হাঁ, আমাদের দেশের ইন্টারনেটের যে গতি তাতে ফরেক্স ট্রেড করতে গেলে অনেক সময় নো কানেকশনের জ্বালায় ভাল ট্রেডও হাতছাড়া হয়ে যায়, গ্রাম গঞ্জে ট্রেড করা আরও কঠিন, জানা লোকের তো অভার রয়েছেই সে ক্ষেত্রে আমাদের জন্য ফরেক্স ট্রেড কঠিন হলেও অসম্ভব নয়। একটু কস্ট করে করতে হবে। ইচ্ছা থাকলে উপায় হয়।