-
আমার মনে হয় ফরেক্স মার্কেটে বেশি ডিপোজিট নিয়ে ট্রেড করলেই যে আপনি লাভবান হবেন তা কিন্তু না।কারন ফরেক্স এমন একটি বিজনেস এখানে শিক্ষা ছারা আয় করা সহজ ব্যাপার না।তাই আমি মনে করি আপনি যদি ফরেক্স না ভুঝেন তাহলে কম ডিপোজিট নিয়েই ট্রেড করতে থাকেন।আর যদি আপনি ফরেক্স মার্কেটে অভিজ্ঞ জ্ঞ্যানী কোশলী ট্রেডার হতে পারেন।তাহলে আপনি বেশি ডিপোজিট নিয়ে ট্রেড করতে পারেন।
-
আমরা ফরেক্স এ ডিপোজিট করি এখান থেকে ব্যাবসা করে সেখান থেকে লাভ করার জন্য । কিন্তু যদি লাভের পরিবরতে লস হয় তাহলে ডিপোজিট কম কংবা বেশি তাতে কোন কাজ ই হবেনা । আমরা যদি বেশি ডিপোজিট করি তাহলে বড় লট ভিলিউম নিয়ে লং ট্রেড করার খ্যেত্রে শুবিধা হয় । আর ডিপোজিট কম হলে ট্রেড যদি লসে যায় তাহলে একাউন্ট জিরো হওয়ার চান্স থাকে । তাই ডিপোজিট করার আগে নিজের অভগ্যতার বিষয়ে নজর রাখুন ।
-
ফরেক্স মার্কেট এ মুল হলো শিখা যদি কেউ না শিখে বেশি ইনভেস্ট করে বড় ধরনের ট্রেড দিয়ে বসে তা হলে বড় ধরনের লসে পড়ে যাবে । প্রথমে শিখুন তার পরে বড় ইনভেস্ট করুন পাফিট অবস্যই বেশি পাবেন ।
-
আমাদের নিজেদের ট্রেড এর উপরে নির্ভর করে আসলে বেসি পরিমানে ডিপোজিট করলেই যে বেসি বেসি প্রফিট হবে এমনটা ভাবা ঠিক নয় কারণ আমরা যদি সঠিক এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে পারি তাহলে কম ডিপোজিট দিয়ে ও নিয়মিত ট্রেড করে প্রফিট করতে পারি লস এর হার কমিয়ে আবার আমরা যদি অনেক বেশি ডিপোজিট দেই কিন্তু ভালো ভাবে এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে না পারি তাহলে লস করে আমাদের ইকুইটি শূন্য হতেও খুব বেশি সময় লাগবে না তাই ডিপোজিট না
-
বেশি ডিপোজিট করলে লসের সম্ভাবনা কম কথাটা ঠিক নয় আসলে ফরেক্স এর লাভ লস নির্ভর করে ফরেক্স টেডিং এর অভিজ্ঞতার উপর। যদি ভালমত এনালাইন্স করে ট্রেড দেওয়া যায় তাহলেই লস কম হবে। তবে বেশি ডিপোজিটে একটি উপকার হল যে যদিও ট্রেড লসে যায় ব্যালেন্স জিরো হবে না একটু দেরি বা ধৈর্য্য ধরলে মার্কেট আবার পূনরায় মুভ করে প্রফিটে আসতে পারে। আর যদি ডিপোজিট কম হয় তাহলে তাড়াতাড়ি ব্যালেন্স জিরো হয়ে যায় এবং তাড়াতাড়ি লস হয়ে যায়।
-
ফরেক্স মার্কেটে বেশি টাকা ডিপোজিট করলেই যে লস হবে না বা লস কম হবে , কিংবা লাভ বেশি হবে , এরকম কোনো গ্যারান্টি নেই। লাভ ও লস পুরোপুরি নির্ভর করে একজন ট্রেডার এর ট্রেডিং দক্ষতা ও স্ট্রাটাজির উপর । ভালো মানি ম্যানেজম্যান্ট ফলো করে কম ডিপোজিট দিয়ে ট্রেড করে একাউন্ট ব্যালেন্স অনেক বাড়ানো যায় । অন্যথায় বেশি ডিপোজিট করেও ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না ।
-
ফরেক্স মার্কেট এ লাব এবং লস দুইটি ই আমাদের নিজেদের ট্রেড এর উপরে নির্ভর করে আসলে বেসি পরিমানে ডিপোজিট করলেই যে বেসি বেসি প্রফিট হবে এমনটা ভাবা ঠিক নয় কারণ আমরা যদি সঠিক এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে পারি তাহলে কম ডিপোজিট দিয়ে ও নিয়মিত ট্রেড করে প্রফিট করতে পারি লস এর হার কমিয়ে আবার আমরা যদি অনেক বেশি ডিপোজিট দেই কিন্তু ভালো ভাবে এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে না পারি তাহলে লস করে আমাদের ইকুইটি শূন্য হতেও খুব বেশি সময় লাগবে না তাই ডিপোজিট না শেখার প্রতি জোর দিতে হবে তাহলে প্রফিট এমনিতেই হবে একদিন
-
ফরেক্স অ্যাকাউন্ট এ বেশি ডিপোজিট করলে যে লসের সম্ভাবনা কম হবে এমন কোন কথা নেই। ফরেক্স অ্যাকাউন্ট এ ডিপোজিট যত বেশি হোক না কেন লাভের পাশাপাশি লস হতেই পারে। তবে অ্যাকাউন্ট এ বেশি ডিপোজিট করলে ভুল ট্রেডের কারনে অ্যাকাউন্ট জিরো হবার সম্ভাবনা কম থাকে। তাই ফরেক্স অ্যাকাউন্ট বেশি ডিপোজিট করলে অনেক প্রফিট করা সম্ভব।
-
ফরেক্স মার্কেট এ আমরা যদি সঠিক এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে পারি তাহলে কম ডিপোজিট দিয়ে ও নিয়মিত ট্রেড করে প্রফিট করতে পারি ।আবার লস এর হার কমিয়ে আমরা যদি অনেক বেশি ডিপোজিট দেই কিন্তু ভালো ভাবে এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে না পারি তাহলে লস করে আমাদের ইকুইটি শূন্য হতেও খুব বেশি সময় লাগবে না ।
-
বেশি ডিপোজিট কখনোই লসের পরিমান কমবেনা সর্বোচ্চ লসের পার্সেন্টেজ কমাতে পারে। এখানে মূল হচ্ছে লসের পার্সেন্টেজ। অতয়েব লসের পার্সেন্টেজ মানি ম্যানেজমেন্টের মাদ্ধমে কমাতে হবে। বিনিয়োগের সাথে বিনিয়োগ যোগ করে লস কমাতে গেলে তৎক্ষণাৎ হয়তো আত্মরক্ষ করা যাবে কিন্তু পরবর্তীতে তও হারানোর আশংকা থাকবে।
-
আপনি যদি বেশি ডিপোজিট করে বেশি ট্রেড ওপেন করেন তাহলে তো লসের সম্ভাবনা বেশি থাকবে মানি মেনেজমেন্ট বুঝে ট্রেড করতে হবে । কম ট্রেড ওপেন করেন এবং ওপেন করা ট্রে গুলো পজেটিভ হওয়ার পর ক্লোজ করে নতুন টেড ওপেন করেন তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন ।
-
এরকোম কোন ধারনাই নিজের মধ্যে রাখা ঠিক না । কেননা আপনি কিভাবে ভাবলেন যে বেশি ডেপোজিট এর কারণে আপনি লস এর সম্ভবনা কম রাখতে পারেন । ডিপোজিট এর সাথে লস বা লাভের কোন সর্ম্পক নেই । আপনি চাইলে কম ডিপোজিট করেও ভাল মতো ট্রেড করে লস এর পরিমান একদম কম রাখতে পারেন ।
-
ভাই ফরেক্স এমন একটি মাকেট আপনার লস হতে পারে সহজে আবার লাভ হতে পারে সহজে | আপনি যদি ফরেক্স মাকেটে পতিনিয়ত করেন তবে আপনার লাভ হবার সম্ভাবনা বেশি কারন আপনি ফরেক্স মাকেট কখন দাম উথবে বা কমবে সে সম্পরকে আপনার একটা ধারনা হয়ে যাবে | আপনি যত বেশি ডিপজিট করবেন আপনার লাভ ও তত বেশি হবে|
-
আমি মনে করি ফরোক্স মার্কেটে আপনি যদি অভিজ্ঞ ট্রেডার হন তাহলে কম দিপোজিটে ও ট্রেড করতে পারবেন। আবার বেশি ডিপোজিট থাকলে আপনি একটি সুবিধা পাবেন তা হলো আপনি চিন্তা মুক্তভাবে ট্রেড করতে পারবেন। আপনার যদি কম ডিপোজিট থাকে তাহলে ট্রেড ওপেন করার সময় কম ভলিউমে ট্রেড ধরতে হবে।
-
ফরেক্সে বেশি ডিপজিট করলে লসের সম্ভাবনা অনেক কম থাকে । ফরেক্সে যারা কাজ করে তাদের ত্রেডের মাধ্যমে ফরেক্সে লাভ করে টাকা আয় করতে হয় । তাই ট্রেডিং দক্ষতা ভাল থাকতে হয় । ফরেক্সে ট্রেড করার সময় ডলার কম থাকলে বেশি ভলিউম দিয়ে ট্রেড করতে হলে অনেক রিক্স হয়ে যায় । তাই বেশি ডলার থাকলে এই ভয় থাকে না । লস হলেও সেটা কম হয় আর একাউন্ত বেচে থাকে । তাই বেশি ডিপজিট করলে লসের সম্ভাবনা কম থাকে ।
-
আমি মনেকরি এই চিন্তা জারা করে তারা একবারেই বোকা।কারণ ফরেক্স মার্কেট এ কারা লস করে জারা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানেনা।যে লস করবে সে এমনিতেই লস করবে পূঁজি জতই হোক না কেন।আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে চান তাহলে আপনি যেকোনো পূঁজি দিয়ে ট্রেড করে আয় করতে পারবেন।তবে তার জন্য আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে হবে।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য মাত্র ১০০ ডলার ডিপোজিট করি।
-
আমার অভিজ্ঞতার দ্বারা বুঝি ফরেক্স মার্কেটে বেশি ডিপোজিট করলে বেশি প্রফিট পাওয়া যাবে এবং লসের সম্ভাবনা কম, এমন ধারণ ঠিক নয়। আপনি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে সময়মত ট্রেড এন্টি নিতে পারলে কম ডিপোজিটেও বেশ ভাল প্রফিট করতে পারবেন। তাই আমার মনে হয় ট্রেড করে প্রফিট এর জন্য দরকার দক্ষ অভিজ্ঞতা। দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে কম বা বেশি ডিপোজিট করেই আপনি ভাল প্রফিট পেতে পারেন।
-
বেশী ডিপোজিট করলে লসের সম্ভাবনা কম থাকে না । কারণ আসল হল দক্ষতা । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী লাভবান হতে পেরেছে । আমরা সব সশয় বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আমরা আগে দক্ষতা অর্জন করব তারপর ডিপোজিটের দিকে লক্ষ্য রাখব তাহলেই উন্নতি হবে ।
-
হে ভাই আমি কিছুটা হলেও মনে করি বেশি ডিপোজিট করলে লসের সম্ভাবনা কম থাকে তবে তার আগে ভাল মানি ম্যানেজমেন্ট রল অনুসরণ করতে হবে আর তা না হলে রিস্ক থেকেই যায়
-
ফরেক্স মার্কেটে আপনার লাভ করার ক্ষমতা নির্ভর করে আপনার ট্রেডিং অভিজ্ঞতার উপর। আপনি যদি র্পথিবীর সব টাকা নিয়েও ট্রেড করেন আর আপনার যদি কোন অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার একাউন্ট জিরো হতে খুব বেশি সময় লাগবে না। তাই বাজে চিন্তায় মন না দিয়ে ডেমোতে টেকনিক্যাল এনালাইসিসের উপর টেডিং গবেষণা করুন।
-
বেশি ডিপোজিট করলে যে আপনার লসের সম্ভবনা হবে এমন কোন কথা নেই।মানি ম্যনেজম্যান্ট আপানার একাউন্ট ঠিক রাখতে পারে।আপনি যদি মার্কেট সম্পর্কে অদক্ষ হন তাহলে আপনার ব্যালেন্স ০ হতে সময় লাগবে না।আপনার ব্যলেস্নের উপর ২০% পার্সেন্ট ঝুকি নিতে পারেন ট্রেডে।
-
আসলে ফরেক্স মার্কেটে বেশি ডিপোজিট করলে বেশি প্রফিট পাওয়া যাবে এবং লসের সম্ভাবনা কম, এমন ধারণ ঠিক নয়। আপনি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে সময়মত ট্রেড এন্ট্রি নিতে পারলে কম ডিপোজিটেও বেশ ভাল প্রফিট করতে পারবেন। তাই আমার মনে হয় ট্রেড করে প্রফিট এর জন্য দরকার দক্ষ অভিজ্ঞতা। দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে কম বা বেশি ডিপোজিট করেই আপনি ভাল প্রফিট পেতে পারেন। ত*বে বে*শি ডি*পো*জিট অ*নেক সময় একাউন্ট জি*রোর হাত থে*কে রক্ষা ক*রে।
-
ফরেক্স মার্কেট এ কম ডিপোজিট নিয়ে আয় করা যাই যদি মার্কেট এ দক্ষ ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তোলা যাই।কিন্তু ফরেক্সে নতুন ট্রেডাররা এসে মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড ওপেন করে তাই তাদের বড় ডিপোজিট হারিয়ে ফফেলে। তাই মার্কেট সম্পর্কে আগে ভাল ককরে বুঝে নিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে।
-
ডিপোজিট বেশি থাকলেই যে লস কম হবে এমন কোন কথা নেই। এখানে আপঅনি যত ইনভেস্ট করুন না কেন আপনি যদি না জানে ন ফরেক্স সম্পর্কে তাহলে আপনি লস খাবেন। যদি ফরেক্স ভাল ভাবে জানেন তাহলে কম ব্যলেন্স দ্দিয়েও প্রফিট করা যায়।
-
ফরেক্স এ লাভ ও লস নির্ভর করে, ফরেক্স এর সঠিক শিক্ষা, ধৈয্য, সঠিক ভাবে কাজ করা, লোভ না করা ইত্যাদির উপর। কত টা ডিপোজিট করা হল এই উপর লাভ লস নির্ভর করেনা। তবে বেশি ডিপোজিট করলে বেশি বেশি ট্রেড করা যায়, সঠিক ভাবে বেশি ট্রেড করলে ভাল টাকা লাভ হতে পাতে।
-
ফরেক্স মাকেট হোল লাভ লস এর খেলা ফোড়েক্স মাকেট করতে হলে আর ফরেক্স থেকে আয় করতে হলে আমি মনে করি লস বা লাভ আপনাকে করতে হলে পারে | আপনি ফরেক্স মাকেটে দক্ষ হন তবে আপনি লাভ করতে পারবেন আর যদি দক্ষ না হন তবে আপনি লস করবেন |
-
বেশি ডিপজিট করলে লসের সম্ভবনা কম থাকে না কারন আপনি যদি সঠিক ভাবে মানি ম্যানেজম্যান্ট না করেন তাহলে আপনার ব্যালেন্স যত বেশি হক না কেন টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।তাই ব্যালেন্স যাই হক না কেন আপনি মানি ম্যানেজম্যানট ঠিক রেখে ট্রেড ওপেন করুন।
-
এটা আসলে একধরনের ভুল ধারণা যে বেশি ডিপোজিট করলে বেশি লসের সম্ভাবনা থাকে । এই বিষয়টা আলোচনার পূর্বৈ আমাদের আগে দেখতে হবে যে কোন জিনিসটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই । একজন মানুষ তো এক মুহুর্ত পরে মরেও যেতে পারে । আসলে এই ধরনের মনস্তাত্বিত দ্বন্দ্বগুলো আমাদের ভাল সিদ্ধান্ত নিতে দেয় না । একজন ট্রেডার অনেক ডলার ইনভেস্ট করবে এবং সে অনুযায়ী ভালভাবে ট্রেড করবে আর এটাই হতে হবে তার একমাত্র লক্ষ্য ।
-
বেশি ডিপোজিট করলেই যে লসএর সম্ভাবনা কম তা কিন্তু নয়। আপনি বেশী ডিপোজিট করলেও লস খেতে পারেন। আর তাই আমি মনে করি যদি না শিখে ফরেক্স ট্রেড করা শুরু করা হয়, তাহলে বেশী থাকলেও আপনার লস হতে পারে।
-
লাভ লসের ক্ষেত্রে ডিপোজিট কোন ব্যাপার নয়। আসল কথা হল আপনার ট্রেডিং কৌশল। আপনার কৌশলের উপরই নির্ভর করে আপনার লাভ লস। তবে বেশি ডিপোজিট করলে মনে অনেক সাহস থাকে। তাই বলে আপনি যদি অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করেন তাহলে আপনার লসের সম্ভাবনা বেশিই থাকবে। তাই অল্প ডিপোজিট হোক বা বেশি ডিপোজিট যাই হোক না কেন আপনাকে মার্কেট এ্যানালাইসিস করে তারপরে ট্রেড করতে হবে।
-
ফরেক্স ট্রেড এ প্রফিট এবং লস ট্রেডারের অভিজ্ঞতা এবং অনভিজ্ঞতার কারনে হয়ে থাকে।ট্রেডার দক্ষ হলে অল্প ডিপজিটে ট্রেড করেও প্রফিট করতে পারে, আর অদক্ষ ট্রেডার বেশি ডিপজ়িট করলেও অপারগতার কারনে একাউন্ট জীর করে ফেলতে পারে। তবে অনেক বেশি ডিপজ়িট থাকলে এবং বড় লটে ট্রেড দিলে লস হলেও েকাউন্ট জিরো হয় না তবে লসের সম্ভাবনা কমে না।ডিপজিট কম বা বেশি যাই হোক লস একই হারে হতে থাকে।
-
ফরেক্সে বেশি ডিপোজিট করলে লাভের সম্ভাবনা অনেক বেশি , লসের সম্ভাবনাও বেশি, তবে আপনি যদি দক্ষতার সাথে ট্রেড করেন আমি আশা করি আপনার লসের সম্ভাবনা তখন অনেক কমে যাবে। কিন্তু বেশি ডিপোজিট দিয়ে যদি আপনি অনেক বড় বড় লটে ট্রেড শুরু করেন তখন আপনার লস নয় শুধু ব্যালেন্স ০০ হয়র যেতে পারে।
-
আমার মনে হয় যে ফরেক্স মার্কেট এ বেশী ডিপোজিট করলে ফরেক্স মার্কেট থেকে আয় করা যাবে এবং ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা কম থাকে। ফরেক্স মার্কেট এ আমরা যদি বেশী টাকা ডিপোজিট করে কম লটে ট্টেড করি তাহলে আমাদের এই একাউন্ট জিরো ও লস এর সম্ভাবনা কম থাকবে।
-
ফরেক্সে বেশি ডিপোজিট করলে বা আমাদের মূলধন যদি বেশি হয় তবে আমাদের ঝুঁকি নেয়ার ক্ষমতা বৃদ্ধি পায় । তাই আমরা আমাদের লোকসান পূরণ করতে আমাদের যথেষ্ট মার্জিন থাকে তাই মার্কেট অস্বাভাবিক বিপরিধে গেলেও আবার মার্কেট আগের জায়গায় আসতে যে সময় তা লাগে তা পাওয়া যায় । মূলধন বোরো থাকলে বেশি ট্রেড নেয়া যায় ও বড় ভলিউম নেয়া যায় তাই মুনাফা অর্জনের পরিমান ও বেড়া যায় । ফ্রি মার্জিন জনিত কারণে একাউন্ট জিরো হওয়ার সম্ভবনা থাকে না ।
-
আমি ও মনে করি ফরেক্স মার্কেট এ বেশি ডিপোজিট করলে কি লসের সম্ভাবনা কমে যাই আপনি বেশি ডিপোজিট করলে আর আপনি যদি আল্প লট এ টেড করেন তা হলে আপনার অ্যাকাউন্ট সহজ এ ০ হবে না তত দিনে আপনি লাভ করতে সিখে জাবেন । তাই আমি মনে করি ফরেক্স মার্কেট এ ডেমো টেড সিখে তার পর বেশি করে ডিপোজিট করা উচিত ।
-
লাভ লস কখনও ডিপোজিট এর উপর নির্ভর করে না। লাভ লস নির্ভর করে আপনার ট্রেড এর স্টাইলের উপর। আপনি যদি সঠিক ভাবে ট্রেড করতে না পারেন তবে লস তো আপনার হবেই। তাই আমি মনে করি - আপনার লাভ লস এর জন্য ট্রেড শিখা জরুরী। তবে বেশি ডিপোজিট করলে একাউন্ট স্টপআউট খাবার সম্ভাবনা অনেক কম থাকে। ধন্যবাদ।
-
বেশি ডিপোজিট করলে অর্থ্যাৎ ব্যালেন্স বেশি থাকলে একাউন্টে টিকে থাকাটা সম্ভব হয়।কারন লস হলেও তা জিরো হওয়ার সম্ভাবনা কম থাকে ফলে ফরেক্সে টিকে থেকে লস রিকোভারি করাটা সম্ভব হয়।তবে এর পাশাপাশি ফরেক্স টাও ভালো করে জানা দরকার।
-
আসলেই তাই। যদি লস ঠেকাতে পারেন তবে আজ অথবা কাল লাভ আপনারই হবে। কিন্তু যদি আপনি মনে করেন লাভ লস কোন বিষয় নয় তবে চালিয়ে যান। যদি একসময় ধৈর্য্য ধরে লস কমাতে পারেন তবে লাভ করতেই পারবেন। কিন্তু লস কম বেশি হবে তবে তা যেন লিমিটের মধ্যে থাকে।
-
আসলে ফরেক্স মার্কেট এ ট্রেড করে আপনি কি লস করবেন না লাভ করবেন সেটা নির্ভর করবে সেটা নির্ভর করবে আপনার ট্রেড এর উপর।তাই এখান ডিপোজিট তেমন কোন কিছু করে না।তবে হ্যাঁ এটা সত্য যে আপনি যদি বেশী ডিপোজিট করেন তাহলে লস হওয়ার একটু সম্ভবনা কম থাকে।তবে এর জন্য আপনাকে ভালোভাবে চিন্তা ভাবনা করে ট্রেড করতে হবে। না হয় আপনি এই ডিপোজিট গুলাও হারাতে পারেন।
-
আসলে ভাই ডিপোর্জিটে উপর কখনই লাভ বা লস নির্ভর করে না লাভ বা লস এটি নির্ভর করে হল আপনার ফরেক্স ট্রেডিং জ্ঞান,দক্ষতা এবং অভিজ্ঞতার উপর আপনি যদি অভিজ্ঞ ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তবে আপনি সামান্য ডিপোর্জিট থেকেও অনেক বেশি প্রফিট লাভ করতে পারবেন।