-
ফরেক্স আমার জীবনের শেষ বেবেশা কিনা তা এখন ও সঠিকভাবে বলতে পারছিনা.কারণ ফরেক্স করছি ১-১.৫ বছর এর মত হবে এবং এখন ও ট্রেডিং এ নিজেকে সফলভাবে তুলে ধরতে পারিনি তাই এখন ই এই প্রশ্নের জবার ডেবিয়া কঠিন.কিন্তু সামনে হিত পারব কারণ এখন তো স্টাডি করছি তাই খুব বেশি ট্রেডিং এক্সপ্লোর করতে পারছিনা.কিন্তু আমি পড়াশুনা শেষ করে স্ত্রাদিং সম্পর্কে বিস্তারিত ভাবে ভাবতে চাই.
-
অনলাইনেরর যুগে অনলাইনে অনেকরকমের ব্যবসা পরিচালিত হতে পারে।তবে অনলাইনে যত ব্যবসায় থাকুক না কেন ফরেক্স ই সেরা ব্যবসা এবং এর চাইতে ভালো কোনো অনলানভিত্তিক ব্যবসা নেই বলে মনে করি।যেহেতু ফরেক্সের চাইতে ভালো অনলানভিত্তিক ব্যবসা নেই সেহেতু অনলাইনে আমার জীবনের শেষ ব্যবসা হচ্ছে ফরেক্স ট্রেডিং।এটাকেই ভালোভাবে বুঝেশুনে করার চেষ্টা করে যাবো।
-
আমি সেটা এখনো বলতে পারছিনা কারন আমি সবে ফরেক্স শুরু করেছি আর আপাতত আমি ফরেক্স নিয়ে থাকতে চাই। আর ফরেক্স নিয়ে থাকতে আমার অনেক ভালই লাগে কারন ফরেক্স এ টাকা উপারযোন করার অনেক মাধ্যম আছে যা ঠিক ভাবে পরিচালনা করতে পারলে আপার মনে হয়ে আর জীবনে কোন ব্যবসা বা চাকুরী করতে হবে না। তাই আপনারও ফরেক্স যোগদান করুন এবং ভাল একজন ট্রেডার হওয়ার চেষ্টা করুন।
-
না ভাই।আমি ঠিক করেছি যে, ফরেক্স এর পাশাপাশি আমি অন্য একটা ব্যবসা করব।কারণ আমি লং টাইম ট্রেডার।তাই ফরেক্সের পাশাপাশি আমি অন্য ব্যবসা করে ফরেক্সের সাথে একটি বাড়তি আয়ের ব্যবস্থা করব।:bravo::accute::happy::D
-
আমার জীবনের প্রথম অনলাইন বিজনেসই হল ফরেক্স। আপাতত আমি অনলাইনে শুদু ফরেক্স ই করছি। ফরেক্স ছাড়া অন্য আরও কোন বিজনেস করতে পারব কিনা সেটা এখনও সঠিক জানি না। নয়তবা এটাই হতে পারে শেষ, এরপর হয়ত এরকম সুযোগ আর নাও পেতে পারি। আগে থেকেই কিছু বলতে পারছি না।
-
ইন্টারনেট জগতে যত ব্যবসা আছে তার মধ্য ফরেক্স সবচেয়ে ভালো এবং লাভজনক ব্যবসা। যে কেউ ইছা করলে ক্যপিটাল নিয়ে করতে পারে। এজন্য দরকার শুধু ইন্টারনেট সংযুক্ত একটি কম্পিউটার। ফরেএক্স আমার জীবনেরর দেখা সেরা ব্যবসা।
-
আমার মনে হয় এটি বলাটা ভূল হবে যে ফরেক্সই জীবনের শেষ ব্যাবসা তবে এটি ঠিক যে ফরেক্স থেকে যে পরিমান আয় করা সম্ভাব অন্য কোন ব্যাবসায় থেকে বোধ হয় এমনটি করা সম।ভাব নয় সেই কারনে আমি ফরেক্স ট্রেডিং নিয়েই থাকতে চাই।
-
অর্থনৈতিক চাহিদা মানুষের চিরদিনেই থাকবে । তবে তাই বলে তাকে চুড়ান্ত বলে ধরা যাবে না । কেননা আমি মনে করি যে ফরেক্স একটা দীর্ঘস্থায়ী লাইফটাইম ব্যাবসা তবে তাই বলে যে এটা সবচেয়ে শেষ ব্যবসা তাই বলা অবান্তর । আর সবচেয়ে বড় কথা হল আমরা আর্থিক চাহিদা মেটানোর তাগিদে অনেক ধরনের অর্থনৈতিক কর্মকান্ডের সাথে জড়িয়ে যেতে পারি । আর সেখানে একাধিক ব্যবসাও থাকতে পারে ফরেক্সের পাশাপাশি ।
-
আমি ফরেক্স সম্পর্কে আশাবাদী। এটা আমার জিবনের অন্যতম ব্যবসা। ভালোমতো মার্কেট এনালাইসিস করে ট্রেড করলে ভাল ফল পাওয়া যায় এর বাস্তব প্রমাণ আমি পেয়েছি। তাই আজিবন আমি এই ব্যবসার সাথে যুক্ত থাকতে চাই।
-
আরে না, আমি তো ফরেক্স মাত্র শুরু করলাম । আর আমার বয়স মাত্র ২৫ বছর । আমি আগে অন্য কোন ব্যবসা করি নি । এই প্রথম ফরেক্স ব্যবসা শুরু করলাম । তবে আমি ১টা জব ও করি । তাই ভাবছি সেখান থেকে টাকা পেয়ে আমি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করে ফরেক্স ব্যবসা করবো । কিন্তু আমি তো নতুন তাই একটু ভয় ও হচ্ছে । ফরেক্স আমার জীবনের শেষ ব্যবসা না ।
-
মানুশের জিবনে কাজের কি কোন শেষ আছে , যে যেটাতে বেশি সুবিধা পাই সেটাই করে থাকে । ফরেক্সকে জীবনের শেষ ব্যবসা মনে করে কোন কাজ নেই । এক সময় দেখা যাবে যে ফরেক্স থেকেও অনেক ভাল ব্যবসা আপনার সামনে হাজির তখন তো সেটা করতে হবে । গীবনে চলার পথে কতো কিছু হতে পারে , তাই আগে কিছু বলা যাবে না যে ফরেক্স জীবনের শেষ ব্যবসা কিনা , এর পর আরও ব্যবসা থাকতে পারে বা আমাকে করতে হতে পারে ।
-
আসলে ফরেক্স আমার জীবনের শেষ ব্যাবসা কিনা তা জানিনা।তবে ফরেক্স নিয়ে আমার জীবনে অনেক আশা রয়েছে। আমি এর আগে অনেক অনলাইন ব্যাবসার সাথে জড়িত হয়েছি এবং তাদের কাছ থেকে প্রতারনার শিকার হয়েছি।আর এখন ফরেক্স এসে চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা রাখি এখান থেকে প্রতারনার শিকার হবো না।
-
না আসলে আমি কখনো এভাবে ভেবে দেখি নি আমি প্রায় ১বছর ধরে ট্রেড করতেছি তাই এখনো ফরেক্স ব্যবসায় সুবিধা করতে পারি নি যদি ভবিস্যতেওনা পারি তা হলে হয়তো অন্য কোন ব্যবসায় জেতে পারি কিন্তু তা হয়তো অনেকপরে ।
-
ফরেক্স আমার জীবনের শেষ বাবসা নয় কারন আমি জানি ফরেক্স হচ্ছে সব থেকে ভাল একটি আয় করার মাধ্যম কিন্তু তাই বলে আমি যে অন্য কোণ বেবসা করব না তা নয় । আমি ফরেক্স এর পাশাপাশি অন্য সকল বেবসাই করব আমার সাধ্য অনুসারে । ফরেক্স এর মত এত সুযোগ সুবিধা আর সহজেই আয় অন্য কোন পেশা থেকে আমি করতে পারি নি ।
-
ফরেক্স ইন্টারভিত্তিক একটি কারেন্সি ব্যবসা। এটা কম্পিউটার এবং ইন্টারনেট এর মাধ্যমে করতে হয়। ফরেক্স এ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার লেনদেন হয় প্রতিদিন। এটি এমন একটি ব্যবসা যেখানে প্রচুর পরিমান টাকা আয় করা সম্ভব যা অন্য কোন ব্যবসা থেকে দ্রুত আয় করা যায় না।
-
ফরেক্স এমন একটি ব্যবসা যা সবাই যে কোন সময় যে কোন পেশায় ব্যবসা করেও ফরেক্স ব্যবসা করতে পারে। আর এই ফরেক্স কোন শেষ ব্যবসা নয়। আপনি ছেড়ে *দিলে আবারও শুরু করতে পারেন। আর আমার কাছে ফরেক্স আমার জীবনে প্রথম ব্যবসা। আর আমি যতদিন আছি ফরেক্স করব।
-
ফরেক্স কি জীবনের সেস ব্যাবসা অামি তা জানিনা হয়তো কারন অামি একজন ছাএ মাএ অাসলে অামরা যে দেশে বাস করি সেই দেশে চাকুরি নেই বললেই চলে এই দেশে অনেক বেকার যা অন্ন দেশে নেই তাই ফরেক্স সবার জন্য যা সবাইকে একটা কাজের লাইন করে দেয় অামি মনে করি এটাই শেষ ব্যাবসা ৷
-
না ভাই আমার কাছে ফরেক্স জীবনের শেষ ব্যবসা নয়। ফরেক্স ব্যবসা আমার কাছে নতুন ব্যবসা বলে মনে হচ্ছে। আমি আমার জীবনের প্রথম ব্যবসা। এই ফরেক্স এ আমি অনেকটা সময় দিয়ে ফরেক্স শিখতেছে। ফরেক্স ব্যবসা যে কোন লোক করতে পারে। আর সে অনন্য ব্যবসায়ী হোক বা বা চাকরিজীবি বা পেশা জীবি। ফরেক্স যে কোন শ্রেণীর লোক বা যে কোন দেশের লোক।
-
হাঁ , ফরেক্স আমার জীবনে শেষ ব্যবসা। আমি এর আগে অন-লাইনে অনেক কজ করছি। কিন্তু ফরেক্সের মত লাভজনক একটাও পাইনি। তাই আমি সারা জীবন ফরেক্স করে কাটাতে চাই। আপ্নারা চাইলে ফরেক্সে আসতে পারেন লাভজনক একটা ব্যবসা আমাদের দেশের জন্য অনেক উপযোগী আপনাদের মতামত আশা করি?
-
ফরেক্স আমার জীবনের শেষ ব্যবসা হিসেবে থাকবে কিনা সেটা আমি অবশ্যিই নিশ্চিত করে বলতে পারি না । কারণ এই জীবন নানা রঙে রঙিন । আমাদের মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেটে যত বেশি পরিমানে আমরা নিজেকে প্রস্তুত করব তত বেমি পরিমাণে আমরা এগিয়ে যেতে পারব । আর ফরেক্স একটা ব্যাতিক্রমধর্মী ব্যবসা হিসেবে আমি অবশ্যই এটাকে জীবনভর ধরে রাখার চেষ্টা করব ।
-
না ভাই ভবিষ্যতের কথা আমরা কেউ বলতে পারিনা বিশেষ করে আমার কথা বলতে গেলে তা কোনভাবেই সম্ভব না তাই আমার দ্বারা বলা কঠিন ফরেক্স ব্যাবসা আমার জীবনের শেষ ব্যাবসা কি না তবে এইটা বলতে পার ফরেক্স এ যদি সফলতা অর্জন করতে পারি তাহলে অন্য কোন ব্যাবসার দরকার পরবেনা
-
ফরেক্স কে আমার জিবনের মুল পেশা হিসেবে নিয়েছি। আমি অনলাইনের বিভিন্ন সাইটে কাজ করেছি কিন্তু সেইসব সাইটে কাজ করা অনেক কষ্ট সাধ্য এবং আয় কম ।ফরেক্স মার্কেটে যদি দক্ষ হওয়া যাই তাহলে এই মার্কেট থে আমি অনেক আয় করতে পারব।
-
ফরেক্স স্বাধীন সুবিধা জনক ও একটি উন্মুক্ত ব্যবসা , এতে কারো হুস্তক্ষেপ থাকে না।তাই ফরেক্স এ ক্যারিয়ার গড়ে প্রতিষ্ঠিত হতে চাই ।আমার লক্ষে পৌছাতে পারলে ফরেক্স ই আমার জীবনের শেষ ব্যবসা।আর আমি চাই আমার আশে-পাশে যারা বেকার বসে আছে তারাও ফরেক্স এ ক্যারিয়ার গোড়ে আর্থিক সচ্ছোলতা আনে।
-
ফরেক্স ট্রেডকে আমি পর্টাইম হিসেবে নিয়েছি এবং আন্যকাজের পারে সময় করে ফরেক্স ট্রেড করি । ফরেক্স করতে হলে অভিজ্ঞতা আর দক্ষতা দরকার ,যার জন্য এখন পর*্যন্ত শেখাকে গুরুত্ব দিচ্ছি । ফরেক্স ব্যবসা করতে সবাই পারলেও টিকে থাকতে পারে না ।
-
ফরেক্স জীবনের শেষ ব্যাবসা কি-না তা এখনয় হলফ করে বলতে পারব না। তবে আপাতত ফরেক্সয় আমার ঠিকানা একথা নিদ্বীধায় বলতে পারি।ফসল হতে পারলে এটি হয়তো শেষ ব্যবসা হবে।
-
আমি ফরেক্স করি আমার বেকার জিবন থেকে রক্ষা পাবার জন্য | আমি ফরেক্স করতে্ চাই অনেক দিন ধরে কিন্তু আমি জানি ফরেক্স হল রিক্সি ব্যবসা তাই ফরেক্স করার পাশাপাশি আমি কোন চাকরি বা ব্যবসা করতে চাই | যাতে আমি ফরেক্স লস করলে ওখান থেকে আয় করতে পারি |
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে ফরেক্স আমার শেষ ব্যবসা না। তবে আমি এটিকে আমার প্রধান ব্যবসা ও প্রধান পেশা হিসাবে গন্য করতে চাই। ফরেক্সে ট্রেডিং এর পাশাপাশি আমি আমার অন্যান্য পেশাগুলোও চালিয়ে যেতে চাই ফলে কোন একটি তে লস হলে আমি অন্যটি আকড়ে ধরতে পারবো।
-
না তা হলে যাবে কেন? জীবনে হেরে যাওয়া মানেই থেমে যাওয়া নয়। আমি যদি ফরেক্স এ সফল না হতে পারি তাহলে কি আমার জীবেন থেকে যাবে? কখনোই নয়। তাই ফরেক্স আমার জীবনের কখনোই শেষ ব্যবসা নয়। যদি শত চেষ্টা করেও ফরেক্স এ সফল না হতে পারি তাহলে আমি আবার অন্য ব্যবসায় মনোনিবেশ হব। এবং সে ব্যবসাকে দাড় করাতে সব্বোচ্চ চেষ্টা করব।
-
আমি অনলাইনে অনেক কাজ করছি কিন্তু সফল হয়নি । আবার বিভিন্ন সাইটে ধোকা খাইছি । তারপর অনলাইনে আয় করার জন্য বিভিন্ন সাইট খুজছি হঠাৎ একদিন ফরেক্স সম্পর্কে জানতে পারি এবং ফরেক্স এ আসি । আমি এখন সিদ্ধান্ত নিয়েছি ফরেক্স করব েএবং এখান থেকে সফল হব । আর এখান থেকে সফল হয়ে আমি অন্য ব্যবসা করব আর ফরেক্স চলবে সারা জীবন । সবাই আমার জন্য দোয়া করবেন ।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে ফরেক্স ট্রেডিং আমার জীবনের
শেষ ব্যবসা নয় বরং আমার জীবনের
প্রথম ব্যবসা । আমি একজন শিক্ষার্থী
তাই আমি লেখা পড়ার পাশাপাশি
ফরেক্স ট্রেড করি কিন্ত একটা
স্বাধীন ব্যবসা হিসাবে ফরেক্স
আমার খুব প্রিয় একটা ব্যবসা।
-
আমার দেখা সবচেয়ে সেরা অনলাইন ব্যবসা হল ফরেক্স ট্রেডিং কারন আমি এর আগে অনলাইনে অনেক কাজ করেছি এবং প্রতারিত হয়েছি কিন্তু ফরেক্স মার্কেটে ট্রেডিং করে লস করেছি কিন্তু প্রতারিত হয়নি ।ফরেক্স মার্কেটে ট্রেডিং করে খুব সহজে ইনকাম করা যায়। তবে এই মার্কেটে ইনকাম করতে হলে সফলতা ও দক্ষতা অর্জন করতে হবে কারন ভালমত ফরেক্স না পারলে লাভের চেয়ে লস বেশি হয়। মোটকথা ফরেক্স ট্রেডিং হল অনলাইনের আয়ের সেরা ব্যবসা। ফরেক্স আমার জীবনের শ্রেষ্ঠ ব্যবসা।
-
ফরেক্স দিয়ে ব্যবসা শুরু করলাম। ফরেক্স এ পাশাপাশি আরো অন্য ব্যবসা করার ইচ্ছা আছে। তবে অন্য ব্যবসা গুলো নির্ভর করবে ফরেক্স ব্যবসার উপর। যদি ফরেক্স এ ভাল কিছু করতে পারি তাহলে ফরেক্স থেকে ইনকামের টাকা দিয়ে অন্য ব্যবসা করবো। আপনারা কি বলেন পারা যাবে না? আমি তো আত্মবিশ্বস নিয়েই সামনের দিকে এগোচ্ছি, বাকি টা অাল্লাহর উপর।
-
আমি অনলাইন এ অনেক ব্যবসা দেখেছি। কিন্তু ফরেক্স এর মত আর ভালো ব্যবসা দেখিনি। আমি অন্য ফ্রিল্যন্সিং কাজে ও করেছি। কিন্তু ওখানেও অনেক ঝামেলা আছে। অই কাজ গুল্ও অনেক কঠিন। সফলতা পাওয়া অনেক কষ্ট সাধ্য।
-
না ভাই ফরেক্স আমার জীবন এর শেষ বাবসা না । আমি অন্য বাবসার পাসাপাসি ফরেক্স বাবসা করি । আমি মনে করি ফরেক্স বাবসা একটি ভাল বাবসা আমি সারাজিবন ফরেক্স বাবসা করতে চাই । আমার মনে হয় এই বাবসা আমার রক্তে মিসে আছে । আমি ফরেক্স বাবসা কে অনেক ভাল্বাসি তাই ফরেক্স বাবসা একটি ভাল বাবসা ।
-
না, ফরেক্স আমার জন্য শেষ ব্যাবসা নয় বরং শুর, আমি এই প্রথম কোন অনলাইন ব্যা্সার সাথে জড়িয়েছি। বর্তমার আধুনিক যুগ, আপনার সামনে কখন কি আসে আপনি নিজেও বলতে পারবে না। হয়তো আপনি দেখবেন কিছু দিন পর ফরেক্স থেকেও জুকি মুক্ত অন্য একটি ব্যাবসা হাজির তখন আপনি কোনটা করবেন?
-
আমি ফরেক্স এ নতুন তাই আমি এখন ফরেক্স এ ব্যবসা করতে চায়। তাই এখনি আমি কিছু বলতে পারছিনা যে ফরেক্স আমার জীবনের শেষ ব্যবসা । আমার যতোদিন ইচ্ছা আমার ভালো লাগলে আমি ব্যবসা করবো , ভালো না লাগলে করবো না । আমার মনে হয় বর্তমানে ফরেক্স মার্কেট এর মতো লাভজনক ব্যবসা আর নেই।
-
আমি সম্পুর্ন ভাবে একজন ফরেক্স ট্রেডার হতে চাই, ফরেক্স ট্রেড করে আমি প্রতিষ্ঠিত হয়ে নিজের অ পরিবারের আয়ের উতস গড়তে চাই আর এটা অবশ্যি স্বাধিন কর্মসংস্থান এর জন্য।সে হিসেবে ফরেক্স আমার জিবনের শেষ ব্যবসা।
-
আমি ফরেক্স ট্রেডিং কে আমরা জীবনের শেষ অনালাইন ব্যবসা বলেই আমি মনে করি কা্রন না । দিন দিন অনেক অনলাইন ভিত্তিক কাজ আসছে ভবিষ্যতে আরও আসবে । তবে বিগত যেগুলো অনলাইন ভিত্তিক কাজ আসছে তবে ফরেক্স এর মত এত সুযোগ সুবিধা আর সহজেই আয়ের অন্য কোন পেশা থেকে পাওয়া যায় নি । তাই আমি মনে করি ফরেক্স হল এক মাত্র পেশা যা অতি দ্রুত জনপ্রিয় হয়ে উঠচে। তাই অনেকে বতমানে অনলাইনে একমাত্র ব্যবসা বা পেশা হিসাবে বেচে নিয়েচে।তবে আমি এটাকে শেষ পেশা হিসাবে মানতে নারাজ।
-
ফরেক্স খুব লাভজনক একটি ব্যবসায় । ফরেক্স এ বিনিয়োগ করে যেকেউ মুনাফা অর্জন করতে পারে । ফরেক্স আমাদের অন্য যেকোনো পেশার পাশাপাশি করা যায় তাই ফরেক্স একটি বাড়তি আয়ের উৎস হিসাবে আদর্শ । তবে আমাদের ফরেক্স নিয়ে এত আবেগপ্রবণ হওয়ার প্রয়োজন নেই । ফরেক্স আমাদের ফুল টাইম পেশা হিসাবে খুব ঝুঁকিপূর্ণ হতে পারে । তাই আমি মনে করি ফরেক্স অন্য যেকোনো পেশার পাশে একটি পার্ট টাইম ব্যবসায় হিসাবে নেয়া ভালো । ফরেক্স শুধু বাড়তি আয়ের উৎস বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেট আমার জীবনের শেষ ব্যবসা বলে আমি মনেকরি । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা সব সময় মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা কোন ভাবেই লোভ করব না । লোভ ছাড়া আমরা ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।