ট্রেন্ড লাইন হল ফরেক্স মার্কেট গতিবিধি বোঝার এক ধরণের কৌশল । আর এই ট্রেন্ড লাইন আকার সঠিক নিয়ম হচ্ছে , দুই বা ততোধিক লো বা বটম পয়েন্ট অথবা হাই বা টপ পয়েন্ট সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকতে হবে । ফরেক্স মার্কেটের ট্রেন্ডের সাথে যদি থাকা যায় তাহলে ভাল লাভ করা সম্ভব ট্রেডিং করে ।