দিবে যখন আপনি খুব ভালভাবে ফরেক্স জানার পর ট্রেডে আসবেন।
-
ফরেক্স বিজিনেস অনেকটা শেয়ার বাজারের বিজিনিসের মত কিন্তু সম্পুর্ন না।কারন শেয়ার বাজার মাত্র আট ঘন্টা খোলা থাকে কিন্তু ফরেক্স মার্কেট ২৪ ঘন্টায় খোলা থাকে।আপনি শেয়ার বাজারে কেবল কোণ দ্রব্যের দাম বাড়লে লাভ করতে পারেন কিন্তু ফরেক্স মার্কেট এ দাম বাড়ুক বা কম হক যেকোন অবস্থাই লাভ করতে পারেন।
-
ফরেক্স হল আর্ন্তজাতিক শেয়ার র্মাকেট এই কথায় কোন সন্ধেহ নেই , ফরেক্স র্মাকেটে সারা বিশ্ব ব্যাপী চলছে এটি বাংলাদেশী শেয়ার র্মাকেটের মত নয় বাংলাদেশী শেয়ার র্মাকেটে একমূখী কিন্তু ফরেক্স র্মাকেট হল দ্বিমূখী যেখানে র্মাকেট উঠলে লাভ কারা সম্ভব এবং র্মাকেট নামলে ও লাভ করা সম্ভব ।
-
আমি আপনার সাথে পুরোপুরি একমত নয় ফরেক্স আর শেয়ার মার্কেটের মধ্যে বেশ কিছু মিল আছে তবে ফরেক্স মার্কেট শেয়ার মার্কেট এর হুবুহু অনুরূপ না অনেক অংশেই মিলে ফরেক্স মার্কেট অনেকটাই শেয়ার মার্কেট এর কাছাকাছি ফরেক্স মার্কেট এ ভিবিন্ন দেশের কারেন্সি কেনা বেচা হয়ে থাকে আর শেয়ার মার্কেট এ ভিবিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচা হয়ে থাকে। এছাড়াও আরো বেশকিছু পার্থক্য খুজে পাবেন।
-
হ্যা অবশ্যই সামান্য কিছু মিল আছে৷তবে ভিন্নতা আছে ব্যাপক৷ফরেক্সে কোনো প্রকার রাক্ষুসে গডফাদার পবেন না৷আপনি নিজেই ১০০ ভাগ মালিক হয়ে যখন খুশি তখন ইচ্ছামত ক্রয় বিক্রয় করতে পারছেন৷শেয়ার বাজরের তুলনায় ফরেক্স বাজার অনেক নির্ভরযোগ্য ব্যাবসা৷
-
আমরা যারা মনকেরি ফরেক্স আর শেয়ার মার্কেট এক তাহলে আমরা ভুলের জগতে বাস করতেছি । ফরেক্স মার্কেটে মুদ্রা কেনা বেচা হয় । এখানে দুই দেশের মুদ্রা লেনদেন করা হয়ে থাকে । । তাই আমাদের এই ব্যবসাকে শেয়ার ব্যাবসা বলা ঠিক হবে না । সুতরাং শেয়ার ব্যাবসার পদ্ধতি, প্রকার ফরেক্স ব্যাবসা থেকে সম্পূর্ণ আলাদা । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
আসলে ফরেক্স এ মুদ্রা কেনা বেচা হয় । এখানে দুই দেশের মুদ্রা সম্পৃক্ত থাকে । তাই এই ব্যাবসাকে শেয়ার ব্যাবসা বলা উনুচিত । কারন শেয়ার ব্যাবসার পদ্ধতি, প্রকার ফরেক্স ব্যাবসা থেকে সম্পূর্ণ আলাদা । ফরেক্স এ আপনি কোন দেশের মুদ্রা ক্রয় করলে অন্য দেশের মুদ্রা সাথে সাথে বিক্রয় করেন । কারন মুদ্রা যোড় হিসাবে ক্রয় বিক্রয় হয় । এই পদ্ধতি কোন ভাবেই শেয়ার ব্যাবসার মত নয় ।
-
ফরেক্স বিজনেস করে আয় করতে গেলে প্রথমে ডেমোতে ট্রেডিং করতে হবে আমাদের।কারন ফরেক্স ট্রেড শিখার প্রথম দাপ হলো ডেমো ট্রেডিং এখান থেকে আপনি শিখতে পারবেন কি করে কোশলী ট্রেডার হতে হয় ফরেক্স কি ফরেক্সের মূল উদ্যেশ্য কি।কিভাবে ফরেক্স থেকে আয় করতে হয় কি করলে লস হতে পারে কিভাবে জ্ঞ্যানী হতে হয়।এর সব কিছু আপনি ডেমো থেকে পাবেন বলে আমি মনে করি।ডেমো ট্রেডিং করলে আপনি বুজতে পারবেন রিয়েলে ট্রেড করে কি করে লাভ করতে হবে।
-
অনেকের মতে ফরেক্স অনেকটা শেয়ার বিজনেসের অনুরুপ । তবে ফরেক্স এ পোস্ট করে বোনাস পেয়ে তার পর ট্রেড করে মুনাফা অর্জন করা যা ই এর শেয়ার বিজনেস করে তা করা যাই নাই । তবে আমি মনে করি ফরেক্স করে । যে কেউ উন্নতি করতে পারে । তাই আমাদের কে ফরেক্স সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে । ফরেক্স বিজনেস করতে হলে ডমোতে ট্রেডিং করতে হবে ।
-
না ফরেক্স মার্কেট শেয়ার মার্কেটের মত নয় । কারন শেয়ার মার্কেট হচ্ছে সরাসরি মার্কেট আর ফরেক্স মার্কেট হচ্ছে অনলাইন মার্কেট এখানে সম্পূর্ন লেনদেন হয় অনলাইনের মাধ্যেমে । কিছুটা আছে শেয়ার মার্কেটের মত যেমন ওখানে প্রাইমারি শেয়ার করা যায় । আর এখানে ডেমোতে কাজ শিখা যায় । শেয়ার মার্কেটে প্রাইমারিতে লাভবান হওয়া যায় কিন্তু ডেমোতে লাভবান হওয়া যায়না । শেয়ার মার্কেটে সেকেন্ডারিতে ব্যবসা করলে লাভের সম্ভাবনা বেশি থাকে কিন্তু ফরেক্স মার্কেটে রিয়েল একাউন্টে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে ।
-
অনেকের মতে ফরেক্স অনেকটা শেয়ার বিজনেসের অনুরুপ । তবে ফরেক্স এ পোস্ট করে বোনাস পেয়ে তার পর ট্রেড করে মুনাফা অর্জন করা যা ই এর শেয়ার বিজনেস করে তা করা যাই নাই । তবে আমি মনে করি ফরেক্স করে । যে কেউ উন্নতি করতে পারে । তাই আমাদের কে ফরেক্স সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে । ফরেক্স বিজনেস করতে হলে ডমোতে ট্রেডিং করতে হবে ।
-
শেয়ার ব্যবসার মতোই ফরেক্স কিন্তু সামান্য কিছু change আছে। তা হচ্ছে শেয়ার ব্যবসায় শুধ বিক্রি করে লাভ হয়, ফরেক্স বিক্রি করেও লাব-লস ক্রয় করেও লাভ-লস হতে পারে। তাছাড়া প্রায় সব কিছুই এক। তাছাড়া ফরেক্স বিশ্বের সবচেয়ে বড় মার্কেট।
-
ফরেক্স মার্কেট আর শেয়ার মার্কেট একি রকন না তবে কাছা কাছি ফরেক্স মার্কেট এ ট্রেড করা অনেক সুজা শেয়ার মার্কেট এ ট্রেড করা অনেক কঠিন আপনি ফরেক্স মার্কেট এ ডেমো ট্রেড করতে পারবেন আপনার লাভ ও লস কিছু হবে কিন্তু আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড শিখতে পারবেন আপনি যদি ডেমো ট্রেড এ ভাল লাভ করতে পারেন তখন আপনি রিয়েল ট্রেড করতে পারবেন তাই আমার কাছে ফরেক্স মার্কেট কে অনেক ভাল মনে হয় ট্রেড করার জন্য
-
ফরেক্স ব্যবসা শেয়ার ব্যবসার মত বলা যায়। অনেকে ফরেক্স এর কথা বললে বুজতে পারে না। তারপর যদি বলা হয় যে এটি অনেকটা শেয়ার ব্যবসার মত। তখন একজন মানুষ বুঝতে পারে। তাই আমি সহজভাবে বলি ফরেক্স ব্যবসা শেয়ার ব্যবসার এর মত একই। কিন্তু কিছুটা আলাদা সুবিধা আছে।
-
ফরেক্স ব্যাবসায় ও শেয়ার ব্যবসায় অনেকটাই একই রকম । তবে এদের মধ্যে অনেক পার্থক্য আছে । ফরেক্স এ ডেমো ট্রেড করে দক্ষতা অর্জন করা যায় কিন্তু শেয়ার ব্যবসায় ডেমো একাউন্ট এর কোন সুযোগ নেই । শেয়ার ব্যবসায় দাম বাড়লে প্রফিট করা যায় কিন্তু ফরেক্স এ দাম বাড়া ও কমা উভয় ক্ষেত্রেই প্রফিট বা লস হয়।
-
ফরেক্স মার্কেট আর শেয়ার বাজার ঠিক এক নয় ফরেক্স মার্কেট হচ্ছে মুদ্রা বাজার। এখান এ সারা বিশ্বের মুদ্রা কেনা বেচা হয়। তবে শেয়ার বাজার থেকে ফরেক্স মার্কেট এর সুবিধা একটু বেশি। অনেকে শেয়ার বাজার আর ফরেক্স মার্কেট কে এক মনে করেন তবে এটা ঠিক নয়।
-
পদ্ধতি একই কিন্তু, কিছু কিছু ক্ষেত্রে আলাদা। ফরেক্সে সাধারণত যে কাজটা করা হয় সেটা হল আপনার কারেন্সির উপর ট্রেড করা, আর শেয়ার যেটা সেটা হল মনে করেন কোন রিনপত্র, দলিল কিংবা বড় বড় কোন কোম্পানির শেয়ার কিনে রাখা স্টক করা এই আরকি এটাই হল পার্থক্য তাছাড়া সবকিছু ঐ একই বলা যায়। সুতরাং আমার ধারনা মতে দৃষ্টিকোণ ভিন্ন কিন্তু কাজ প্রায় একই।