ফরেক্স মার্কেট একটি চিন্তা মুক্ত পেশা না কারন ফরেক্স করতে হলে অনেক বেশি চিন্তা করতে হয় তাই ফরেক্স ব্যবসা কে চিন্তা মুক্ত ব্যবসা বলা যাবে না ফরেক্স করতে গেলে বা ফরেক্স ট্রেড করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে তারপর ফরেক্স ট্রেড করত্বে হয় ।
Printable View
ফরেক্স মার্কেট একটি চিন্তা মুক্ত পেশা না কারন ফরেক্স করতে হলে অনেক বেশি চিন্তা করতে হয় তাই ফরেক্স ব্যবসা কে চিন্তা মুক্ত ব্যবসা বলা যাবে না ফরেক্স করতে গেলে বা ফরেক্স ট্রেড করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে তারপর ফরেক্স ট্রেড করত্বে হয় ।
আমার মতে,ফরেক্স মার্কেট চিন্তা মূলক পেশা না।আপনাকে সবসময় মার্কেট নিয়ে থাকতে হবে।তবে আমরা মার্কেট এনালাইসিস করার পরে সব সময় মার্কেট দিকে লক্ষ্য রাখতে হয়।কোন এন্টি পয়েন্টে গেলে ট্রেড নিতে হবে সেই নিয়ে আমাদেরকে অলটাইম মার্কেটের মুভম্যান্টের দিকে খেয়াল রাখতে হয় তাই আমি ফরেক্স মার্কেট চিন্তা মূলক পেশা মনে করি।
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এই পেশাটি আপনার কাছে তখনই চিন্তামুক্ত পেশা হিসাবে বিবেচিত হবে যখন আপনি ফরেক্স ট্রেডিং দক্ষতায় নিজেকে দক্ষ এবং অভিজ্ঞ করে তুলতে পুরোপুরি ভাবে সক্ষম হবেন।
ফরেক্স ট্রেডিং এ মানসিক চাপ অনেক বেশি । একটা ট্রেড ওপেন করলে চিন্তা করতে না চাইলেও চিন্তা চলে আসে । যারা বেশি দুশ্চিন্তায় ভোগেন তাদের জন্য ফরেক্স একটু কঠিন । তবে ফরেক্স এর নিয়ম হল - ট্রেড ওপেন করে স্টপলস টেকপ্রফিট দিয়ে ভুলে যাওয়া ।
ফরেক্স কে আমি চিন্তা মুক্ত ব্যবসা বা পেশা চাইলে বলতে পারি ,যেখানে পুজি নেই কাজেই সেকানে আবার কিসের চিন্তা।তাই ফরেক্স একটি চিন্তা মুক্ত পেশা এবং একানে কোন পুজি লাগেনা বিনা পুজিতে ,ফোরাম এ পোস্ট করে করে ডলার আয় করে একটা উদ্দেশ্য মুলক কাজে পৌছতে সাহায্য করে যা চিন্তা মুক্ত।
না ফরেক্স যে পারে তার কাছে ফরেক্স চিন্তা মুক্ত কিন্ত যে ফরেক্স পারে না তার কাছে ফরেক্স চিন্তাযুক্ত পেশা
ফরেক্স এ চিন্তা মুক্ত রাখতে যা যা করা লাগবে
ভাল করে ফরেক্স শিক্তে হবে
ভাল করে ফরেক্স এর ডেমো করতে হবে
কখন বাই দিতে হয় আর কখন সেল দেওয়া লাগে তা ভাল করে বুজতে হবে
ফরেক্স মার্কেট এর আপডেট নিউজ সব সময় রাখতে হবে
আমার মতে ফরেক্স একটি চিন্তা মুক্ত পেশা না।এ মাকেটে অনেক চিন্তা করে বিভিন্ন টেক্যনিক বের করে ট্রেড করতে হয়।আপনি কখন বাই অথবা সেল দিবেন তাহা অনেক চিন্তা করে বের করতে হয়।তবে ফরেক্স তখনই চিন্তা মুক্ত পেশা হবে যখন ট্রেডিং দক্ষতায় নিজেকে অভিজ্ঞ ও দক্ষ করে তুলতে পারবেন।
ফরেক্স মার্কেট এর গতিবিধি সম্পর্কে আপনি কখনই সঠিক ধারনা দিতে পারবেন না, তাই আপনাকে বিশ্বের ক্রমাগত অর্থনৈতিক পরিবর্তনের উপর নজর রাখতে হবে। এসকল পরিবর্তনের উপর ফরেক্স মার্কেট উঠানামা নির্ভর করে। তাই ফরেক্স এ আপনার একটি ভুল ট্রেড আপনার বড় ধরনের লসের কারণ হতে পারে। তাই এটি মটেও কোন চিন্তামুক্ত বাবসায় নয়। এই বেবসা অনেক চিন্তা ভাবনা করে করতে হয়।
ছিন্তা মুক্ত হবার কন কারন ই নেই,
ফরেক্স মার্কেট কখন ওঠা নামা করে বলা মুস্কিল তাই সব সময় মার্কেটে নজর রাখতে হবে।
যারা ফরেক্স ব্যবসা করে নিজেকে দক্ষ তৈরি করেছে তারা তো অবশ্যই সর্বদা চিন্তামুক্ত । এছাড়াও যারা লং ট্রেড বুঝে করতে পারে তারা চিন্তামুক্ত থাকে । ফরেক্স ব্যবসায় ধৈর্য্য হারানো যাবে না । ফরেক্স ব্যবসা করে সফলতা অর্জন করতে হলে কুমিরের মত ছোট জিনিসের দিকে নজর দেওয়া যাবে না । কুমির যেমন বড় জিনিসের অপেক্ষায় থাকে ঠিক তেমনি ধৈর্য্য ধারণ করতে হবে । তাহলেই চিন্তামুক্ত থাকা সম্ভব ।
ফরেক্স চিন্তা মুক্ত পেশা কি না এ সম্পর্কে একেকজনের একেক্মত থাকতে পারে । কিন্তু আমার মতে ফরেক্স চিন্তা মুক্ত পেশা নয় । ফরেক্সে যখন আমি ট্রেড করে তখন ট্রেড ওপেন করার সময় আমি অনেক ভেবে চিনতে ট্রেডে এন্ট্রি নেই আর ট্রেড করার পর সব সময় মাথার মধ্যে একটা চাপ থাকে । খুব টেনশন হয় যতক্ষন না ট্রেড টি ক্লোজ করার হয় । তাই আআম্র কাছে ফরেক্সে কে চিন্তামুক্ত পেশা বলে মনে হয় না ।
ফরেক্স চিন্তা মুক্ত পেশা না বরং ফরেক্স চিন্তা যুক্ত পেশা। ফরেক্স ট্রেড অপেন করার সাথে সাথে চিন্তাও অপেন হয়। যতখন ট্রেড ক্লোজ না করছি ততোক্ষণ চিন্তাও ক্লোজ হয় না। ফরেক্স ট্রেড করলে চিন্তা হবেই আর এটাই সাভাবিক। কারন ফরেক্স অনেক রিস্কি ব্যবসা তাই ফরেক্স ট্রেড কখন লস বা লাভ হবে তা সঠিক ভাবে বলা যায় না। আর তাই আমরা ট্রেড অপেন করলে চিন্তা করি কারন আমরা ফরেক্স ব্যবসা করতে এসেছি ব্যবসায় লাভ করার জন্য।
আমি ফরেক্সকে কখনোই চিন্তা মুক্ত পেশা বলবো না কারন এখানে ইনভেস্টের মাধ্যমে ট্রেড করতে গেলে অনেক টেনশনে থাকতে হয়। কারন ফরেক্স এ মার্কেট সব সময় ওঠানামা করে তাই বলা যায়না যে লাভ হবে নাকি লস হবে। আবার যখন মার্কেট হঠাৎ নিচের দিকে নামতে থাকে তখন ব্যালান্স জিরো হয়ে যেতে পারে।
এটি একটি শিয়ার মার্কেট এখানে প্রতি মুহুর্তে সুচক উঠানাম করে ।আমর যদি মার্কেটের অবস্থা বুঝে ট্রেড করতে না পানি তবে লসের অশংষ্কা থাকে সে কারনে ফরেক্স কে চিন্তামুক্ত পেশা বলা যায় না । তাছাড়া রিস্ক কমানোর জন্য ও ফরেক্স ট্রেডের সময় ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হয়।
কোন ব্যবসা কিংবা পেশাই তো চিন্তামুক্ত নয়। তবে চিন্তা যেন বেশি করতে না হয় সেই ব্যপারে আমাদেরকে ভাবতে হবে। সেই ক্ষেত্রে বেশি রিস্ক না নেওয়া আর সঠিক মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে। আর অবশ্যই ট্রেড টা এক টু ভাল ভাবে শিখে নিতে হবে। সেই জন্য অবশ্যই একটু ধৈর্য আর সময় দিতে হবে।
কোন ব্যবসা কিংবা পেশাই তো চিন্তামুক্ত নয়। তবে চিন্তা যেন বেশি করতে না হয় সেই ব্যপারে আমাদেরকে ভাবতে হবে। সেই ক্ষেত্রে বেশি রিস্ক না নেওয়া আর সঠিক মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে। আর অবশ্যই ট্রেড টা এক টু ভাল ভাবে শিখে নিতে হবে। সেই জন্য অবশ্যই একটু ধৈর্য আর সময় দিতে হবে।
কোন পেশাই চিন্তা মুক্ত না তাই ফোরেক্স ও না । সব সময় সুচক উঠা নামা করে সে জন্য সব সময় নজর রাখতে হয় । না দেখে না বুঝে ট্রেড করলে লসের সম্ভাবনা থাকে । আমরা কেউ চাইনা যে লস খাই । চিন্তা ভাবনা করেই কাজ করতে হয় ।
ফরেক্স সম্পর্কে যারা ভাল বুঝেন তাহাদের চিন্তামুক্ত পেশা। আর যাহাদের ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা কম তাহাদের জন্য অবশ্যই ফরেক্স চিন্তাযুক্ত পেশা
ফরেক্স সম্পর্কে যারা ভাল বুঝেন তাহাদের চিন্তামুক্ত পেশা। আর যাহাদের ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা কম তাহাদের জন্য অবশ্যই ফরেক্স চিন্তাযুক্ত পেশা
ফরেক্স একেবারে চিন্তামুক্ত পেশা এটি বললে অনেকেই মানবে না আর আমিও এটি মানতে রাজি নই কারন আমার কাছে মনে হয় ফরেক্স ট্রেডিং অবশ্যই চিন্তাযুক্ত পেশা কারন ফরেক্স ট্রেডারদের প্রতিনিয়ত মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট নিয়ে চিন্তা করতে হয় পাশাপাশি সামনের দিনগুলোতে ট্রেডিং কেৌশল কি হবে তা নিয়েও ভাবতে হয়।
ফরেক্স কে কখনই চিন্তা মুক্ত পেশা বলা যাবেনা কারণ এখানে অনেক সময় দিয়ে অনেক চিন্তা ভাবনা করে মার্কেট এনালাইসিস করে ট্রেড দিতে হয়|আমর যদি মার্কেটের অবস্থা বুঝে ট্রেড করতে না পানি তবে লসের অশংষ্কা থাকে সে কারনে ফরেক্স কে চিন্তামুক্ত পেশা বলা যায় না ।
ফরেক্স কে কখনই চিন্তা মুক্ত পেশা বলা যাবেনা কারণ এখানে অনেক সময় দিয়ে অনেক চিন্তা ভাবনা করে মার্কেট এনালাইসিস করে ট্রেড দিতে হয়|আমর যদি মার্কেটের অবস্থা বুঝে ট্রেড করতে না পানি তবে লসের অশংষ্কা থাকে সে কারনে ফরেক্স কে চিন্তামুক্ত পেশা বলা যায় না ।
আমরা জীবনে অনেক পেশার নাম শুনে আসতেছি । কিন্তু ফরেক্র পেশাটার নাম আমরা নতুন যানি যারা নতুন তারা নতুন যানি আর যারা ১০ বছর আগে জানেন তাদের জন্য পূরাতন পেশা। তবে নতুন পূরাতন সবার জন্য ফরেক্র পেশাটা চিন্তাযুক্ত । আর যারা চিন্তামুক্ত তারা হলো ফরেক্র মারকেটের ব্রোকার তারা। প্রথমে আপনাকে বুজতে হবে ফরেক্র পেশাটা আসলে কি আর কেন এটাকে পেশা হিসাবে নিবেন।
ফরেক্স যারা প্রফেসনাল তাদের কাছে এটি চিন্তামুক্ত নয় । কারন ফরেক্স এ তাদের আনেক টাকা পরে থাকে ট্রেড এর চিন্তা করতে হয় । র্মাকেট সবসময় উঠা নামা করে ফলে ট্রেডারদের ট্রেড করার সময় র্মাকেট এনালাইসি করে ট্রেড ওপেন করতে হয় আর ভুল সিদ্ধান্তরে হলে ট্রেডারকে লস করতে হয় । ট্রেডার যদি ট্রেড নাও করে তবুও তাকে র্মাকেটর খোজ খবর রাখতে হয়।
পৃথিবীতে চিন্তাহীন কোন ব্যবসা নেই। সবাইকেই তার নিজস্ব ব্যবসায় লাভ-ক্ষতি নিয়ে ভাবতে হয়। বিশেষ করে ফরেক্স নতুন ব্যবসা বলে আমাদেরকে সবচেয়ে বেশি ভাবায়। না বুঝে এখানে কিছুই করা যায় না। বুঝলে এর চেয়ে ভাল ব্যবসা পৃথিবীতে আর একটিও নেই। এখানে সম্পূর্ণ ব্যবসাটাই বোঝার বিষয়।
ফরেক্স সম্পর্কে যারা ভাল বুঝেন তাহাদের
চিন্তামুক্ত পেশা।কিন্তু আমি নতুন। ফরেক্স কে চিন্তামুক্ত পেশা মনে করি না । কারণ
এটি একটি শিয়ার মার্কেট এখানে প্রতি মুহুর্তে
সুচক উঠানাম করে ।
ফরেক্স কে আমি সম্পুর্ন চিন্তা মুক্ত পেশা মনে করি না কারন আমাদের এনালাইসিস এর বিপরীতে যে কোন সময় মার্কেট চলে যেতে পারে তাই চিন্তামুক্ত থাকতে হলে আমাদের একটাই কাজ করতে হবে তা হল মানি মেনেজমেন্ট কারন মানি মেনেজমেন্ট করেই আমরা পারি ফরেক্স মার্কেট থেকে চিন্তামুক্ত থাকতে পারি।
ফরেক্স কে আমি কখনই চিন্তা মুক্ত পেশা মনে করি না কারন আমাদের এনালাইসিস এর বিপরীতে যে কোন সময় মার্কেট চলে যেতে পারে তাই চিন্তামুক্ত থাকতে হলে আমাদের একটাই কাজ করতে হবে তা হল মানি মেনেজমেন্ট কারন মানি মেনেজমেন্ট করেই আমরা পারি ফরেক্স মার্কেট থেকে চিন্তামুক্ত থাকতে পারি এবং অনেক কম সময়ে লাভ করতে পারি মানি মেনেজমেন্ট হল ফরেক্স মার্কেট এ সফলতার মুল চাবিকাঠি তাই আমাদের কে সব সময় এই মার্কেট থেকে মানি মেনেজেমেন্ট করেই আমাদের কে ট্রেড করতে হবে ।
আমার মতে ফরেক্স চিন্তা মুক্ত পেশা না। যে ফরেক্স সম্পর্কে কম বোঝে তার জন্য ফরেক্স একটি জটিল পেশা। ফরেক্সের কাজ যদি ভালো ভাবে বোঝা যাই এবং ফরেক্স সম্পর্কে যদি ভালো জ্ঞান থাকে তাহলে তার পক্ষে ফরেক্স খুব জটিল পেশা নই।
প্রিথীবির কোন কিচুই করা আআমাদের চিন্তা ভাবনা ছাড়া হয় না। সব কিছুই করতে হলে আপনাকে ভাবতে হবে। আর ফরেক্স মার্কেট হচ্ছে বিশাল মার্কেট। তাই ফরেক্স মার্কেট চিন্তা ছাড়া করা যানেনা বলে আমার মনে হয়।
কোন কাজি চিন্তামুক্ত নয় তেমনি ফরক্স চিন্তাযুক্ত একটি ব্যাবসা।ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে গেলে ট্রেড ওপেনিং করলে চিন্তা শুরু হয়ে যায়,তাই বলি ফরেক্স মার্কেট চিন্তাযুক্ত, চিন্তা মুক্ত কোনকিছু নাই,ফরেক্স মার্কেট এমন অর্থ ব্যাবস্থার সাথে জরিত সেখানে শুধু চিন্তা।
ফরেক্স এর প্রতিটি ত্রেদ যেদিন থেকে আপনি চিন্তামুক্ত ভাবে করতে পারবেন আপনি বুঝবেন যে আপ্নি এখন অভিজ্ঞ। ফরেক্স এ লাভ লস থাকবেই এবং দুটোকেই আপনাকে সাভাবিক ভাবে মেনে নেয়া শিখতে হবে।
না ফরেক্স চিন্তামুক্ত পেশা নয়। ফরেক্স একটি বিজনেস আর বিজনেস এ লাভ লস হওয়াটা সাভাবিক। লস না হতে চাইলে বিজনেস এ অভিজ্ঞতা অরজন করতে হবে। আর বিজনেস চিন্তামুক্ত পেশা না। ফরেক্সও এক টি বিজনেস যে টা চিন্তামুক্ত নয়।
ফরেক্স কেন যেকোন অনলাইন ব্যাবসাই অনেক রিস্ক এর। এই অনলাইন ব্যাবসায় কখন কি হবে কেও বলতে পারে না তাই সব সময় টেনশন এ থাকতে হয়।তাই এটা চিন্তা মুক্ত পেশা হতে পারে না।
ভাই ফরেক্স কেন পৃথিবীতে চিন্তা মুক্ত কোন পেশা আছে বলে আমার জানা নেই । ফরেক্স যদি চিন্তামুক্ত পেশা হত তাহলে ফরেক্স মার্কেটে শতকরা প্রায় ৯৫ জন ট্রেডার *মার্কেটে লস করে ঝরে পড়তনা । প্রতিটি মূহুর্তে এই মার্কেট আপনার চিন্তা বাড়িয়ে দিতে পারে । ধন্যবাদ ।
আসলে ফরেক্স চিন্তামুক্ত পেশা নয় বরং চিন্তাযুৃক্ত পেশা । আপনি যে কাজই করেন না কেন চিন্তা শক্তি প্রখরতা ব্যাতিত সে কাজে সফল হওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যাবে । তাই আমি মনেকরি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডকরি তাদের সবারই অনেক বেশি চিন্তিত থাকতে হয় । কারণ প্রতিটি ট্রেডই এই মার্কেটে আমাদের জন্য চ্যলেন্জস্বরুপ । একটা ট্রেড পাল্টে দিতে পারে পুরো ট্রেডিং পরিস্থিতি এমনকি মনের পরিস্থিতি । তবে চিন্তা আর টেনশন এক কথা নয়..।
আমার মতে ফরেক্স কোনো চিন্তামুক্ত পেশা নয় বরং ফরেক্স হচ্ছে চিন্তাযুক্ত পেশা।ফরেক্সে ট্রেড করলে চিন্তা মনকে অটোমেটিক আকড়িয়ে ধরে।কারন ফরেক্স একটা আনপ্রেডিকটেবল মার্কেট।তবে মানি ম্যানেজমেন্ট অনুসরন করে ভালো পজিশনে ট্রেড করতে পারলে কোনোধরনের চিন্তা থাকেনা।কারন তখন বেশিরভাগ লাভের সম্ভবনা মনে হতে থাকে।
ফরেক্স কে আমি কখনই চিন্তামুক্ত পেশা ভাবি না কারন ফরেক্স হল খুব রিস্কের বেবসা এতে বলা যাবে না বাজার কখন নাম্বে আর কখন উঠবে ।তাই আমি ফরেক্স কে চিন্তা মুক্ত পেশা বলি না ।
ফরেক্স চিন্তা মুক্ত বিজনেস নই।কারন যখনি আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করবেন এর পর থেকে আপনি চিন্তা করতে থাকবেন কি আপনার ট্রেড কি লস এর দিকে যাচ্ছে না লাব এর দিকে যাচ্ছে।হ্যাঁ তবে এর থেকে বাছার একটাই উপাই ভালোভাবে এনালাইসিস করে ট্রেড করুন।দেখবেন আপনাকে আর আপনার ট্রেড নিয়ে চিন্তা করতে হবে না।আপনি ট্রেড নিয়ে যত বেশি চিন্তা করবেন ততবেসি আপনি লস করবেন।তাই চিন্তা মুক্ত ট্রেড করতে শেষটা করুন।আসা করে আপনি সফল হতে পারেবন।।।
কোন পেশাই যেমন চিন্তামুক্ত নয়, তেমনি ফরেক্স মার্কেটও চিন্তামুক্ত পেশা নয় । কারণ এই ফরেক্স মার্কেটে ট্রেড করার পর থেকেই চিন্তা শুরু হয়ে যায় । লাভ হবে না লস হবে সেটা নিয়ে ভাবনা এসে যায় । তবে ভালভাবে এ্যানালাইসিস করে ট্রেড করলে লস বা চিন্তার কোন কারণ থাকেনা । তাই ট্রেড করার পূর্বে এ্যানালাইসিস করে ট্রেড করা খুবই গুরুত্বপূর্ণ ।