-
যার মেধা যেমন তার উপর ভিত্তি করে ডেমো ট্রেড করা উচিত আমার মনে হয় তাও কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করা উচিত।আপনার সাফল্য কিন্তু অনেটাই নির্ভর করে ডেমো তে আপনি কতটা অভিজ্ঞ ছিলেন।তাই আগে নিজেক প্রস্তুত করুন ডেমো তে তারপর রিয়েল ট্রেড করুন অবশ্যয় আপনি তাহলে সফল হবেন আশা করা যাই।
-
কমপক্ষে ২ মাস ডেমো ট্রেড করা উচিত। কিন্তু নির্দিষ্ট কোন সময় নেই।
-
ডেমো দেওয়া হয়েছে আপনাকে এটা করে চর্চা করার জন্য , আপনি যত বেশি করে ডেমো করবেন তাহলে আপনি সফল ট্রেডার হতে পারবেন । কারন একজন সফল ট্রেডার ডেমো করে নিজের ভাল দক্ষতাটা প্রকাশ করতে পারেন , ডেমো করা আমরা সকলের জন্য প্রয়োজন কারন এটা না করলে আপনি ভাল করতে পারবেন না । তাই আপনাকে ডেমো ট্রেড করতে হবে যত দিন না আপনি ভাল হতে পারবেন ট্রেডিং এ তত দিন আপনাকে ডেমো করতে হবে , ভাল করার পর আপনি রিয়েল ট্রেড করতে পারবেন।
-
কমপক্ষে ৩ মাস তবে এর চেয়ে বেশি করলে আরো ভালো হয়................
-
আমার মেহই কমপক্ষে ৬ মাস ডেমো করা দরকার ,ফরেক্স এ ভাল করতে হলে যে যত ভাল করে ডেমো করবে সে তত ভাল ভাল ফরেক্স এ ইনকাম করতে হবে মনে রাখতে হবে ফরেক্স এ ডেমো আর রেয়াল একই তাই ডেমো তে ভাল করলে রেয়াল এও ভাল করবে
-
ডেমো ট্রেড এর জন্য ধরা বাধা কোন সময় নাই। তবে ২ থেকে ৬ মাস করা উত্তম। আপনি যদি দেখেন যে আপনি লাভবান হচ্ছেন ডেমো করে। এবং লস এর পরিমা খুব কম তাহ্লেই বুঝবেন আপনি রীয়েল ট্রেড করার উপযোগি।
-
আমার মতে ডেমো ট্রেড করা উচিত ৬-৭ মাস । ডেমো ট্রেড করা শিখা হলে আসল ট্রেড করা যায় তখন আর লস হবার সম্ভবানা থাকে না ।
-
আমি ডিমু একাউন্ট এ প্রাই তিন মাস ট্রেড করি।তাই আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কমছে কম তিন মাস ডিমু একাউন্ট এ ট্রেড করতে হবে।আপনি যদি এর ছেয়ে বেসি সময় ট্রেড করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ আর অভিজ্ঞ হতে পারবেন।ফরেক্স মার্কেট সম্পর্কে জতবেসি আপনি জানতে পারবেন ততবেসি আপনি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারবেন।তাই আপনি যত বেসি ফরেক্স মার্কেট সম্পর্কে জানবেন ততবেসি আপনি ফরেক্স মার্কেট এ সফল হবেন।
-
আমার মতে যতেও দিন ট্রেডার এর ভাল করে এনালাসিস করতে না পারে,ততদিন ডেম তে ট্রেডিং করা দরকার।তাই বেশি বেশি ট্রেদিং করা দরকার।
-
ডেমো একজন নতুন ট্রেডারের কমপক্ষে ২-৩ মাস করতে হবে । এছাড়াও সবারই উচিত হবে রিয়েল একাউন্টের পাশাপাশি ডেমোতে ট্রেড করা । ডেমো ট্রেড শুধু ফরেক্স সম্পর্কে জ্ঞান দিবে তা নয় , বরং একজন উন্নতমানের ট্রেডার হতে আমাদেরকে সাহায্য করবে । ফরেক্স ব্যবসায় তাই ডেমোর গুরুত্ব অসীম । একজন নতুন ট্রেডারের পূর্ণাঙ্গ ফরেক্স গাইড হতে পারে ডেমো একাউন্ট । মার্কেট মুভমেন্ট এবং এনালাইসিস করতে গেলেও ডেমোর মাধ্যমে তা করা যাবে ।
-
Dear all traders,
We are also thinking so. Actually it's depends on the Trader's IQ & his learning & gaining quality.
Some trader can grab the idea within few days, some are within 1,2,3,4 months etc.
we are USA based Forex signal provider. Try our site for Forex Signal www.usaforexsignal.com
-
আপনি যত বেশি ডেমো ট্রেডিং করবেন আপনি তত বেশি নিজেকে দক্ষ হিসেবে গরে তুলতে পারবেন। ডেমো ট্রেডিং করার নিদিষ্ট কোন সময় নেই । কারো কারো ২ মাস আবার কারো কারো ৪ মাস ও লাগতে পারে ।এইটা সম্পূণ নিরভর করে আপনি কতটা মেধাবি আর আপনি কতটা ধৈয্যশীল তার উপর । যদি আপনি পরিশ্রমি হন তাইলে আওপ্নি চাইলেই সব করতে পারবেন।
-
প্রথমে কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেডিং করা উচিত। আমি জানি এই ৬ মাস ডেমো ট্রেডিং এ কিছুই হবে না। শুধু বাই সেল করতে করতেই চলে যাবে ৬ মাস। আপনাকে ট্রেড বুঝতে হলে কম করে হলেও কিছু ডলার ইনভেষ্ট করে রিয়েল ট্রেড করতে হবে। এই রিয়েল ট্রেড করার পরে আপনি যখন লস করবেন তখনই আপনি ফরেক্স জানতে আগ্রহী হবেন। এবং বিভিন্ন সাইট ঘাটাঘাটি করবেন। কিংবা এমনো হতে পারে, এই লস করার ফলে আপনি ফরেক্স থেকে চিরবিদায় নিতে পারেন।
-
আমার মতে যত দিন না লস এড়িয়ে প্রফিট ট্রেড এর পরিমান বেশি না হয় তত দিন পর্যন্ত ফরেক্স মার্কেটর এ ট্রেড করা উচিত।আমার মতে ডেমো ট্রেড করা উচিত কমপক্ষে ৬-৭ মাস এবং বিভিন্ন বই পত্র পড়তে হবে। ডেমো ট্রেড করা শিখা হলে আসল ট্রেড করা যায় তখন আর লস হবার সম্ভবানা থাকে না ।
-
আসলে কতদিন ডেমো করতে হবে এটা পুরোপুরি ভেরি করে কে করছে তার ওপর । তবে সাধারণ ভাবে কমপক্ষে ৬ মাস ডেমো করা উচিত । ডেমোতে ভাল ফলাফল না হলে রিয়েল ট্রেডিং শুরু করা একদম ঠিক না । এতে লস যাবার সম্ভাবনা খুবই বেশি থাকে । আমার নিজস্ব মতামত হচ্ছে কম পক্ষে ১ বছর ডেমো করুন । তারপর রিয়েল ট্রেড করার চিন্তা করতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের জন্য ডেমো ট্রেডিং হল ফরেক্স ট্রেডিং শিক্ষার এক অন্যতম উপায় । ডেমো ট্রেডিং এর সাহায্যে একজন নতুন ট্রেডার ট্রেডিং সম্পর্কে ধারনা নিয়ে রিয়েল মার্কেটের বিভিন্ন নিয়ম-কানুন শিখতে পারে । তবে ডেমো ট্রেডিং কতদিন করা উচিত টা নির্ভর করবে ট্রেডার এর উপর ।কারন ফরেক্স মার্কেট সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন না করা পর্যন্ত ডেমো ট্রেড করা উছিত।তবে নিয়মিত ডেমো ট্রেড ৬-১২ মাস পর্যন্ত করাটা ভাল বলে আমি মনে করি।
-
আমার মতে ফরেক্স মারকেটে ডেম করার মত ভাল কন জিনিস আর নাই ফরেক্স অভিজ্ঞতা অরজনের জন্য তাই ফরেক্স মারকেটে জত দিন থাকতে হবে হবে এবং ফরেক্স মারকেটে ট্রেড করতে হবে তত দিন ফরেক্স মারকেটে ডেম করা উচিৎ।
-
এর নির্দিষ্ট কোন সীমারেখা নাই, কতদিন অনুশীলন করবেন এটা আপনার উপর নির্ভর করবে।তবে এক্সপার্ট দের মতে ডেমোতে কমপক্ষে ৬ থেকে ১২ মাস অনুশীলন করা উচিত।তারপর লাইভ ট্রেডে নামা উচিত।
-
ফরেক্স এ ভাল করতে হলে আপনাকে মনে রাখতে হবে ভাল করে দেম না করলে ফরেক্স এ ভাল করা যাবে না টাঈ আপণী জোটো দিন ভালো কোড়ে ডেমো ণা পাড়বেণ টোটোডীণ আপণাড় ডেমো কোড়া ঊচিদ আমার মতে ৬ মাস দেম করলে আপনি ফরেক্স এ ভাল করতে পারবেন
-
আসলে ফরেক্সে যারা নতুন ট্রেড শুরু করেন তাদের জন্য ডেমো টা একটা ভাল উপায়।রিয়েল টেড্র করার আগে কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করা উচিৎ।নতুবা রিয়েল ট্রেডে গিয়ে ধরা খেতে হবে। তাই আমার মতে রিয়েল ট্রেড করার আগে যতদিন না লোকসান ছেড়ে লাভ হয় ততদিন ডেমে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে জানার প্রথম ধাপটি পাস করা প্রয়োজন তাহল ডেমোতে প্রেকটিস করা। আমার মতে ডেমোতে ৫-৬ মাস প্রেকটিস করা প্রয়োজন।
-
আমার মনে হয় ডেমো একাউন্টে মাস হিসাবে ট্রেড না করে যতদিন নিজের কাছে রিয়েল ট্রেড করার জন্য নিজেকে পারফেক্ট মনে না হয় ততদিন ডেমোতে প্রাকটিস চালিয়ে যাওয়া উচিৎ । নিজেকে পারফেক্টভাবে তৈরি করতে ৬মাসও লাগতে পারে আবার তার বেশি সময়ও লাগতে পারে । তাই আমার মনে হয় মাস হিসাব করে ডেমোতে ট্রেড না করে বুঝেশুনে ট্রেড করে যত দ্রুত সম্ভব নিজেকে পারফেক্টহিসাবে গরে তোলা ।
-
নির্দিষ্ট সীমা দিয়ে এটি বিবেচনা করা যাই না।
যাত দিন নিজের উপর আস্থা না আসে তত দিন ডেমো
করা উচিৎ বলে আমার মনে হয়।
-
আপনি যদি ফরেক্সে সফল হতে চান তাহলে আপনাকে কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করতে হবে,মানি ম্যানেজমেন্ট মেনে ডেমো ট্রেড করতে হবে নাহলে আপনার ট্রেডিং এর কোন ফলাফল পাবেন না।
-
আমার মতে ফরেক্সে ডেমো সারাজীবনই করতে হবে কারন এটার দরকার সবসময়ই পরবে।তারপরো লাইভ ট্রেডিং করার আগে কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করা উচিত।
-
আমি মনে করি দক্ষ হওয়া পর্যন্ত ডেমো ট্রেডিং করতে হবে এবং বিভিন্ন বই পত্র পড়তে হবে। যখন মনে করবেন আপনি সম্পূন্ন প্রস্তুত তখন লাইভ ট্রেডিং করতে হবে।
-
ডেমো ট্রেডিং করা কমপক্ষে ৬ মাস পরে । কারন ট্রেডিং করার আগে ট্রেডিং তা কি তা আগে জানতে হবে আমি মনে করি
-
আমি মনে করি আপনার ততদিন প্রর্যন্ত ডেমো ট্রেডিংযে সময় দেওয়াউচিত যতদিন না প্রর্যন্ত আপনি ফরেক্স ্রেটডিংয়ের উপর পরিপূর্ন ভাবে দক্ষতা এবং অভিজ্ঞতা যথাযথোভাবে অর্জন না করছেন। আপনি নিশ্চই যানেন যে ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে ভাল প্রফিট করতে হরে এবং মার্কেটে দীর্ঘকার সফলতার সাথে টিকে থাকতে হরে ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতার কোন বিকল্প নেই।
-
আমার মতে মিনিমাম ৩ মাস ডেমোতে ট্রেড করা উচিত। এটা অনেক রিজনেবল একটা সময়। এই সময়ের মধ্যে ফরেক্স পুরোপুরি শেখা সম্ভব যদি এফর্ট থাকে। আর প্রতিটা ট্রেডিং অপশনের ব্যবহার শেখার সর্বোত্তম উপায় হল ডেমো একাউন্ট। এই সময় মানি ম্যানেজমেন্ট শিখতে পারলে রিয়েল একাউন্টে ঝামেলা হবার সম্ভাবনা কম।
-
ডেমো সম্পর্কে ভালো জ্ঞান ধারণা থাকলে বেশিদিন ডেমো ট্রেডিং করার দরকার হয় না । কিন্তু যারা ফরেক্স মার্কেট এ ব্যবসা করে ভালো লাভ করতে চান তারা কমপক্ষে ৬ মাস ডেমো প্রাকটিস করবেন। কারণ ভালোভাবে ডেমো প্রাকটিস করতে পারলে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে সুবিধা হয়। কিভাবে ট্রেড করলে লাভ হবে , কখন ট্রেড করলে লস হবে তা ডেমো ট্রেডিং এর মাধ্যমে জানা যায় । ফলে ফরেক্স মার্কেট এ লসের সম্ভাবনা কম থাকে এবং লাভের পরিমাণ বেশি হতে পারে। এক এক জনের জন্য এক এক সময় লাগে । কারো কম আবার কারো বেশি । এজন্য ডেমো ট্রেডিং এর কোন ধরা বাধা সময় নেই ।
-
ডেমো ট্রেডিং-এর নির্দিষ্ট সময়সীমা নেই, এটা নির্ভর করে সম্পূর্ণরূপে ট্রেডারের উপর। আসলে ডেমো ট্রেডের উদ্দেশ্যই হল:
১। ট্রেডিং প্ল্যাটফর্ম মেটাট্রেডারের ব্যবহার, ট্রেড দেওয়ার কৌশল ইত্যাদি শেখা।
২। ফরেক্স শিখন, ইন্ডিকেটর, রোবট ইত্যাদির প্রয়োগ করে দেখা।
৩। স্ট্র্যাটেজি তেরি, ইন্ডিকেটর ও রোবট নির্বাচন করা।
৪। ইমোশনের উপর নিয়ন্ত্রণ আনা।
৫। ধৈর্য্যের অভ্যাস।
-
অভিজ্ঞ ট্রেডারদের মতে,কমপক্ষে ৩ মাস ডেমো ট্রেড করা উচিত । তবে এটা কতদিন ধরে করতে হবে এরকম কোন বাধ্যবাধকতা নেই,এটা সম্পূর্নই ব্যক্তিগত বিষয়। দক্ষ ট্রেডার হতে চাইলে দক্ষ ট্রেডারদের মতামত অনুযায়ী চলা অত্যাবশ্যকীয় ।
-
এটা আপনার উপর নিভরশীল।অনেকেই আছেন যারা কম সময়ের মধ্যে ডেমোতে সফল হতে পারেন আবার অনেকের বিশাল সময় লাগে।তবে আমি মনে করি আপনি যত প্রাকটিস করবেন তত তাড়াতাড়ি সফল হতে পারবেন।সাধারন ভাবে ডেমোতে সফল হতে হলে আপনাকে ৪-৫ মাস প্রাকটিস করতে হবে।মনে রাখবেন আপনি তখনই রিয়্যাল ট্রেড করবেন যখন ডেমোতে পুরোপুরিভাবে সফল হতে পারবেন।
-
আমি মনে করি ডেমো ট্রেড করার জন্য নির্দ্দিষ্ট কোন সময়সীমা নেই, ট্রেড নিজকে দক্ষ করে তুলতে রিয়াল ট্রেডের পাশাপাশি নিয়মিত ডেমো অনুশীলন করতে হবে।একজন ট্রেডারের জন্য রিয়াল একাউন্টে পুজিঁর যে সীমাবদ্ধতা থাকে, ডেমো একাউন্টে সেটা থাকে না। তাই এখানে যে কোন সময় যতদিন ইচ্ছে ডেমো ট্রেড করা যায়।ট্রেডে দক্ষতার জন্য ডেমো অনুশীলন করার বিকল্প নাই।
-
ফরেক্স মার্কেট থেকে যদি ভাল ভাবে প্রফিট করতে চান সে জন্য।ডেমো ট্রেডিং এর কোন বিকল্প নেই,তাই আমাদের ফরেক্স মার্কেট এ ট্রেডিং শিখার জন্য ভাল মাধ্যম হল ডেমো ট্রেডিং করার মাধ্যমে ফরেক্স মার্কেট এর ট্রেডিং শিখা তাই আমাদের ৬ থেকে ৮ মাস ডেমো ট্রেডিং করতে।
-
কতদিন ডেমো ট্রেডিং করা উচিত তা নির্দিষ্ট করে বলা সম্ভব না হলেও বলবো যে লং টার্ম সময় নিয়ে ডেমো ট্রেডিং করা ভালো। এমনকি রিয়েল ট্রেডিং করার পাশাপাশি ও ডেমো ট্রেডিং করা যেতে পারে। কারন ফরেক্সের বিভিন্ন নতুন কৌশল এবং স্ট্রাটেজি ডেমোতে অনুশীলন করে রিয়েলে প্রয়োগপ্রয়োগ করা যায়। সর্বোপরি ১-৩ বছর ধরে ডেমো ট্রেডিংয়ের সাথে জড়িত থাকা উচিত।
-
ডেমো ট্রেড যে যত বেশি করবে তার তত অবিজ্ঞতা বেশি হবে বলে আমি মনে করি। আর ফরেক্স মার্কেটে প্রথমেই রিয়াল ট্রেডে ট্রেড করা উচিত নাবলে আমি মনে করি। তাই আমি বলি কি একজন ট্রেডার যদি ফরেক্স মার্কেটে ভাল ট্রেড করতে ছায় তবে তাকে কম করে হলেও ছয় মাস ডেমো ট্রেড করা উচিত।
-
ডেমো ট্রেড করার জন্য নির্দ্দিষ্ট কোন সময়সীমা নেয় চলে । আপনি যতদিন না ফরেক্স সম্পর্কে ভালো করে জানতেছেন ততদিন পর্যন্ত আপনাকে ডেমো ট্রেড করে যেতে হবে । ডেমো ট্রেড করার মাধ্যমে আপনি আপনার ভুল গুলো সংশোধন করে আগামীতে ভালো প্রফিট করতে পারবেন । তাই ডেমো ট্রেডের বিকল্প নাই ।
-
যত দিন না লস এড়িয়ে প্রফিট ট্রেড এর পরিমান বেশি না হয় তত দিন পর্যন্ত ফরেক্স মার্কেটর এ ট্রেড করা উচিত ডেমো একাউন্ট এ যতই ট্রেড করা যাবে ততই দক্ষতা বাড়তে থাকবে ফরেক্স ট্রেড এ ডেমো একাউন্ট এর গুরুত্ব অপরিসীম আপনি যদি রিয়াল ট্রেড শুরু ও করে থাকেন তাহলেও আমি বলব রিয়াল ট্রেড এর পাশাপাশি ডেমো একাউন্ট এ ও সুযোগ পেলে ট্রেড করুন ।
-
ডেমো ট্রেডিং কমপক্ষে ১ বছর করা উচিত । ১ বছর যদি নিয়মিত করে থাকে তাহলে সে যদি রিয়েল ট্রেডে যায় তাহলে মোটামুটি বুঝতে পারবে । সুতরাং আমরা ডেমো ট্রেড ঠিকমত চালিয়ে যাব যাতে করে কোন প্রকার সমস্যায় পড়তে না হয় ।