ফরেক্স ব্যবসায়ে মুদ্রার ব্যবসা করা হয় দুই ভাবে ক্রয় ও বিক্রয় করে। কোন ট্রেডার যদি তার ক্রয় করা মুদ্রা প্রকৃত ক্রয়ের থেকে কম দামে বিক্রয় করে ফেলে তখন তার লস হয়ে যায়, আবার বেশি দাম দিয়ে ক্রয় করলেও লস হয়ে যায়।
Printable View
ফরেক্স ব্যবসায়ে মুদ্রার ব্যবসা করা হয় দুই ভাবে ক্রয় ও বিক্রয় করে। কোন ট্রেডার যদি তার ক্রয় করা মুদ্রা প্রকৃত ক্রয়ের থেকে কম দামে বিক্রয় করে ফেলে তখন তার লস হয়ে যায়, আবার বেশি দাম দিয়ে ক্রয় করলেও লস হয়ে যায়।
ফরেক্স এ লাভ অথবা লস বেপারটা বুঝা আসলে খুব একটা জটিল বিষয় নয়. তবে আপনি বিষয়টাকে অনেক সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন তাই আপনাকে ধন্যবাদ. খুব সহজ বুশয় তা হলো আপনি যদি পেয়ার এ বাই দেন তাহলে পেয়ার এর দাম উপরের দিকে উঠলে আপনার লাভ হবে, তবে আপনি যদি সেল নেন তাহলে প্রাক যদি নিচের দিকে নাম তাহলে আপনার লাভ.
আমি যতোদূর জানি যে ফরেক্স ট্রেডিংএ বাই (buy) অথবা সেল (sell) করার কারনে লাভ / লস হয়ে থাকে।
যেমন ধরেন: ফরেক্স ট্রেডিং এ একটি ট্রেড খোলা খুবই সোজা। ট্রেড খোলার পদ্ধতি সহজ এবং আপনার যদি স্টক মার্কেটে ট্রেড করার অভিজ্ঞতা থাকে তবে আপনি তা আরও তাড়াতাড়ি বুঝতে পারবেন।
মনে করুন আপনি ১.৩০০০ এক্সচেঞ্জ রেটে GBPUSD - তে. ০৫ লটে কিছু GBP কিনলেন $.35 ডলার দিয়ে। এর কয়েক ঘন্টা বা দিন পরে GBP/USD এক্সচেঞ্জ রেট বেড়ে ১.৩২৯৯ হল। তখন আপনি $১.৩২৫০ ডলারে তা বিক্রি করলে আপনার লাভ হবে $৫২.৫ ডলার।
এক্সচেঞ্জ রেট হল একটি কারেন্সির সাপেক্ষে আরেকটি কারেন্সির দামের অনুপাত। আর যদি এই আপনি যে রেটে ট্রেড ওপেন করছেন তার চেয়ে মার্কেট নিচে নামলে তখন আপনার লস হতো। আশাকরি সবাই আমার কথা বুঝতে পারছেন। ধন্যবাদ
ফরেক্সে লাভ করতে হলে প্রথমে আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে এবং দক্ষ হতে হবে। যদি অদক্ষতা নিয়ে এখনে ট্রেড করেন তাহলে লস করবেন। এছাড়া ফরেক্সে লাভ করতে হলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। যেমন, সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা, যাদের ব্যালেন্স কম তাদের অবশ্যই ঝুঁকি কম নিয়ে ট্রেড করা এবং টেক প্রফিটের পাশাপাশি স্টপ লস ব্যবহার করা। স্টপ লস অতিরিক্ত লস হতে আপনার একাউন্টকে সুরক্ষিত রাখবে। এছাড়া লোভ থেকে বিরত থাকা এবং মাথা ঠান্ডা রেখে ট্রেড করা। এইগুলি মেনে ট্রেড করলে আপনি লাভ করবেন আশা করি। কিন্তু এইগুলি না মেনে যখন নিজের ইচ্ছামত ট্রেড করবেন তখন আপনি লস করবেন।
আমাার মতে ফরেক্স একটি আন্তর্জাতিক বিসনেস ও ব্যবসা। এখানে বাই ও সেল এর মাধ্যমে লাভ লস হয়।এখানে একটি দেশের কারেন্সি দিয়ে অন্য দেশের কারেন্সি কেনা যায় আর এই কেনা বেচার মাধ্যমে লস লাভ হয়।কিন্তু এখানে *যদি আপনি ভালোভাবে ফরেক্স সম্পর্কে জেনে তারপর ফরেক্স ট্রেড করলে লাভ হবে।
আপনি যখন কোন কোরেন্সিতে সেল দেন সেই কোরেন্সি জোড়ার বেজ কোরেন্সির মুল্য কমে গেলে আপনার লাভ হবে আর যদি বেজ কোরেন্সির বাজার মুল্য বেড়ে যায় তবে আপনার লস হবে।
ফরেক্স এ লাভ লস বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে ফরেক্স কি? আসলে ফরেক্স হল একটি অনলাইন বিজনেস আর ব্যাবসা মানে লাভ-লস। ফরেক্সে মুলত কাজ হলো কারেন্সী কেনা বেচা। এক দেশের কারেন্সী দিয়ে অন্য দেশের কারেন্সী কেনা । আর এই কেনা বেচায় যদি আপনি অভিজ্ঞ হন তাহলে লাভ করা সম্ভব আর যদি অনভিজ্ঞ হন তাহলে লসের সম্ভাবনাই বেশি।
এখানে মূলত বাই সেল করার মাধ্যমে অর্থ্যাত ট্রেড করার ফলেই লাভ বা লস হয়ে থাকে। ফরেক্সে সম্পর্কে ভাল জানলে লাভ হবে আর না জানলে লস হবে।মার্কেট মুভমেন্ট না বুঝে ফরেক্স করলে লস হবেই আর যদি বুঝে শুনে ফরেক্স করেন তাহলে লাভ হবেই।
ফরেক্স মার্কেট খুব সহজেই বাই সেলের মাধ্যমে আপনি লাভ বা লস করবেন। তবে বাই সেল করাটা যতটা সহজ মনে হয় আসলে এটা ততোটা সহজ নয়। কারন আপনি সহজে বাই সেল যেটাই দেন না কেন সেটা যে আপনার পক্ষে আসবে সেটা বলা অনেক কঠিন।কারন আন্দাজে ট্রেড করে এখান থেকে লাভ করা সম্ভব নয়। দীর্ঘ পরিশ্রম ও এনালাইসিসের দারাই সঠিক এন্ট্রি নিতে পারবেন।
ফরেক্স একটি বিজনেস। এই ব্যবসায়ে লাভ- লস দুইটি থাকিবে। তাই ফরেক্সের ব্যবসা করিয়া লাভ করিকত হইলে অনেক সাধনা করিতে হইবে। লাভলেস বড় বিশয় লয়। ব্যবসায়ে লাভ লস দুই থাকে। তাই আমি মনে করি ফরেক্সের ব্যবসা করিলে লাভ লস হতে পারে। তাই ফরেক্স সম্পর্কে জানতে হবে এবং ফরেক্সের কাজ করে আয় করিত হইবে।
ফরেক্স মার্কেটে আপনি যে কোন কারেন্সি পেয়ারে বাই (buy) অথবা সেল (sell) করতে পারবেন। এভাবে আপনি একটি ট্রেড ওপেন করবেন। আপনি ১ঃ১.১০০৭ এক্সচেঞ্জ রেটে EUR/USD - পেয়ারে ১০,০০০ ইউরো কিনলেন $১১,০০৭ ডলার দিয়ে। দুই সপ্তাহ পর EUR/USD এক্সচেঞ্জ রেট বেড়ে ১.১৫০০ হল। তখন আপনি $১১,৫০০ ডলারে তা বিক্রি করলে আপনার লাভ হবে $৪৯৩ ডলার। আবার ধরুন ২ সপ্তাহ পরে EUR/USD এক্সচেঞ্জ রেট কমে ১.০৮০৭ হল তার মানে আপনার ২০০ ডলার লস হল। একটি কারেন্সির সাপেক্ষে আরেকটি কারেন্সির দামের অনুপাত কমা বা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ফরেক্স মার্কেট এ লাভ বা লস হয়ে থাকে।
খুব সাধারন ভাষায় বলা যায় এখানে আপনি বাই এবং সেল করেই লাভ করতে পারেন আবার লসেও পড়তে পারেন৷ তবে বিষয়টা যতটা সোজা মনে হয় করাটাও সোজা কিন্তু সিদ্ধান্ত নেওটাই এখানে মুখ্য ব্যাপার। কারন বাই বা সেল আন্দাজে নিলেই হবে না নিতে হবে বুজে শুনে কোন কারেন্সী শক্তিশালী বা দুর্বল হবে তা আপনাকে আগে বুজে তারপর বাই সেল করতে হবে।
ফরেক্স মার্কেটে ট্রেডের উপর নির্ভর করে লাভ লস কারন ফরেক্স মার্কেটে লাভ করতে গেলে ফরেক্স অভিজ্ঞতা দরকার হয় আর যদি ফরেক্স ট্রেড সম্পর্কে ভাল বঝ যায় তাহলে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করা যায় আর ভাল না বিজলে লস করতে হয়।
ফরেক্স একটি বিজনেস। এই ব্যবসায়ে লাভ- লস দুইটি থাকিবে। তাই ফরেক্সের ব্যবসা করিয়া লাভ করিকত হইলে অনেক সাধনা করিতে হইবে। লাভলেস বড় বিশয় লয়। ব্যবসায়ে লাভ লস দুই থাকে। তাই আমি মনে করি ফরেক্সের ব্যবসা করিলে লাভ লস হতে পারে। তাই ফরেক্স সম্পর্কে জানতে হবে এবং ফরেক্সের কাজ করে আয় করিত হইবে।
মনে করেন আপনি ফরেক্স ট্রেডিংযে বাই অর্ডার করলেন এবং মার্কেট ও আপনার ট্রেডের অনুকূলে উপরের দিকে উঠতে শুরু করল তখন আপনি ঐ ট্রেডে লাভ করতে থাকবেন আবার মার্কেট যদি আপনার ঐ ট্রেডের প্রতিকূলে অর্থাত নিচের দিকে নামতে থাকে তা হরে ঐ ট্রেডে আপনি লস করতে থাকবেন আর ফরেক্স মার্কেটে এই ভাবেই লাভ বা লস হয়ে থাকে।
অবশ্যই, আমার প্রিয় বন্ধু ফরেক্স, আমরা ফরেক্সে কাজ করি, এর লাভ রয়েছে এবং রাশিয়াও যদি আমরা মুনাফা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করি এবং বাণিজ্য শিখি, আমরা এর থেকে প্রচুর লাভ করতে পারি। সুতরাং, আমরা যখনই এটিতে কাজ করি তখন এটিতে সর্বাধিক লাভ করার চেষ্টা করা উচিত এবং এটির জ্ঞানও আমাদের পাওয়া উচিত কারণ এটি জ্ঞানের মাধ্যমেই আমরা লাভ অর্জন করতে পারি।
ফরেক্স মার্কেট এ বিভিন্ন কারনে আমরা লস করি। ১, নাজেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করে, ২অতি লোভ করে,৩ অতি আবেগি হয়ে এছাড়াও আমরা আরও বিভিন্ন কারনে ফরেক্স মার্কেট এ লস করি। আর আমরা ফরেক্স মার্কেট এ লাভ করি কিভাবে?ফরেক্স মার্কেট এ আমরা আমাদের মেধা দিয়ে ট্রেড করে প্রপিট কোরতে পারি, ফরেক্স মার্কেট এ আমরা বেসি লোভ করি না এবং বেসি আবেগি হইনা।তাই লাভ কোরতে পারি।
আপনি ফরেক্স এ যদি সফল ভাবে ব্যবসা করতে চান তাহলে আপনাকে ফরেক্স বিষয়ে জানতে হবে। ফরেক্স এ কিভাবে ট্রেড করে লাভ করা যায় তা আপনাকে জানতে হবে । ফরেক্স এ ডেমো ট্রেডিং করা কি ভাবে ফরেক্স এ রিয়েল ট্রেড করতে হয় তা আপনাকে আগে জেনে তার পর ফরেক্স এ কাজ করতে হবে । ফরেক্স ব্যবসা সম্পর্কে জানতে পারলে এখান থেকে সহজেই লাভ করা যায় ।
ব্যবসা মানেই হল লাভ লসের খেলা । ফরেক্স যেহেতু ব্যবসা তাই এখানেও লস লাভের খেলা চলতে থাকে । আর এই লস লাভের খেলাতে হার জিত নির্ভর করে একমাত্র ট্রেডারের দক্ষতার উপর । ট্রেডার যদি দক্ষ হয় তাহলে ভালভাবে আনালাইসিস করে ট্রেড করার মাধ্যমে লাভ করতে পারবে আর ট্রেডার দক্ষহীন হলে সে সঠিকভাবে ট্রেড করতে না পারায় লস করবে । এভাবেই লাভ লসের মাধ্যমেই ফরেক্সের কাজ এগিয়ে যাবে ।
ফরেক্স ট্রেডিং হল আন্তর্জাতিক মুদ্রা বাজার । এই মার্কেটে লাভ করা যেমন সহজ তেমনি লস করাও সহজ । তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের খুবই সাবধানতার সাথে ট্রেড করতে হয় । আসলে আমরা যারা নতুন ট্রেডার তাঁরা মার্কেট ভালোভাবে আনাল্যসিস করতে পারি না এর কারণে আমরা মার্কেট না বুঝেই ট্রেড দেই আর তখনই আমাদের লস হয় ।
ফরেক্স এ লাভ বা লস আমরা আসলে কিভাবে করি তা সব ট্রেডারই জানা থাকা উচিত কারন একটি ব্যবসায় ভাল করতে হলে আগে অই ব্যবসাটি সম্পর্কে আমাদের জানতে হবে । আমরা মার্কেট যে মুভ করে তার প্রতি মুভমেন্ট এর বিপরিতে একটি নির্দিষ্ট অর্থ বিনিয়গ করে থাকি । এখন আমি যদি ট্রেড করি যে মার্কেট ঊর্ধ্বমুখী হবে এবং আসলেই মার্কেট ঊর্ধ্বমুখী হয় তাহলে আমার লাভ হবে আর নিম্নমুখী হলে আমার লস হবে ।
আমি মনে করি ফরেক্স মার্কেটে লাভ করা কঠিন কিন্তু অসম্ভব নয় কারণ ফরেক্সে লাভ করতে হলে প্রথমে আপনাকে ফরেক্স সম্পর্কে জানতে হবে এবং ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হতে হবে। আপনি যদি অদক্ষতা নিয়ে এখনে ট্রেড করেন তাহলে আপনি লস করবেন। তাই ফরেক্সে লাভ করতে হলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে যেমনঃ আপনাকে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করতে হবে, আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে এবং যাদের মূলধন কম ট্রেডিং এর জন্য তাদের অবশ্যই ঝুঁকি কম নিয়ে ট্রেড করতে হবে । ট্রেডিং এ আপনাকে অবশ্যই টেক প্রফিটের পাশাপাশি স্টপ লস ব্যবহার করতে হবে ।
ফরেক্স একটি আধুনিক ব্যবসা । আপনি ফরেক্স এ যদি সফল ভাবে ব্যবসা করতে চান তাহলে আপনাকে ফরেক্স বিষয়ে জানতে হবে। ফরেক্স এ কিভাবে ট্রেড করে লাভ করা যায় তা আপনাকে জানতে হবে । ফরেক্স এ ডেমো ট্রেডিং করা কি ভাবে ফরেক্স এ রিয়েল ট্রেড করতে হয় তা আপনাকে আগে জেনে তার পর ফরেক্স এ কাজ করতে হবে ।
ফরেক্স একটি আধুনিক ব্যবসা এর এই ব্যবসায় চাইলে আপনি সফল ফরেক্স ব্যবসায়ী হতে পারেন। আর এর জন্য আপনাকে ফরেক্স বিষয়ে জানতে হবে। ফরেক্স এ কিভাবে ট্রেড করে লাভ করা যায় তা আপনাকে জানতে হবে । ফরেক্স এ ডেমো ট্রেডিং করা কি ভাবে ফরেক্স এ রিয়েল ট্রেড করতে হয় তা আপনাকে আগে জেনে তার পর ফরেক্স এ কাজ করতে হবে । ফরেক্স ব্যবসা সম্পর্কে জানতে পারলে এখান থেকে সহজেই লাভ করা যায় ।
মনে করেন আপনি ফরেক্স ট্রেডিংযে বাই অর্ডার করলেন এবং মার্কেট ও আপনার ট্রেডের অনুকূলে উপরের দিকে উঠতে শুরু করল তখন আপনি ঐ ট্রেডে লাভ করতে থাকবেন আবার মার্কেট যদি আপনার ঐ ট্রেডের প্রতিকূলে অর্থাত নিচের দিকে নামতে থাকে তা হরে ঐ ট্রেডে আপনি লস করতে থাকবেন আর ফরেক্স মার্কেটে এই ভাবেই লাভ বা লস হয়ে থাকে।
আমি মনে করি ফরেক্স একটি কাটিয়া প্রান্তের ব্যবসা। আপনার কার্যকরভাবে ফরেক্স বিনিময় করার দরকারের অফারে, আপনাকে ফরেক্স সম্পর্কে ভাবতে হবে। ফরেক্সে এক্সচেঞ্জ করে কীভাবে উপকৃত করবেন তা আপনাকে বুঝতে হবে। ফরেক্সে ডেমো ট্রেডিং আপনাকে বুঝতে হবে যে কিভাবে ফরেক্সে জেনুইন ফরেক্স এবং তারপরের কাজটি এক্সচেঞ্জ করতে হয়। ফরেক্স ট্রেডিংয়ের সাথে ব্যবহারের জন্য একত্রিত করার উপায় এখানে।
আমি মনে করি ফরেক্স এ যদি সফল ভাবে ব্যবসা করতে চান তাহলে আপনাকে ফরেক্স বিষয়ে জানতে হবে। ফরেক্স এ কিভাবে ট্রেড করে লাভ করা যায় তা আপনাকে জানতে হবে । ফরেক্স এ ডেমো ট্রেডিং করা কি ভাবে ফরেক্স এ রিয়েল ট্রেড করতে হয় তা আপনাকে আগে জেনে তার পর ফরেক্স এ কাজ করতে হবে । বেশির ভাগ নতুন আর অদক্ষ তারা জানে না ফরেক্স মাকেটে রিক্সি মাকেট এখান থেকে লাভ করা অনেক কথিন ফরেক্স থেকে লাভ করতে হলে অনেক পরিশ্রম করতে হয় না হলে ফরেক্স থেকে লস করতে হয় ।
ফরেক্স আসলে একটা ব্যবসা। এটার বিষয়ে সঠিক জ্ঞান থাকলে বা বুজতে পারলে এটা থেকে প্রচুর পরিমান ইনকাম করা যায়। ফরেক্স বুজলে লাভ হবে কিন্তু যারা বোঝে না তারা এটা থেকে লস ছাড়া কোন কিছু পাবে না। আর ফরেক্সে মুদ্রার কেনা বেচা অনেক বেশি লাভজনক বলে আমি মনে করি । ফরেক্সে আমরা যখন কোন কারেন্সিতে সেল দিই সেই কারেন্সি জোড়ার বেজ কারেন্সিরমূল্য কমে গেলে আমরা লাভ করি আর যদি সেই বেজ কারেন্সি বাজার মূূল্য বেড়েযায় তবে আমাদের লস হবে ।
আসলে ফরেক্স কোম্পানির অন্য কোন ইনকাম আছে কিনা আমি জানিনা? নাকি একজন সদস্যের লস এর মাধ্যমে অন্য একজন সদস্যের নাভ হয়? এখনো পুরোপুরি বুঝতে পারলাম না।
আমার জানামতে বিভিন্ন দেশের অর্থের মান এর উপর নির্ভর করে মার্কেট ওঠানামা করে। আর আভ্যন্তরীণ বিষয় আমি জানিনা যদি কেউ জানেন তবে শেয়ার করলে কৃতজ্ঞ হব।
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়ে থাকে। ফরেক্স মার্কেটে ট্রেডিং করে অর্থ উপার্জন করা হয়ে থাকে। ট্রেড দুই রকমের। একটি হচ্ছে বাই ট্রেড, আর একটি হচ্ছে সেল ট্রেড। বাই ট্রেডে আপনি যে প্রাইসে মুদ্রা কিনলেন সেই প্রাইস থেকে বেশি প্রাইসে সেল করার মাধ্যমে আপনি লাভ করতে পারেন। লাভলেস বড় বিশয় লয়। ব্যবসায়ে লাভ লস দুই থাকে। তাই আমি মনে করি ফরেক্সের ব্যবসা করিলে লাভ লস হতে পারে। তাই ফরেক্স সম্পর্কে জানতে হবে এবং ফরেক্সের কাজ করে আয় করিত হইবে।
ফরেক্স মার্কেট এ বিভিন্ন কারনে আমরা লস করি। ১, নাজেনে ফরেক্স মার্কেট এ ট্রেড করে, ২অতি লোভ করে,৩ অতি আবেগি হয়ে এছাড়াও আমরা আরও বিভিন্ন কারনে ফরেক্স মার্কেট এ লস করি। আর আমরা ফরেক্স মার্কেট এ লাভ করি কিভাবে।মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চলে যায় অর্থাত উপরের দিকে উঠতে থকে তা হলে আপনি ঐ ট্রেডে লস করবেন আর এই ভাবেই ফরেক্সে লাভ বা লস হয়ে থাকে।
যখন কোন একটা পেয়ারে বাই করবেন এবং যে দামে ক্রয় করবেন তার থেকে যত বেশি উপরে উটবে তত বেশি লাভ হবে আবার যত বেশি নিচে নামবে তত বেশি লস হবে । আপনি ট্রেডের সময় বিষয়টা লক্ষ ককরতে পারেন । ফরেক্স এ ডেমো ট্রেডিং করা কি ভাবে ফরেক্স এ রিয়েল ট্রেড করতে হয় তা আপনাকে আগে জেনে তার পর ফরেক্স এ কাজ করতে হবে । ফরেক্স ব্যবসা সম্পর্কে জানতে পারলে এখান থেকে সহজেই লাভ করা যায় ।
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি। উক্ত ট্রেড খোলার পূর্বে বাই বা সেল দিয়ে ট্রেড ওপেন করে থাকি। ধরুন আপনি গোল্ডে ০.০১ লটে ১৯৮০ তে বাই দিছেন সেটা ২০০০ পৌচ্ছালে তাহলে আপনার লাভ হবে ২০ ডলার।
আবার মার্কেটের বিপরীতে গেলে ১৯৭০ গেলে লস হবে ১০ ডলার। অনেক গুলো পেয়ারের মধ্যে কোনটিতে বাই দিব কোনটিতে সেল দেব, সেটা মার্কেট এনালাইসিস করে নিতে হয়।
আমরা এভাবে লাভ লস নির্নয় করে থাকি।
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়ে থাকে। ফরেক্স মার্কেটে ট্রেডিং করে অর্থ উপার্জন করা হয়ে থাকে। ট্রেড দুই রকমের। একটি হচ্ছে বাই ট্রেড, আর একটি হচ্ছে সেল ট্রেড। বাই ট্রেডে আপনি যে প্রাইসে মুদ্রা কিনলেন সেই প্রাইস থেকে বেশি প্রাইসে সেল করার মাধ্যমে আপনি লাভ করতে পারেন। আর সেল ট্রেডের ক্ষেত্রে হয় বাই ট্রেডের উলটা নিয়ম।
প্রথমে ফরেক্স মার্কেট সম্পর্কে জানার জন্য ট্রেনিং করতে হবে। ট্রেনিং এর মাধ্যমে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে। অভিজ্ঞতা অর্জিত হবে। কঠোর পরিশ্রমই হতে হবে। ট্রেনিং এর মাধ্যমে অনেক কিছু শেখা যায়। ফরেক্স মার্কেট সম্পর্কে এনালাইসিস করতে হবে। ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করতে হবে। ডেমো অ্যাকাউন্ট এক বছর পর থেকে রিয়েল একাউন্টে ট্রেড করতে পারবেন। ফরেক্স মার্কেট সম্পর্কে না বুঝে ট্রেড করলে অবশ্যই লস হবে। জ্ঞান অনুধাবন আত্মপ্রত্যয়ী আত্মসংযমী বুদ্ধিমত্তা হলে অবশ্যই লাভবান হওয়া যাবে।
ফরেক্স ব্যবসা সাধারনত জেনে শুনে বুঝে করতে হবে। যদি আপনার এ বিষয়ে কনো অবজ্ঞতা না থাকে তাহলে এ ব্যবসা না করাই ভালো।
ফরেক্স এ আপনি যদি লোভ করে অনেক ইনকাম করার ইচ্ছায় নিজের সবটুকু বিনিয়োগ করে দেন যদি আপনার মার্কেটের মুদ্রার মান এর উপর নির্ভর করে লস করেন তাহলে আপনি নিঃস্ব হয়ে যাবেন যার কারণে আপনার ব্যালেন্স হয়ে যেতে পারে জন্য এবং আপনি যদি লোক না করে স্বাভাবিক ভাবে তাই ইনকামের হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে আপনি একসময় ভালো একটা স্থানে নিজেকে দাঁড় করাতে পারবেন এবং আপনি অনেক লাভজনক করতে পারবেন পড়েছে মাধ্যমে
একটি ট্রেড ওপেন করার পর মার্কেট যদি আপনার ট্রেডের প্রতিকূলে চলে যায় অর্থাত ধরুন আপনি ট্রেডটি সেলে ওপেন করলেন আর মার্কেট উপরের দিকে চলে গেল সেক্ষেত্রে আপনার লস হবে অন্যদিকে মার্কেট যদি আপনার ঐ ট্রেডটির অনুকূলে উঠতে থাকে তবে সেক্ষেত্রে আপনার ঐ ট্রেডটি ক্রমশয়ে প্রফিট লাভ করতে থাকবে আর এ ভাবেই ফরেক্স মার্কেটে লাভ বা লস হয়ে থাকে।ফরেক্স এ ডেমো ট্রেডিং করা কি ভাবে ফরেক্স এ রিয়েল ট্রেড করতে হয় তা আপনাকে আগে জেনে তার পর ফরেক্স এ কাজ করতে হবে । ফরেক্স ব্যবসা সম্পর্কে জানতে পারলে এখান থেকে সহজেই লাভ করা যায় ।
ফরেক্স মার্কেটের ফরেক্স ট্রেডিং করার মাধ্যমে ফরেক্সে লাভ লস হয়ে থাকে। ফরেক্স ট্রেডিং করার সময় অসতর্কতা অবলম্বন করে ট্রেড করলে লস হয়। এছাড়া ধৈর্য ধারণ ক্ষমতা কম রেখে ট্রেড করলে লস হয়। আর লস হওয়ার মূল কারণ হলো ট্রেড করার সময় বেশী লোভ করে ফেলে যার ফলে লাভ থেকে বেশি লস হয়ে থাকে। তবে ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স ট্রেডিং করতে পারলে ফরেক্স থেকে অনেক বেশি প্রফিট লাভ করা সম্ভব।