-
লোভ মানুষের জীবন শেষ করে দেয়। তবে আপনি এমন কোন লোক পাবেন না যে যে কন বিষয়ে লোভ করে না সবাই লোভ করে। কিন্তু আপনি যদি ফরেক্স মার্কেট লোভ করে ট্রেড করতে যান তবে আপনি ফরেক্স মার্কেটে আপনার সর্বশ হারাতে পারেন কারন লোভে পাপ আর পাপে মৃত্যু হয় বলে আমরা জানি।
-
ফরেক্স মার্কেট এ লস করার অন্যতম কারন হলো লোভ করা।আপনি যত বেশি লোভ করবেন তত বেশি রিস্ক এ হবে আর তখন আপনার মানি ম্যানেজমেন্ট এর কথা ভুলে যাবেন ঠিক তখনি আপনার ব্যালান্স যিরো হয়ে যাবে।আপনি যদি লোভ না করেন তাহলে আপনার কখনো বড় ধরনের লস যাবে না। তবে লাভ করতে হলে আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে যখন আপনি দক্ষ হবেন তখন আপনি তখন লস আর হবে না।
-
আমি মনে করি লস আমাদের নিজেদের কারনেই হয়। লস হওয়ার অনেক রকম কারন থাকতে পারে। যখনই আমরা ইমোশনাল হয়ে ট্রেড করি, তখনই আমাদের বেশির ভাগ লস হয়ে থাকে। ট্রেডে কখনোই ইমোশনাল হওয়া চলবে না। একজন ট্রেডার যদি পরিপূর্ন ভাবে মার্কেট এ্যানালাইসিস করে, ইমোশনাল না হয়ে, লোভ না করে, অতিরিক্ত ঝুকি না নিয়ে ট্রেড করে তাহলে লসের সম্ভাবনা খুবই কমে যায়।
-
ফোড়েক্স মাকেটে আমি মনে করি লস এর কারন হল লোভ ফরেক্স মাকেট থেকে যে বেশি লোভ করবে সে লস করে | আদক্ষতা থাকে অবস্থায় ফরেক্স মাকেটে ট্রেড করলে লস হতে পারে| ফরেক্স মাকেট থেকে অনেকে আয় করছে আবার অনেকে লস করছে যদি ফরেক্স মাকেটে দক্ষতা থাকে তবে লস হবে কম |
-
ফরেক্স মার্কেটে লস করার প্রধান কারন হল অতিরিক্ত লোভ করা।এই লোভের কারনে বেশিরভাগ ট্রেডার রা মুল্ধন হারাই।তারা ভুলে যাই মানি ম্যানেজম্যান্ট করা ভুলে যাই।তাই আমাদের লোভকে ত্যাগ করা উচিত যাতে আমরা ব্যালেন্স কে টিক্যে রাখতে পারি।
-
আমি মনে করি ফরেক্স মাকেটে লস এর অন্যতম কারন অদক্ষতা ফরেক্স মাকেটে করার আগে দক্ষতা অজন করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন | আপনি যদি ফরেক্স মাকেট সম্পরকে ধারনা না রাখেন তবে আপনি লস করবে ফরেক্স মাকেটে থেকে আয় করা অনেক কথিন আমি মনে করি |
-
লস করার প্রধান কারন হচ্ছে ফরেক্স এর মেইন রুলস গুলো না মেনে চলা, ফরেক্স মার্কেট সম্পরকে কোন আইডিয়া না থাকা, উলটা পাল্টা ভাবে ট্রেড ওপেন করা,মানিমেনেজমেন্ট এর দিকে ফ্লও না করা,বেশি লোভ করা। ভাল সিগ্নাল না পেয়ে ট্রেড ওপেন করা,এক দিনে ওভার ট্রেড করা,বিবিন্ন ইনডিকেটর ইউস করা......।।
-
ফরেক্স মার্কেটে লসের অনেক কারণ আছে তা র মধ্য অন্যতম মার্কেটে এনালাইসিস । আপনি যদি এনালাইসিস করে মার্কেটে ওপেন করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই কম । আর যদি এনালাইসিস না করে মার্কেটে ওপেন করেন তাহলে আপনার লসের সম্ভাবনা খুবই বেশী এমনকি ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা রাখে । তাই যখনই মার্কেট ওপেন করতে যাবেন তখন নিউজ ও মার্কেটে এনালাইসিস করবেন ।
-
লস করার কারন হল যে,
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) পরিশ্রম ও র্ধৈয্যে অভাব
৪) মার্কেট এনালাইসিস না করা
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা।
-
লস করার অনেক গুলো কারন আছে ।যথা-
১।অতিরিক্ত লটে ট্রেড ওপেন করা।
২।মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করা
৩।মানি ম্যানেজম্যান্ট ঠিক না রেখে ট্রেদ করা
৪।ট্রেড সম্পর্কে ওভার কনফিডেন্স দেখানো।
-
ফরেক্স এ লস করার প্রধান কারন ভালভাবে ফরেক্স না শিখে ট্রেড করা।তাছাড়া অধিক লোভ,এলোমেলো ট্রেড ধৈর্য্যশিল না হওয়া মানিম্যানেজমেন্ট এবং মার্কেট এনালাইসিস না করা ফরেক্স এ লসের কারন। ফরেক্স এ সফল হতে হলে উপরিউক্ত বিষয় গুলো দিকে খেয়াল রেখে ট্রেড করতে হবে।
-
ফরেক্স খুব সহজ কিছু না। ফরেক্স করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান থাকা লাগবে। না বুঝে ট্রেড করলে, আবেগের সাথে ট্রেড করলে, খুশি মত ট্রেড করলে ফরেক্সে লস হয়। ফরেক্স হচ্ছে বুঝার বিষয়, বুঝে চিন্তা ভাবনা করে ট্রেড করলে ফরেক্সে লস এর পরিমাণ খুব কম হয়, অন্য দিকে লাভ বেশি হয়।
-
আমার মনে হয় ফরেক্স ব্যাবসাতে কমবেশি সবাই লস করে, আমাদের লস এর যেসব কারন থাকে সেগুলো আমি আপনাদের সাথে আজ শেয়ার করছি। বেশিরভাগ ট্রেডার লস খাই বেশি লোভ আর ওভার ট্রেড করার জন্য কিন্তূ ওইসব ট্রেডার যদি কোন একটা নির্দিষ্ট নিয়ম মেনে ট্রেড করত তাহলে বেশি লাভ না হলেও লস করত না।
-
অধিকাংশ ট্রেডার ফরেক্স মার্কেটে লস করে লোভের কারনে । শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই এ মার্কেটে লস করে যার ফলে অকালেই অনেকে এই মার্কেট হতে ঝরে পড়ে । মার্কেট থেকে লাভ করা বা লস করা কোন ভাগ্যের ব্যাপার নয় । এটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা, মার্কেট এ্যনালাইসিস, মানি ম্যানেজমেন্ট ইত্যাদির উপর । তাছাড়া ফরেক্স না শিখে না বুঝে অনেকে ট্রেড করার কারনেও লস করে থাকে ।
-
ফরেক্স মার্কেটে লস করার বিভিন্ন কারন আছে তার মধ্যে আমি মনে করি সবচেয়ে বড় কারন হল ফরেক্স মার্কেটে সম্পর্কে ভালমত না জেনে ট্রেড করা। ফরেক্স মার্কেটে লস করার আরও অনেক কারন আছে যেমন অধিকাংশ ট্রেডার ইমোশনাল ট্রেড করে,নির্দিষ্ট ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহার না করা, টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস না করে ট্রেড এন্ট্রি দেয়া, সঠিক মানি ম্যানেজমেন্ট না করা, অতিরিক্ত লোভ করা। এ সব কিছু মিলিয়ে একজন ট্রেডার লস করে থাকে।
-
ফরেক্স মার্কেট এ অনেক কারন এ লস হতে পারে । আপনি কি কারন এ লস করছেন তা আপ্নাকেই খুজে বের করতে হবে আপনি যদি নিজের লস নিজে খুজে বের করতে পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ অনেক ভাল করতে পারবেন । ফরেক্স মার্কেট এ লস হবার অনেক বড় কারন হল নিজের টেড ইং সিস্টেম ভাল করে না বুঝে টেড করা ।
-
লস করার কারন হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) পরিশ্রম না করা ও র্ধৈয্য না ধরা
৪) মার্কেট এনালাইসিস না করা
৫) মানি ম্যানেজমেন্ট না করা
-
আমার মনে হয় লস করার কারন ভাল করে প্রশিক্ষন না নিয়ে ফরেক্স ফোরাম করলে।অর্ডার করতে পারি।কিন্তু আমি যখন বায় অর্ডার করেছিলাম সেটা আমার বিপরিত গেছে তাই তখন আমাকে সেল অর্ডার করতে হবে তাহলে কিছু হলে ও আমার লস কাভার করতে পারবো।সেল অডার তখই দিবেন যখন মার্কেট নামতে থাকবে নিচের দিকে।আমাদের একাউন্ট এ নিরাপত্তার জন্য অনেক ঝুকি কমিয়ে দিতে সাহায্য করে থাকে আমরা চাইলেই যে কেউ পারি আমাদের টার্মিনাল এ স্টপ লস ও টেক প্রফিট এর ব্যাবহার করতে।
-
আমার মনে হয় ফরেক্সে লস করার কয়েকটি কারণ থাকতে পারে। যেমন আপনার পর্যাপ্ত ট্রেডিং সম্পরর্কে দক্ষতা বা অভিজ্ঞার অভাব। আবার আপনি লোভ করলেও লস করতে পারেন। দেখা গেল আপনি পরপর কয়েকবার ট্রেড করে লাভ করলের এই লোভের বশবর্তী হয়ে আপনি পরের বার বড় ট্রেড দিলেন, এতে আপনার লস হতে পারে। তাই ট্রেড দক্ষতা অর্জন করার জন্য ডেমো করার দরকার এবং লোভ সংবরণ করা উচিৎ।
-
ট্রেডিং এর দক্ষতা জ্ঞান এবং কৈৗশলের উপর।মুদ্রার গতিবিধি বিশ্লেষণ,পরিবর্তন,ক্যান্ডেলস্টিক বিশ্লেষণ, বিনিময় হার ইত্যাদি পরিসংখ্যান সম্পর্কে না জানলে ফরেক্সে লস হবে।
-
ফরেক্স মার্কেটে লস করার ভিবিন্ন কারন রয়েছে । ০১ । মার্কেট না বুঝে ট্রেড করা । ০২ । মার্কেট এনালাইসেস না করা । যে যত বেশি মার্কেট এনালাইসেস করবে সেতত বেশি মার্কেটে লাভবান হবে । ০৩ । বেশি বেশি ট্রেড করা আপনি যত বেশি ট্রেড করবেন তত বেশি লস করবেন । তাই ফরেক্স এ কাজ করার পুর্বে আপনাকে আপনাকে মার্কেট ভাল করে এনালাইসেস করে ট্রেড করতে হবে । তাহলে আপনি সাকসেস হবেন ।
-
ফরেক্সে লসের কারন
১। অতিরিক্ত লোভ করা,
২। এনালাইসিস না করা,
৩। একসাথে অধিক ট্রেড রানিং করা,
৪। বড় লটে ট্রেড ওপেন করা,
৫। ছোট টাইমফ্রেম দেখে ট্রেড দেয়া।
ব্যবসা করলে লাভ হবে লস হবে এটাই নিয়ম। লস করলে বুঝা যায় কি কারনে লস হলো ।কোন ভুলের জন্য লস হলো এই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে লস নিয়ন্ত্রন করা সম্ভব। ভুল থেকে আপনি শিক্ষা গ্রহণ না করলে কখনো লাভ করতে পারবেন না।লস হলে মেনে নিতে হবে। তারপর আবার এনালাইসিস করে ট্রেড শুরু করতে হবে।
-
লস করার কয়েকটি কারন আছে তার মধ্যে সবচেয়ে বড় কারন হচ্ছে লট সাইজ বেশি নিয়ে ওভার ট্রেড করা এবং লোভ বেশি করা তাড়াতাড়ী বড়লোক হওয়ার স্বপ্ন দেখা। সুতরাং মাথায় রাখতে হবে যে, this is Forex market
-
সকল ব্যবসায় লাভ লস আছে কিন্তু আপনি ফরেক্স মার্কেট ভাল করে বুঝতে পারলে আপনি লাভবান হতে পারবেন । আপনি যদি মার্কেট বুঝতে পারেন তাহলে আপনার মার্কেটে লস হওয়ার সম্ভাবনা কম যদি আপনার কপাল ভাল থাকে আপনি যখন ট্রেড করবেন ভাল করে মার্কেট এনালাইসেস করে ট্রেড করেন তাহলে মার্কেটে লস হবে না । মার্কেটে লস হওয়ার কারন অনেক তার মধ্যে অন্যতম হলো আপনি মার্কেট এনালাইসেস না করা ।
-
ফরেক্স এ যে কারনে লস গুলো করে থাকে তা হল:
১) লোভ করা
২) বেশী লটে ট্টেড করা
৩) মার্কেট এনালাইসিস না করা
৪) না বুঝে ট্টেড করা
৫) নিউজ না দেখে ট্টেড করা
৬) ও মানি ম্যানেজমেন্ট না মেনে চলা।
-
ফরেক্স ট্রেড করে লস করা আর লাভ করা খুবই সহজ। আপনি দেখবেন যদি আপনার লস হয় তখন আপনার মার্কেট analysis বেড়ে যাবে যার ফলে মাথা নষ্ট হয়ে যায় আর যখন প্রফিট হয় তখন কোন কিছু না বজেই আমরা ট্রেড বন্ধ করে দেই। সবেয়ে বড় ব্যাপার হচ্ছে লসকে মেনে নিতে হবে খুব সহজে তবেই প্রফিট হবে।
-
আসলে অল্প বিদ্যা ভয়ংকর , তাই সবাই লস করে। ভালবাবে বুজে ট্রড করা উচিত,
-
লস করার কারণ হল লোভ করা । অামরা লোভ থেকে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করব । লোভ থেকে অামরা পরিত্রাণ হওয়ার চেষ্টা করব । লোভ ছাড়া সকল কাজেই সফল হওয়া সম্ভব । অামরা বেশী করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে ।
-
আপনি ভালোভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করলে লস হওয়ার কোন সুযোগ নেই। যতদিন আপনি মার্কেট এনালাইসেস না করে ট্রেড ধরবেন তত দিন আপনি ফরোক্স মার্কেটে লস করতে থাকবেন । এই মার্কেটে কাজ করতে হলে আগে আপনাকে লোভ ত্যগ করতে হবে । যত বেশি লোভ করবেন তত বেশি লস করবেন । আর আপনি উদ্দেশ্য বিহীন ট্রেড করলে আপনি মার্কেটে লস করবেন ই । এই জন্য বেশি করে মার্কেট এনালাইসেস করতে হবে ।
-
ফরেক্স এ অনেক কারনে লস করে থাকে তাহল
১) বেশী লটে ট্টেড করা
২) মার্কেট এনালাইসিস না করা
৩) বেশী লোভ করা
৪) ধৈর্য না ধরে ট্টেড করা
৫) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা ইত্যাদি কারনে সাধারন লস গুলো করে থাকে।
-
ফরেক্স এ সবাই সফলতা পায় না। ফরেক্স এ মনস্ত্বাত্তিক কিছু ব্যাপার আছে। যেমন ব্যালেন্স অনুযায়ী মানি মেনেজমেন্ট করা। ওভার ট্রেড না করা। সারাদিন চার্টের সামনে বসে থেকে শুধু ট্রেড করা। আমরা ট্রেড করলেই প্রফিট হবে। এ ধরনের চিন্তা ভাবনা আমাদের লসএর কারন হয়।
-
ফরেক্স এ লসের প্রধান কারন ভাল ভাবে এস্তাদি না করা। এবং ফরেক্স এর শিক্ষা মেনে না ছলা। আপনি সারা মাস অথবা সারা বছর শিখলেন কিন্তু মেনে চললেন না , তাহলে ত আপনি লসেই থাকবেন। ওয়ারেন বাফেত বলেছিলেন , কখন আপনার টাকা লস করবেন না । আর এই কথাটি ভুলে জাবেন না।
-
ফরেক্স মার্কেটে লস করার বেশ কিছু কারণ বিদ্যমান, যেমন:
১. না বুঝে ট্রেডিং এ অংশগ্রহণ
২. পরনির্ভরতা
৩. মানি ম্যানেজমেন্ট এর অভাব
৪. অতিরিক্ত লাভের আশায় মাত্রাতিরিক্ত ট্রেড করা
৫. নিয়িমিত নিউজ না পড়া
৬.অন্যের মন্তব্যে আবেগপরায়ণ হয়ে ট্রেড করা
৭. স্কিলের অভাব
বিশেষত এসব কারণে ফরেক্সে লস হয়।
-
ফরেক্স এ লস করার কারন গুলো হল
1) লোভ করা
2) বেশী লটে ট্টেড করা
3) না বুঝে ট্টেড করা
4) মানি ম্যানেজমেন্ট না মেনে চলা
5) মার্কেট এনালাইসিস না করা
এছাড়া ইত্যাদি আর অনেক কারনে সাধারন লস গুলো করে থাকে।
-
এই মার্কেটে অধিকাংশ ট্রেডার লস করে থাকে তার কারণ হচ্ছে অতিরিক্ত লোভ, না বুঝে ট্রেড ওপেন করা, মার্কেট এনালাইসিস না করা, মানি ম্যনেজমেন্ট বিষয়টি বিবেচনা না করা, নিয়মিত নিউজ ফলো না করা, অতিরিক্ত লাভের আশায় মাত্রাধিক ট্রেড ওপেন করা ইত্যাদি বিভিন্ন কারণে ফরেক্স মার্কেটে অধিকাংশ ট্রেডাররা ফরেক্স মার্কেটে এসে লস খেয়ে থাকে।
-
ফরেক্স মার্কেটে লস করার ভিবিন্ন কারন রয়েছে । ০১ । মার্কেট না বুঝে ট্রেড করা । ০২ । মার্কেট এনালাইসেস না করা । যে যত বেশি মার্কেট এনালাইসেস করবে সেতত বেশি মার্কেটে লাভবান হবে । ০৩ । বেশি বেশি ট্রেড করা আপনি যত বেশি ট্রেড করবেন তত বেশি লস করবেন । তাই ফরেক্স এ কাজ করার পুর্বে আপনাকে আপনাকে মার্কেট ভাল করে এনালাইসেস করে ট্রেড করতে হবে । তাহলে আপনি সাকসেস হবেন ।
-
বিশ্বের যেকোনোও বাবসায় লাভ+লস থাকবেই৷নতুন শিক্ষার্থী ব্যাবসায়ীগণ অনবিজ্ঞতা ও অদক্ষতার কারনে লস করে করে ব্যাবসা শিখবে,অভিজ্ঞ হবে-দক্ষ হবে... এটাই স্বাভাবিক বিষয়৷ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছেন তারা কিন্তু প্রাইস বা মার্কেটের সঠিক,বাস্তব সম্মত ও কার্যকরী কলা কৌশলগুলো কোনো কিছুই না জেনে বুঝে আসছেন৷এজন্য তারা প্রথমদিকে স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷
-
ফরেক্স মার্কেটে আমরা লস করি তার কারণ হচ্ছে অভিজ্ঞতার অভাব। আমরা বেশির ভাগ ট্রেডারই ফরেক্স মার্কেট লস করে থাকি অভিজ্ঞতা না থাকার কারণে। আমার মনে হয় আপনি যদি কোন কিছু থেকে লাভবান হতে চান তাহলে আপনাক আগে উক্ত কাজের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে। এমনকি ব্যবসায়ে সঠিক কৌশল প্রয়োগ সম্পর্কে জানতে হবে। তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। আর বিশেষ করে বেশির ভাগ ট্রেডার কোন অভিজ্ঞতা ছাড়াই লোভ করে অতিরিক্ত ট্রেড ওপেন করে থাকে ফলে তারা বেশির ভাগ সময় লস খেয়ে থাকে।
-
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনাকে প্রথমে অভিজ্ঞতা অর্জন করতে হবে । আপনি উদ্দেশ্য বিহীন ট্রেড করা মানে কোন ধরনের এনালাইসিস ছাড়াই ট্রেড করা । আপনি ভালোভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করলে লস হওয়ার কোন সুযোগ নেই । যখন আপনি এনালাইসেস ছাড়া ট্রেড করবেন তখনি আপনি লসের মুখে পরবেন ।
-
ফরেক্স মার্কেটে লস করার অনেকগুলো কারন রয়েছে এর মধ্যে সবচেয়ে অন্যতম হল মানুষ তার ধৈর্যকে এখানে বেশিক্ষণ ধরে রাখতে পারেনা বিধায় সে রং জায়গায় কোন এনালাইসিস ছাড়াই বেশিরভাগ ট্রেডগুলোতে লস করে বসে। এছাড়াও যদি কোন ব্যক্তি তার মার্কেট সম্বন্ধে সেরকম কোন দক্ষতা না থাকে, কিংবা ভাল কোন স্ট্রাটিজি ছাড়া ট্রেড করে তাহলে এরপর মার্কেটের উপর যদি তার অভিজ্ঞতা অনেক কম থাকে সেটাও একটা কারন এখানে লস করার।