ফরেকস এ যারা নুতন তাদের জন্য আমার পরামর্শ এই যে ফরেকস সম্পর্কে আগে বিস্তারিত জানতে হবে তার পর ডেমো প্যাকটিস করতে হবে কমপক্ষে ৫ মাস এর পর মার্কেট সম্পর্কে ভাল ধারনা হলেই তার পর রিয়েল ট্রেড করা উচিৎ তা নাহলে এই মার্কেটে না আসাই ভাল ।
Printable View
ফরেকস এ যারা নুতন তাদের জন্য আমার পরামর্শ এই যে ফরেকস সম্পর্কে আগে বিস্তারিত জানতে হবে তার পর ডেমো প্যাকটিস করতে হবে কমপক্ষে ৫ মাস এর পর মার্কেট সম্পর্কে ভাল ধারনা হলেই তার পর রিয়েল ট্রেড করা উচিৎ তা নাহলে এই মার্কেটে না আসাই ভাল ।
ফরেক্স ট্রেডিংয়ে আপনি যেহেতু একবারেই নতুন সেই কারনে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি মনে করি ফরেক্সের রিয়াল ট্রেডিংযের জগতে প্রবেশের পূর্বে আপনাকে অবশ্যই ট্রেডিংয়ের উপর দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে আর তার জন্য পারফেক্টপ্লেস হল ফরেক্সের ডেমো ট্রেডিংপ্লাট ফর্ম যেখান থেকে ফরেক্স ট্রেডিংয়ের উপর দক্ষতা এবং অভিজ্ঞতা লাভ করা অনেক বেশি সহজ।
আপনি ফোরামে যুক্ত থাকেন এবং সবার লেখা গুলো পড়ে পড়ে নিজেও লেখার চেষ্টা করেন। একটা নোট খাতা বানাতে হবে ফোরামের যে বিষয় গুলো নতুন লাগবে তা নোট খাতায় লিখে রাখতে হবে। ফোরামে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এখানে প্রায় ট্রেড নিযে গুরুত্ব প্ুর্ন লে খালেখি হয় । ডেমো একাউন্ট করে প্রাকটিস চালিয়ে যেতে হবে।
নতুনদের জন্য প্রথমেই বলবো ফরেক্স সম্পর্কে আগে বেসিক ধারনা নিতে হবে। ফরেক্সের বেসিক বিষয়ক অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে ধারনা নেওয়া যায়। ফোরাম থেকে ফরেক্স সম্পকে অনেক কিছু জানা সম্ভব। ইউটিউব অথবা অন্য কোন ওয়েবসাইট থেকে ফরেক্সের বাংলা টিউটোরিয়াল দেখে ফরেক্স শেখা যায়। ফরেক্সে দক্ষতা বারানোর জন্য ডেমো ট্রেড করতে হবে। এছাড়াও অভিজ্ঞ কেউ পরিচিত থাকলে তার সাহায্য নেওয়া যেতে পারে।
যেহেতু ফরেক্স মার্কেটে একেবারে নতুন সেহেতু ফরেক্স মার্কেটে আপনি সরাসরি ট্রেড না করে আগে আপনি ফরেক্স ডেমো ট্রেড করে নিজেকে ভাল করে জ্ঞান লাভ করে দিন তাহহলে আপনি এই অবিজ্ঞতা নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করলে আপনি মনে হয় কিছু লাভ করতে পারবেন।
ফরেক্স মার্কেটে যেহেতু আপনি একেবারেই নতুন সেহেতু আপনি কয়েক মাস ফরেক্স ডেমো ট্রেড করেন। কারন ফরেক্স ট্রেড শিখতে হলে প্রতমে আপকনাকে ডেমো ট্রেড করতেই হবে। আর কি করলে ট্রেড করে আপনি লাভ করতে পারবে আর লস কম হবে তা শিখুন।
ফরেক্স মার্কেটে যেহেতু আপনি একেবারেই নতুন সেহেতু আপনি কয়েক মাস ফরেক্স ডেমো ট্রেড করেন। কারন ফরেক্স ট্রেড শিখতে হলে প্রতমে আপকনাকে ডেমো ট্রেড করতেই হবে। আর কি করলে ট্রেড করে আপনি লাভ করতে পারবে আর লস কম হবে তা শিখুন।
আমি নিজেও নতুন তবুও বলব নতুন ট্রেডার দের যেটা করতে হবে তা হলঃ তাদের প্রথমে ফরেক্স সমন্ধে ভালভাবে জানতে হবে যে ফরেক্স টা কি। তারপর তাদের ফরেক্স সমন্ধে ভালভাবে পড়াশুনা করতে হবে। তারপর ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে হবে ফরেক্স নিয়ে। তারপর টাকা ডিপেজিট করে রিয়াল ট্রেড শুরু করতে হবে।
ফ্ররেক্স এ নতুন হলে আপনাকে করনিয় হল-
১।প্রথমে ডেমো একাউন্ট খুলুন আর মনযোগ সহকারে ট্রেড করতে হবে
২।মানি ম্যানেজম্যান্ট শিখতে হবে
৩।মার্কেট এনালাইসিস করা শিখতে হবে
৪।ট্রেড নিয়ে বেশি লোভ করা যাবে না
৫।প্রথম অবস্থাই কম ইনভেস্ট করবেন অন্তত ২০ ডলার
ফরেক্স মার্কেটে আপনি ব্যবসা করতে হলে আগে আপনার মেন্টালিটি ঠিক করতে হবে।আপনার টরগেট নিতে হবে কিছু না হলেও ৪ বছর পরিশ্রম করতে হবে লাভের আশা বাদ দিয়ে।আর নতুন অবস্থাই কিছু না হলেও ৬ মাস ডেমো একাউন্টে প্রাওক্টিস করতে হবে।
আপনি যদি ফরেক্স এ নতুন হয়ে থাকেন তাহলে বেশি বেশি ডেমো করুন। অন্যের কথায় প্রভাবিত হয়ে কখনোই ট্রেড করবেন না। নিজে নিজে ট্রেড করতে চেষ্টা করুন। সব সময় ঠান্ডা মাথায় ট্রেড করুন। লোভ কে না বলুন। ডেমোকে ডেমো না ভেবে রিয়েল মনে করে ট্রেড করুন। কখনো সিগন্যাল কিনে সে মতে ট্রেড করতে যাবেন না।
আপনি ফরেক্স মার্কেট এ নতুন। তাই আপনার করনীয় হল যে আপনার প্রথমে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল করে জানতে হবে যে ফরেক্সটা আসলে কী। তা্রপর ফরেক্স ডেমো প্রাকটিস করা। ফরেক্স অনেকটা সময় দেওয়া। যাতে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা। তারপর আপনি রিয়েল একাউন্ট খোলে ভাল করে ট্টেড করে আয় করতে পারবেন।
ফরেক্স মার্কেটে যেহেতু আপনি একজন নতুন সদস্য সেহেতু আপনার করনীয় হল আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালভাবে জানা । একটি ডেমো একাউন্ট খুলে আপনি নিয়মিত প্রাকটিস করতে থাকেন । বিভিন্ন ওয়েব সাইটের সাহায্য নিতে পারেন, অনলাইনে ফরেক্স সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়।
ফরেক্স এ আপনাকে যে কাজটি আগে করতে হবে তাহলো ফরেক্স সম্পর্কে বিভিন্ন বই পড়তে হবে। গুগলে সার্চ দিলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ।ফরেক্সে নতুন হিসেবে আপনাকে সর্ব প্রথম যা করতে হবে ডেমো ট্রেড করতে হবে। প্রচুর সময় ব্যয করতে হবে। এই ভাবে তিন থেকে চার মাস কাজ করতে থাকেন , তারপর আপনি সব বুঝতে পারবেন।
ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷প্রচুর আত্নবিশ্বাস চলে আসবে৷তখন সহজেই বুঝতে পারবেন আপনি একজন সফল ট্রেডার৷নিয়মিত কঠোর প্র্যাকটিস করেই দক্ষ ট্রেডার হতে পরবেন৷অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ কাজ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য্য,নির্লোভ অনুশীলণ করা৷প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার । আর নতুন ট্রেডার হিসেবে আমি মনে করি যে আপনাকে উপদেশ দেওয়ার মত আমি সে জ্ঞান এখনো অর্জন করিনি । ফরেক্সে সফল হতে হলে অনেক বেশি পরিমাণে সময়কে কাজে লাগিয়ে নিজের জ্ঞান অর্জন করতে হবে এবং দক্ষতার পরিমাণ যত বৃদ্ধি পাবে তত বেশি পরিমাণে আমরা লাভবান হতে পারি । আর ফরেক্স নিজের অবস্থান তৈরী ও তা টিকিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ।
প্রথম এ ডেমো ট্রাড দিয়ে যাত্রা সুরু করা টাই ভাল হবে। এবং টেকনিক্যাল আনাল্যসিস কি ভাবে করতা হয় তা সিকতা হবে। ফরেক্স এত বড় মার্কেট যে এর শিখার সেস নাই।
সর্ব প্রথম আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি ফরেক্স শিখতে আগ্রহী । যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে শুরু করুন পড়াশুনা। প্রথমে বিভিন্ন বই ও ব্লগ এ ফরেক্স সম্পকে জানুন তারপর ডেমো অ্যাকাউন্ট দিয়ে অনুশীলন শুরু করেন। সময় নিয়ে আসতে আসতে সামনে আগিয়ে যান। ইন শা আল্লাহ্* সফল হবেন।
ভাই ফরেক্স টেডিং যদি করতে চান তাহলে আপনাকে অনেক প্ররিশ্রমি হতে হবে। কারন ফরেক্স টেডিং অরেক ঝুকিপূর্ন ব্যবসা। আপনে যেহেতু নতুন করে ফরেক্স শুরু করতে চান তাহলে আপনে প্রথমে ফরেক্স *সম্পর্কিত বিভি্ন্ন ইবুক পড়তে পারেন। টেকনিক্যাল এনালাইসিস ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর ভালমত পড়াশুনা করে জ্ঞানার্জন করতে হবে এবং ভাল একটা স্ট্যাট্রজি ব্যবহার করতে হবে ডেমোতে। তো যতদিন সঠিকভাবে ট্রেড করতে না পারবেন ততদিন ডেমো ট্রেড চালিয়ে যাবেন। ডেমোতে সফলতা পেলে আপনি রিয়েল ট্রেড করতে পারেন।
ফরেক্স এ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অব্যশোই আপনি আগে বিডিপিপ্স স্কুল ওয়েবসাইট ভিজিট করুন। আগে সেখানে থেকে প্রথম থেকে লাস্ট পরযন্ত ওয়েব সাইট পড়ুন। তাহলে অনেক কিছুই শীখতে পারবেন। আর ব্যসিক জানলে আস্ত আস্তে এডভান্স শিখতে পারবেন।
নতুনদের প্রথমত জানতে হবে ফরেক্স মার্কেট সম্পর্কে । তা না হলে ফরেক্স মার্কেটে টিকিয়ে থাকা অনেক কঠিন হয়ে যাবে। বিশেষ করে আপনাকে জানতে হবে কি ভাবে একজন ভাল ট্রেডার হওয়া যায়, মানি ম্যানেজমেন্ট, এনালাইসিস, লট বা ভলিওম, পিপ বা পিপস ইত্যাদি। এসব জানার মাধ্যমে একজন অভিজ্ঞ ও দক্ষত ট্রেডার হতে হবে। আর বর্জন করতে হবে লোভ লালসা
ফরেক্স মার্কেটে সফলতা পেতে গেলে-
১।মানি ম্যানেজম্যান্ট ঠিক রেখে ট্রেড করতে হবে
২।মার্কেটে এনালাইসিস করতে ট্রেড ওপেন করতে হবে
৩।লোভ পরিত্যাগ করতে হবে
৪।ডেমো একাউন্টে প্রচুর পরিশ্রম করে নিজের দক্ষতা বাড়াতে হবে।
আপনি যেহেতু ফরেক্স এ নতুন তাই আপনার করনিয় কাজ গুলো হলো এই বিষয়গুলো আপনাকে অনুসরন করতে হবে ।যথা ;প্রথমত লাভের আশা না করে শিখাকে গুরুত্ব দিতে হেবে ,ডেমো ট্রেড করে দক্ষতা অর্জন করতে হবে ,লোভ ত্যাগ করতে হবে ,মার্কেট এনালাইসিস করতে হবে ,মাথা ঠান্ডা রাখতে হবে।
ফরেক্স মার্কেট এ আপনি নতুন আপনার করণীয় হল যে:
১) ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল করে জানা
২) ফরেক্স মার্কেট এ ডেমো প্রাকটিস করা
৩) ই-বুক পরা জ্ঞান অর্জন করা
৪) বিভিন্ন ধরনের ফরেক্স মার্কেট এর ভিডিও দেখে প্রাকটিস করে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা
৫) পোস্টিং সাইট দেখে সাহায্য নেয়া
নতুন হিসাবে আপনাকে স্বাগতম। এখানে অনেক অভিজ্ঞ ট্রেডার আছে আপনি যদি নিয়মিত বিভিন্ন পোষ্ট আর মন্তব্য গুলো পড়েন তবে আপনি 2 মাসের মধ্যে অনেক কিছু জানতে পারবেন। আশাকরি আপনি নিয়তিত বাংলা ফরেক্সে সময় দিবেন আপনার জ্ঞান বাড়ানোর জন্য । আপদ্ত রিয়েল ট্রেডিং ডিপোজিট করার দরকার নাই । আপনি ডেমোতে ট্রেড করুন। এর বাহিবে প্রতিদিন কিছু সময় ট্রেডিং নিউজ, এ্যানলাইসিসি সহ ট্রেডিং রিলেটেট সাইটগুলো ভিজিট করুন।
আপনাকে অভিনন্দন ফরেক্সে যোগদান করার জন্য । ফরেক্স পৃথিবীর সবচেয়ে চমৎকার বিনিয়োগের বাজার । ফরক্সের মাধ্যমে আমরা প্রচুর পরিমান অর্থনৈতিক মুনাফা অর্জন করতে সক্ষম । কিন্তু ফরেক্স শুনতে ও দেখতে খুব সহজ মনে হলেও খুব একটা সহজ বেপার নয় ফরেক্স ট্রেডিং থেকে নিয়মিত মুনাফা অর্জন করা । ফরেক্স থেকে মুনাফা অর্জন করতে হলে প্রয়োজন প্রচুর লেখাপড়া ও ফরেক্স ডেমো একাউন্ট অনুশীলন । ফরেক্স শিখতে পারলে এটা আমাদের অর্থনৈতিক অবস্থার অনেক উন্নতি করতে পারে ।
ভাই ফরেক্স মাকেটে আপনি নতু তাই আপনি ভাল করে ৫ থেকে ৮ মাস ডেমো পারতিস করেন | ফরেক্স মাকেট থেকে আয় করতে হলে আপনি যত বেশি ডেমো পারতিস করবেন আপনি ফরেক্স মাকেটে থেকে তত সফল হতে পারবেন | ডেমো পারতিস ছারা ফরেক্স মাকেটে সফল হতে পারবেন না |
আপনি যদি ফরেক্স এ নতুন জয়েন করেন তাহলে আপনার যা যা করনীয় তা হল:
১) ফরেক্স সম্পর্কে বই পড়া
২) বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখা
৩) ডেমো একাউন্ট খোলে ডেমো প্রাকটিস করা
৪) ফরেক্স ফোরাম থেকে বিভিন্ন ধরনের সহায়তা নেওয়া।
আপণী সঠিক প্টহে এগুচ্ছেন। এ ভাবে জানতে থাকুন আর ডেমো করুন হবে একদিন।
যারা ফরেক্সে নতুন তাদের করনীয় আসলে অনেক কিছু। ফরেক্স একটা নেশা বা পেশা এ জাতীয় কিছু নয়। এখানে ব্যাপক অধ্যায়ন, অক্লান্ত পরিশ্রম ও সীমাহীন সাধনা করতে হবে। তবে ফরেক্স থেকে আপনি সাফল্য আশা করতে পারেন। এজন্য বেশী বেশী পড়াশোনা করতে হবে।
ফরেক্স মার্কেটে নতুন অবস্তাই করনিও হল-
১।৫ মাস ডেমো একাউন্টে ভাল করে প্রাকোটিস করা
২।মার্কেট এনালাইসিস করা শেখা
৩।মানি ম্যানেজম্যান্ট করে ট্রীএড ওপেন করা
৪।মার্কেটে লোভ না করা।
আপনাকে ফরেক্স নিয়ে আনেক পড়াসুনা করতে হবে। বেশি বেশি করে ডেমো তে ট্রেড করতে হবে কম করে ৬ বা ৭ মাস আপনাকে ডেমো তে ট্রেড করতে হবে। আপনাকে এর পেছনে আনেক সময় দিতে হবে আপনি যত বেশি ডেমো তে ট্রেড করবেন তত বেশি ভাল করে ট্রেড শিখতে পারবেন ভাল করে ট্রেদ করতে না পারলে আপনাকে লস এর মুখে পড়তে হবে।
প্রাথমিকভাবে ফরেক্স সম্পর্কে বিভিন্ন বই পড়তে পারেন । গুগলে সার্চ দিলে ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন । নিয়মিত ফরেক্স বাংলার পোস্টিং গুলো পড়ুন তা হলেও অনেক কিছু শিখতে পারবেন । আর আপনাকে নিয়মিত ডেমো ট্রেডিং করতে হবে । তা হলে ট্রেডিং সম্পর্কে বাস্তব ধারনা পাবেন ।
আপনার উচিত হবে আগে ভালভাবে ফরেক্স শিখে নেওয়া। ভাল ভাবে ডেমো প্রাক্টিস করা। ডেমো প্রাক্টিস করে আপনার ষ্ট্রাটেজি ঠিক করে নেওয়া। কৌশলের প্রয়োগ দেখে নেওয়া। এক্সপার্টের সাহায্য নেওয়া। যারা ফরেক্স ট্রেডিন-এর সাথে জড়িত আছেন তাদের কাছ থেকে খুটিনাটি নিষয় জেনে নেওয়া। নিঊজ ফলো করা। যে সাইট গুলিতে নিউজ দেয় সব সময় সে সাইট গুলি ভিজিট করা। টার্গেটকৃত লাভের রেশিও কম ধরে সে অনুপাতে ডিপোজিট করা ইত্যাদি।
আপনি ফরেক্স এ ট্রেড করতে চান ভাল কথা। আপনি অনলাইন থেকেই বেসিক পাবেন। আর অনেক ভাল ভাল কোর্স পাবেন যেগুলা পেইড কিন্তু আপনি নামাতে পারবেন ফ্রী তে। আপনাকে টার্গেট সেট করা থেকে বিরত থাকতে হবে কারন এটা মানুসিক চাপ তৈরি করে জার কারনে অনেক ভুল ট্রেড নেই আমরা।
ফরেক্স মার্কেট এ যদি আপনি নতুন হন হলে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে বেসিক বিষয় গুল ভাল করে বুজে পরে ফেলুন তার পর আপনি একটা ভাল টেড ইং সিস্টেম খুজে বের করুন আর সেই সিস্টেম এ ৩ মাস থেকে ৬ মাস রিয়েল টেড এর মত করে ডেমো টেড করুন টেড করার সময় টেড এর যে নিয়ম কানন গুল আছে যে গুল কঠোর ভাবে পালন করুন এই বার ডেমো শেষে আপনি যখন দেখবেন আপনি লাভ করছেন তখন আপনি ডিপোজিট করে রিয়েল টেড করুন এই কথা গুল যদি আপনি মেনে চলেন তা হলে আপনি সফল হবেন ১০০ %
তেলের প্রভাব সরাসরি সম্পর্কযুক্ত মধ্যপ্রাচ্য ও আমেরিকার সঙ্গে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ কমেছে বলে আমরা খবর পেয়েছি। এর মুল কারন হল, আমেরিকা মধ্যপ্রাচ্য হতে তেল আমদানে বেশ খানিকটা কমিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমেরিকা তাদের নিজের দেশের গচ্ছিত থাকা তেলের খনিগুলো হতে তেল শোধনকাজ শুরু করে দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে তেলের চাহিদা বেশ কমে আসার কারনে মুল্যও কমে এসেছে।
ফরেক্স এর পিছনে অধিক সময় ব্যয় করতে হবে, ফরেক্স সম্পর্কে আরও ভালোভাবে জানতে হবে। এবং যারা পারে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে ,ফরেক্স সম্পর্কে বিভিন্ন বই পড়তে পারেন ।ফরেক্স এক্সপার্ট এমন কার সাহায্য নিতে পারেন।
আমি বলবো ফরেক্স মার্কেটে যারা নতুন তাদেরকে অনেক কিছুই মানতে হয়। প্রথমত ফরেক্স সম্পর্কে প্রচুর জ্ঞানের সন্ধান করতে হয়।এজন্য অনলাইন থেকে ফরেক্স সম্পর্কে অনেক বই এবং ব্লগ পড়া যেতে পারে।এরপর কয়েকমাস ডেমো ট্রেডিং প্রাকটিসের প্রয়োজন। এভাবে নতুন ট্রেডারা নিয়োমিত ডেমো ট্রেডিং প্রাকটিস এবং ফরেক্স বিষয়ক শিক্ষার দ্বারা তাদেন দক্ষতা বাড়াতে পারে।
সবই ঠিক লিখেছেন। তবে আমার মতে ডেমো একাউন্টে প্র্যাকটিস শুধু শেখার জন্য হওয়া উচিত নয়, মার্কেটের অভিজ্ঞার জন্যও ডেমো ট্রেডিং অত্যন্ত জরুরী। কিন্তু ডেমো ট্রেডিং মিনিমাম এক বছর হলেই পরে রিয়েল ট্রেডিং এ যাওয়া উ্চিত। ফরেক্স আয়ের জন্য খুব সহজ ও সুন্দর একটি পদ্ধতি হলেও এর জন্য অনেক সময় ধৈর্যের সাথে কাটিয়ে দিতে হয় শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য।