-
ফরেক্সে টাইমফ্রেম বলতে একটা নির্দিষ্ট সময় পরপর ক্যান্ডেলের পরিবর্তনকে বুঝায়। ফরেক্সে মোটামুটিভাবে ৮ ধরনের টাইমফ্রেম দেখা যায়। এই টাইমফ্রেমকে আবার দুই ধরনের টাইমফ্রেমে ভাগ করা হয়ে থাকে। *যথা- লংগার টাইমফ্রেম এবং সর্টার টাইমফ্রেম। কেউ কেউ লংগার টাইমফ্রেম আবার কেউ সর্টার টাইমফ্রেমে ট্রেড করে থাকেন। এটা নির্ভর করে ট্রেডারের দক্ষতা ও অভিজ্ঞতার উপর। তবে অবশ্যই দক্ষ ট্রেডার না হয়ে লং টাইমফ্রেমে ট্রেড করা উচিত নয়।
আসলে আপনি লং নাকি সর্ট ট্রেড করবেন তা নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা ও ক্যাপিটালের উপর। একজন দক্ষ ট্রেডার সাধারনত লং টাইমের জন্য ট্রেড করে থাকেন, তারা সর্ট টাইমেও ট্রেড করে থাকেন তবে সেটা কম সংখ্যক। নতুর ট্রেডারদের সর্ট টাইমের জন্য ট্রেড করাই উত্তম, কেননা লং টাইমে ট্রেড করার জন্য অনেক ধৈর্যের দরকার হয়। নতুন ট্রেডারদের ধৈর্য একটু কমই হয়ে থাকে। আর অভিজ্ঞ ট্রেডারদের তুলনামূলক ভাবে ধৈর্য একটু বেশি হয়ে থাকে, তাই তারা লং ট্রেডে ভালো করে থাকেন।
একই সাথে লং টাইমে ট্রেড করতে একটু বেশি মূলধন থাকতে হয়। মূলধন কম নিয়ে লং টাইমে ট্রেড করলে ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকে। কেননা অনেক সময় ট্রেড নেওয়ার পরে মার্কেট অনেক ডাউনে চলে যেতে পারে তখন ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয় মার্কেট কামব্যাক করার জন্য। কিন্ত মূলধন যদি কম হয় তাহলে সেটা সম্ভব হয়না। মার্কেট কমতে থাকলে মূলধন জিরো হওয়ার ভয়ে একসময় ট্রেড ক্লোজ করে দিতে হয়ে । এতে করে অনেক লসের মধ্যে পড়তে হয়। তাই বলা যায়, ক্যাপিটাল কম হলে কোনক্রমেই লং টাইমে ট্রেড নেওয়া ঠিক হবে না। তাই এসব বিষয় মূল্যায়ন করে আপনার ট্রেডিং পরিকল্পনা করা উচিত।
-
ফরেক্স এর ক্ষেত্রে টাইম ফ্রেম হল যে একটি নিদিষ্ট সময়ে ফরেক্স এর মার্কেট এর কি পরিমান উঠা নামা করেছে তার একটি চিত্র সেই টাইম অনুসারে পর্দায় প্রদশন করবে। টাইম ফ্রেম কে উপরিক্ত যে কই ভাগে ভাগ করে দেখানো হয়েছে ঠিক তত ভাগেই ভাগ করা যায়।
-
টাইমফ্রেম হলো নির্দিষ্ট সময় ব্যবধানে ফরেক্স মার্কেট কি পরিমান ওঠানামা করছে তার বিস্তারিত চিত্র দেখার একটা উপায়। যেমন ১ ঘন্টার টাইম্ফ্রেম ব্যবহার করলে প্রতিটি ক্যান্ডল ১ঘন্টার ব্যবধানে মার্কেটের ওঠানামার চিত্র দেখাবে। আবার ৪ঘন্টার টাইম্ফ্রেম ৪ঘন্টার সময় ব্যবধানে মার্কেট ওঠানামার ক্যান্ডল শো করবে। টাইম ফ্রেম সাধারণত ১মিনিট, ৫মিনিট, ১৫মিনিট, ৩০মিনিট, ১ঘন্টা, ৪ঘন্টা, ১দিন, ১সপ্তাহ ও ১ মাসের হয়ে থাকে।
-
আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ
কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে,কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে, প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল, প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল ইত্যাদি।
-
ফরেক্স মার্কেটের চার্ট এর উপরে নির্ভর করে টাইম ফ্রেমকে আমরা ৯ টি ভাগে ভাগ করতে পারি,ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করার সময় লং টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করব,ফরেক্স মার্কেটে ভাল প্রফিট করা যাবে যদি আমরা এইচ ৪ বা দিনের ক্যান্ডেল দেখে ট্রেড করে থাকি।গুলো টাইম ফ্রেম থাকার কারনে আমরা অনেক সময় নিজেরাই হিসেব হারিয়ে ফেলি আমি কোন টাইম ফ্রেমে কাজ করব। কখন ঘন্টার চার্টে আবার কখনো ডে ক্যান্ডেল দেখে ট্রেড করে থাকি। এটা ঠিক নয়। যে কোন একটি নির্দিষ্ট টাইম ফ্রেমে ট্রেড করা উচিত। এতে আপনার এ্যানালাইসিসের ভুলগুরো খুব দ্রুত বেরিয়ে আসবে।
-
ফরেক্স ট্রডিং-এর ক্ষেত্র বিভিন্ন টাইমফ্রেম এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে টাইমফ্রেমই ট্রেড করি না কেন ভিন্ন ভিন্ন টাইমফ্রেম এনালাইসিস খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে লং টাইমফ্রেম এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ।ফরে ্স মার্কেটে টাইমফ্রেম কে কোনটা ব্যাবহার করে টা কিন্তু জরুরি না। ঠাইম ফ্রেকে মুলত ১মিনিট, ৫মিনিট,১৫ মিনিট, ৩০ মিনিট, ১ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন, ৭দিন, ও ১মাস হিসাবে দেখানো হয়।যেহেতু মার্কেটে অনেক রকম ট্রেডিং মেথড বা কৌশল আছে তাই যে যার সুবিধা অনুযায়ী টাইমফ্রেম নির্বাচন করে থাকে। উদাহরন হিসেবে বলতে পারি, যারা পজিশন ট্রেডার তারা কিন্তু সবসময় লং টাইমফ্রেম নির্বাচন করে।
-
আমি মনে করি যে ফরেক্স মার্কেটে টাইম ফ্রেমের গুরুত্ব অনেক বেশি কারণ ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম আমাদের ট্রেডগুলোকে যথেষ্ট ভালভাবে প্রভাবিত করে । যে সব টাইম ফ্রেম আছে এগুলো একেকটা একেক ধরনের প্রভাব আমাদের ট্রেডের উপর বিস্তার করে। টাইম ফ্রেম ব্যবহার করে ট্রেড করলে বোঝা যায় যে মার্কেট কোন দিকে মুভ করতে পারে । টাইম ফ্রেম বিভিন্ন ধরনের হয়ে থাকে ৫মি। ১৫মি। ৩০মি । ১ঘন্টা । ৪ ঘন্টা ইত্যাদি । যার যেই টাইম ফ্রেম ভাল লাগে সে সেই টাইম দেখে ট্রেড করে থাকে ফরেক্স মার্কেটে ।
-
টাইম ফ্রেম দুই প্রকার,লং টাইম ফ্রেম ও শর্ট টাইম ফ্রেম৷সঠিক ট্রেডের জন্য বড় বড় টাইমফ্রেম করা সবচেয়ে নিরাপদ৷ছোট ছোট টাইমফ্রেম কখোনোই নিরাপদ নয় বরং খুবই ঝুকিঁপূর্ণ৷নির্ভ যোগ্য ট্রেডের জন্য w1 ও d1 টাইমফ্রেম সর্বোত্তম মনে রাখবেন৷তবে আপনার ট্রেডিং মন মানষিকতার উপরই সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজস্ব টাইমফ্রেম, এর যে কোন একটি ক্যান্ডেলের উপর নির্ভর করেই আপনাকে ফরেক্স বাজারে ট্রেড করতে হবে। তাহলে আপনি সঠিকভাবে সফল হওয়া সম্ভব
-
টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ
কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে,কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে, প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল, প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল ইত্যাদি।গুলো টাইম ফ্রেম থাকার কারনে আমরা অনেক সময় নিজেরাই হিসেব হারিয়ে ফেলি আমি কোন টাইম ফ্রেমে কাজ করব। কখন ঘন্টার চার্টে আবার কখনো ডে ক্যান্ডেল দেখে ট্রেড করে থাকি। এটা ঠিক নয়। যে কোন একটি নির্দিষ্ট টাইম ফ্রেমে ট্রেড করা উচিত। এতে আপনার এ্যানালাইসিসের ভুলগুরো খুব দ্রুত বেরিয়ে আসবে।
-
মেটা ট্রেডার এ অনেক টাইম ফ্রেম আছে যেটা আপনি তুলে ধরেছেন। এখানে আমি বলতে চাই যে যারা ফরেক্স মার্কেট এ নতুন তাদের সর্ট টাইম ফ্রেম না ব্যাবহার করাই ভাল। প্রথমে তাদের উচিত লং টাইম ফ্রেম এ কাজ করা তারপর যখন তাদের অভিজ্ঞতা হবে তখন অনায়াসে সর্ট টাইম ফ্রেমে কাজ করতে পারবে।ফরেক্স এর ক্ষেত্রে টাইম ফ্রেম হল যে একটি নিদিষ্ট সময়ে ফরেক্স এর মার্কেট এর কি পরিমান উঠা নামা করেছে তার একটি চিত্র সেই টাইম অনুসারে পর্দায় প্রদশন করবে। টাইম ফ্রেম কে উপরিক্ত যে কই ভাগে ভাগ করে দেখানো হয়েছে ঠিক তত ভাগেই ভাগ করা যায়।
-
কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ
কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে,কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে, প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল, প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল ইত্যাদি।টাইম ফ্রেম থাকার কারনে আমরা অনেক সময় নিজেরাই হিসেব হারিয়ে ফেলি আমি কোন টাইম ফ্রেমে কাজ করব। কখন ঘন্টার চার্টে আবার কখনো ডে ক্যান্ডেল দেখে ট্রেড করে থাকি। এটা ঠিক নয়। যে কোন একটি নির্দিষ্ট টাইম ফ্রেমে ট্রেড করা উচিত। এতে আপনার এ্যানালাইসিসের ভুলগুরো খুব দ্রুত বেরিয়ে আসবে।প্রাইস সব সময়ই উঠানামা করতে থাকে তবে একটা নির্দিষ্ট সময়েকি পরিমান উঠানামা তা যতটুকু সময়ের জন্য প্রকাশ করা হয় সেই নির্দিষ্ট সময় হল একটা টাইম ফ্রেম। টাইম ফ্রেমে মুলত ১মিনিট, ৫মিনিট,১৫ মিনিট, ৩০ মিনিট, ১ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন, ৭দিন, ও ১মাস হিসাবে দেখানো হয়।
-
টাইম ফ্রেম দুই প্রকার,লং টাইম ফ্রেম ও শর্ট টাইম ফ্রেম৷সঠিক ট্রেডের জন্য বড় বড় টাইমফ্রেম করা সবচেয়ে নিরাপদ৷ছোট ছোট টাইমফ্রেম কখোনোই নিরাপদ নয় বরং খুবই ঝুকিঁপূর্ণ৷নির্ভ যোগ্য ট্রেডের জন্য w1 ও d1 টাইমফ্রেম সর্বোত্তম মনে রাখবেন৷তবে আপনার ট্রেডিং মন মানষিকতার উপরই সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজস্ব টাইমফ্রেম৷আবার দীর্ঘদিন প্র্যকটিস করলে পরিষ্কার বুজতে পারবেন কার জন্য কোন্ টাইমফ্রেম উপযুক্ত৷আসলে টাইম ফ্রেমটা হচ্ছে ফরেক্স ব্যবসার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে ক্যান্ডেল পরিবর্তন হওয়াকে টাইম ফ্রেম বলা হয়। অর্থাৎ একজন ট্রেডার ফরেক্স বাজারে যখন তার ট্রেডিং কার্যপরিচালনা করে থাকে তা একটা নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করেই ট্রেড করে থাকে।, সেটা ৫মিনিট, ১৫মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা, ১দিন, ১ সপ্তাহ বা ১ মাস এর যে কোন একটি ক্যান্ডেলের উপর নির্ভর করেই আপনাকে ফরেক্স বাজারে ট্রেড করতে হবে। তাহলে আপনি সঠিকভাবে সফল হতে পারবেন এমনটাই আমার বিশ্বাস।
-
টাইমফ্রেম হল মূল্যের গতিবিধি বিশ্লেষণ করতে ব্যবহৃত সময়কাল। সাধারণ সময়সীমার মধ্যে রয়েছে টিক, সেকেন্ড, মিনিট, ঘণ্টায়, দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক। ব্যবসায়ীরা ট্রেডিং শৈলীর উপর ভিত্তি করে নির্বাচন করে। একাধিক টাইমফ্রেম একত্রিত করা জ্ঞাত সিদ্ধান্তের জন্য একটি বিস্তৃত বাজারের দৃশ্য অফার করে।