-
ফরেক্স মার্কেটে একাউন্টকে ঝুঁকির হাত থেকে বাঁচাতে স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ণ। ধরুণ আপনি ফরেক্স মার্কেটে বাই করলেন। তখন হয়ত আপনি ফরেক্স মার্কেটের নিউজ থেকে জানলেন যে আগামি দুই-এক ঘন্টাই মার্কেটে উপরে যাবে। তখন আপনি আপানর একাউন্ট খুলে দেখলেন যে মার্কেট তখনও নিম্নমুখি। আপনি আপনার একাউন্টটি ক্ষতির হাত থেকে বা হুমকি থেকে বাঁচাতে স্টপ লস দিয়ে রাখলেন।
-
ফরেক্স স্টপ লস ও টেক পপিট খুব গুরুত্বপূর্ণ, ট্রেড করার সময় ট্রেডারকে স্টপ লস ও টেক পপিট বসানো উত্তম কারণ আপনার লাভ বা লসের একটি সীমা থাকা ধরকার, যখনই ঐ সীমা অতিক্রম করবে তখনই আপনি আপনার টেড্র কোলজ করে দেওয়াই ভাল। এর জন্য ট্রেড বসানো আগে প্রয়োজনে আপনি স্টপ লস আর টেক পপিট বসাতে পারেন । লোভ আর আবেগ কোনটা ফরেক্স জন্য ভাল না ।
-
আপনি যদি পিসির সামনে দীর্ঘসময় না থাকতে পারেন বা অন্য জরুরী কাজে ব্যাস্ত থাকবেন সেই সময়ে নিশ্চিন্তে ট্রেডে এন্ট্রী করে এই স্টপলস ও টেকপ্রফিট সেট করে রাখতে পারবেন৷যেখানে প্রাইস টাচ্ করলে স্বয়ংক্রিয় ভাবেই ক্লোজ হয়ে যাবে৷এই এক বিশেষ সুবিধা৷তবে তার আগে অবশ্যই যেই টাইম ফ্রেমে ট্রেড করবেন সেই চার্টে ভালো করে এনালাইজ করে নিকটতম সাপোর্ট ও রেসিস্টেন্স লেবেল গুলো দেখে নিবেন৷
-
ফরেক্স মার্কেটে একাউন্টকে ঝুঁকির হাত থেকে বাঁচাতে স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফরেক্স মার্কেটের নিউজ থেকে জানা গেল যে আগামি দুই-তিন ঘন্টায় মার্কেটে উপরে যাবে। তখন একাউন্ট খুলে দেখা গেল যে মার্কেট তখনও নিম্নমুখি। তখন একাউন্টটি ক্ষতির হাত থেকে বা হুমকি থেকে বাঁচাতে স্টপ লস দিয়ে রাখতে হবে । এতে একাউন্ট লস থেকে রক্ষা পাবে এবং বাজার উপরে গেলেও লস হবে না।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে একাউন্টকে ঝুঁকির
হাত থেকে বাঁচাতে স্টপ লস এবং
টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ণ। ধরুণ আপনি
ফরেক্স মার্কেটে বাই করলেন। তখন
হয়ত আপনি ফরেক্স মার্কেটের নিউজ
থেকে জানলেন যে আগামি দুই-এক
ঘন্টাই মার্কেটে উপরে যাবে। তখন
আপনি আপানর একাউন্ট খুলে দেখলেন
যে মার্কেট তখনও নিম্নমুখি। আপনি
আপনার একাউন্টটি ক্ষতির হাত থেকে
বা হুমকি থেকে বাঁচাতে স্টপ লস
দিয়ে রাখলেন। এতে আপনার একাউন্ট
রক্ষা পাবে এবং বাজার উপরে
গেলেও লস হবে না।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার ক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিটের গুরুত্ব অপরিসীম। তবে যে ফরেক্স ট্রেডার একাউন্ট জিরো্ করেছে সেই ট্রেডার এর গুরুত্ব কতটুকু তা খুব ভালমত বুঝেছে। স্টপ লস ব্যবহার করে আপনি আপনার একাউন্টকে অনাকাঙ্খিত লস বা জিরো হওয়ার হাত থেকে বাচাতে পারবেন আর টেক প্রফিট ব্যবহারের মাধ্যমে আপনার প্রফিটে থাকা ট্রেডটি আপনার কাঙ্খিত লক্ষে পৌছালে অটো ক্লোজ হয়ে যাবে। একজন দক্ষ ফরেক্স ট্রেডার প্রতিটা ট্রেডে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করে।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট এর গুরুত্ব অনেক। আমার মতে আপনি টেক প্রফিট ব্যবহার না করলেও কোন সমস্যা নেই কিন্তু আপনাকে স্টপ লস অবশ্যই ব্যবহার করতে হবে। আপনি যদি স্টপ লস ব্যবহার না করেন তাহলে আপনার বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনার উচিত স্টপ লস ব্যবহার করা।
-
স্টপ লস ও টেক প্রফিটের অনেক গুরুত্ব বিদ্যমান । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা হয়তবা এই বিষয়টা জানি যে আমরা যত ভালো করে ট্রেডিং করি না কেন এই ব্যবসায়ে লাভবান হতে হলে সর্বাগ্রে প্রয়োজন হলো বিভিন্ন ধরনের কৈশল জানা এবং তার সুষ্টু প্রযোগ করা । যেমনকি ফরেক্সে টেক প্রফিট ও স্টপ লস অপশন ব্যবহারে আমরা নিজেদের বিনিয়োগকৃত মূলধনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারি ।
-
সটপ লস এবং টেক প্রফিট আমাদের জন্য অনেক উপকারী একটি বিষয়।কারন ট্রেড এ সব সময় থাকা সম্ভব হয় না স্টপ লস ব্যাবহার করে আম্রেরা লসের সিমাবদ্ধতা করতে পারি। এবং ট্রেড এ যখন লাভ হয় তখ নির্দিষত পরিমানে গেলে আমাদের প্রফিট থেকে যাবে এবং অনাকাঙ্খিত লস এড়িয়ে চলতে পারব।
-
ফরেক্সে যদি আপনি আপনার এ্যাকাউন্ট শুন্য করতে না চান তবে আপনি অবশ্যই ষ্টপ লস সেট করে ট্রেড করবেন। এটা আপনাকে আপনার ডিপোজিট সেভ করবে। ট্রেডিং টেন্ড সব সময় আপনার ধারনা অনুযায়ী চলবেনা ট্রেডিং টেন্ড যখন আপনার বিপরিতে যাবে তখন যেন আপনার বিশাল পরিমান লস না হয় তার জন্য আপনাকে ষ্টপ লস সেট করতে হবে। যেন নিদ্বষ্ট মাত্রায় লস হলেও আপনার সর্ম্পন ডিপোজিট না লস হয় ।
-
ফরেক্স মাকেট এ স্টপ লস এবং টেক প্রফিট অনেক গুরুত্বপূণ একটি বিষয় । আপনি যদি সঠিকভাবে স্টপলস এবং টেকপ্রফিট সেট করতে পারেন তবে অনেক ধরনের দুঘটনা থেকেই রক্ষা পাবেন । এবং অনেক রকম অসুবিধাকে এড়িয়ে চলতে পারবেন । স্টপলস এবং টেকপ্রফিট অনেকটা ঢালের মত কাজ করে ।
-
ফরেক্স বিজনেসে সটপ লস এবং টেক প্রফিট আমাদের জন্য অনেক উপকারী একটি টুলস।আপনি যদি স্টপ লস আর টেক প্রফিটের সঠিক ব্যবহার না করতে পারেন তাহলে কোণ দিনও সফল হতে পারবেন না।স্টপ লস আর টেক প্রফিটের রাশিও হল ১ঃ২।
-
স্টপ লস আর টেক প্রফিট যদি ব্যবহার না করা হয় তাহলে যে কোন মুহুর্তে আমরা চরম লস এ পরে যেতে পারি। স্টপ লস না ব্যবহার করলে আমার ভালো কাগে না। আর অনেক সময় এরকম পরিস্থিতি হয় যে ট্রেড রানিং থাকার কাওরনে আমরা আর ট্রেড ই ওপেন করতে পারি না।
-
স্টপ লস ও ট্টেড প্রফিট অনেকটা গুরুপ্তপূর্ন ভূমিকা পালন করে থাকে এই ফরেক্স এ। স্টপ লস ও ট্টেড প্রফিট এর কাজ হল যে আপনি কততে স্টপ লস দিয়ে ক্লোজ করবেন এবং কততে লাভ করে আপনি তা ক্লোজ করবেন তা বোঝায়। ফরেক্স মার্কেট এ যখন আপনি ট্টেড করবেন তখন এই স্টপ লস ও ট্টেড প্রফিট করেন তাহলে আপনার ব্যালেন্স জিরো হওয়ার ঝুকিটা অনেকটা কম থাকে।
-
আমরা মূলত ফরেক্স মার্কেটে একাউন্টকে ঝুঁকির হাত থেকে বাঁচাতে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করি। ধরুণ আপনি ফরেক্স মার্কেটে বাই করলেন। তখন হয়ত আপনি ফরেক্স মার্কেটের নিউজ থেকে জানলেন যে আগামি দুই-এক ঘন্টাই মার্কেটে উপরে যাবে। তখন আপনি আপানর একাউন্ট খুলে দেখলেন যে মার্কেট তখনও নিম্নমুখি। আপনি আপনার একাউন্টটি ক্ষতির হাত থেকে বা হুমকি থেকে বাঁচাতে স্টপ লস দিয়ে রাখলেন। এতে আপনার একাউন্ট রক্ষা পাবে এবং বাজার উপরে গেলেও লস হবে না।
-
ফরেক্স এ স্টপ লস ও টেক প্রপিট একটি গুরথপুরন বিষয়। তাই আমি মনে করি টেক প্রপিট ও স্টপ লস কিভাবা কাজ করে এটি আমার ফরেক্স এর ডেম ট্রেড করে শিখতে পারি , যা আমাদের জন্য সয়াহক হবে। ফরেক্স ট্রেড এ টেক প্রপিট ও স্টপ লস দিয়ে রাখলে অনেক কাজে দিবে। কেননা কেউ যদি টেক প্রপিট দিয়ে রাখে তাহলে তার ট্রেডটি ওই খানে গিয়ে স্টপ হয়ে থকবে, স্টপ লস দিয়ে রাখলে ওই খানে এসে স্টপ হয়ে যাবে । তাই এর গুরত অনেক ।:happy:
-
স্টপ লস, টেক প্রফিট বা মানি ম্যানেজমেন্ট হল আপনার ফরেক্সে টিকে থাকার প্রধান উপায়। কারণ আপনার মার্কেট এনালাইসিস যদি ভুল হয় আর মার্কেট যদি আপনার বিপরীত দিকে যাওয়া শুরু করে তাহলে আপনি কিন্তু ঠেকাতে পারবেন না এমনকি আপনার ব্যালেন্স জিরোও হতে পারে। তবে যদি আপনার স্টপ লস সেট করা থাকে তাহলে আপনার লসের পরিমান কম হবে। আবার অনএকক সময় দেখা যায় আপনি এনালাইসিস করে বের করলেন যে মার্কেট ১০০ পিপস মুভ করবে। করলও তাই। ১০০ পিপস যাওয়ার পর আপনার মনে হবে এত দূর যখন আসছে আরেকটু মার্কেট এ থাকি আরেকটু মুভ করুক। কিন্তু মার্কেট কোন কারণে বিপরীত দিকে গেল। তখন আপনার কিছুই করার থাকবে না। কিন্তু আপনার যদি টেক প্রফিট সেট করা থাকত তাহলে ওখান থেকে আপনি ১০০ পিপস লাভ করতে পারতেন।
-
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স মার্কেট এ বিশেষ গুরুত্ব বহন করে। এবং ফরেক্স মার্কেট এ সবচেয়ে পরিচিত শব্দ। আমরা যদি কোন ট্রেড ওপেন করে বসে থাকি তাহলে মার্কেট কখন ট্রেড এর বিপরীতে যাচ্ছে তা দেখে তাকার জন্য পিসি নিয়ে বসে থাকতে হবে, এখন যদি আমরা স্টপ লস বা টেক প্রফিট সেট করে দিই তাহলে আর বসে থাকতে হবে না, ট্রেড অটোমেটিক বন্ধ হইয়ে যাবে।
-
ফরেক্স এ টেক প্রপিট ও স্টপ লস একটি গুরতপূন বিষয় আমি মনে করি আপনি জখন ট্রেড করবেন তোখন আপনাকে আপনি স্টপ লস ও টেক প্রপিট দিয়ে রাখা ভাল। আমি যদি ট্রেড করি ১ ডলার এর সে জন্যে আমাকে টেক প্রপিট ও স্টপ লস দিলে আমার লস আমি সেট করে দিলে আমি বেশী লস করবো না। তাই আমি মনে করি ফরেক্স টেক প্রপিট ও স্টপ লস এর গুরত্ত অনেক বলে আমি মনে করি ।:bravo:
-
s/L and T/P যদি আপনি না ব্যবহার করে ট্রেড করেন তাহলে দুই ধরনের সমস্যা হতে পারে।
1) account balance 0 হয়ে যেতে পারে কোন প্রকার আপনাকে অবগতর দরকার হবে না।
2) যেমন ধরুন আপনি T/P set করে রাখেন নাই তাহলে মার্কেট এমন হতে পারে 200 pip up এ গিয়ে সাথে সাথে down এ চলে এসেছে, ফলাফল কি হলো আবার লসে চলে আসল। লাভ তো হলোই না বরং লস। আর যদি T/P set করতে রাখতেন তাহলে কিন্তু 200 pips আপনার প্রফিট।
-
আসলে ফরেক্সে আমরা যখন লং ট্রেড করি তখন স্টপ লস ও টেকপ্রফিট খুবই গুরুত্বপূর্ণ। কারন স্টপ লস এর ম্যাধমে আপনি লসে থাকা ট্রেডটি অটো ভাবে ক্লোজ এর টার্গেট দিয়ে রাখতে পারেন তেমনি টেকপ্রফিট এর ম্যাধমে আপনি লাভে থাকা ট্রেড অটো ভাবে ক্লোজ এর টার্গেট দিয়ে রাখতে পারেন।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে একাউন্টকে ঝুঁকির হাত থেকে বাঁচাতে স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ণ। ধরুণ আপনি ফরেক্স মার্কেটে বাই করলেন। তখন হয়ত আপনি ফরেক্স মার্কেটের নিউজ থেকে জানলেন যে আগামি দুই-এক ঘন্টাই মার্কেটে উপরে যাবে। তখন আপনি আপানর একাউন্ট খুলে দেখলেন যে মার্কেট তখনও নিম্নমুখি। আপনি আপনার একাউন্টটি ক্ষতির হাত থেকে বা হুমকি থেকে বাঁচাতে স্টপ লস দিয়ে রাখলেন। এতে আপনার একাউন্ট রক্ষা পাবে এবং বাজার উপরে গেলেও লস হবে না।
-
স্টপ লস সকল ট্রেডার এর ব্যবহার করা উচিত। ফরেক্স একাউন্ট টিকিয়ে রাখতে চাইল স্টপ লস এর ভূমিকা অপরিসীম। আমি আমার একাউন্ট কয়েকবার শুন্য করে ফেলেছি। স্টপ লস না দিলে বরং আমাদের মাথায় আর ও টেনশন থাকে। টেনশন এর কারনে রাতে ঘুমাতেও অসুবিধা হয়। আর স্টপ লস ব্যবহার করলে এই রকম হয় না।
-
হ্যা আমি মনে করি সকল ট্রেডারের উচিত স্টপ লস ব্যবহার করা কারণ স্টপ লস যদি আপনি ব্যবহার না করেন তাহলে হয়তো আপনি ফরেক্স মার্কেটে বড় ধরনের লসে পরিণত হতে পারে আপনার ট্রেডিং এ্যাকাউন্ট। অনেক সময় দেখা যায় স্টপ লস না থাকায় মার্কেট বিভিন্ন নিউজ এর কারণে বিভিন্ন পেয়ার বেশি মুভমেন্ট করে থাকে এমনকি যে পেয়ারটিতে ট্রেড ওপেন করেছেন সেটি যদি বেশি মুভমেন্ট করে তাহলে হয়তো আপনার স্টপ লস না থাকায় লস খেয়ে যেতে পারেন বেশি, যদি মার্কেট আপনার বিপরীতে যায়। এজন্য স্টপ লস এবং টেক প্রফিট প্রতিটি ট্রেডারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
ফরেক্স থেকে সবসময় লাভ করতে না পারলেও ফরেক্স ট্রেডিং করে আপনি একটা সুবিধাজনক অর্থ আয় করতে পারবেন। এ ব্যপারে আপনাকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে সাধারন জ্ঞান থাকতে হবে এবং কমপক্ষে ৬য় মাস ডেমো ট্রেডিং করতে হবে। ডেমো ট্রেডিং এ সফলতা পাবার পর আসল ট্রেডিং করতে হবে। তাহলে যদি লাভ করতে পারেন।
-
ফরেক্স মার্কেট স্টপলস এবং টেকপ্রফিট এর গুরুত্ব অনেক বেশি অনেক অবিজ্ঞ ট্রেডার স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করে থাকে।স্টপ লস ব্যবহার করার ফলে অনেক টাকা লস হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়।আপনে ট্রেড করলেন বাইতে মার্কেট অন্য দিকে মূভ করলো আপনে স্টপ লস ব্যবহার করলেন না এতে করে আপনার অনেক টাকা লস হয়।তাই আমি মনে করি প্রত্যেক ট্রেডারের স্টপ লস এবং টেকপ্রফিট ব্যবহার করা উচিত।
-
আমি মনে করি প্রত্যেক ট্রেডারের জন্য স্টপ লস এবং টেক প্রফিট সবচেয়ে গুরুত্বসহকারে বিবেচনা করা উচিত, কেননা এই স্টপ লস এবং টেক প্রফিট আপনার ট্রেডিং এর ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করে। আর এই জন্যই বৃদ্ধি করবে আপনি যখন এই মার্কেটে কোন ট্রেড ওপেন করার সাথে সাথে যদি টেক প্রফিট বা স্টপ লস ব্যবহার করেন তাহলে আপনার মধ্যে লোভ এবং ধৈর্য্য দুটোই নিয়ন্ত্রণে থাকবে, যা আপনার ফরেক্স মার্কেটে মানি ম্যনেজমেন্টকে সচল রাখতে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।
-
ফরেক্স এ স্টপ লস এবং টেইক প্রফিট খুবই গুরুত্বপূর্ণ এককথায় বলা যায় এরা আপনার বন্ধু। কারন আপনি যখন ট্রেড ওপেন করেন তখন মার্কেটের অবস্থা জেনে ট্রেড ওপেন করেন কিন্তু আপনার কোন নির্ধারিত কিছু থাকে না যে ট্রেড কখন ক্লোজ হবে আপনি কত পিপস লাভ করতে চান। ফলে মার্কেটের অবস্থা পরিবর্তন হলে আপনার একাউন্ট 0 হযে যেতে পারে। আর আপনার নির্দিষ্ট করা থাকলে ঐ অবস্থানে এসে ট্রেড নিজে নিজেই ক্লোজ হয়ে যাবে। সে ক্ষেত্রে আপনার একাউন্ট 0 হওয়ার সম্ভাবনা নেই।
-
স্টপ লস আর টেক প্রফিট এর গুরুত্ব অসীম। আপনি স্টপ লস ব্যবহার না করলে হয়ত অনেক বড় লসের শিকার হতে পারেন। আবার টেক প্রফিট হচ্ছে যে আপনি যে লাভের আশা করেন মার্কেট সেই লাভে হিট করে আবার কমে যেতে পারে। তাই ট্রেড নিলে স্টপ লস আর টেক প্রফিট ব্যবহার করা উত্তম।
-
ফরেক্স মার্কেট এ আপনি টিপি ব্যবহার করেন আর নাই করেন আপনাকে স্টপ লস ব্যবহার করতে হবে কারন আপনি যখন স্টপ লস ব্যবহার করবেন না তখন আপনি আপনার অ্যাকাউন্ট এ লস এর কোন লিমিট রাখলেন না তার কারন এ আপনার অ্যাকাউন্ট এ বড় ক্ষতি হতে পারে তাই স্টপ লস দিয়ে ট্রেড করতে হবে তাহলে আপনার লস হলে আপনার অ্যাকাউন্ট এর ১ % বা ২% লস হবে
-
ফরেক্স ট্রেডিংয়ে স্টপ লস এবং টেক প্রফিটের গুরুত্ব অসীম।ফরেক্স মার্কেটে অবশ্যই স্টপ লস ব্যাবহার করতে হবে।কারন স্টপলস আপনার পুজি সুরক্ষিত রাখতে সাহায্য করবে।আর মানুষ ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিটের আশায় সুতরাং ট্রেড প্রফিটে গেলে প্রফিট গ্রহন করতে হবে।তা না হলে টেনশন থাকে কখন কি হয় ?
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন । অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে । *আর টেক প্রফিট হচ্ছে অতিরিক্ত লোভ না করে একটি নির্দিষ্ট লক্ষমাত্রা নিয়ে ট্রেডটি আপনা আপনি বন্ধ করে দেওয়ার একটি কৌশল ।
-
আপনি রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন। এবং এটা সম্পূর্ণ আপনার ইচ্ছের উপর নির্ভর করবে। তবে স্টপ লস দিয়ে ট্রেড করার অভ্যাস গড়ে তুলতে পারলে আপনার ক্ষতির কিংবা লসের সম্ভাবনা অনেকাংশে কম থাকবে, আর এটার মাধ্যমে আপনি মানি ম্যানেজম্যান্ট কিভাবে করতে হয় সেটার আংশিক কিছু ধারণাও পাবেন। সুতরাং ট্রেডিং এ সব সময় স্টপ লস এবং টেক প্রফিট সেট করে কাজ করুন।
-
স্টপ লস ছাড়া ট্রেড মানে বৈঠা ছাড়া নৌকা। বৈঠা ছাড়া নৌকর যেমন কোন ঠিক ঠিকানা বা নিশ্চয়তা দিতে পারবেন না, তেমনি এসএল ছাড়া ট্রেডের কোন ভরসা নেই। সামান্য লটের যে কোন এসএল ছাড়া ট্রেড আপনার একাউন্ট জিরো পর্যন্ত করে দিতে পারে। ট্রেড এ এসএল দিলে আপনার মানি ম্যানেজমেন্ট সহজ হয়। এখন সিদ্ধান্ত আপনার। বৈঠা ছাড়া নৌকায় থাকবেন নাকি বৈঠা নিয়ে সামনে এগুবেন।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্সের খুবই গুরুত্বপূর্ন ট্রেডিং টুলস। স্টপ লস এমন একটি ট্রেডিং টুলস যা আপনাকে অনাকাঙ্খিত ক্ষতির হাত থেকে বাচাতে পারে। আমরা সবসময় মার্কেটে থাকতে পারিনা, তাই মার্কেট যদি খুব বেশি বিপরীতে যায় এবং তখন যদি আমরা মার্কেটে না থাকতে পারি তবে অনেক বেশি লসের সম্ভাবনা থাকে। এটা এড়াতেই স্টপ লস ব্যবহার করা হয়। আবার টেক প্রফিট দেয়া থাকলে মার্কেট আপনার কাঙ্খিত লাভের কাছে যখন যাবে তখন ট্রেড লাভ নিয়ে আপনা আপনিই ক্লোজ হয়ে যাবে।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট এর গুরুত্ব অপরিসীম ।একজন ট্রেডার যখন ট্রেড এন্ট্রি নেয় তখন স্টপ লস এবং টেক প্রফিট সেট করে দিতে পারি যাতে ট্রেড থেকে কি পরিমান লাভ অথবা এই ট্রেড থেকে কতটুকু লস করব ।এর ফলে ট্রেড সয়ংক্রিয় ভাবে লাভ অথবা লস এ ক্লোস হয়ে যাবে।তাই বলা যায় টেক প্রফিট এবং স্টপ লস এর গুরুত্ব অনেক।
-
স্টপ লস এবং টেক প্রফিট এই দুটি অপশন আমাদের ট্রেডিং প্লাটফমে আমাদের ট্রেড করার ক্ষেত্রে দারুন ভাবে আমাদের সহায়তা করে থাকে। কোন ট্রেড ওপেনের পর মার্কেট ঐ ট্রেডের প্রতিকূলে গেলেও যেন বড় ধরনের লসের মুখে গিয়ে না পরতে হয় সে জন্য স্টপ লস অপশন ব্যবহার করে নিশ্চত থাকা যায় অন্য দিকে ট্রেড ওপেনের পর মার্কেট প্রাইজ ঐ ট্রেডের পক্ষে কত পিপস উঠলে ট্রেড আপনা আপনি ভাবে কোজ করতে চান তা টেক প্রফিট অপশনের মাধ্যমে খুব সহজেই করা সম্ভাব হয়।
-
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স এর একটি গুরত্বপূর্ণ অধ্যায়।কেননা ভবিষ্যত অনিশ্চিত,মার্কেট কোন দিকে ঘুরবে কোন এনালাইসিস ১০০% কার্যকারিতা করেনা।তাই উচিত একটি নিদিষ্ট পরিমান লাভ লস সেট করা,তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার সময়ে বিভিন্ন টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করে স্টপ লস এবং টেক প্রফিট সেট করে দেওয়া উচিত।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একজন ট্রেডার যখন ট্রেড এন্ট্রি নেয় তখন স্টপ লস এবং টেক প্রফিট সেট করে দিতে পারে। তাতে করে দেখা যায় ট্রেড থেকে কি পরিমান লাভ অথবা এই ট্রেড থেকে কতটুকু লস হবে ।আর এর ফলে ট্রেড সয়ংক্রিয় ভাবে লাভ অথবা লস এ ক্লোস হয়ে যাবে।তাই বলা যায় টেক প্রফিট এবং স্টপ লস এর গুরুত্ব অনেক।
-
আমার মতে স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্সে এটি খুবই গুরুত্ত বহন করে ধরুন আপনি বিভিন্ন এনালাইসস, বিভিন্ন অর্থনৈতিক নিউজ বা ফরেক্স সমন্ধে আরো বিস্তারিত জেনে মনে করলেন যে আগামী ১ঘন্টা বাজার উপড়ে যাবে এবং আপনি সেই ভাবে বাই এ ধরলেন কিন্তু দেখা গেল যে আপনি ধরার পরে বাজার নিম্নমুখি তখণ আপনি একটি নির্দিষ্ট স্টপ লস দিয়ে রাখলে এর বেশি আপনার লস হবে না।