-
ফরেক্স একটি আন্তর্জাতিক বাজার এখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করা হয়। এছাড়াও গোল্ড, ওয়েল ব্রোন্স, বিটকয়েন ইত্যাদি বিভিন্ন ধরনের পণ্য ক্রয় বা বিক্রয় করা হয়। আর উক্ত পণ্যগুলো অনলাইন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য ক্রয় বিক্রয় করা হয় বলে একে ফরেক্স ব্যবসা বলা হয়।
-
এর আমাদের কাজ হচ্চে এখান থেকে কিছু মুদ্রা পরিবরতন এর মাধ্যমে কিছু লাভ করা বা লস করা । সাধারনত আমরা সবাই লাভ করতে চাই । আন্তর্জাতিক এই বাজারের পণ্য হল মুদ্রা টা অনেক দেশের । আমঙ্কি সোনা , রুপা , তেল ও আসে । এই সবের দাম বারা এবং কমার উপর ভিত্তি করে আমদের কর*্য বিক্রয়ের উপর যে লাভ হয় তাই ফরেক্স ।
-
ফরেক্স একটি আন্তজাতিক বাজার । ফরেক্স মারকেটে মুদ্রা কেনা বেচা হয় । ফরেক্স কে মুদ্রা কেনা বেচার জাইগা বলতে পারেন । ফরেক্স মারকেটে সকল শ্রেনি পেশার মানুষ কাজ করতে পারেন । ফরেক্স মার্কেট থেকে প্রফিট লাভ করা সহজ টাকা তুলার জামেলা নাই ।
-
আসলে ফরেক্স হচ্ছে আন্তরযাতিক মুদ্রা বাজার । ফরেক্স এর মাধমে নানা দেশের মুদ্রা বিনিমই করা হই । মুদ্রা বিনিময়ের মাধমে আমরা টাকা আয় করতে পারি । এটা সারা দুনিয়ার সব চাইতে বড় মার্কেট প্লেস । এখানে আমরা অন্য দেশের টাকার সাথে অন্য আরেক দেশের তাকা বিনিমই করে কিছত টাকা আয় করতে পারি ।
-
ফরেক্স হচ্ছে অনলাইনে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের একটি আন্তর্জাতিক মার্কেট প্লেস । ফরেক্স মার্কেটে অর্থনৈতিক ভাবে শক্তিশালী বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করা হয় । ফরেক্স এ একটি মুদ্রার দাম কমলেও আপনি লাভ করতে পারবেন এবং বাড়লে আপনি লাভ করতে পারবেন। আপনি যদি কোন একটি মুদ্রা বাই করে রাখেন এবং সেটির যদি দাম বাড়ে তাহলে আপনি লাভ করতে পারবেন । আবার আপনি যদি কোন মুদ্রা সেল করে রাখেন তাহলে যদি ঐ মুদ্রার দাম কমে তাহলে আপনার লাভ হবে ।
-
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । এই ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে,,, তাছাড়া ও এই ফরেক্স মার্কেটে গোল্ড,,,, ওয়েল ব্রোন্স,,,বিটকয়েনে মতো অনেক পণ্য ক্রয় বা বিক্রয় করা হয়ে থাকে । এই ফরেক্স মার্কেটে রাত দিন ২৪ ঘন্টা কাজ করা যায় । এই ফরেক্স মার্কেটে সকল শ্রেণীর মানুষ একাউন্ট খুলে কাজ করতে পারে ।
-
ফরেক্স এর পূর্নরূপ ফরেন এক্সচেঞ্জ.....এর অর্থ বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়।এখানে কারেন্সি ক্রয়-বিক্রয় করা হয়।যেমন ধরেন আমি ডলার(usd) বিক্রি করে ইউরো(euro)পারি।আবার ইউরো বিক্রি করে ডলার কিনতে পারি..।আমরা এই কারেন্সি কয় বিক্রয় করতে ফরেক্স একাউন্টে ট্রেড করে
-
ফরেক্স ট্রেডিং হলো একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস। এবং এখানে প্রতি দিন বিলিয়ন ডলার লেনদেন হয়ে থাকে। এখানে তেল, স্বর্ন, ছাড়াও আরো মূল্য বান ধাতু ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাজ করে। এবং এখানে দেশের অর্থনীতি রাজনীতির প্রভাব ফেলে। সর্বপরি ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এটা মাথায় রেখেই কাজ করতে হবে।
-
ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের সব থেকে বড় এবং জনপ্রিয় মার্কেটপ্লেস হল ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেটের বিস্তৃতি এখন সারা পৃথিবীব্যাপী এত বেশি বিস্তৃতি লাভ করেছে যে তা বলার অপেক্ষা রাখে না। ফরেক্স মার্কেটে প্রতিদিন কয়েক বিলিয়ন কারেন্সি লেনদেন হয়ে থাকে যা পৃথিবীর সবথেকে বৃহদায়তন এর লেনদেন বললে কোনভাবেই ভুল হবেনা। অনলাইন এক্সেস সুবিধা থাকার ফলে পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই এই মার্কেটে অংশগ্রহণ করার সুযোগ পাওয়া যায়। ফরেক্স মার্কেটের পরিধি এত বেশি বিশাল যে কোন বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী চাইলেই এই মার্কেটে প্রভাব বিস্তার করতে পারে না ফলে কোন নির্দিষ্ট দেশের মুদ্রা বাজারের সঙ্গে ফরেক্স মার্কেটে তুলনা করা যাবে না লোকাল মুদ্রাবাজার গুলোকে চাইলে সে দেশের সরকার বা ক্ষমতাবান ব্যক্তিবর্গ সহজেই মেনুপুলেট করতে পারে কিন্তু ফরেক্স মার্কেট কোন ব্যক্তি গোষ্ঠী বা সরকার দ্বারা কোন ভাবেই মেনুপুলেট হয় না কেবলমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফরেক্স মার্কেট ম্যানুপুলেট হয়ে থাকে।
-
আসলে "ফরেক্স কি ? " এ প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই তাহলে আমি বলব " ফরেক্স হচ্ছে অনলাইনে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের একটি আন্তর্জাতিক মার্কেট প্লেস " । ফরেক্স মার্কেটে অর্থনৈতিক ভাবে শক্তিশালী বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করা হয় । ফরেক্স এ একটি মুদ্রার দাম কমুক ব আ বাড়ুক আপনি দুই ক্ষেত্রেই লাভবান হতে পারবেন । আপনি যদি কোন একটি মুদ্রা বাই করে রাখেন এবং সেটির যদি দাম বাড়ে তাহলে আপনি লাভ করতে পারবেন । আবার আপনি যদি কোন মুদ্রা সেল করে রাখেন তাহলে যদি ঐ মুদ্রার দাম কমে তাহলে আপনার লাভ ।
-
হ্যাঁ আমার প্রিয় বন্ধু আপনি বিশ্বের প্রতিটি ধরণের ব্যবসায়েই একদম ঠিক আছেন লাভ এবং ক্ষতি একসাথে together সে কারণেই আমাদের এটি নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের কেবল ফরেক্স ট্রেডিং ব্যবসায়ের শিক্ষার দিকে মনোনিবেশ করতে হবে। আমরা যদি কিছুদিন পরে সেই ব্যবসায়ের একটি ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করি তবে আমরা আগের চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারি।
-
এত সুন্দর ভাবে বিষয়টি উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।আর আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে ফরেক্স হচ্ছে বিশ্বের সবথেকে বড় অনলাইন মার্কেট যেখানে প্রতিদিন যে পরিমাণে লেনদেন হয়ে থাকে অন্য কোন মার্কেটে ওই পরিমাণ লেনদেন একমাসেও হয় না। এবং এখানে সারা বিশ্বের অসংখ্য মানুষ স্বাধীনভাবে ব্যবসা করে থাকে।ফরেক্স মার্কেটে মূলত বিভিন্ন দেশের কারেন্সি কে মূল পণ্য হিসেবে ধরা হয়ে থাকে।অধিকাংশ ট্রেডাররা বিভিন্ন দেশের কারেন্সি ক্রয় বিক্রয়ের মাধ্যমে তাদের ব্যবসা করে থাকে। এছাড়াও বেশ কিছু মূল্যবান ধাতু , তেল ইত্যাদি কে পণ্য বলে বিবেচনা করা হয়ে থাকে। আর কারেন্সি এবং এই পণ্যগুলোকে করায় বিক্রয় করার মাধ্যমেই করায় ফরেক্স মার্কেট থেকে আয় করে থাকে।
-
ফরেক্স হল আর্ন্তজাতিক শেয়ার র্মাকেট ।এখানে বিদেশি মুদ্রার বিনিময়ে বিদেশি মুদ্রার কেনা বেচা করাহয়, এই র্মাকেটের পন্য হল বিদেশি মুদ্রা । মনেকরি যদি কোন একটি মুদ্রা ৭০ টাকা বাই করে রাখেন এবং সেটির যদি দাম বাড়ে তা যদি ৮০ টাকা হয় তাহলে আপনি লাভ করতে পারবেন । আবার আপনি যদি কোন মুদ্রা আপনি ৬০ কিনে সেল করে রাখেন তাহলে যদি ঐ মুদ্রার দাম কমে ৭০ টাকা তাহলে আপনার লাভ হবে
-
প্রতিটি ব্যবসায়ী এই ব্যবসা থেকে অর্থ উপার্জন করতে চায় তবে কীভাবে এটি সম্ভব? সবার আগে আপনার মন তৈরি করুন যে ফরেক্স ট্রেডিং খুব ঝুঁকিপূর্ণ ব্যবসা হয় তারপর কঠোর পরিশ্রমের সাথে এটির উপর কাজ শুরু করুন, আমার মতে এই ব্যবসায় দ্বারা লাভ পাওয়ার জন্য আমার টিপসগুলি ভিএসএ এবং কোনও লাভজনক কৌশল শিখতে হবে যা একটি সামঞ্জস্যপূর্ণ হওয়ার জন্য খুব প্রয়োজনীয় লাভজনক ব্যবসায়ী চিরকাল ধন্যবাদ
-
ফরেক্স ট্রেডিং হলো একটি অনলাইন ব্যবসা।ফরেক্স ব্যনসাতে কোন পন্য নেই।তবে আপনি যে ট্রেড এ্যান্টি দিবেন সেটাই হলো আপনার পন্য।আপনার ট্রেড এ্যান্টির পর যদি আপনার ট্রেড লাভে যায় তখুন আপনি সেল করে দিবেন।
-
আসলই ফরেক্স হইতাসে একটা মুদ্রা কেনা বেছা করার বাজার । এর আমাদের কাজ হচ্চে এখান থেকে কিছু মুদ্রা পরিবরতন এর মাধ্যমে কিছু লাভ করা বা লস করা । সাধারনত আমরা সবাই লাভ করতে চাই । আন্তর্জাতিক এই বাজারের পণ্য হল মুদ্রা টা অনেক দেশের । আমঙ্কি সোনা , রুপা , তেল ও আসে । এই সবের দাম বারা এবং কমার উপর ভিত্তি করে আমদের কর*্য বিক্রয়ের উপর যে লাভ হয় তাই ফরেক্স ।
-
ফরেক্স আন্তর্জাতিক মুদ্রার একটি অনলাইন ব্যবসা। ফরেক্স বিশ্বের আধুনিক ব্যবসা । এখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা হয়ে থাকে । এটি বিশ্বের সর্ব বৃহৎ ব্যবসায়ের মধ্যে অন্যতম ব্যবসা । ফরেক্স মার্কেটে অর্থনৈতিক ভাবে শক্তিশালী বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করা হয় ।
-
ফরেক্স হল একটি আন্তর্জাতিক বৈদেশিক বিনিময় বাজার। এই নামটি এসেছে ফরেন(FOReign) এবং এক্সচেঞ্জ(Exchange) শব্দদ্বয়ের সংমিশ্রণ থেকে যার অর্থ হল বৈদেশিক মুদ্রা বিনিময় কার্যক্রম। মূলত ফরেক্স হল বৈদেশিক মুদ্রা কেনা-বেচা করার ব্যবসা। একদিনে বেশ কয়েকবার বৈদেশিক মুদ্রার মূল্য উঠানামা করে থাকে। আর আপনি বিভিন্ন মুদ্রার দাম ওঠা-নামার উপরই অনলাইনে ট্রেড করে প্রফিট বা মুনাফা অজর্ন করতে পারবেন।
-
ফরেক্স একটি আন্তজাতিক বাজার । ফরেক্স মারকেটে মুদ্রা কেনা বেচা হয় । ফরেক্স কে মুদ্রা কেনা বেচার জাইগা বলতে পারেন । ফরেক্স মারকেটে সকল শ্রেনি পেশার মানুষ কাজ করতে পারেন । ফরেক্স মার্কেট থেকে প্রফিট লাভ করা সহজ টাকা তুলার জামেলা নাই ।
-
ফরেক্স মার্কেট সম্পর্কে বলতে হলে বলতে হবে ফরেক্স হচ্ছে ভিবিন্ন দেশের মুদ্রার বিনিময়। যার মধ্য দিয়ে একদেশের মুদ্রা আরেক দেশের মুদ্রার সাথে কেনা বেচা হয়ে থাকে। উলেক্ষ্য যে এই মুদ্রার দাম প্রতিনিয়ত উঠা নামা করে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন মুদ্রা বিনিময় বিজনেস। এই ব্যবসায় বিভিন্ন ধরনের কারেন্সি ব্যবহৃত হয় এরমধ্যে উল্লেখযোগ্য ইউ এস ডলার, ইউরো, জাপানিজ ইউয়ান, চাইনিজ ইউএন ইত্যাদি। ফরেক্স মার্কেট এর মাধ্যমে মুদ্রা কেনাবেচার একটি গুরুত্বপূর্ণ মার্কেটে যাবে সারা বিশ্বে পরিচিত। ফরেক্স একটি অনলাইন ভিত্তিক জনপ্রিয় মুদ্রা বিনিময় মার্কেট। এর মাধ্যমে আপনি বিভিন্ন মুদ্রার কারেন্সিতে ট্রেড করতে পারেন। বিভিন্ন কারেন্সিতে ট্রেড করার মাধ্যমে ফরেক্স মার্কেট থেকে উপার্জন করা সম্ভব। তাই ফরেক্স মার্কেট একটি জনপ্রিয় অনলাইন ভিত্তিক মুদ্রা বিনিময় মার্কেটে যাবে সবার কাছে পরিচিত।......ধন্যবাদ
-
ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন মার্কেট যেখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো দেশের মানুষ স্বাধীনভাবে ব্যবসা করতে পারে। এবং এই মার্কেটে পণ্য হিসাবে মূলত বিভিন্ন দেশের মুদ্রা বা কারেন্সি কে বোঝানো হয়ে থাকে পাশাপাশি কিছু মূল্যবান ধাতু রয়েছে। সাধারণত বিভিন্ন দেশের এই মুদ্রা ও ধাতু ক্রয়-বিক্রয়ের মাধ্যমে ব্যবসা সংঘটিত হয়ে থাকে।
-
আসলে ফরেক্স মার্কেটের বৃস্তিতি এত ব্যাপক যে এত কম সময়ে বণর্ণা করা সম্ভব হয় না । তবে ফরেক্স ট্রেডিং কে সহজভাবে বলা যায় এক দেশের মুদ্রা দিয়ে অন্য দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করার মাধম্যে মুনাফা অর্জন করা ।
-
আমার প্রিয় ভাই জন ফরেক্স একটি খুব ভাল এবং একটি কালো ব্যবসায়। এবং আমাদের এতে প্রতিটি ফরেক্স সমীকরণ গ্রহণ করতে হবে, দশটি কাজ করে গেলেও সাফল্যটি দ্রুত হবে। এবং এটি সর্বোত্তম ধরণের ব্যবসা যেখানে আমাদের একটি সফল স্পেন থাকবে
-
ফরেক্স মার্কেট একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । এই ফরেক্স মার্কেটে একটি দেশের মুদ্রার বিনিময়ে অন্য একটি দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়ে থাকে । ফরেক্স মার্কেটের পন্য বলতে আমরা মুদ্রা ক্রয় বিক্রয়কে বুঝে থাকি । এই ছাড়া যদি আর কোনো বিকল্প কিছু থেকে থাকে তাহলে অবশ্য আমাদেরকে পোস্টের মাধ্যমে জানিয়ে দিবেন,,,,, ধন্যবাদ ।
-
বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো, এক্সপোর্ট/ইমপোর্ট কোম্পানীগুলো, ফিনানসিয়াল ইনভেষ্টমেন্ট কোম্পানীগুলো, বড় বড় ইন্সুরেন্স কোম্পানীগুলো, প্রাইভেট ফান্ডগুলো এবং আমাদের মতো ক্ষুদে ট্রেডারগণ সকলেই এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করছে ৷ ফরেক্স মার্কেটে আমরা যেমন euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনে থাকি ৷
-
ফরেক্স মার্কেটে দুইটি দেশের মুদ্রা একটি কারেন্সি পেয়ার তৈরি হয় সেই কারেন্সি পেয়ারে আমরা বাই সেল করি প্রথম টাকে বলা হয় বেস কারেন্সি এবং দিতীয় টিকে বলা হয় কাউন্টার কারেন্সি ফরেক্স মার্কেটে অর্থনৈতিক ভাবে শক্তিশালী বিভিন্ন দেশের মুদ্রা কেনা বেচা করা হয় ফরেক্স এ একটি মুদ্রার দাম কমুক ব আ বাড়ুক আপনি দুই ক্ষেত্রেই লাভবান হতে পারবেন আপনি যদি কোন একটি মুদ্রা বাই করে রাখেন এবং সেটির যদি দাম বাড়ে তাহলে আপনি লাভ করতে পারবেন ।
-
ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের সব থেকে বড় এবং জনপ্রিয় মার্কেটপ্লেস হল ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেটের বিস্তৃতি এখন সারা পৃথিবীব্যাপী এত বেশি বিস্তৃতি লাভ করেছে যে তা বলার অপেক্ষা রাখে না। ফরেক্স মার্কেটে প্রতিদিন কয়েক বিলিয়ন কারেন্সি লেনদেন হয়ে থাকে যা পৃথিবীর সবথেকে বৃহদায়তন এর লেনদেন বললে কোনভাবেই ভুল হবেনা। অনলাইন এক্সেস সুবিধা থাকার ফলে পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই এই মার্কেটে অংশগ্রহণ করার সুযোগ পাওয়া যায়। ফরেক্স মার্কেটের পরিধি এত বেশি বিশাল যে কোন বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী চাইলেই এই মার্কেটে প্রভাব বিস্তার করতে পারে না ফলে কোন নির্দিষ্ট দেশের মুদ্রা বাজারের সঙ্গে ফরেক্স মার্কেটে তুলনা করা যাবে না লোকাল মুদ্রাবাজার গুলোকে চাইলে সে দেশের সরকার বা ক্ষমতাবান ব্যক্তিবর্গ সহজেই মেনুপুলেট করতে পারে কিন্তু ফরেক্স মার্কেট কোন ব্যক্তি গোষ্ঠী বা সরকার দ্বারা কোন ভাবেই মেনুপুলেট হয় না কেবলমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফরেক্স মার্কেট ম্যানুপুলেট হয়ে থাকে।ফরেক্স অনলাইন ভিতিক একটি বিজনেস। এখানে বিভিন্ন দেশের মুদ্রা ক্রয়বিক্রয় করা হয়।বিভিন্ন দেশের সাথে মুদ্রা কেনাবেচার লেনদেন করা হয় এই মাকের্টে।এই বিজনেসে কাজ করে সারা বিশ্বের হাজার হাজার মানুষ।
-
ফরেক্স একটি অনলাইন বিজনেস। এখানে বিভিন্ন দেশের কারেঞ্চহির ওপর টেড করা হই। ফরেক্স এর মার্কেট এর পন্ন হচ্ছে কারেঞ্চহি। এক কথায় ফরেক্স বাজার হল বৈদেশিক মুদ্রা অনলাইনে কেনা বেচা করার জন্য একটি উপযুক্ত বাজার । ফরেক্স মার্কেট বিজনেস সারা ওয়ালডে।
-
আমরা যা করি ,তা হল বিভিন্ন দেশের মুদ্রার সাথে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় ার মাধমে একটি লাভ বের করি । যেমন ধরুন , ইউর / এউএসডি এই দুয়ের সমনয় মার্কেট যে দিকে যাবে অপর মুদ্রার মান তত কম্বে অই মুদ্রা সাপেক্ষে ।এখানে আমরা অন্য দেশের টাকার সাথে অন্য আরেক দেশের তাকা বিনিমই করে কিছত টাকা আয় করতে পারি ।এই পোস্টের মাধ্যমে আরো অনেক কিছু জানতে পারলাম।
-
ফরেক্স হল আন্তর্জাতিক মার্কেট । এই ফরেক্স মার্কেট এর পন্য হল কারেন্সি ক্রয় ও বিক্রয় করা । আমরা কারেন্সি ক্রয় ও বিক্রয় নানা ভাবে করতে পারি । যেমন ল্যাপ্টপ দিয়ে, মোবাইল দিয়ে ও কম্পিউটার দিয়ে । তবে আমার মনে রাখতে হবে যে কারেন্সি ক্রয় ও বিক্রয় করতে হলে আগে আমাদের ইনভেস্ট করতে হবে । ইনভেস্ট ছাড়া সম্ভব না ।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন মুদ্রা বিনিময় বিজনেস। এই ব্যবসায় বিভিন্ন ধরনের কারেন্সি ব্যবহৃত হয় এরমধ্যে উল্লেখযোগ্য ইউ এস ডলার, ইউরো, জাপানিজ ইউয়ান, চাইনিজ ইউএন ইত্যাদি। ফরেক্স মার্কেট এর মাধ্যমে মুদ্রা কেনাবেচার একটি গুরুত্বপূর্ণ মার্কেটে যাবে সারা বিশ্বে পরিচিত। ফরেক্স একটি অনলাইন ভিত্তিক জনপ্রিয় মুদ্রা বিনিময় মার্কেট। ফরেক্স মারকেটে সকল শ্রেনি পেশার মানুষ কাজ করতে পারেন । ফরেক্স মার্কেট থেকে প্রফিট লাভ করা সহজ টাকা তুলার জামেলা নাই ।
-
এই ব্যবসায় হচ্ছে অন্য দেশের মুদ্রা ক্রয় বিক্রয় করা । সহজ কথায় আপনি এক দেশের টাকা দিয়ে অন্য দেশের টাকা বা মুদ্রা ক্রয় বিক্রয় করবেন । ফরেক্স মাকেট এর নানা রকম সুবিধা রয়েছে । আপনি খুব সহজেই বাসা থেকে ট্রেড করতে পারবেন । আন্তরিকভাবে ট্রেড করতে করতে হবে এই ট্রেডিং আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ।তোম র বিশাল প্রফিট করতে আমার দৃষ্টিকোণ মধ্যে মুনাফা ফরেক্স ট্রেডিং যদি তোমার অভিজ্ঞতা এবং ফরেক্স ট্রেডিং মধ্যে জ্ঞান অনেক থাকে তবে তা সহজেই করতে পারবে।
-
ফরেক্স হচ্ছে একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস বা মুদ্রাবাজার যেখানে বিভিন্ন দেশের মুদ্রা ও মূল্যবান ধাতু ক্রয়-বিক্রয় হয়ে থাকে। আর এই মুদ্রা ও মূল্যবান ধাতু ক্রয় বিক্রয়ের মাধ্যমে একজন ট্রেডার প্রফিট বা লাভ করে থাকে। অর্থাৎ যখন কোন একজন ট্রেডার অল্প দামে কোন দেশের কারেন্সি ক্রয় করে রাখে এবং পরবর্তীতে যখন ওই কারেন্সির মূল্য বৃদ্ধি পায় তখন সেগুলো সে বিক্রয় করে দেওয়ার মাধ্যমে লাভ করে থাকে। তবে ফরেক্স মার্কেটে একটা বাড়তি সুবিধা পাওয়া যায় সেটা হল কোন মুদ্রা বা কারেন্সির মূল্য বৃদ্ধি পেলে যেমন লাভ করা যায় তেমনি হ্রাস পেলেও লাভ করা যায়।
-
আমার মতে ফরেক্স একটি মুদ্রা ক্রয় বিক্রয় মার্কেট। এখানে বিভিন্ন দেশের মুদ্রা তুলনামূলক ক্রয় এবং বিক্রয় করা হয়।
-
ফরেক্স সম্পর্কে যতটুকু জেনেছি এটা শরীয়ত সম্মত। শরীয়তের দৃষ্টিতে ব্যবসা হালাল সুদ হারাম। তাছাড়া কাজের মাধ্যমে অর্জিত পারিশ্রমিক অবশ্যই হালাল এতে কোন সন্দেহ নেই।
-
ফরেক্স যেকোনো শ্রেণি-পেশার মানুষের জন্য আর্থিক সাপোর্ট এর একটি অন্যতম মাধ্যম হতে পারে। কেন যে কেউ যেকোনো সময় ফরেক্স এ কাজ করার সুযোগ পেতে পারেন।
-
ফরেক্স হল একটি আন্তর্জাতিক মানের মুদ্রা ক্রয় বিক্রয় মার্কেট। এখানে বিভিন্ন দেশের মুদ্রা এবং গোল্ড ক্রয় বিক্রয় করা হয়।
-
ফরেক্স হলো ফরেন এ্যাক্সচেন্জ বা বৈদেশিক মুদ্রার বিনিময়। এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রার ক্রয়-বিক্রয় বা বিনিময়ের নামই ফরেক্স। এটা আন্তর্জাতিক মানের অনলাইন ভিত্তিক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যবসা। ফরেক্স ট্রেডিংয়ের পণ্য হলো মুদ্রা। পৃথিবীর সবদেশেরই ভিন্ন ভিন্ন মুদ্রা রয়েছে। মুদ্রার মানও এক এক দেশের এক এক রকম।দেশ যত উন্নত মুদ্রার মূল্য তত বেশী। দেশের উন্নতি বা অবনতির উপর নির্ভর করে প্রতিনিয়ত মুদ্রার মূল্যও উঠানামা করে। মুদ্রার এই মূল্য উঠানামার সময়ই অনলাইনে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে মুনাফা বা প্রফিট অর্জন করা যায়।
-
ফরেক্স হলো বৈদেশিক মুদ্রার বিনিময় বা ক্রয়-বিক্রয়। ফরেক্স ট্রেডিংয়ের পণ্য হলো প্রত্যেক দেশের মুদ্রা। আমাদের বাংলাদেশের যেমন টাকা। তেমনি প্রত্যেক দেশেরই নিজস্ব নামে মুদ্রা রয়েছে। দেশের উন্নতির বা অবনতির কারণে সেই দেশের মুদ্রার মানও উঠানামা করে। কোন দেশের মুদ্রার মূল্য কমে যায় আবার কোথাও বেড়ে যায়। মুদ্রার মূল্য বৃদ্ধি বা কমে যাওয়ার সময়টুকুতে মুদ্রা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে একটা মুনাফা বা প্রফিট অর্জন করা যায়। এভাবেই প্রতিনিয়ত অনলাইনে প্রফিট অর্জন করা যায়।