-
কাউকে না কাউকে ফরেক্স মার্কেটে আসতে হলে কার না কার সাহায্যের ধরকার হয়ে থাকে আর আমি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রথমে আশি আর এখন পর্জন্ত ফরেক্স মার্কেটে ট্রেড করে যাচ্ছি এবং আমি মনে করি ফরেক্স মার্কেটে ভাল করে ট্রেড করতে পারলে এর মত ব্যবসা আর একটাও নাই।
-
আমি আমার এক জুনিয়র কলিগ এর মাধ্যমে ফরেক্স এ আসি । সে আমাকে ফরেক্স সমন্ধে মোটামুটি ধারনা দিয়েছে এবং বেশ কয়েকদিন আমাকে হাতে নাতে শিখিয়েছে। এখন আমি একাই একাই ফরেক্স শিখছি। ইন্টারনেট থেকে বিভিন্ন ভিডিও ডাউন লে াড করে দেখছি।
।
-
আমি আমার এক পরিচিত বন্ধুর মাধ্যমে ফরেক্স এর কোর্স করার সন্ধান পাই। তারপরে একদিন তারকাছে গিয়ে বিস্তারিত জেনে খুবই আগ্রহ নিয়ে শিখতে থাকি। আজও শিখছি। ফরেক্স শিখতে বেশ সময় লাগে। হঠাৎ করে কেউ এই বিশাল জগতের কিছুই বুঝতে পারবে না।
-
আমি সর্বপ্রথম আমার বড় ভাইয়ের কাছ থেকে ফরেক্স ট্রেড করা শিখি। আমার বড় ভাই চাকরিরতে যাওয়ার পর থেকে আমি একাই ট্রেড করতে থাকি তবে এর কিছু দিন পরে জানতে পারলাম আমার আরও এক বন্ধু ও ফরেক্স মার্কেট এ অনেক দিন ধরে ট্রেড করতেছে তখন আমি ওর কাছ থেকেও ফরেক্স সম্পর্কেও অনেক কিছু জানতে পারলাম।
-
ফরেক্স সম্পর্কে জানতে পারি আমি আমার এক কাজিন থেকে সে ফরেক্স করে অনেক টাকা লস করেছে আমি ফরেক্স সম্পর্কে জানার আগ্রহ বারে তখন থেকে অনলাইনে ফরেক্স সম্পর্কে অনেক কিছু পড়ি এখনো ফরেক্স সম্পর্কে জানার চেস্টা করছি। ফোরামে আসার পর ফরেক্স সম্পর্কে আরো অনেক কিছু জানতে পেরেছি।
-
ফরেক্স এমন এক ব্যবসা যেখানে যেকেউ কাজ শিখে ফরেক্সে কাজ করে টাকা আয় করতে পারে । ফরেক্সের আমি সর্বপ্রথম এক ট্রেডিং সেন্টারের মাধ্যমে আসি । আমি যখন রাস্তায় এক পোষ্টারে ফরেক্সের নাম শুনি তখন আমি ফরেক্সের সেই ট্রেডিং সেন্টারে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে আমি ফরেক্সের কাজ শেখা শুরু করি আর বাড়িতে ডেমো ট্রেড প্রাকটিস করতে থাকি । এভাবে আমি ফরেক্সে আসি এবং এখন আমি ফরেক্সে কাজ করছি ।
-
আমার এক বড় ভাই দেখতাম যে সবসময় mt 4 নিয়ে পড়ে থাকত।তার ফরেক্স কাজটা আমার অনেক পছন্দ হল এবং তাকে বললাম শিখইয়ে দিতে ।ভাই আমাকে শিখিয়ে দিল তার মাধ্যমেই আমার ফরেক্সে আসা।
-
ফরেক্স ট্রেডিংয়ে আসার ব্যাপারে আমি সর্ব প্রথম উতসাহিত হই আমার এক বন।ধুকে দেখে সে ফরেক্স ট্রেডিংয়ে অনেক ভাল দক্ষ এবং অভিজ্ঞ ছিল আমি ফরেক্স ট্রেডিংয়ের প্রথম হাতেকরি তার হাত ধরেই নেই।আমি নিজেকে একটু একটু করে ফরেক্স ট্রেডিং জ্ঞান এবং অভিজ্ঞতায় সমৃদ্ধ করতে শুরু করি এবং এক সময় ফরেক্সে ট্রেড করতে আরাম্ব করি।
-
সর্বপ্রথম আমি ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পাড়ি আমার ফ্রেন্ড এর কাছ থেকে সেটা প্রায় ২ বছর আগে পরবর্তিতে আমি আমার আরেক ফ্রেন্ড করে এই কাজ সেটা জানতে পারলাম তারপর আমি তাকে বলি যে আমাকে এই কাজটা শিখতে হবে পরে সে আমাকে এই কাজটা দেখিয়ে দেয় এবং অনলাইন কিছু পেজ দেখিয়ে দেয় কি কি পড়তে হবে সেটা বলে যায় পড়ে আমাকে একটা ডেমো একাউন্ট খুলে দেয় সেটাতে ডেমো ট্রেড করতে থাকি এবং আমার দক্ষতা বাড়িয়ে তুলি এটা সম্পর্কে।এইভাবে আমি কাজ শিখি ।
-
আমার পাশের রুমের এক বড় ভাইয়ের মাধ্যমে উনি আমাকে হাতে কলমে অনেক ভালভাবে ফরেক্স বিষয়ে শিক্ষা দিয়েছেন তাই আমি উনার কাছে চির কৃতজ্ঞ ।
-
আমি সর্বপ্রথম ফরেক্স এর খোজ পাই আমার এক বড় ভাইয়ের কাছে। এরপর উনার কাছে কিছু জিনিস স্টাডি করি। এরপর আরো ভাল করে শেখার জন্য আমি ফরেক্স কোর্স করি আরেক ভাইয়ের কাছে। উনি আমাকে মূলত ফরেক্স টা সব বুজিয়ে দেন। এবং ট্রেডিং জগতে উনার হাত ধরে চলতে শিখা।
-
আমি সর্বপ্রথম আমার একজন ইউনিভার্সিটি বন্দুর কাছ থেকে শুনতে পারলাম এবং সে তখন ফরেক্স মার্কেট এ কাজ করে তারপর আমি অকে বলি দোস্ত আমি ও ফরেক্স করব তারপর সে আমাকে ফরেক্স শিক্ষাতে লাগল আর আমি ফরেক্স করতে লাগলাম। এছাড়া ও আমি ফরেক্স মার্কেট সম্পর্কে অনলাইন থেকে জানতে পারি।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে পারলাম আমার এক কাজিন এর মাধ্যমে সে কাজিন যখন প্রথমে আমাকে বলে আমি এটা মোটেই ভাল চোখে দেখিনাই এরপর যখন অনলাইন থেকে সব কিছু জানতে পারি তখন ফরেক্স সম্পর্কে আমার আগ্রহ হয়।
-
আমি ইন্টারনেটে টাকা ইনকাম করার জন্য গুগলে সার্চ দিয়ে দেখতে গিয়ে ফরেক্স বিষয়ে জানতে পারি। আমার যা জ্ঞান আছে তার সবই ইন্টারনেট থেকে নেয়া। ফরেক্স বিষয়ে বিভিন্ন বই, ব্লগ, ভিডিও টিউটোরিয়াল আমার জ্যানের ভান্ডার। ফরেক্স একটি লাভজনক ব্যবসা। এখানে আপনি অল্প পরিশ্রমে ভাল আয় করতে পারবেন। তবে জেনে বুঝে ফরেক্স করাই ভাল। সবাইকে দিয়ে সবকিছু হয় না।
-
একপ্রকার তথ্য বলতে চায় না. তারপর আমি বই পরে, ডেমো একাউন্ট বেবহার করে, ফোরাম থেকে বোনাস অর্জন করে সেটা দিয়ে ট্রেড করে, অল্প অল্প করে ধীরে ধীরে ট্রেড করা শিখেছি এখনো শিখছি.
উটউব দিয়েই আমার বেশি কাজ সেখা
-
আমি ফরেক্স এ আসি মূলত আমার এক পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে। তিনি আমাকে একাউন্ট খুলে দেন গত বছর এ। এরপর থেকে তার কাছে ফরেক্স শিখা এবং একাউন্ট এ ট্রেড করা শুরু। এতদিন ভালোভাবেই ট্রেড করছিলাম। কিছুদিন আগে সব লাভ লস এ পরিনত হল। যাক, এতে আমার কোন কষ্ট নেই।
-
আমার শুরুটা আউটসোরসিং দিয়ে তারপর অনলাইন থেকে জানতে পারি ফরেক্স এর সম্পর্কে তারপর জানতাম যে এখানে এনভেস্ট করতে হয় তাই তখন আসি নি পরে জানলাম যে ফোরাম করে অনেকে ফরেক্স করে সেটাও অনলাইন থেকে।
-
আমি সর্বপ্রথম ফরেক্সে আসি আমার এক ট্রেডার ভাইয়ের মাধ্যমে । অাসলে আমার পাশেই থাকতেন তিনি । কিন্ত তিনি যে ফরেক্স করেন তা আমরা জানতাম না । কেননা একজন ট্রেডার কম্পিউটারে ট্রেড করে এটা কাউকে বলে বেড়ায় না । সেই ভাইকে দেখতাম সারাদিন ঘুরে বেড়াত নিজের স্বাধীনভাবে সব করত কোন চাপ নেই । সবাই যেখানে এই সময়ে চাকুরি নিয়ে ব্যস্ত থাকত তখন তিনি স্বাধীনভাবে সময় উপভোগ করত । সেই সময় আমি ইন্টারেস্ট হয়েই তার মাধ্যমে ফরেক্স শুরু করি । এটা স্বাধীন পেশা যেখানে আমরা নিজেদেরকে প্রতিষ্টা করতে পারি ।
-
আমি অনেক আগেই নেটে ফরেক্স সম্পর্কে জানতে পেরেছি। কিন্তু কখনো আগ্রহী হইনি। কারন- ফরেক্স কি তা তখন বুঝতাম না। হঠাৎ একদিন আমার এক ফ্রেন্ড আমাকে ফরেক্স এর কথা বলে। সে নাকি ফরেক্স করে। তার কাছেই ফরেক্স সম্পর্কে প্রথম আমার হাতে খরি। তারপরে নেট থেকে বিস্তারিত জানলাম।
-
ফরেক্স ব্যবসা সম্পর্কে জেনেছি বড় ভাই এর কাছ থেকে। তারপর ইনটারনেট এ বিভিন্ন পোস্ট পড়ে ফরেক্স সম্পর্কে জানতে পারি। তারপর বিডি পিপস এর ঠিকানা পাই। সেখানেও খুব সুন্দর ভাবে ফরেক্স সম্পর্কে লিখা অাছে। যা আমার ফরেক্স শিখা কে আরো বেগবান করেছে। তারপর বাস্তবে ডেমো একাউন্ট এ ট্রেড করা শিখি এবং বিভিন্ন ইন্ডিকেটর এর ব্যবহার শিখি। এভাবেই চলছে আমার ফরেক্স শিখা।
-
প্রত্যেকেই কারো না কারো কাছ থেকে ফরেক্স ব্যবসা শিখে থাকে। কেউ বন্ধুর কাছ থেকে কেউ বা বড় ভাই এর কাছ থেকে শিখে। আমি শিখেছিলাম অামার বড় ভাই এর পরিচিত এক ভাই এ কাছে। প্রথম প্রথম ফরেক্স মার্কেট নিয়ে দিধাদন্দ ছিল এখন সব কেটে গেছে। এখন আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানি। যা আগে জানতাম না।
-
আমি আমার এক বন্ধুর কাছ থেকে ফরেক্সের কথা শুনি । আর তার জন্য আমি ফরেক্স একজন ভালো ফরেক্স ট্রেডারের কাছ থেকে ফরেক্স শিখি । এবং আমি মনে করি আমি তাতে সফলও হতে পেরেছি । হলেই ভালো না হলে সব পরিশ্রম ব্যর্থ ।
-
প্রত্যেকেই কারো না কারো কাছ থেকে ফরেক্স ব্যবসা শিখে থাকে। কেউ বন্ধুর কাছ থেকে কেউ বা বড় ভাই এর কাছ থেকে শিখে। আমি শিখেছিলাম অামার বড় ভাই এর পরিচিত এক ভাই এ কাছে। প্রথম প্রথম ফরেক্স মার্কেট নিয়ে দিধাদন্দ ছিল এখন সব কেটে গেছে। এখন আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানি। যা আগে জানতাম না।
-
আমি আমার এক প্রাইভেট স্যার এর কাছ থেকে এই ফরেক্স মার্কেট এর কাজ শিখেছি। ফরেক্স মার্কেট এর কাজ গুলো আমি প্রথমে বুঝি নি। তবে এখন আমি এই ফরেক্স মার্কেট এ কাজ করে বেশী বেশী সময় দিয়ে ফরেক্স এ কাজ করি এবং আমি আমার স্যার এর মত অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে এই ফরেক্স করছি।
-
ব্যক্তিগতভাবে আমি ফরেক্স মার্কেটে প্রবেশ করেছি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে। সম্পর্কে সে আমার দু:সম্পর্কের ফুফাতো ভাই।আবার আমার বড় ভাইয়ের খুব ক্লোজ বন্ধুও বটে।ঐবড় ভাইটি ইন্টারনেটে ব্যবসা করে তাই জানতাম।মূলত সে আমাকে ফরেক্স করতে যা যা করতে হয়েছে সবই হাতে নাতে করে দিয়েছে।এখনও তার কাছ থেকে অনেক কিছুই শিখতে চেষ্টা করি।
-
আমি সর্ব প্রথম আমার এক বড় ভাই এর কাছ থেকে ফরেক্স শিখেছি ।আমি দেখি একদিন তিনি তার ল্যাপটপ ফরেক্স করতেছে আমি তখন তাকে জিজ্ঞেস করলাম তখন তিনি আমাকে বললো কিভাবে ফরেক্স করতে হয় কি লাভ হয় তখন আমার আগ্রহ বারলো এবং আমি ফরেক্স শিখলাম ।তার পরে আমি ইন্টারনেটে বিভিন্ন টিউটোরিয়াল দেখে ফরেক্স শিখি ।
-
আমি প্রথমে আমার এক আত্মীয়ের মাধ্যমে ফরেক্সে আসি। উনার কাছ থেকে ফরেক্সে সম্পর্কে শুনার পর বাস্তবে যেদিন দেখি আমার ভাল লাগে। আর সেদিন থেকেই ফরেক্স করতে আরম্ভ করি। ফরেক্স করতে আত্ম মনোবলের খুব প্রয়োজন পড়ে থাকে। সেখানে দিতে হয় কঠিন ধৈর্যের পরীক্ষা। আমরা সাধারনত ফরেক্স সম্পর্কে অল্প জেনেই শুরু করে দিই। কিন্তু সেটা ঠিক না। আগে ভালভাবে ডেমো প্রাক্টিস করে নিতে হয়। কারন একটা প্রবাদ আছে প্রাক্টিস মানুষকে পারফেক্ট করে গড়ে উঠতে সহায়তা করে।
-
আমি একটা ওয়েব সাইট এ ফরেক্স এর সম্পর্কে জানতে পারি সেখনে ইন্সতাফরেক্স এর কথা বলা ছিল সে খান থেকে আমার ফরেক্স মার্কেট এ টেড শুরু তারপর ফরেক্স মার্কেট এ টেড শিখতে আমার অনেক সময় লাগছে আছতে আছতে আমি ফরেক্স এর বিভিন্ন দিক শিখতে থাকি লাভ ও লস এর মধ্য দিয়ে দিন পারকরতে থাকি এই সময় আমি বিভিন্ন টেড ইং সিস্টেম টেস্ট করতে থাকি অনেক পরে বুঝলাম যে সুধু মুভিং আভারেজ দিয়েও লাভ করা যাই
-
আমি সর্বপ্রথম এক বড় ভাইয়ের মাধ্যমে ফরেক্সে এসেছি।ঐ বড় ভাই ভালোমানের অভিজ্ঞ ট্রেডার।উনার কাছে থেকে কিছুটা বুঝঝেশুনে ট্রেড সম্পর্কে ধারনা পেয়েছিলাম। এরপর নিজেও অনলাইনের মাধ্যমে ফরেক্স শেখার প্রক্রিয়া চালালাম। এভাবে থীরে ধীরে ফরেক্স সম্পর্কে ভালো লাগার মাধ্যমে ফরেক্সে প্রবেশ করেছি।
-
আমি আমার বড় ভাইয়ের অনুপ্রেরনায় ফরেক্স ট্রেডিংয়ে এসেছি সে অনেক ভাল একজন ফরেক্স ট্রেডার দীর্ঘদিনের ফরেক্স ট্রেডিং জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতা তার রয়েছে এবং এখান থেকে আয় করে সে নিজেকে প্রতিষ্টিত করেছে এবং তার দেখা দেখি আমিও এখন ফরেক্সে ট্রেড করছি এবং একান থেকে আয়ের কথা ভাবছি।
-
আমরা প্রত্যেকেই কারো না কারো মাধ্যম দিয়ে ফরেক্স শিখেছি,হ্যা আর আমি শিখেছি ভাইয়ের কাছ থেকে।আর তার নিকট থেকেই জেনেছি ফরেক্স মার্কেট টি অনেক ভালো মার্কেট। এই মার্কেট এ অনেক লাভ করা যায়।
-
আমার এক বন্দু কে প্রথমে ফরেক্স করতে দেখতাম তার কাছ থেকে ফরেক্স এ আসা আমার ফরেক্স শেখার পেছনে তার অবদন সবথেকে বেশি ফরেক্স এর যাবতীয় কাজ তার কাছ থেকে শেখা হয়েছে আর আমর জীবনের সব থেকে বিষয় হল আমি ফরেক্স করার পূর্বে বেকার ছিলাম কিন্ত এখন আমি এখান থেকে কিছু আয় করছি।
-
আসলে আমি সর্বপ্রথম আমার একজন ফেসবুক বন্দুর কাছ থেকে শুনতে পারলাম ও ফরেক্স করে তারপর আমি অকে বলি দোস্ত আমি ও ফরেক্স করব তারপর সে আমাকে ফরেক্স শিক্ষাতে লাগল আর আমি ফরেক্স করতে লাগলাম।
-
আমি কারো কাছেই হাতে কলমে শেখার সুযোগ পাই নাই৷প্রথমে একটি কম্পিউটার মেগাজিনে ফরেক্স ট্রেডের ছোট বিজ্ঞাপন দেখেছিলাম৷তার অনেকদিন পরে আরোও দুইজনের মুখে ফরেক্স ব্যাবসার নামটুকু শুধু শুনেছিলাম৷আর একজনের পিসিতে mt4 সফ্টওয়ারটি শুধু দেখেছিলাম৷তারও অনেকদিন পরে হঠাৎ করেই শুধুমাত্র সময় কাটানোর জন্যই ফরেক্স মার্কেট দেখা শুরু করেছিলাম...দেখতে দেখতে ৪ বছর গত হলো৷এখন ট্রেড করি৷
-
ফরেক্স এ আমি আমার বন্ধুর মাধ্যমে আসি । আমি আমার ফরেক্স ব্যবসার কথা আমার বদ্ধুর কাছ থেকে জানতে পারি । জানতে পারলাম ফরেক্স মার্কেট থেকে অনেক মুনাফা আয় করা যাই সেই জন্য আমি ফরেক্স ব্যবসায় এর প্রতি আগ্রহ প্রকাশ করি । তারপর থেকে একজন সফল ট্রেডার হওয়ার জন্য আমি অনেক অনুশীলন শুরু করি ।
-
ফরেক্স ব্যবসায় আমি আমার এক বড় ভাই এর মাধ্যমে ফরেক্স সম্পর্কে জানতে পারি এবং ফরেক্স করার জন্য তার কাছ থেকে ফরেক্স এর বিষয় সম্পর্কে বিস্তারিত জানি এর পর থেকে আমি প্রথম ফরেক্স আশি ।
-
নতুন বাণিজ্য সর্বদা একটি ঝুঁকিযুক্ত তাই কোনও বাণিজ্য খোলার আগে এবং সর্বদা সঠিক সময়ে বাজারে ইন্টারেস্ট করার চেষ্টা করলে ফলাফল ভাল হয় তবে ঝুঁকি এড়াতে চেষ্টা করুন এবং ব্যবসায়ের উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করুন এবং আপনার বাণিজ্য অনুযায়ী সর্বদা উন্মুক্ত হন। আপনার মূলধনটির তুলনায় আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটি একটি বড় বাণিজ্য
-
আমি সর্বপ্রথম আমার বন্ধুর মাধ্যমে এই ফরেক্স মার্কেটে যোগ হয়েছি । আমি বিগত দুই মাস হলো এই ফরেক্স মার্কেটের সাথে যুক্ত হয়েছি । আমার এই ফরেক্স মার্কেটে কাজ করতে ভালোই লাগে । আমি এই ফরেক্স মার্কেট থেকে ভালো অভিজ্ঞতা অর্জন করতে চাই এবং সেই অভিজ্ঞতার মাধ্যমে ভালো অর্থ উপার্জন করতে চাই । সেজন্য আমি বেশি বেশি করে ফরেক্স মার্কেট অনুশীলন করি এবং বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করছি ।
-
ফরেক্স মার্কেটে প্রত্যেকটা ট্রেডার কারো না কারো হাত ধরে বা কারও সহযোগিতায় ফরেক্স মার্কেটে প্রবেশ করে থাকে। তেমনি আমিও আমার পরিচিত এক বড় ভাইয়ের কাছ থেকে সর্বপ্রথম ফরেক্স সম্পর্কে জানতে পারি এবং পরবর্তীতে তার কাছে ফরেক্স সম্বন্ধে আগ্রহ প্রকাশ করি যার ফলস্বরূপ সেই আমাকে ফরেক্স সম্পর্কে সমস্ত ধারণা প্রদান করে থাকে।আর এভাবেই আমার ফরেক্স মার্কেটে হাতে খড়ি হয়ে থাকে।
-
আমি ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে জানেছি আমার শ্রদ্ধীয় দাদার কাছ থেকে ২০১৫ তে।আমি তখনি আগ্রহ প্রকাশ করছিলাম কিন্তু আমার সব ডকুমেন্টস না থাকার কারনে আমি তখন কাজ করতে পারিনি।তবে কিছু দিন আগে আমার দাদা আমাকে একাউন্ট করে দিছে এবং কি কি করতে হবে সব কিছুই বুজায় দিছে আমি সেই অনুযায়ী কাজ করতেছি।সত্যি কথা বলতে কি আমি ধন্যবাদ দিয়ে আমার দাদাকে ছোট করতে চায় না তবে দাদা না থাকলে আমি ফরেক্স ট্রেডিং মার্কেট এ আসতে পারতাম না।