-
আমি ফরেক্স ব্যবসা সম্পূর্ণ নতুন আমার মতে যে কোন ব্যবসা লাভ লস দুটোই থাকে ব্যবসা যদি লস হয় তাহলে মনটা অনেক খারাপ থাকে।তাই আমাদেরকে বুঝে শুনে ট্রেড করতে হবে।ফরেক্স ব্যবসা সবসময় মাথাঠাণ্ডা রেখেই কাজ করতে হবে।ভুল থেকেই ব্যবসা এই লস হয় সে ভুলটাকে সংসদন করে আমাদেরকে ব্যবসা আরম্ভ করতে হবে।
-
ফরেক্স এ লস করার পড়ে প্রথম অবস্থা খারাপ লাগে। তারপরে বুঝতে চেষ্টা করি কেন লস হল । সবচেয়ে বড় কথা হল প্রতিটি লস থেকে অনেক বড় কিছুর উপর শিক্ষা গ্রহন করি। আর মনে মনে প্রতিজ্ঞা করি পরবর্তিতে এ ভুলগুলো না করার জন্য।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে লাভ লস স্বাভাবিক একটি ব্যাপার।একটি ট্রেড ওপেন করলে লাভ বা লস যেকোনো কিছুই হতে পারে।একটি ট্রেড ওপেন করে যখন লস হয় তখন একটু খারাপ লাগে।কিন্তু সব খারাপ লাগা বাদ দিয়ে বুঝতে চেষ্টা করি কেন লস হলো।লসের কারন খুজে নতুন উদ্যোমে আবার ট্রেড ওপেন করি।
-
ব্যবসা করতে হলে লস থাকবেই লস কে ভয় করলে চলবে না ।লস এর পর দেক তে হবে আপনি কেন লস খলেন তাহলে আপনি সফল হতে পারভেন ।
-
লস হলে হতাশ না হয়ে লস এর কারণ বের করা বুদ্ধিমানের কাজ। ব্যবসা করতে গেলে আপনি লাভ লস দুটোর ই সম্মুখীন হবেন তাই বলে আপনি হতাশ হয়ে গেলে আপনি আরও লস এর সম্মূখীন হতে পারেন। লাভ আপনাকে ঝুঁকির পুরুস্কার দেয় আর লস আপনাকে ভূল শূদরে ভবিষ্যতে আরও লাভ করার পাথ দেখায়। আমি তাই যদি কোন লস করি আমি খুঁজে বের করতে চেষ্টা করি কি কারণে আমার লস হল।
-
ফরেক্সে লস হওয়ার অনেক কারণ আছে । তবে আমি মনে করি লাভ লস ব্যবসায়ের একটি অন্যতম অংশ । আপনি যদি লস হওয়ার পর ট্রেড করা বাদ দিয়ে দেন তাহলে আপনি আমি মনে করি যে আপনি অনেক বড় একটা ভুল করেছেন । আপনার যদি লস হয় তাহলে আপনার উচিৎ কি কারণে লস হল তা খতিয়ে দেখা এবং পরবর্তীতে আর সেই রকম ভুল না করা । যদি আপনি ভুলের উপর অটল থাকেন তাহলে আপনি কুনো দিন সফল হতে পারবেন না ।
-
লস এর পর আমি একটু শান্ত হওয়ার চেষ্টা করি।কেননা লস করলে খুব খারাপ এবং অধৈর্য্য হয়ে পড়ি।তাই লস করান পর যথাসম্ভব চেষ্টা করি নিজেকে কন্ট্রোল করতে।আর যখন বড় লস করি সেদিন একদিন বিরতি নিয়ে ট্রেড করার চেষ্টা করি।তারপর শান্ত হয়ে আবার নতুন করে ধৈর্য্য ধরে ট্রেড করার চেষ্টা করি।
-
লস এর পরে আর কিছু করার থাকে না তবে অনেক কিছু শিখতে পারেন কেন আপনাকে লসে পড়তে হল কারণ কি খুঁজে বের করতে পারেন যাতে এই ভুল আর দ্বিতীয় বার না হয়, নিজেকে কন্ট্রোল করুন কারণ যদিও আপনি লস করতে আসেন নাই তবুও তো লস ট্রেডের অংশ মানতেই হবে, আমার লস হলে যতটুকু সম্ভব চেষ্টা করি কারণ বের করতে।
-
আমার যখন লস হয় তখন আমার সীমিত সময়ের জন্য মনটা খারাপ থাকে কিন্তু পরবর্তীতে আমার মনে হয় আমার ভুলগুলোকে সুধ্রিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা। তখন আমি পরবর্তীতে আমার ভুল গুলো বের করে প্রফিট করা শুরু করি। কিন্তু আমি মোটেও ঘাব্রাই না। কারণ, ঘাব্রালেই আমি পিছিয়ে যাব। ধন্যবাদ
-
আমরা যারা ফরেক্স করি , আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেট এর ফলাফল ২ টি। এখানে যে শুধু লাভ হবে তা নয় আবার সব সময় যে লস হবে সেটাও কিন্তু না। মুলত লাভ আর লসের মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট থেকে ফলাফল পেয়ে থাকি। মার্কেট যখন আমার পক্ষে থাকে না , তখন আমাকেও লস পুহাতে হয় সেটা স্বাভাবিক। তখন আমি একেবারে গাবরে যাই না । বরং নিজের ভুল ধরার চেষ্টা করি এবং একি ভুল যেন আবার ভবিষ্যতে না হয় সেটা বিবেচনায় রাখি। লস হলেই যে আমরা ধৈর্য হারিয়ে ফেলব তা কিন্তু নয়। লস থেকেই আমাদের শিক্ষা।
-
লস হলে দৈয্যধারণ করে মার্কেট পর্যবেক্ষন করি। প্রকৃতপক্ষে আমি কেন লস করলাম তাই দেখার চেষ্টা করি। যদি দেখি এই লসটা খুবই সাভাবিক তবে পূর্ণ উদ্যোমে ট্রেড চালিয়ে যাই।আর হতাশ না হয়ে আমি ভুলগুলো সংসদন করে আবার নতুন করে সুরু করি।
-
লসের পর স্বাভাবিক আমার মনটা একটু খারাপ হয় কিন্তু পরবর্তীতে আমি কোথায় ভুল করলাম ঠিক ওই পয়েন্ট টা খুঁজে বের করে আমার ভুলগুলো খুঁজে বের করি। যদি এমন ভুল প্রায়ই হয় তাহলে আমি ডেমো একাউন্টের সাহায্য নিয়ে আমার ভুলগুলো সংশোধন করি। কিন্তু আমি মোটেও ঘাব্রাই না। ধন্যবাদ
-
ব্যবসায় লাভ লস হবেই,,,, লস হলে মন খারাপের কোন কারণ নাই,,,,,বরং আমাদের দেখা উচিৎ কি কারনে লস হলো,,,, কোথায় আমি ভুল করেছি,,,,,, এই জিনিস গুলো বের করে ঠিক করে নেওয়া,,,,,,,, তাই কখনো লস হলে মন খারাপ করা চলবে না,,,,
-
ফরেক্স ব্যবসায় লসের পর মনে হয় ফরেক্স এর মতো খারাপ ব্যবসা পৃথিবীতে আর একটাও নাই। আর মনে হয় ফরেক্স ব্যবসা চিরদিনের মতো ছেড়ে দেয়। আর মনে হয় ফরেক্স ট্রেড সবসময় আমার বিপরীত দিকে যায়।
-
প্রত্যেক ব্যবসা লাভলস আছে ফরেক্স মার্কেট লাভলোকসান দুটোই আছে ফরেক্স মার্কেট লস মানার ধারন ক্ষমতা আপনার থাকতে হবে বেংগে পড়লে চলবেনা।আমার যখন লস হয় তখন আমার খুব খারাপ লাগে।তারপর আমি আমার কেনো লস হয়েছে সে ভুল খুজেবের করার চেষ্টা করি এবং ভুল সংসদন করার চেষ্টা করি।
-
আসলে লস লাভ ব্যবসায়ে খাকবেই। তবে কি কারনে লাভ হবে আর কি করলে লাভ হবে না সে সম্পর্কে আমদের বুঝতে হবে। আমার মনে হয় আমরা যখন লস করি তখন আমাদের মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে যে কেন লস হল েএবং পরবর্তিতে যেন েএমন লস না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। এবং পুৃনরায় ট্রেড করতে হবে।
-
লসে পড়লে আমি যে টা করি আমি যেটা মনে করি যেটা আপনার ও করা উচিৎ সেটা হল ধৈযর্ ধরে মাকেট এনালাইসিস করা এবং হতাশ না হওয়া। আর মানি মানেজমেন্ট ফলো করি লসে পড়ার আগে যে লটে ট্রেড করতাম তাঁর থেকে একটু ছোট লটে ট্রেড ধরি আবার লাভের পরিমান বাড়লে আস্তে আস্তে লট বাড়িয়ে ট্রেড ধরি। ধন্যবাদ
-
আমি যখন নতুন ছিলাম তখন লসে হলে হতাস হয়ে পরতাম। নিজেকে মানুষিক ভাবে শক্ত করতে অনেক কঠিন হয়ে পরতো। ফরেক্স টা আরো ভালো ভাবে শেখা শুরু করলাম। লস টা মেনে নিতে প্রথম প্রথম একটু কষ্ট হত কিন্তু এখন মেনে নিতে কোনো অসুবিধা হয় না কারন, যেখানে আমি একটি ট্রেড এ ৪০ পিপস লস করছি অন্য ট্রেড এ আবার ১০০ পিপস লাভ করছি। এটাই ফরেক্স নিয়ম।
-
ভাই লস করা কাজ টা সকলের কাছেই বেশ অসহনীয় একটা ব্যাপার তাই লস করার পরে যদিও আমাদের কিছুই করার থাকেনা কারন দক্ষ বা কম দক্ষ সব ট্রেডাররাই কম বা বেশি লস করে তবে আমি লস করার পরে সাধারনত কি ভুলে এমন হল তার কারন খুজে বের করি এবং সেটা নোট করে রাখি । ধন্যবাদ্
-
লসএর পর শুধু আপার নয় সকলেরই উচিত ঐদিন আর ট্রেড না করা। লস এর কারন খুজে বের করে তার পর এটা নিয়ে অ্যানালাইসিস করা উচিত। অণ্যথায় আপনি বারবার লসের পফাদে পাদিবেন। আর বের থেকে বের হবার পথ খুজে পাবেন না। আমার ও মানে হয় লস করার পর আমি আরো বড় অ্যামাউন্ট দিয়ে টেড করতে কিন্তু সেটা না করে রেষ্ট নিয়ে ভালো করে আরো সাবধানে ট্রেড করা উচিত।
-
আমি যদি কোন সময় কোন কারনে লস করি তবে আমি সেই লসের কারন খুজে বের করার চেষ্টা করি। সেই ভুল গুলো ঠিক করে আবার নতুন করে শুরু করি, আর খেয়াল রাখি যে সেই ভুল গুলো জেন আবার না হয়। আমি চেষ্টা করি ভুল থেকে শিক্ষা নেওয়ার।
-
লস এর পর আমার খুব খারাপ লাগে।এজন্য চেষ্টা করি তখন ইইমোশনকে কন্ট্রোল করতে।এজন্য আমি প্রথমত ট্রেড থেকে কিছুদিন অব্যাহতি দিয়ে থাকি।পাড়ার ছেলেপেলে দের সাথে ক্রিকেট খেলি।চেষ্টা করি বাইরের জগতে মন দিতে।এভাবে কিছুদিন পর আবার ট্রেডিংয়ে প্রায় নতুন করে ভেবে চিন্তে ট্রেড করতে আসি।তারপর আবার করে ফিরে আসি।
-
ফরেক্সে মোটামুটি অনেক দিন ধরেই ট্রেড করছি। এই ট্রেড করার পথে কখনো লস হয়েছে কখনো হয়েছে লাভ। লস হলে স্বাভাবিক ভাবেই মন খারাপ হয়। তবে এই মন খারাপের পরিমান লসের পরিমানের উপর নির্ভর করে। বেশি লস হলে হাসি চাপে। তবে লস হলে আমি সেটাকে সহজ ভাবেই নেই। তেমন কিছু করিনা।
-
লসের পর স্বাভাবিক মনটা একটু খারাপ থাকে তখন আমি ঘরের বাহিরে চলে যাই এবং সবাই মিলে আড্ডা দিয়ে মনটা পরিষ্কার করে আসি। তারপর খুব ঠাণ্ডা মাথায় ট্রেড করতে বসি। তখন আমি আমার লসকে ফিরিয়ে লাভে নিয়ে আসার চেষ্টা করি। ধন্যবাদ
-
ফরেক্সে ট্রেড করলে লাভ হতে পারে সাথে লস ও হতে পারে। প্রায় সব ট্রেডারই লাভের পাশাপাশি লস খায়। তেমনি আমি ও ফরেক্স এ মাঝে মাঝে লস খায়। লসের পর আমি লসের কারন গুলা খুজে বের করি এবং পরবর্তী ট্রেড গুলা বুঝে অপেন করি। এবং আমি কত লস করলাম তা একটি ডায়েরি তে লিখে রাখি।
-
আমি সবসময় ফরেক্স ট্রেড করতে চাই, তাতে যদি আমি লস করি অথবা লাভ করি, ফরেক্স ট্রেড আমি সবসময়ই উপভোগ করি. তবে কেউই লস করতে চায় না আমিও না. যদি আমি কোন সময় লস করি তবে কেন লস করলাম তার থেকে শিক্ষা গ্রহন করার চেষ্টা করি
-
প্রতিটি ব্যবসায় লাভ লস আছে । ঠিক তেমনি ফরেক্স ব্যবসায় লাভ লস আছে । আমি যখন ফরেক্স ব্যবসায় লস করি তখন আর কোন ট্রেড নেই না । ঐ ট্রেড টি কি কারনে হল তার কারন খুজে বের করার চেষ্টা করি । এবং পরবর্তীতে যেন এই রকম লস আর না হই এই জন্য তা সমাধান করি । তারপর আবার ভালো করে ফরেক্স মার্কেট আনালাইসিস করে ট্রেড করে লসটি রিকভার করে লাভ করার চেষ্টা করি ।
-
আমি যেহেতু একজন নতুন ট্রেডার তো তার জন্য আমি যখন লস করি তখন আমর মাথা ঠিক থাকে না তার পর আমি আমার লস কে দ্রুত উঠানোর জন্য আবার ট্রেড ওপেন করি যার ফলে আমার লস এর পরিমান আবার বাড়তে থাকে তাই আমি মনে করি যখন আপনি কোন ট্রেডে লস করবেন তখোনই কম্পিউটার বন্ধ করে দেবেন যাতে করে আপনি আপনাকে কন্ট্রোল করে পূর্ণ উদ্দমে আবার ট্রেড করতে পারেন।
-
মইনুদ্দিন আহ্মেদ
সব বেবসাতেই লাভ লস থাকবে এটা জেনেই আমরা বেবসা করেতে আসি। ফরেক্স শুরু করার সম্য ও এটা নিয়ে বেবসা শুরু করি। তবে লস হলে ম্ন খ্রাপ হবে সেতা স্বাভাবিক কারন এতে আমার পুজি কমে যাবে যা আমার বেবসা চালিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হতে হবে। ফরেক্স এ যদি অল্প লস হয় তাহলে আমি তেরেদ চালিয়ে যাই এবং কি কারনে লস হল সেটা খুজে বের করার চেষ্টা করি যাতে সেতা আর না হয়। আর লস যদি বেশি হয় তাহলে ২ / ১ দিন তেরেদ বন্ধ রেখে দেক্তাম কি কারনে লস টা হোল তবে লস হলে বসে থাকলে ত বেবসা হবে না বেবসা না হলে প্রফিত ও হবে না। তাই তেরেদ চালিয়ে যাই।
-
লাভ লস নিয়ে গোটা বিশজগগত চলছে। লভ না থাকলে লস আসতো না, আবার লভ না থাকলে লস আসতো না। মানুষ লসের মাধ্যমে নিজের ভুল গুলো থিক করে নিতে পারে। আর যে ভুল সুদ্রাতে পারে না সে জীবনে কিছু করতে পারে না।
-
আসলে ব্যবসায় তো লস হবেই এটাই ব্যবসার ধর্ম । লস হলে আর কি করবো আবার লস হবার কারন উদঘাটক করে সেইটা সংশোধন হয়ে আবার ট্রেড করা শুরু করি । লস হলে যে ব্যবসা করা যাবে না এটা বলতো কখনো ব্যবসা করা সম্ভব নয় । তবে লস হলে ভেংগে না পরে ধর্য ধরুন তাহলে এক সময় আপনি প্রফিট পাবেনই । আমি এটায় করি ।
-
ফরেক্স মারকেটে লাভ লস হতেই পারে । লস মেনে নেয়ার মত মাওসিকতা থাকতে হবে । লস পর কেন লস হচ্ছে সেটা খুজে বের করি । এক ভুল বার বার জেন না করি সেটা আমি খেয়াল রাখি ওভার আল জেন লস কম করি
এই বিসয় গুলার প্রতি বেশি নজর রাখি ।
-
আমরা একটা কথা জানি সুখ আছে বলে দুঃখ কি জিনিস তা আমরা বুঝতে পারি। তাই লাভ আছে বলে লস কি জিনিস তা আমরা বুঝতে পারি । প্রত্যেকটা জিনিসের উপর নেগেটিভ দিক থাকে । আর যেহেতু ফরেক্স একটা মার্কেট স্থান তাই লাভ বা লস থাকাটা স্বাভাবিক। কখনো লস হলো নিরাশ না হয়ে আর কখনো যেন লস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং লসের কারণটা খুঁজেবের করতে হবে।
-
কোন কাজ করা মানেই কোন কিচ্ছু পাওয়া । কিন্তু কোন কিচ্ছুর পাওয়া পিছুনে একটা জিনিস থেকে যায় সেটা হল লাভ আর লস । তাই লাভ হলে কখনো না কখনো লস হবে এটাই স্বাভাবিক । তাই লস হলে কখনো মন খারাপ করা যাবে না । তাই কখনো নিরাস হওয়া যাবে না । আবার আশার বাণী ফুটিয়ে কাজ করতে হবে । তাহলে জীবলে সাফল্য অর্জন করা যাবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে লস হবেই। তবে সেই লস পুসিয়ে নিতে হবে। অনেকই আছে যারা ফরেক্স মার্কেটে লস করলে আপসেট হয়ে পরে। ফলে তারা বেশি লস করে। আমি ফরেক্স মার্কেটে অনেক দিন ট্রেড করি। আমি যখন লস করি সবসময় আমি খুজে বের করার চেষ্টা করি আমার কোথায় ভুল হয়েছে। কি জন্য আমি লস করলাম। ফলে পরবর্তীতে এসব ভুল আমি কম করি। তাই আমার মনে হয় সবার এভাবে চেষ্টা করা উচিৎ।
-
জার ভালো দিক থাকে তিম্নে খারাপ দিক থাকবে । ঠিক তুম্নি ফরেক্স মারকেটি এ লাভ লস আসে ...। তাই লস হলে ভাঙ্গে না পরে ভাল করে বুযে আবার শরু করতে হবে । তাইয়লে ভাল করা যাবে ............।
-
লস ফরেক্সের একটি অংশ। সবসময় যে লাভ হবে তা ঠিক নয়, কখন কখন লস হবে এটাই স্বাভাবিক। অনেকে লসটা কে মেনে নিতে পারেন না। মানসিক ভাবে ভেংগে পরেন। তাদের উদ্দেশ্য বলি ফরেক্সে কিন্তু লুজারের পরিমানই বেশি। শতকরা ৯৫% ট্রেডার লস করে বাকী ৫ শতাংশ ট্রেডার লাভবান হন। আমি লস হলে ধর্য্য না হারিয়ে কিভাবে লসটা কে অভারকাম করা যায় তার চেষ্টা করি এবং পরবর্তী ট্রেডে আরও বেশি সতর্কতা অবলম্বন করি।
-
লস এর পর আমি লস এর কারন গুলো খুজে বের করি। এবং খাতায় তা লিখে রাখি যাতে পরবর্তীতে ওই কারনে আমার আর লস না হয়। এবং পরবর্তীতে বুঝে ট্রেড করি। এবং লস পুষিয়ে নেয়ার চেষ্টা করি।
-
কেউ যদি সঠিক ভাবে কোন বিষয়ের উপর শিক্ষা লাভ করতে চায় তবে তাকে অবশ্যই পেছনের ভুল থেকে শিক্ষা নিতে হবে , আর তাই ফরেক্স ট্রেডিং এ লসের পর অবশ্যই আমার লসের কারণগুলো খুজে বের করতে হবে । পরবর্তীতে এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ফরেক্স ট্রেডিং এ লাভ করার চেষ্টা চালিয়ে জেতে হবে ।
-
Wonder full reply from others r here...but I sleep for a refresh mind.