-
আসলে ফরেক্স মার্কেটে যে সকল কারেন্সি পেয়ার থাকে সেগুলোর পরিবর্তন বিশ্ব অর্থনৈত্তিক অবস্হার পরিবর্তন দ্বারা পরিবর্তিত হয়ে থাকে আর যেটি কোন বেক্তি বিশেষের দ্বারা করা কখনই সম্ভাব নয়।মার্কেট মুভমেন্ট কোন দিকে কাজ করবে সেটি অনুমান করে ট্রেড করার জন্য অবশ্যই ভাল ভাবে অ্যানালাইসিস করতে জানতে হবে।
-
আমি মনে করি বেকার সমস্যা সমাধানে ফরেক্স গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।অনেক শিক্ষিত লোক পড়া-লেখা শেষ করে চাকুরীর জন্য ঘুরে ঘুরে হতাশ হয়।তাদের জন্য ফরেক্স আশীর্বাদস্বরূপ।তারা চাইলেই এটা শিখে এখান থেকে প্রতিমাসে অনেক ভালো আয় করতে পারে। ফরেক্স এমন একটি ব্যবসায় যার মাদ্দমে সফলতা অর্জন করা সম্বভ।
-
না ফরেক্স মার্কেটের গতির কোন নিশ্চয়তা নেই। আমরা যেসব ইন্ডিকেটর বা অ্যানালাইজেশন ব্যাবহার করি মার্কেটের গতি বিধি জানার জন্য কন্তু আমরা শুধুমাত্র অনুমান করি মাত্র কখনোই শিয়োরিটি দিয়ে বলতে পারিনা যে মার্কেট অ্যাখন কোনদিকে যাবে। তবে কিছুটা অনুমান করা সম্ভব হয় যদি কোনো নিউজ রিলিজ হয়।
-
ফরেক্স এ কিছু নির্দিষ্ট প্যাটার্ন ও নিয়ম পুনরাবৃত্তি হতে দেখা যায়। এ সব দেখে আগে থেকে কিছু ধারনা করা যায়। এ ছাঁডা কোন দেশে অর্থনীতি কি রকম তা দেখেই আন্দাজ করতে হয়।যদিও মার্কেট এর গতিপথ হুবহু বলা সম্ভব না তবে এনালাইইস করে অনুমান করাই যায়।
-
পরিকল্পনা ছাড়া ফরেক্স ব্যবসা কখনোই করা ঠিক হবে না । যে ট্রেডার পরিকল্পনা ছাড়া ফরেক্স ব্যবসা করবে সে অবশ্যই লসে পতিত হবে । সুতরাং অামরা ট্রেড করার আগে চিন্তা ভাবনা করে তারপর করার চেষ্টা করব তাহলেই সফলকাম হতে পারবে ।
-
ফরেক্স মার্কেটের গতির কোন নিশ্চয়তা নেই । আমরা যতটুকু অভিজ্ঞতা অর্জন করে বুঝতে পারি । আমাদের এই জন্য প্রয়োজন দক্ষতার । যে ট্রেডারের যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
আমি যখন প্রথম ফরেক্স ট্রেড সর্ম্পকে শুনলাম তো আমি সর্বপ্রথম ফরেক্স শেখা শুরু করলাম এবং তার পর ফরেক্স ডেমো প্রাকটিস করা শুরু করি তার পর সর্বমোট প্রায় ১ বছর ডেমো প্রাক্টিস করার পর লাইভ ট্রেডে আসি এবং আমার মনে আছে আমার জিবনের প্রথম ট্রেড লট হলো ০.০১৳ ।
-
ফরেক্স বাজাারে কখন কারেনসি বাড়বে কমবে এমন কোন কথা নিশচিত ভাবে বলা যায় না যে বাজারে যে কোন সময় যে কোন দিকে যেতে পারে । হ্যা আমি মনে করি ফরেক্স বাজারের নিশচয়তা আছে । এখানে এখন অনেকে ট্রেড করে ।ফরেক্স মানুষের সমষ্যা সমাধান করেছে ।
-
সলে ফরেক্স মার্কেটের মুভমেন্ট বোঝা বেশ জটিল। যখন নিউজ থাকে না সেই মুহুর্তেও মার্কেট গতিশীল থাকে। কিন্তু মার্কেটের গতি কোনদিকে থাকে তা বোঝা যায় না এটা ধরতে হলে বিভিন্ন ভাবে মার্কেট এনালাইসিস করতে হবে। এনালাইসিস ভাল ভাবে করতে পারলে মার্কেটের গতিপ্রকৃতি সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে।
-
আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ ফরেক্স মাকেট এ আমার জ়ানা মতে গতির কোন থিক থিকানা নেই | মাকেট কখন কি হবে আপনি কিনবা আমি কেও জানিনা | ফরেক্স মাকেটের গতি যেকোন সময় হতে পারে আপনাকে ফরেক্স মাকেট করতে হলে আমি মনে করি প্রতিবিয়ত মাকেটে থাকতে হবে তবেই আপনি ফরেক্স টিকে থাকতে পারবেন |
-
ফরেক্স মার্কেটের গতির কোন নিশ্চয়তায় নেই । ফরেক্সে আমরা যারা ট্রেড করি তারা জানি যে এই ট্রেড করে আমরা অনেক লাভবান হতে পারি যদি আমরা সঠিকভাবে মার্কেটের ট্রেন্ড বুঝে ট্রেড করতে পারি তবে আমরা নিজেরা অনেক লাভবান হতে পারব । একজন ভালো ও দক্ষ ট্রেডার সবসময় মার্কেটের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো গতির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে তবে তা তার নখদর্পণে রাখেন ।
-
আমি বলবো ফরেক্স মার্কেট এর গতির কোন নিশ্চয়তা নেই ।মার্কেট যেকোন সময় যে কোন দিকে মুভ করতে পারে । তবে মার্কেট এর গতি নির্ভর করে যে কোন দেশের অর্থনৈতিক অবস্থার উপর ।আমরা কোন পেয়ারে ট্রেড করব তা নির্বাচন করে সেই দুই দেশের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে দেখতে পারি মার্কেট কোন দিকে মুভ করবে ।কিন্তু ফলাফল সবসময় পক্ষে নাও আসতে পারে ।
-
আসলে এখানে গতির বা মুভমেন্ট নিশ্চয়তা বলে কিছু নেই। এখানে যখন মার্কেট কোন দিকে যেতেই থাকে তখন কিছুদুর সেই দিকেই যায় তার পরে আবার আগের জায়গায় ফিরে আসে বা আরও নিচের দিকে যেতে পারে। মার্কেট এর মুল চালিকা শক্তি মার্কেট কে যে দিকে মুভ করায় মার্কেট সেই দিকে যেতে বাধ্য বলে আমার মনে হয়।
-
ফরেক্স মার্কেটে মার্কেটের গতি বিধির কোন নিশয়তা নেই।যদি থাকত তাহলে দক্ষ ট্রেডারগনও লস করত না।তাই সব সময় মার্কেটে উপর এটিএম বিশ্বাসি হওয়া উচিত না।মার্কেটে এই সম০য়ে আপ্ট্রেন্ড এ আছে কিছুক্ষন পড় ডাউন ট্রেন্ডে যেতে পারে।
-
কেও নিশ্চত বলতে পারবেনা প্রইজ বাড়বে না কমবে । দুনিয়াতে এমন কোন জিনিস নাই যাহা নিশ্চত হবে কারণ ভবিষত একমাত্র আল্লাহ তায়ালাই ভালো বলতে পারেন। তবে আমরা অতীতের ঘটে যাওয়া বিষয় হতে ভবিষদের বিষয়ে ধারণা করতে পারি। ফরেক্সে লাভ করতে প্রোয়জন ফরেক্স মার্কেট আপনাকে দক্ষ হতে হবে, আপনাকে ইনভেস্ট করতে হবে, মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করতে হবে, ধ্যর্য ধরতে হবে, তাহলে আশা করা যায় আপনি লাভ করতে পারবেন।
-
না ফরেক্স মার্কেটে গতির কোন নিশ্চায়তা নেই। মার্কেট কোন দিকে মুভ করবে তা কেউ সঠিক করে বলতে পারে না। তবে আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা হলেও ধারনা নিতে পারবেন যে মার্কেট এর গতি কোন দিকে যাবে। আর এই ধারনার উপর ভিত্তি করেই আমরা ট্রেড করে থাকি।
-
এটা সঠিকভাবে বলা যাবে না মার্কেট কখন উঠবে বা নামবে তবে আপনি সাপোর্ট রেজিস্টান্স দেখে ট্রেড করতে পারেব এতে কিছুটা হলেও ভালো ফল পাবেন অথবা ফান্ডামেন্টাল এনালাইসিস করতে পারেন।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটের গতির কোন নিশ্চয়তা নেই । যে কোন সময়ে মার্কেট উদ্ধমুখী হতে পারে । আবার একটু পরেই নিম্নমুখী হয়ে যায়। তাই মার্কেটের গতি কখন বাড়বে আর কখন কমবে তা নিশ্চয়ত ভাবে বলা যায়না। তবে যে কোন দেশের অর্থনৈতিক অবস্থার পেক্ষাপট বিশ্লেষন করলে মার্কেটের গতি সম্পর্কে কিছুটা ধারনা করা যায়।
-
কিছু কিছু সময় ব্যতীত ফোরেক্স মার্কেটের গতির নিশ্চয়তা আছে। সেটা নির্ভর করে কারেন্সি পেয়ার দেশ গুলোর অর্থনৈতিক অবস্থার উপর। তবে সেটা অবশ্যই আপনাকে মার্কেট এনালাইসিস করে বের করতে হবে। আর মার্কেট এনালাইসিস করে সঠিক ভাবে মার্কেট মুভমেন্ট বের করতে হলে আপনাকে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্স ট্রেডের বিভিন্ন গতি গুলোর অবশ্যই কিছু নিশ্চয়তা আছে৷শুধুমাত্র নিউজের প্রভাবেই যে মার্কেটের গতি আপ-ডাউন করে থাকে-এটা সঠিক নয়৷মার্কেট সর্বদাই কম-বেশি উঠা নামা করে ৷মার্কেটের সঠিক গতি বা ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল গুলো পরিষ্কার বুঝতে হলে আপনাকে ভালো করে এনালাইসিস করতে হবে৷এনালাইসিস করার জন্য প্রচুর লেখাপড়া করতে হবে৷ ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে তবেই ট্রেড করতে হয়৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে,সবই বুঝতে পারবেন ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷
-
ফরেক্স মার্কেটের গতি বুঝতে পারা যাবে না । সেজন্য প্রচুর অভিজ্ঞতা প্রয়োজন । গতি বুঝতে হলে মার্কেট অনর্গল সময় দিতে হবে । অামরা সময় বেশী দিয়ে কাজ করব তাহলেই গতির নিশ্চয়তা বোঝা যাবে । অামরা ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার প্রতিশ্রুতি নিব তাহলেই অামরা লাভবান হব ।
-
ফরেক্স মার্কেট এ বলা যাবে না আজ মার্কেট এই দিকে যাবে। এখানে কোণ কিছুই ১০০% শিউর নিউর নয়। আমরা অনুমান করে ট্রেড ওপেন করতে পারি। তবে হাই প্রব্যালিটি বলতে কিছু আছে। আমরা ভাল ট্রেড সেটাপ করতে পারি। আবার কম কনফিডেন্সের এর সেটাপ ও করতে পারি।
-
আমি বলবো আসলে ফরেক্স মার্কেটের গতিপ্রকৃতি বোঝা বেশ জটিল। যেই মুহুর্তে নিউজ থাকে না সেই মুহুর্তেও মার্কেট গতিশীল থাকে। কিন্তু মার্কেটের গতি কোনদিকে থাকে তা অনেকে ধরতে পারেনা। এটা ধরতে হলে বিভিন্ন ভাবে মার্কেট এনালাইসিস করতে হবে। এনালাইসিস ভাল ভাবে করতে পারলে মার্কেটের গতিপ্রকৃতি সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে।
-
পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং খুবই ভালো। কিন্তু আপনি পেশা হিসাবে নেওয়ার আগে আপনি ফরেক্স এ কতটুকু দক্ষ তা জানতে হবে। ফরেক্স এ আপনি যদি দক্ষ না হোন তাহলে আগেই পেশা হিসাবে নেবেন না। আর যখন আপনি কয়েক মাস ট্রেড করে দক্ষ হবেন তখন পেশা হিসাবে নেবেন। আর ফরেক্স এর সাথে অন্য যে কোন কাজ করা যেতে পারে।
-
ফরেক্স এ কিছু নির্দিষ্ট প্যাটার্ন ও নিয়ম পুনরাবৃত্তি হতে দেখা যায়। এ সব দেখে আগে থেকে কিছু ধারনা করা যায়। এ ছাঁডা কোন দেশে অর্থনীতি কি রকম তা দেখেই আন্দাজ করতে হয়।যদিও মার্কেট এর গতিপথ হুবহু বলা সম্ভব না তবে এনালাইইস করে অনুমান করাই যায়
-
ফরেক্স মার্কেটের প্রাঈস কখন বড়বে বা কখন কমবে এমন কোন নিশ্চয়তা কি দেওয়া যায় ।ধরি কোন নিঊজ নেঈ কিভাবে বুঝবো যে এখন মার্কেট কোন দিকে যাবে । ডাউন ট্রেন্ডে আছে তখন কি মার্কেট নিচের দিকেই যাবে নাকি বিপরিত দিকে যাবে । তখনকি সাপোর্ট রেসিস্টান্স কাজ করে । এরূপ অবস্তায় মার্কেটে কি আনালাইসাস প্রয়োগ করতে হবে
-
ফরেক্স মাের্কটের গতির কোনো প্রকার নিশ্চয়তা নেই যে কোনো সময় মার্কেটে যে কোনো দিকে গতি পরিবর্তন হতে পারে
।মার্কেটের গতি কখনো ভাগ্যের উপর নির্ভর করে না। মার্কটের গতি বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে।
-
ফরেক্স মার্কেটের গতি কখন কোন দিকে যাবে তা নিরুপন করা দুরসাধ্য । তবে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল ভালভাবে বুঝলেই মার্কেট কোন দিকে যাবে তা আপনি নিজেই বুঝে নিতে পারবেন । এজন্য এ তিনটি বিষয় ভালভাবে শিখে তা প্রয়োগ করতে পারলেই আপনি অনায়াসেই মার্কেটের গতি বুঝতে পারবেন।
-
না ভাই , ফরেক্স মার্কেটের গতির কোন নিশ্চয়টা নেই । আমরা যদি সব সময় মার্কেট আনাল্যসিস করেও ট্রেড করি তবুও আমাদের লস হতে পারে । তাই ভাই এই লস হওয়াটাকে খুবই স্বাভাবিক হিসেবে নিতে হবে । আপনাকে হিসেব করতে হবে যে লাভ লস মিলেয়ে আপনার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পেরেছেন কিনা । তাই চেষ্টা করবেন একটা পরিকল্পনা করে ট্রেড করার জন্য , তাহলেই দিন শেষে আপনার লাভের পাল্লাটাই ভারী হবে ।
-
ফরেক্স মার্কেটের গতির কোন নিশ্চয়তা নেই । যে কোন সময়ে মার্কেট উদ্ধমুখী হতে পারে । আবার একটু পরেই নিম্নমুখী হয়ে যায়। তাই মার্কেটের গতি কখন বাড়বে আর কখন কমবে তা নিশ্চয়ত ভাবে বলা যায়না। তবে যে কোন দেশের অর্থনৈতিক অবস্থার পেক্ষাপট বিশ্রেষন করলে মার্কেটের গতি সম্পর্কে কিছুটা ধারনা করা যায়।
-
ফরেক্স ট্রেডিং মার্কেটের আচরণ কেমন হবে তা অবশ্য ওই দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে কিন্তু আপনি যদি এই নিউজ না পান তাহলে আপনার অবশ্যই টেকনিক্যাল এনালাইসিস ভাল করে বুজতে হবে।যদি টেকনিক্যাল এনালাইসিস টা ভাল করে জানতে পারেন তাহলে আপনি ফরেক্স ট্রেডিং মার্কেট কেমন আচরণ করতে পারে তা অনেকটা বুজতে পারবেন।তাই বেশি বেশি এনালাইসিস করুন আর অভিজ্ঞতা অর্জন করুন তাহলে ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে নিজেকে আর্থিক উন্নয়ন করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট এর গতির কোন নিশ্চয়তা নেই ।মার্কেট যেকোন সময় যে কোন দিকে মুভ করতে পারে । তবে মার্কেট এর গতি নির্ভর করে যে কোন দেশের অর্থনৈতিক অবস্থার উপর ।আমরা কোন পেয়ারে ট্রেড করব তা নির্বাচন করে সেই দুই দেশের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে দেখতে পারি মার্কেট কোন দিকে মুভ করবে ।কিন্তু ফলাফল সবসময় পক্ষে নাও আসতে পারে ।
-
ফরেক্ মার্কেটের প্রাঈস কখন বড়বে বা কখন কমবে এমন কোন নিশ্চয়তা কি দেওয়া যায় ।ধরি কোন নিঊজ নেঈ কিভাবে বুঝবো যে খএন মার্কেট কোন দিকে যাবে । ডাউন ট্রেন্ডে আছে তখন কি মার্কেট নিচের দিকেঈ যাবে নাকি বিপরীত দিকে যাবে। তখনকি সাপোর্ট রেসিস্টান্সক াজ করে । এরূপ ্অবস্থয় মার্কেটে কি এনালাঈসিস প্রয়োগ করতে হবে।
-
ফরেক্স মার্কেটের গতির কোন নিশ্চয়তা নেই । যে কোন সময়ে মার্কেট উদ্ধমুখী হতে পারে । আবার একটু পরেই নিম্নমুখী হয়ে যায়। তাই মার্কেটের গতি কখন বাড়বে আর কখন কমবে তা নিশ্চয়ত ভাবে বলা যায়না। তবে যে কোন দেশের অর্থনৈতিক অবস্থার পেক্ষাপট বিশ্রেষন করলে মার্কেটের গতি সম্পর্কে কিছুটা ধারনা করা যায়।
-
আসলে ফরেক্স মার্কেটের গতিপ্রকৃতি বোঝা বেশ জটিল। যেই মুহুর্তে নিউজ থাকে না সেই মুহুর্তেও মার্কেট গতিশীল থাকে। কিন্তু মার্কেটের গতি কোনদিকে থাকে তা অনেকে ধরতে পারেনা। এটা ধরতে হলে বিভিন্ন ভাবে মার্কেট এনালাইসিস করতে হবে। এনালাইসিস ভাল ভাবে করতে পারলে মার্কেটের গতিপ্রকৃতি সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে।
-
প্রতিটি ব্যবসায় দ্রব্যমূল্যের দাম এর উপর ভিত্তি করে ব্যবসা এর গতি হ্রস বৃদ্ধি ঘটে। তেমনি ফরেক্স মার্কেটের
সেল বাই এর উপর ডিপেন্ড করে ফরেক্স মার্কেটে গতি
হ্রাস বৃদ্ধি করে। তাই ফরেক্স মার্কেটের গতির নিশ্চয়তা দেওয়া সম্ভব না।
-
ফরেক্স এ কিছু নির্দিষ্ট প্যাটার্ন ও নিয়ম পুনরাবৃত্তি হতে দেখা যায়। এ সব দেখে আগে থেকে কিছু ধারনা করা যায়। এ ছাঁডা কোন দেশে অর্থনীতি কি রকম তা দেখেই আন্দাজ করতে হয়।যদিও মার্কেট এর গতিপথ হুবহু বলা সম্ভব না তবে এনালাইইস করে অনুমান করাই যায়।
-
ফরেক্স মার্কেটের এক মাত্র নিশ্চয়তা হলো ফরেক্স নিউজ ফলো করে এনালাইজ করা আর ক্যান্ডেল দেখে মার্কেটের ধরন বুঝে তারপর ট্রেড করা। ফরেক্সে এই গুলা ছাড়া আসলে কেও ১০০% পিডীট করতে পারে না যে মার্কেট কোন দিকে যাবে কোন সময়ে যাবে। সবাই একটা সম্ভাব্য ধারনা দিতে পারে মাত্র।
-
আমার মনে হয় ফরেক্স মার্কেটের গতির কোন ঠিক নেই। গতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে কারণ কখন মার্কেটে দাম বাড়বে ও দাম কমবে আমরা কেউ জানতে পারি না। তবে ফরেক্স সম্পর্কে দক্ষতা অর্জন করে মার্কেটে ট্রেড করলে সেক্ষেত্রে লাভবান হওয়া সম্ভব। এই জন্য দক্ষ ট্রেডারগণ ট্রেড করার আগে মার্কেট এনালাইসিস করে বাজারের অবস্থা জেনে নেয়। ফলে ট্রেড করে সফলতা অর্জন করা সহজ হয়। তাই ফরেক্স মার্কেটে এনালাইসিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে মার্কেট সম্পর্কে কিছুটা বোঝা যায়।,,,,,ধন্যবাদ।
-
কখন বড়বে বা কখন কমবে এমন কোন নিশ্চয়তা কি দেওয়া যায় ।ধরি কোন নিঊজ নেঈ কিভাবে বুঝবো যে খএন মার্কেট কোন দিকে যাবে । ডাউন ট্রেন্ডে আছে তখন কি মার্কেট নিচের দিকেঈ যাবে নাকি বিপরীত দিকে যাবে। তখনকি সাপোর্ট রেসিস্টান্সক াজ করে । এরূপ ্অবস্থয় মার্কেটে কি এনালাআমি মনে করি ফরেক্স মাের্কটের গতির কোনো প্রকার নিশ্চয়তা নেই যে কোনো সময় মাের্কট যে কোনো দিকে যেতে পারে, মাের্কটের গতি কখনো ভাগ্যের উপর নির্ভর করে না মাের্কটের গতি বিভিন্ন দেশের অর্থনৈতিক অনস্থার উপর নির্ভর করে।ঈসিস প্রয়োগ করতে হবে।