হ্যাঁ শুধু রোজগাররের জন্যই ফরেক্স ট্রেডিং । ফরেক্স ব্যবসাটি আজ বেকার যুবকদের জন্য নতুন দুয়ার উন্মোচন করেছে ,ফরেক্স ব্যবসা করে আজ অনেক মানুষ বড় হয়েছে নিজের পায়ে দাড়াতে শিখেছে সমাজে নিজেকে প্রতিস্টত করেছে । তাই শুধু রোজগারের জন্যই ফরেক্স ।
Printable View
হ্যাঁ শুধু রোজগাররের জন্যই ফরেক্স ট্রেডিং । ফরেক্স ব্যবসাটি আজ বেকার যুবকদের জন্য নতুন দুয়ার উন্মোচন করেছে ,ফরেক্স ব্যবসা করে আজ অনেক মানুষ বড় হয়েছে নিজের পায়ে দাড়াতে শিখেছে সমাজে নিজেকে প্রতিস্টত করেছে । তাই শুধু রোজগারের জন্যই ফরেক্স ।
প্রবণ হওয়া আর না হওয়া ের থেকে বড় কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। বিষয় হল ঠিকমত মার্কেট এনালাইস করা । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । আবেগ নিয়েই মানুষের জীবন গঠিত
ফরেক্স থেকে আমাদের রোজগার আশা করা যায় না। কারন রোজগার হল আপনের প্রতিদেনের আহার এর মত। তাই রোজগার আগে পরে ফরেক্স। ফরেক্স শুধু অর্থ কেনা-বেচার ব্যবসা এখানে যারা কাজ করে তারাই রোজগারে এ অর্থ আয় করে।
যাবে না । আমরা যখন কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। মানুষ তখন আবেগ তো কিছু না কিছু থাকবেই কারো কম কারোও বেশি । আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব আবেগ সামলে ট্রেড করা । আর আমরা যদি এটা না করতে পারি তাহলে আমদের ফরেক্সে লস করার ঝুকি অনেকাংশে বেড়ে যায় । তবে আমরা যদি আবেগহীন ভাবে ট্রেড করি তাহলেই যে কেবল সফল হওয়া যাবে তা কিন্তু নয় । সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট মেনে দ
এনালাইসিস গুলো জানার পর কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। আপনি সে গুলো একসাথে নিয়ে যদি আবেগ বাদ দিয়ে ট্রেড করেন তাহলে ইনশাল্লাহ বলা যেতে পারে আপনি ফরেক্স এ কখনই ক্ষতি গ্রস্থ হবেন না। অবশ্যই লাভবান হবেন। আশাকরি আমার কথা গুলো আপ্নারা বুঝতে পেরেছেন।
ফরেক্স বহুমুখি আয় ব্যবস্থা । আর ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে ফরেক্সে ট্রেড করতে হলে অবশ্যই আমাদের একটা নিদ্দিষ্ট লক্ষ্য থাকে । আর তা হল আয় করা । তবে আয় করা মুল উদ্দেশ্য হলে এখানে আমরা বহুমুখি আয়ের ব্যবস্থার সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারি । এছাড়াও ফরেক্স থেকে অনেক জ্ঞান বিভিন্ন বিষয়ে অর্জন করতে পারি ।
আমি তো মনে করি শুধু রোজগারের জন্য ফরেক্স ট্রেডিং । তবে ফরেক্স ট্রেডিং করে অনেক জ্ঞান অর্জন করা যায় । তবে মেইন কথা হলো টাকা আয় করার জন্য ফরেক্স ট্রেডিং । আমি তো টাকা আয় করার জন্য ফরেক্স করি কিন্তু অনেকে অনেক কিছুর জন্য ফরেক্স ট্রেডিং করে থাকে । আমি কিন্তু ফরেক্স ট্রেডিং অনেক পছন্দ করি ।
প্রথম দিকে ইনকামের জন্য ফরেক্স ট্রেডিং হিতে বিপরীত হবে নিঃস্বন্দেহে। বরং প্রথমে শিখতে হবে। যদি মনে হয় যে আমাকে দিয়ে ফরেক্স হবে তখন নিয়ম ধরে শেখার পাশাপাশি ডেমো প্রাকটিস করতে হবে। তারপরও আগ্রহ থাকলে সেন্ট একউন্টে বিনিয়োগ করে ১০% এর নিচে ড্রডাউন রেখে কমপক্ষে ৬ মাস আর ভালো হয় ১ বৎসর লাভ করতে হবে। যদি নিশ্চিত লেভার এই পার্সেন্টিজ আপনার রোজগারের জন্য উপযুক্ত মনে হয় তাহলে প্রফেশন হিসাবে নিতে পারেন। ভালো লংটার্মে ট্রেড করলে তাহলে যেকোনো পেশার পাশাপাশি আপনি ফরেক্স করতে পারবেন। দিনে কেবল এক দুই বার টার্মিনাল ওপেন করতে হবে তও প্রত্যেকদিন নয়।
ফরেক্স ট্রেডিং থেকে সকলই চায় আয় করতে আর সেই কারনেই এখানে সবাই ট্রেড করতে আসে আর আমার কাছে মনে হয় এটিই হল ফরেক্সে ট্রেড করার প্রধান উদ্দেশ্য তবে এছাড়াও ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে আমি মনে করি নিয়মাবর্তিতা,অধ্যাবসায়ের মত বিষয়গুলো এখান থেকে অনেক ভাল ভাবে আয়েত্ব করে নেওয়া সম্ভাব।
রোজগার ছাড়া ফরেক্স করার কি কোন দরকার আছে? ফরেক্স করতে অনেক কষ্ট করতে হয়। কষ্ট তখনই করি আমরা যখন সেখান থেকে কোন প্রফিট পাব বলে আশা করতে পারি। রোজগার ছাড়া জীবন চলবে কি করে? রোজগারের জন্যই আমরা ফরেক্স করি।
হ্যা আপনি এটা বলতে পারেন যে ফরেক্স ব্যবসা শুধু রোজগারের জন্য। প্রতিটা ব্যাবসায়ের মূল লক্ষ হল মুনাফা উপার্জন করা। এটার ক্ষেত্রেও ঠিক তাই। তবে এই ব্যবসা করলে বিশ্ব অর্থনীতি সম্পর্কে জানা যায়।
আপনার আয় তখনই আসবে যখন আপনি কন কাজের প্রতি দক্ষ হবেন।আর কোন কাজের প্রতি দক্ষ হতে গেলে আপনাকে সেই কাজ নিয়ে গবেষনা করতে হবে।ফরেক্স ব্যবসাটাও একইরকম এখানে থেকে সাফলতা পেতে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে।ফরেক্স মার্কেট কিভাবে চলে তার প্রতিটা বিষয় এর জ্ঞান লাভ করতে হবে।
অবশ্যই ফরেক্স ট্রেডিং শুধু আয় করার জন্যই। এখানে যদি কোন আয় না থাকত তাহলে আপনি আমি কেউই ফরেক্স ট্রেডিং এ আসতাম না। কারন-এটা তো কোন বিনোদন নয় এটা তো ব্যবসা। আর ব্যবসার মূল কথাই হল মুনাফা অর্জন। মুনাফা ব্যতিত কোন কাজ কে ব্যবসা বলা হয় না।
ফরেক্স ব্যবসা রোজগারের জন্যই নয় এটা দিয়ে জ্ঞান অর্জনও করা যায় । আমরা সকলেই এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সকলেই দক্ষতা অর্জন করে তারপর এই ব্যবসা শুরু করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
আমি বলবো আমাদের অর্থনৈতিক উন্নতি সাধনের ক্ষেত্রে অবশ্যই ফরেক্স একটি অসাধারন মাধ্যম তো তার জন্য আপনি বিশ্বের সকল এলাকার মানুষ যে ব্যবসাটা করেন তার একটি অংশ হিসেবে আপনি গন্য হচ্ছেন শুধুমাত্র যে আপনি রোজগার করছেন তা নয় ।
ফরেক্স হল অনলাইন ব্যবসা । এখান থেকে শুধু রোজগার নয় । আপনি চাইলে ফরেক্স ভালোভাবে শিখে এখান থেকে আপনার জিবন ধারন পরিবর্তন করতে পারবেন ।
ফোরেক্স ব্যবসা করে আয় করা যায় এটা যেমন সুত্যি তেমনি ব্যবসার অনেক কিছু শিথাও যায় ।তবে ফোরেক্স থেকে রাতা রাতি বহুত টাকা আয় করা যায় না । এখানে সল্প আয়ের মাধ্যেমে ব্যবসা করা যায় ।
ফরেক্স একটি অনলাইন মুদ্রা ব্যবসা। অনেকটা শেয়ার মার্কেটের মত। ফরেক্সে ব্যবসা করে ভালই রোজগার করা যায়। ফরেক্সে শুধু তারাই উন্নতি করতে পারে যারা ফরেক্সে অনেক দক্ষ। ফরেক্সে দক্ষ না হয়ে ফরেক্স থেকে জীবন গড়ার সপ্ন না দেখাই উত্তম।
ফরেক্সে আসে অনেকে রোজগার করার জন্য। ফরেক্স থেকে আয় করে নিজের গড়তে চায় কিন্তু তা সবােই পারেনা। তারাই উন্নতি করতে পারে যারা ফরেক্সে অনেক দক্ষ। ফরেক্সে দক্ষ না হলে ফরেক্স থেকে উন্নতি করতে পারে না।
আমার দৃষ্টিতে ভাল জীবন গড়তে হলে অর্থের কোন বিকল্প নেই আর ফরেক্স ট্রেডিং এমনই একটি পেশা যেখান থেকে অনেক বেশি অর্থ আয়ের অপার সম্ভাবনা এবং সুযোগ দুই রয়েছে।তবে ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে এখান থেকে আয়ের পাশাপাশি সুশৃঙ্খল এবং নিয়মতান্তিক জীবন গড়ার শিক্ষাও খুব সহজে লাভ করা যায়।:ok:
আমাদের অর্থনৈতিক উন্নতি সাধনের ক্ষেত্রে অবশ্যই ফরেক্স একটি অসাধারন মাধ্যম তো তার জন্য আপনি বিশ্বের সকল এলাকার মানুষ যে ব্যবসাটা করেন তার একটি অংশ হিসেবে আপনি গন্য হচ্ছেন শুধুমাত্র যে আপনি রোজগার করছেন তা নয় ।
আমরা সকল ধরনের ব্যাবসা করে থাকি শুধু রুজগারের জন্য কিন্তু আমাদের জীবন ধারন ভাল ভাবে করার জন্য ব্যাবসা করে থাকি,তেমনি ফরেক্স মার্কেটে ব্যাবসা করে থাকি রুজগারের জন্য ফরেক্স মার্কেটের ব্যাবসা আমরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে করতে পারি তাই আমাদের কিছু বাড়তি আয় হয় তা দ্বারা আমরা ভাল করে চলতে পারি।
শুধু রোজগারের জন্য ফরেক্স ট্রেডিং করা যাবে না । আগে ফরেক্স ট্রেডিং ভালোভাবে শিখতে হবে তারপর এই ব্যবসা করতে হবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা দক্ষতার সহিত করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও এই ব্যবসা আগে ভালোভাবে শেখেন তারপর এই ব্যবসা করেন তাহলেই লাভবান হত পারবেন ।
অবশ্যাই ফরেক্স ট্রেডিং করি আমরা শুধু মাত্র ইনকাম করার জন্যই আর তা না হলে আমাদের এত পরিশ্রম করার কোন মানে হয়না কিন্তু একটা বিষয় এখানে অনেকে ভুল করে থাকে ফরেক্স মার্কেট কে মনে করে থাকে এর মাধ্যামে আমরা রাতা রাতি ধনি হয়ে যাব যেটা আসলে বিরাট ভোল
ফরেক্স মার্কেটে শুধু রোজগারের জন্যই নয় বরং এই মার্কেট দিয়ে বোঝা যায় ধৈর্য্য সকল কাজে প্রয়োজন । যে যত বেশী ধৈর্য্যশীল হয়েছে ট্রেডাররা তা বুঝা যায় ফরেক্স মার্কেটের কারণেও হতে পারে । অামরা তাই ফরেক্স মার্কেটকে শুধু অায়ের জায়গা হিসেবে দেখব না জীবনের চলার পথে উপকারে অাসতে পারে এ জন্যও দেখতে পারি ।
ফরেক্স এর মূল উদ্দেশ্য হলো আয় করা। এখানে আপনি যদি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমান আয় করতে পারেন তাহলে সেটা আপনার রোজগার। আর প্রত্যক ব্যক্তি চায় রোজগার করে নিজের এবং পরিবারের চাহিদা পূরন করার জন্য।
ফরেক্স মার্কেটে বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷অনলাইনের সুবাদে আমরা অতি নগন্য সাধারণ মানুষও তাদের সাথে সাথে একই ফ্লাটফর্মে বসে ক্রয় বিক্রয় করছি৷এ এক বিশাল গৌরবের ব্যাপার৷ ইউরোপ আমেরিকা কত সাংঘাতিক উর্ধ্বে উন্নত অবস্হানে রয়েছে,এই মার্কেটে না আসলে কোনোদিনই বুজতে পারতাম না৷বর্তমান বিশ্বে সর্ববৃহৎ ব্যবসা হলো ফরেক্স ট্রেড৷আমরা সেখানে ট্রেড করি ! যদি কেউ ফরেক্সে ক্যারিয়ার গড়তে চান বা পেশা হিসেবে নিতে চান তাহলে সে হচ্ছে বিশ্বের একজন সর্বাধুনিক ব্যাবসায়ী৷যিনি নিজেই স্বয়ং একজন পরিবারের সম্পদ,সমাজের সম্পদ,দেশের সম্পদ৷
ফরেক্স রোজগারের জন্য সর্বদা আমরা এটার পিছনে সময় ব্যায় করি । অাসলে ফরেক্সে ট্রেডিং করে সহজেই আমরা লাভবান হতে পারি এবং অনেক বেশি পরিমানে নিজেদেরকে স্বাবলম্বি করতে পারি । যে যত বেশি দক্ষ ট্রেডার সে তত বেশি পরিমাণে আয় করতে পারে । আয় করার জন্য ফরেক্স একটা অত্যন্ত সম্ভাবনাময় সেক্টর ।আমাদের মত উন্নয়নশীল দেশে এর গুরুত্ব অপরিসীম ।
ফরেক্স হল একটি অন্তর্জাতিক ব্যবসা। এ ব্যবসা শুধু মাত্র রোজগারের জন্য নয় এ ব্যবসা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি।আপনার রাগ কন্ট্রোল করা, লোভ না করা, নিয়ম মত সব কিছু করা। এসব গুলো ফরেক্স এ সফল হবার জন্য খুব দরকার। তাই এসব ও ফরেক্স থেকে শেখা যাই।য ফোরেক্স অবশ্যই একটি আশির্বাদ স্বরুপ আমার জন্য। তাই এটি রোজগারের একটি ভালো মাধ্যম এল আমার ধারনা।
আমি বলব ফরেক্স শুধু রোজগারের জন্য নয়। হ্যা অবশ্যই ফরেক্স থেকে রোজগার করা যায় কিন্তু শুধু রোজগার ই নয় ফরেক্স থেকে আপনি অনেককিছু শিখতে পারেন যেটা আপনার বাস্তব জিবনে জন্য অনেক দরকার। আপনি ফরেক্স থেকে ধৈয্যশীল হওয়ার শিক্ষা গ্রহন করেন, লোভী না হওয়ার শিক্ষা গ্রহন করেন, পরিশ্রমী হওয়ার শিক্ষা গ্রহন করেন এগুলো আপনার বাস্তব জিবনে খুবই দরকার।
ফরেক্স কে আপনি আপনার মত করে ভাবতে পারেন যদি চান একমাত্র উত্স আয়ের সেটা করা যায় তবে তার জন্য দক্ষতার প্রয়োজন। আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে দিনের পর দিন। শ্রম দিতে হবে এটার জন্য পড়াশেখা করতে হবে। রিস্ক বিহীন ভাবে কাজ করতে হবে আর সেটা হবে এটার জন্য সময় দিলে। তবে রিয়েল ট্রেড করার জন্য আপনাকে ৬ মাস অন্তত ডেমো ট্রেড করতে হবে।
আমাদের অর্থনৈতিক উন্নতি সাধনের ক্ষেত্রে অবশ্যই ফরেক্স একটি অসাধারন মাধ্যম তো তার জন্য আপনি বিশ্বের সকল এলাকার মানুষ যে ব্যবসাটা করেন তার একটি অংশ হিসেবে আপনি গন্য হচ্ছেন শুধুমাত্র যে আপনি রোজগার করছেন তা নয় ।
আসলে এই মার্কেটে ট্রেড করি মূলত রোজগারের উদ্দেশ্য নিয়েই। তবে বর্তমানে অধিকাংশ ট্রেডার শুধু রোজগারের উদ্দেশ্য নিয়েই ট্রেড করে না বরং নিজের চিন্তা বুদ্ধি, কৌশল, অভিজ্ঞতা এবং ট্রেডিং পদ্ধতি শিখার উদ্দেশ্য নিয়েই ট্রেডাররা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে। পাশাপাশি ট্রেডারদের ট্রেডের ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক মুদ্রা উপার্জনে ব্যাপক ভুমিকা পালন করে থাকে এই ফরেক্স ব্যবসা। ফরেক্স ব্যবসা শুধু রোজগারের জায়গা নয় এখান থেকে আপনি বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়গুলো সম্পর্কে খুব সহজেই জ্ঞান অর্জন করতে পারবেন। এজন্য আমি মনে করি এটা শুধু রোজগারের উৎস নয় বিশ্বের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে কাজ করে থাকে।
ট্রেড করার মূল উদ্দেশ্য ইনকামই। সে জন্যই অনেক কিছু শিখা ও পরিশ্রম করা হয়। অাবার লস হলে মন খারাপ হয়। সব দিক বিবেচনা করে দেখা যায় অর্থ ইনকামের জন্যই অামরা ট্রেডিং করি অার ট্রেডিং করার পাশা পাশি যে এনালাইসিস করি তা থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করি।
ফরেক্স করার প্রথম লক্ষ্য হচ্ছে সাবলম্বী হওয়া। কারন সবাই একটা কাজ করে একটা উদ্দেয় নিয়ে। উদ্দেশ্যশবিহিন কাজে কোন দিন সফলতা পাওয়া সম্ভব না। আর ফরেক্স হচ্ছে উপার্জনের অন্যতম সুন্দর উপায়।
ফরেক্স রোজগারের জন্যই বটে। কারন ফরেক্স এ যারা কাজ করে তাদের একটাই লক্ষ থাকা আর তা হচ্ছে ফরেক্স এ ট্রেড করে লভবান হওয়া। তবে ফরেক্স শুধু রোজগারের জন্য নয়। এই ফরেক্স মার্কেট থেকে রোজগার বা ইনকাম করার জন্য ফরেক্স ভালভাবে জানতে হবে বুঝতে হবে। ফরেক্স সম্পর্কে নিজের ধারনা বৃদ্ধি করত হবে।
আমি মোটেও শুধু রোজগারের জন্য ফরেক্স ট্রেডিং করি না এখানে ব্যবসা সম্পর্কে শিখার অনেক ধরনের তথ্য ও মৌলিক জ্ঞান সম্পর্কে ধারণা পাওয়া যায়। যা আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করা ছাড়াও আপনার প্রত্যেহিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করি। তবে যখন আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধীরে ধীরে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন এবং কৌশলগুলো সম্পর্কে অধিক জ্ঞান অর্জন করতে পারবেন তখন আপনি এখান থেকে লাভের চিন্তা করতে পারেন অথবা রোজগারের একটা পথ তৈরি করে নিতে পারেন।
আমার মনেহয়, ফরেক্স রোজগার কারার জন্য । কারন এই ফরেক্স এ যারাই কাজ করে তাদের ভাল লাগে তার জন্য নয় । তারা রোজগার করার জন্যই এই ফরেক্স এ কাজ করে ।
কেউ রোজগারের জন্য ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে আবার কেউ গেম খেলতে বা চ*্যালেন্জ নেওয়ার জন্য ফরেক্স ট্রেডিং করে
আমি বলব ফরেক্স শুধু রোজগারের জন্য নয়। হ্যা অবশ্যই ফরেক্স থেকে রোজগার করা যায় কিন্তু শুধু রোজগার ই নয় ফরেক্স থেকে আপনি অনেককিছু শিখতে পারেন যেটা আপনার বাস্তব জিবনে জন্য অনেক দরকার। আপনি ফরেক্স থেকে ধৈয্যশীল হওয়ার শিক্ষা গ্রহন করেন, লোভী না হওয়ার শিক্ষা গ্রহন করেন, পরিশ্রমী হওয়ার শিক্ষা গ্রহন করেন এগুলো আপনার বাস্তব জিবনে খুবই দরকার।