-
আমি সব সময় ফরেক্স মার্কেট থেকে স্কাল্পিং করতে অনেক বেশী পছন্দ করি আমি মনে করি এই মার্কেট থেকে স্কাল্পিং করে অনেক সহজে ভাল ভাবে ট্রেড করা যায় এ জন্য আমাদের কে যে কোন সিস্টেম শিখতে হবে কারন কোন সিস্টেম না শিখে ফরেক্স মার্কেট থেকে স্কাল্পিং করা যায় না ।
-
স্ক্যালপিং আমার ব্যক্তিগতভাবে খুবেই পছন্দের। কারন বিভিন্ন পেশাজীবিরা যেমন আমার মত চাকুরীজিবিরা সাধারানত ফরেক্স এ বেশি সময় দিতে পারে না। তাদের জন্য দিনের একটা সময় নির্দিষ্ট কিছু সময় নিয়ে স্ক্যাপিং করলে চাকুরীর পাশাপাশি বেশ ভালো একটা বেনিফিট ফরেক্স থেকে পাওয়া যাবে। অবশ্যই স্ক্যালপিং এ যেমন লাভ আছে তেমনি ক্ষতিও আছে। যে পরিমান লাভের সম্ভাবনা রয়েছে সেই একই পরিমান ক্ষতির সম্ভবনা ও আছে। তাই একটু ভালোভাবে মার্কেট ট্রেন্ড বুঝে নিয়ম মেনে স্ক্যালপিং করতে হবে। সাবধান।
-
আপনি যদি স্ক্যাল্পিং পছন্দ করেন তবে আপনার উচিত m1, m5 অথবা m15 এ ট্রেড করা। আপনি যদি সাধারন কিংবা একটু লং টার্ম ট্রেড করতে চান, তবে আপনার m30, h1 অথবা h4 এ ট্রেড করা উচিত। সুইং বা পজিশন ট্রেড করতে আগ্রহী হলে আপনার সপ্তাহ অথবা মাসের টাইমফ্রেমগুলোকে অ্যানালাইসিস করা উচিত
-
স্ক্যাল্পিং এর মাধ্যমে যেহেতু ভালো প্রফিট করা যায় তাই আমি অবশ্যই স্ক্যাল্পিং পছন্দ করি। তাছাড়া স্ক্যাল্পিং সিস্টেমের মাধ্যমে অল্প পুজিঁ দিয়ে বেশী মুনাফা লাভ করা যায় ।
-
নাহ, শর্ট টাইম ট্রেডিং আমার পছন্দ না। আমি ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করি। শর্ট টাইম ট্রেড এ সময় অনেক কম থাকে বলে নির্দিস্ট সময়ের মধ্যে ট্রেড ক্লোজ করতে না পারার ঝুকি থাকে যা লস এর কারন হতে পারে। এর জন্যই আমি লং টাইম ট্রেড পছিন্দ করি।
-
হ্যা আমি স্কাপ্লিং পছন্দ করি এবং নিজেও স্কেপ্লিং করি তবে স্কেপ্লিংয়ে প্রফিট বেশি হলেও ঝুকি ও স্পেড ব্যয় দুইটাই বেশি। ধন্যবাদ।
-
নিউজ টাইম ছাড়া স্কাল্পিং করে ফরেক্স থেকে খুব সহজেই অল্প অল্প করে ভাল প্রফিট করা সম্ভব আমি মনে করি যে কেউ চাইলে এই মার্কেট থেকে ভাল প্রফিট করতে পারব তবে কেউ যদি সিস্টেম না বুঝে স্কাল্পং করে তবে এতে লস ই বেশী হবে বলে আমি মনে করি ।
-
আমি স্ক্যাল্পিং ট্রেডিং করতে খুব পছন্দ করি এবং আমার ফরেক্স বাজারের অবস্থা সম্পর্কে বুঝতে অনেক সুবিধা হয় স্ক্যাল্পিং এর মাধ্যমে ট্রেডিং করলে। এছাড়া আমরা সবাই জানি যে স্ক্যাল্পিং ট্রেডিং এ লস বা ক্ষতি হওয়ার ঝুকি অনেক কম থাকে।
-
যদিও স্কাল্পাররা স্কাল্পিংএর মাধ্যমে বেশ ভালো পিপ্স আয় করতে করতে পারে কিন্তু আমার কাছে এটা বেশ বিরক্তিকর লাগে।কারন এখানে অনেক বেশী ট্রেড করতে হয় বিদায় অনেক্ষন পিসির সামনে বসে থাকতে হয়।তাছাড়া ২-৪ পিপ্সের জন্য অনেক মেন্টালি প্রেশার নিতে হয়।তাই আমি মূলত এই ধরণের ট্রেড করি না।আমার কাছে লংটার্ম ট্রেডই বেশী ভালো লাগে।এক ট্রেডেই অনেক পিপ্স নেয়া যায়।
-
আমি আগে স্ক্যাল্পিং খুব পছন্দ করতাম,কিন্ত এখন পছন্দ করিনা,কারন স্ক্যাল্পিং করে খুব কম সময়ে ভাল প্রফিট করা গেলেও অনেক সময় অনেক ঝুকিও বহন করতে হয়,আমি অনেক সময়ে স্ক্যাল্পিং খুব কম সময়ে অধিক লাভ করেছিলাম আবার অনেক সময় অনেক লসও করেছিলাম,এটি একটি লোভনীয় কাজ তাই আমি এটি পছন্দ করিনা।
-
মূলত আমি একজন ফরেক্স স্ক্যাল্পার। ফরেক্স ব্যবসায় ট্রেডারদের কেউ স্বল্প সময়ের জন্য ট্রেড করে আবার কেউ দীর্ঘ সময়ের জন্য ট্রেড করে। যারা স্বল্প সময়ের জন্য ট্রেড করে তাদেরকে স্ক্যাল্পার বলে। ফরেক্সে স্ক্যাল্পার একটি জনপ্রিয় ট্রেড স্ট্র্যাটেজী। আমি স্ক্যাল্পিং পছন্দ করি কারিণ স্ক্যাল্পিং এর মাধ্যমে স্বল্প সময়ে লাভ করা যায়। আর এতে আরো একটি সুবিধা আছে, এতে আপনার ব্যবসায়ীক চাপ কম থাকবে।
-
হ্যাঁ,আমি স্ক্যাল্পিং করি এবং এতে সাচ্ছন্দ্যবোধ করি।যেহেতু আমি অল্প ইনভেস্টে ট্রেড করি,সেহেতু আমার পক্ষে লং ট্রেড করা সম্ভব না।তাই আমার কৌশল অনুযায়ী স্ক্যাল্পিং করে সফল হওয়ার চেষ্টা করি।
-
শুরুর দিকে আমিও কয়েকবার স্ক্যাল্পিং করেছিলাম। স্ক্যাল্পিং করে তখন ভালোই প্রফিট হচ্ছিল। কিন্তু পরবর্তিতে এই স্ক্যাল্পিং করার জন্যই ধরা খাই। স্ক্যাল্পিং এর কারনে নিজের একটা একাউন্ট খুইয়েছিলাম। সেই থেকে স্ক্যাল্পিং এর দিকে আর ঝুকিনি। ব্যক্তিগতভাবেই আমি স্ক্যাল্পিং পছন্দ করিনা।
-
ফরেক্স মার্কেটে আমি নতুন হওয়ায় স্কাল্পিং আমার খুবই পছন্দ।এছাড়া বর্তমানে আমার ব্যালেন্সও বেশি না হওয়ায় আমি চেষ্টা করছি স্কাল্পিং এর মাধ্যমে আমার ব্যালেন্স বাড়াতে।মূলত অভিজ্ঞ ট্রেডাররা স্কাল্পিংকে সাপোর্ট করে না। তারপরেও আমি বর্তমানে পুরোপুরি ফ্রি হওয়ায় ফরেক্স মার্কেটে প্রচুর সময় দিতে পারি।এজন্য আমি স্কালপিং পছন্দ করি।
-
টাইম এর মাঝে ট্রেড ওপেন করে কোনো কারণে ট্রেড সময় মত ক্লোস করতে না পারলে লস হতে পারে যেহেতু আমাদের দেশে বিদ্দূত এর সমসসা রয়েসে তার সাথে ইন্টারনেট কানেকসান এর ও কিসু সমসসা রয়েসে তাই শর্ট টাইম ট্রেডিং এ ভয় হয় লং টার্ম ট্রেডিং করি
-
প্রথম দিকে ফরেক্সে প্রচুর স্ক্যাল্পিং করতাম। স্ক্যাল্পিং করে টুকটাক লাভ হয়ে যেত। কিন্তু এই স্ক্যাল্পিং এর জন্যই বেশ কয়েকবার ধরা খেয়েছি। একবার তো একাউন্ট জিরো হয়ে গিয়েছিল। তাই ব্যক্তিগত ভাবে স্ক্যাল্পিং অপছন্দ করি। এবং অন্যকেও স্ক্যলাপিং এর ব্যপারে নিরুৎসাহিত করি।
-
অল্প সময়ে অল্প পুজি দিয়ে বেশি প্রফিট করার সবচেয়ে ভাল উপায় হল স্কাল্পিং। কিন্তু স্কাল্পিং খুবই ঝুঁকিপূর্ণ ট্রেডিং সিস্টেম। এছাড়াও বাংলাদেশের বিদ্যুৎ ও নেট কানেকশনের সমস্যা তো আছেই।
-
স্কালপিং নতুন কালে অনেক পছন্দ করতাম।ভাবতাম স্কালপিং করে অনেক আয় করা যায়।কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝলাম যে স্কালপিং জিনিসটা ভালো না।কারন স্কালপিং করতে হলে দৈনিক প্রচুর ট্রেড করতে হয়।আর বেশি ট্রেড করতে গিয়ে লসের ঝুকিও বেশি হয়।তবে যারা ফরেক্সে প্রচুর দক্ষএবং অভিজ্ঞ তারা স্কালপিং করলে সফলভাবে করতে পারে।মূলত আমি নিজে ব্যক্তিগতভাবে বর্তমানে স্কালপিং পছন্দ করি না।
-
হ্যাঁ আমার কাছে সবথেকে ভাল লাগে এই বিষয়টি , আমার প্রায় ট্রেড আমি স্ক্যাপিং করে থাকি এতে করে আমার যেমন লাভ হয় তেমনি লসও হয় কিন্তু সব শিলিয়ে আমার লাভের পরিমান বেশি থাকে তাই আমি স্ক্যাপিংট্রেড করতে আমার অনেক ভাল লাগে ।
-
স্কালপিং আসলেই একটা সর্ট টাইম প্রসেস। এটা আসলে প্রতিদিন ভালো মতো লক্ষ করলে কায়েকটি পজিশন পাওয়া যায়। পক্ষান্তরে যদি আপনি রিভার্সিং ধরতে চান তাইলে আপনাকে কয়েকদিন এমনকি কায়েকমাসও অপেক্ষা করা লাগতে পারে। তবে সঠিক পজিশন ধরতে পারলে আপনি পুরো লালে লার হয়ে যাবেন। তবে রেগুলার মার্কেটের সাথে জড়িয়ে থাকতে হলে স্কালপিং ভালো পদ্ধতি।
-
হ্যাঁ, আমি বাক্তিগতভাবে স্কাল্পিং অনেক পছন্দ করি। কারণ, স্কাল্পিং করে ছোট ছোট ট্রেড এর মাধ্যমে একাউনটে অনেক ডলার বানিয়ে ফেলা যায় খুব কম সময় এ। শুধু তাই নয় স্কাল্পিং খুব কার্যকরী যদি আপনি খুব ভাল ট্রেডার হন মানে মার্কেট কম সময়ের মধ্যে এনালাইসিস করতে সক্ষম হন। যদি তাই হয় তবে আপনি খুব ভাল প্রফিট আশা করতে পারবেন। আমি এটি খুব লাইক করি।
-
স্ক্যাল্পিং ব্যাপারটা ফরেক্স মার্কেট এর খুব সাধারন এবং জনপ্রিয় একটা টার্ম । বিশেষ করে যাদের পুজি কম তাদের জন্য স্ক্যাল্পিং অনেক সুবিধার । স্ক্যাল্পিং করে অল্প পুঁজি থেকে অনেক ভালো কিছু করা যায় । স্ক্যাল্পিং এর জন্য আমাদের ছোট ছোট টাইমফ্রেম ব্যাবহার করাই বেশি বুদ্ধিমানের কাজ । বড় টাইম্ফ্রেম গুলো স্ক্ল্যাল্পিং করার জন্য খুব বেশি সুবিধার নয় । আমরা যদি স্ক্যাল্পিং করে লাভবান হতে চাই তাহলে আমাদের ছোট ছোট টাইম্ফ্রেম গুলো খুব বেশি বেশি এনালাইসিস করতে হবে এবং মার্কেত এর গতিবিধি লক্ষ্য রাখতে হবে ।
-
হ্যাঁ আমি স্কাল্পিং পছন্দ করি । আপনাকে স্কাল্পিং করতে হলে বিভিন্ন টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে । স্কাল্পিং করে আপনি অনেক প্রফিট করতে পারবেন । এই স্কাল্পিং করতে হলে আপনার ভালো দক্ষতা থাকতে হবে ফরেক্স এর উপর । নিউজ এর সময় স্কাল্পিং না করাটাই ভালো আমার মতে । এই সময় স্কাল্পিং করাটা একটু ঝুকি পূর্ণ হয়ে যাই ।
-
আমি ফরেক্স এ রিয়াল ট্রেড করা অল্প কিছুদিন আগে থেকে শুরু করেছি । আমার পুঁজি খুব বেশি না তাই আমি এখন স্ক্যাল্পিং করাই বেশি সুবিধা মনে করি । কারন অল্প পুঁজি নিয়ে দীর্ঘমেয়াদী ট্রেড করা যায় না আর এটা খুব ঝুকিপুর্ন । তাই আপনার পুঁজি যদি অল্প হয়ে থাকে তাহলে আমাদের জন্য স্ক্যল্পিং করাই বেশই সুবিধা এবং বেশি ভালো হবে । আমি স্কাল্পিং করি এবং এটা বেশ ভালো লাভ দেয় । তবে হ্যাঁ স্ক্যাল্পিং করারা জন্য আপনাকে অল্প সময়ের মধ্যে মার্কেট এর মুভমেণ্ট টা খুব ভালো করে বুঝতে হবে ।
-
হ্যা ভাই আমি মারাত্বক ভাবে স্কেলপিং ট্রেড পছন্দ করি কারন আমি একজন ডে স্কেলপার কারন আমি আমার অধিকাংশ ট্রেড ১ থেকে ১২ ঘন্টার মধ্যে ক্লোজ করে ফেলি তবে এর জন্য আমি একদিনের ক্যান্ডেল দেখে একঘন্টার ক্যান্ডেল কি অবস্থায় আছে তার উপর ভিত্তি করে ট্রেড করি কারন ইনস্টা ফরেক্সে স্পেড বেশি তাই ১ মি. বা ৩০মি. টাইম ফ্রেম ব্যবহার করিনা। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেট এমনই মার্কেট যেখানে প্রাইস ৫০পিপস আপ হলো আবার ২০ পিপস ডাউন হলো।অর্থাত উঠানামা করে প্রচুর।এজন্য ফরেক্সের এই উঠানামার গতিকে কাজে লাগিয়ে দ্রুতই আয় করা হলে তাকে স্ব্যালপিং বলে।দ্রুতই আয় করার জন্য স্কালপিং আসলেই ভালো।আমিও চেষ্টা করছি স্কালপিং শিখতে।আমি স্কাল্পিং খুব পছন্দ করি।
-
আমি স্ক্যাল্পিং খুব পছন্দ করি আর আমার অনেক ভাল লাগে এই সিস্টেম। কারন স্ক্যাল্পিং দিয়ে আপনি অতি সহজে ট্রেড করাতে পারবেন এবং অনেক প্রফিটও অর্জন করতে পারবেন সেটা যে টাইমফ্রেমেই হোক না কেনো স্ক্যাল্পিং খুব সহজ ভাবে ট্রেড করায় আমাদের সাহায্য করে থাকে। আমার মতে সবার উচিত স্ক্যাল্পিং এর উপর নজর দেয়া স্ক্যাল্পিং সম্পর্কে জানা স্ক্যাল্পিং কিভাবে করে সেইটা শেখা দরকার।
-
স্ক্যাল্পিং আমি ব্যাক্তিগত ভাবে পছন্দ করি।কারন স্ক্যাল্পিং অল্প পুজির নিয়েও ট্রেড করা যায়। স্ক্যাল্পিং করার জন্য যে সমস্ত বোকারের স্প্রেড তুলনা মুলক কম সে সমস্ত ব্রোকেরে স্ক্যাল্পিং করলে বিছুটি সুবিধা পাওয়া যায়। তবে স্ক্যাল্পিং একটু বুঝে করতে পারলে সাত থেকে আট পিপ পাওয়া যায়। সে ক্ষেত্রে লট সাইজ একটু বড় হলে ভাল হয়।
-
ফরেক্স মার্কেটে অনেক ভাবে মানুষ ট্রেড করে এর মধ্যে স্কাল্পিং একটি এই স্কাল্পিং হল সর্ট টাইম ফ্রেমে কাজ করতে হয় স্কাল্পিং করে বেশি প্রফিট করা জায় শট শট ট্রেড করে অল্প করে লাভ করে ভের হয়ে জেতে হয় এতে করে সারা দিন ট্রেড করলে অনেক লাভ করা আমি ফরেক্স মার্কেটে স্কাল্পিং করি।
-
ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং খুবই মজার ট্রেড আমি এটা পছন্দ করি।অল্প সময় ট্রেড করলে স্ক্যাল্পিং ট্রেড সবচেয়ে ভাল উপায় তবে স্ক্যাল্পিং ট্রেড করতে অবশ্যই দক্ষতার প্রোয়জন আছে।
-
স্কেল্পিং করলে লাভ বেশি হয় কিন্তু স্কেল্পিং অনেক রিসকি অ্যাকাউন্ট জিরো ও হয় । স্কেল্পর হতে হলে আপনাকে আগে প্রোফেশনাল ট্রেডার হইতে হবে । না হলে আপনর অ্যাকাউন্ট জিরো.......
-
অামি ফরেক্সে স্ক্যাল্পিং পছন্দ করি। তবে আমি মনে করি একজন দক্ষ ট্রেডার হতে হলে আমাদের লং টাইম ট্রেডিং করা উচিত। স্ক্যাল্পিং এর মাধ্যমে সাময়িক লাভ আসলেও একজন অভিজ্ঞ ট্রেডার হতে হলে অবশ্য্ই লং টাইম ট্রেডিং জরুরী।
-
ফরেক্স মার্কেটে আমি স্ক্যাল্পিং পছন্দ করি কারন ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং মানে ছট ছট ট্রেড করে প্রফিট করা এতে করে দিনে অনেক ট্রেড করা জায় কারন মার্কেট কখন এক দিকে চলে না মার্কেট সবসময় ওঠানামা করে তাই এতে করে স্ক্যাল্পিং করে অনেক প্রফিট করা সম্ভব।
-
ফরেক্স মার্কেট যেহেতু ওঠা নামা করে সেহেতু আমি মনে করি স্ক্যাল্পিং করাই সব থেকে ভাল এতে সাধারনত ভাল ট্রেড করা যায় এতে ছোট ছোট ট্রেড করে প্রফিট করা যায়
-
আমি স্কাল্পিং পছনদ করি না কারন স্কাল্পিং করলে ফরেক্স মার্কেটে সবসময় হাজির থাকতে হবে তাই আমি স্কাল্পিং পছন্দ করি না আমি স্কাল্পিং ট্রেড করি না আর কার করতে আগ্রহ করি না কেউ করতে দেখলে আমি নিশেদ করি।
-
আমি স্ক্যাল্পিং পছন্দ করি । কারণ এখানে অল্প পুজি এবং অল্প সময়ে অনেক বেশি লাভ করা সম্ভব । মার্কেটের যে কোন মুভমেন্ট থেকেই লাভ করা যায় স্ক্যাল্পিং এর মাধ্যমে । আর স্ক্যাল্পিং করার জন্য খুব বেশি এনালাইসিস এর প্রয়োজন হয় না। শুধু মাত্র টেকনিক্যাল এনালাইসিস ই যথেষ্ট স্ক্যাল্পিং করার জন্য । তাছাড়া মার্কেট পরিবর্তন এর জন্য খুব বেশি সময় অপেক্ষা ও করা লাগে না ।
-
আমি স্ক্যালপিং ফরেক্স ট্রেডিং পছন্দ করি কারন আমি মনে করি আমি দীর্ঘ দিন ফরেক্স ট্রেডিংয়ে ট্রেড করে অনেক দক্ষতা এবং অভিজ্ঞতা এখান থেকে অর্জন করে নিতে পেরেছি ফলে আমি স্ক্যালপিং ট্রেডিংয়ের মাধ্যমে সর্ট টাইমে ট্রেড করে খুব ভাল প্রফিট করতে পারব আর বাস্তবে আমি তা অনেকাংশেই করতে সক্ষম হয়েছি।
-
স্কালপিং এক্তি ভাল উপাই। এতা করে কম বেলেন্স নিয়ে ভাল লাভ করা সম্ভব। আমি সাধারনত স্কাল্পিং করে অবভস্ত। কারন আমার পজি কম। সময়ও কম। আবার অভিগতাও কম। কিন্তু আমি লং ত্রদিং শিখতে চাই । অতাতেই ট্রেডিং এর আসল মজা। আসাকরি তারাতারি শিখতে পারব।
-
আমি স্কাল্পিং করতে পছন্দ করি কারন স্কাল্পিং করা ভাল এতে অনেক ট্রেড করা লাগে তবে অল্প সময়ের মধ্যে বেশি লাভ করা জায় স্কাল্পিং করতে গেলে অনেক সময় লাভ হলে সাথে সাথে ক্লোজ করে ভের হয়ে জেতে হয় আর লস করলে বেশি লস হয় না তাই আমার ভাল লাগে।
-
আকমি স্কাল্পিং পছন্দ করি না কারন স্কাল্পিং করলে ফরেক্স মার্কেটে অনেক সময় দিতে হয় এই সময় দিয়ে আমার ট্রেড করতে পারিনা কারন আমি পার্ট টাইম পছন্দ করি তাই আমি স্কাল্পিং করিনা আমি লং টারম ট্রেড করি এতে করে সময় কম দেয়া লাগে।