যেহেতু আপনি ফরেক্স-বাংলা তে পোস্ট করতে পেরেছেন সেহেতু আপনার এখানে অ্যাকাউন্ট আছে। এখন আপনি কন আকাউন্ত খুলবেন তা কিন্তু বলেননি । ধরি, আপনি ইন্সতা আচউন্ত খুলবেন এরজন্য ইনস্টা ফরেক্সএর হোম পেজে গিয়ে ওপেন লাইভ একাউন্ট লিংকটি ক্লিক করুন। দীর্ঘ সময় পরে যখন ব্যবসায়ী পেশাদার হয়ে ওঠে তবে আমি মনে করি এই ব্যবসায়ী সফল হয়ে উঠবে।