-
ইন্ডিকেটর নির্দেশক হিসেবে কাজ করে।আপনি এটার মাধ্যমে কিছু সাহায্য নিতে পারবেন ।তবে তা যেন পুরোপুরি না হয়।কারণ কোন ইন্ডিকেটরই আপনাকে ১০০ ভাগ ফলাফল দিবে না।ইন্ডিকেটর শুধু আপনাকে কিছু সূত্র ভিত্তিক সাহায্য করবে।এর বেশি কিছু করবে না।আর আমি মনে করি ২ থেকে ৩ টা ইন্ডিকেটর ব্যবহার করা উচিত।
-
ইন্ডিকেটর শুধু মাত্র আপনাকে ধারনা দিতে পারে কিন্তু ট্রেড আপনাকেই করতে হবে । সেজন্য আপনাকে আপনার নিজস্ব একটা সিস্টেম বানাতে হবে যেটা দিয়ে আপনি সারাজীবন আপনানার সিস্টেমেই ট্রেড করবেন এবং সেটাই হবে আপনার নিজের স্ট্রেটিজি বা পদ্ধতি । সুতরাং আমার মতামত হচ্ছে ইন্ডিকেটর দেখে ট্রেড করা কিছুটা ভাল তবে আরও ভালভাবে ফরেক্সে জানতে হলে প্রচুর অভিজ্ঞতা লাগবে ।
-
ফরেক্স ইন্ডিকেটর দিয়ে মার্কেট পুরোপুরি অবস্থান বোঝা যায় না। কিছুটা হয়তো আইডিয়া নেওয়া যায় তবে সেটার উপর পুরোপুরি ভরসা করা ঠিক না, বিশেষ করে নিউজ এর টাইম তো ইন্ডিকেটর কাজ করেই না সুতরাং ওই সময়গুলো থেকে সাবধান। ফরেক্স এর আসলে এনালাইসিস করার প্রক্রিয়া প্রতিটি ঠিকঠাক মত করা গেলে তাহলে ট্রেডিং এ লাভ করার সম্ভবনা বেশী। তবে কিছু ইন্ডিকেটর আছে যে গুলো অাপনাকে সব সময় ব্যবহার করতে হয় যেমন ট্রেন্ড নির্ধারন করার জন্য আপনি মুভিং এভারেজ ব্যবহার করতে পারেন, ট্রেডিং এর এন্ট্রি এবঙ এক্সিট নেওয়ার জন্য ফিবোনাচ্চি ব্যবহার করা হয়।
-
আমার মনে হয় সব সময় ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর দিয়ে মার্কেট সম্পর্কে পুরোপুরি অবস্থান বুঝা যায় না তবে কিছুটা আপনার আইডিয়া নেওয়া যেতে পারে। বিশেষ করে আপনি নিউজ টাইমে ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর দিয়ে কিছু করতে পারবেন না তবে আপনি যদি ফরেক্স সম্পর্কে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স ট্রেডিং করে কিছুটা হলেও ভাল প্রফিট অর্জন করতে পারবেন।
-
ইন্ডিকেটর নির্দেশক হিসেবে কাজ করে।আপনি এটার মাধ্যমে কিছু সাহায্য নিতে পারবেন ।তবে তা যেন পুরোপুরি না হয়।কারণ কোন ইন্ডিকেটরই আপনাকে ১০০ ভাগ ফলাফল দিবে না।ইন্ডিকেটর শুধু আপনাকে কিছু সূত্র ভিত্তিক সাহায্য করবে।এর বেশি কিছু করবে না।আর আমি মনে করি ২ থেকে ৩ টা ইন্ডিকেটর ব্যবহার করা উচিত।
-
ফরেক্স মার্কেট এ বাংলাদেশ এর বেশির ভাগ ট্রেডার টেকনিক্যাল অ্যানালাইসিস করে ইনডিকেটর দিয়ে আপনি ফরেক্স মার্কেট এ ইনডিকেটর দিয়ে ট্রেড করে অনেক ডলার লাভ করতে পারবেন এর জন্য দরকার একটা ট্রেডিং সিস্টেম এ লেগে থাকা আপনি যদি একটা ট্রেডিং সিস্টেম এ লেগে থাকেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ ইনডিকেটর দিয়ে ভাল লাভ করতে পারবেন
-
ভাই ফরেক্সে ট্রেডিং করতে হলে আপনাকে অবশ্যই কোন না কোন ইন্ডিকেটর দিয়ে ব্যবহার করে কাজ করতে হবে। কেননা এটা এখানকার স্বাভাবিক একটা নিয়ম যার মধ্য দিয়েই আমাদের সকলকেই এখানে ব্যবসা করতে হয়। সুতরাং এক্ষেতে আমার মতামত হলো আপনার টাইমফ্রেমের সাথে যে ইন্ডিকেটর ভাল মনে হয় আপনি সেটা দিয়েই এখানে ট্রেড করবেন।
-
নতুন অবস্থায় ইন্ডিকেটর দেখে ফরেক্স ট্রেড করা যায়। ফুরেক্স ট্রেড করার সময় ইন্ডিকেটর আমাদের অনেক সাহায্য কড়ে। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ ফরেক্স ট্রেডার জানেন না কিভাবে ইন্ডিকেটরগুলো কাজ করে। এগুলির বাবহার আমাদের জানতে হবে তারপর আমরা এর সদবাবহার করতে পারব।
-
ইন্ডিকেটর ট্রেড করতে সহায়তা করে।কিন্তু তার জন্য প্রত্যেক ট্রেডারকে ম্যানুয়ালি ভালো ট্রেড জানতে হবে।কারন ইন্ডিকেটর ভালোমতো ব্যবহার তো করতে জানতে হবে।তাই ইন্ডিকেটর বলেন আর রোবট বলেন ম্যানুয়ালি ট্রেডের ওপর কোনো ট্রেড নাই।ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে হলেও তাই আমার মতে আগে ভালো ট্রেড শিখে নিতে হবে।
-
হ্যা ট্রেডের ক্ষেত্রে ইন্ডিকেটর গুরুত্ব পুর্ন ভুমিকা পালন করে। যেমন যদি মুভিং এভারেজ এর কথা যদি বলি তাহলে মুভিং এভারেজ মার্কেটের একটি গড় মুভমেন্ট প্রকাশ করে থাকে। মুভমেন্ট বুজে ট্রেড করতে হবে । তাহলে লাভের অংশটা বেশি হবে ।
-
ট্রেডের এর জন্য ইন্ডিকেটরের গুরুত্ব অনেক বেশি । কিছু কিছু ইন্ডিকেটর আছে যেগুলু ব্যবহার করাটা অনেক জরুরী হয়ে পড়ে যেমন মুভিং আভারেজ ,আ এস আই ইত্যাদি এগুলোর সাহায্যে মার্কেট এনালাইসিস করা সহজ হয়ে ।যার ফলে ট্রেড এন্ট্রি এবং ক্লোজ করা সহজ হয়।
-
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর দিয়ে পুরোপুরি মার্কেটের অবস্থান কখনও বোঝা যায় না হয়তো বা মার্কেটে কিছুটা আইডিয়া নেওয়া যায় তবে সেটার উপর পুরোপুরি ভরসা করা ঠিক না।বিশেষ করে নিউজ এর টাইম তো ইন্ডিকেটর কাজ করেই না সুতরাং ওই সময়গুলো ইন্ডিকেটর দেখ ওই সময় ট্রেড না করাই ভাল। ফরেক্স ইন্ডিকেটর ট্যেকনিক্যাল এনালাইসিস এর আওয়াতা ভূক্ত । আপনি যদি ভাল ভাবে ফান্ডামেন্টাল করে ট্রেড করেন তাহলে ট্রেডিং এ লাভ করার সম্ভবনা বেশী। তবে কিছু ইন্ডিকেটর আছে যে গুলো আপনাকে সব সময় ব্যবহার করতে হয় যেমন ট্রেন্ড নির্ধারন করার জন্য আপনি মুভিং এভারেজ ব্যবহার করতে পারেন, ট্রেডিং এর এন্ট্রি ট্রেড নেওয়ার জন্য ইন্টিকেটর ব্যাবহার করতে হবে। তবে মার্কেটের প্রতিটি এনালাইসিস একে অপরের সাথে সম্পৃক্ত।
-
আমি বলবো এটা ছোট্র বাচ্চাদের কাজ। যারা মনে করেন মার্কেটকে বোঝেন না তারাই এখানে ইন্ডিকেটরের সাথে সাথে চলেন, ট্রেড করেন। ইন্ডিকেটর যদি এভারেজে আপনাকে লসের পর লস দিতে থাকে এটাতেই আমরা খুশি। is really that, not funny ? তাই আবারও বলবো এটা বেড হেবিটস/খারাপ অভ্যাস, আপনার ট্রেডিং লাইফকে এভাবে কম মূল্যায়ন করবেন না।
-
আসলে আপনার উচিত হবে মার্কেট এনালাইসিস করে ট্রেড নেওয়া। আপনি ইন্ডিকেটর এর উপর নিবরশীল হয়ে ট্রেড করলে ১% সফলতা পেতে পারেন। তাই আপনাকে টেকনিক্যাল এনালাইসিস এর মধ্যে ইন্ডিকেটর বিবেচনা করতে হবে শাতে ফান্ডামেন্টাল এনালাইসিস এর সেন্টিমেন্ট এনালাইসিস ঠিক থাকলে কাজে আর অসুবিধা হবে না।
-
ট্রেডের ক্ষেত্রে এটি মানে ইন্ডিকেটর একটি গুরুত্ব পুর্ন দিক বলে আমি মনে করি। কারন যারা নতুন ট্রেডিং করে মুলত তাদের জন্য এটি অনেক গুরুত্বপর্ন। তারা এটি দেখে ট্রেড করতে পারে। ধন্যবাদ
-
ইন্ডিকেটর দেখে ট্রেড করাটা একদমই ঠিক না। কারণ ইন্ডিকেটর কখনই আপনাকে সঠিক তথ্য দিতে পারবে না। আর আমার মতে ইন্ডিকেটর হলো মার্কেট এনালাইসিস এর জন্য। আপনি যদি মার্কেট এনালাইসিস না করে মার্কেটে প্রবেশের জন্য ইন্ডিকেটর ব্যবহার করেন তাহলে আপনি কখনই সফল হতে পারবেন না। তাই ইন্ডিকেটর দেখে ট্রেড করাটা পরিহার করাটাই ভাল। আমি বর্তমানে ইন্ডিকেটর ব্যবহার করি না। এতে আমি অনেক ভালভাবেই ট্রেড করতে পারতাছি।
-
ফরেক্স মার্কেট এ আমরা সাধারণত ইনডিকেটর দেখে ট্রেড করি। তবে এর পাশাপাশি আমরা ফরেক্স মার্কেট এ তিন ধরণের এনালাইসিস করি। এই এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।আমি সাধারণত ফরেক্স মার্কেট ইনডিকেটর এর সাহায্য নিয়ে ট্রেড বেশি করি। তাই আমি মনেকরি যখন কোন প্রকার নিউজ থাকেনা তখনা আমরা ইনডিকেটর এর সাহায্য নিতে পারি।ফরেক্স মার্কেট এ অনেক ধরণের ইনডিকেটর রয়েছে।আপনি যেকোনোটি ব্যাবহার করতে পারেন।
-
ইন্ডিগেটর আপনাকে মার্কেটের মুভমেন্ট বুঝতে সাহাজ্য করবে কিন্তু আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান তাহলে অব্রমই আপনি ইন্ডীগেটর নির্ভর হবেন না। আপনি ইন্ডিগেটর দেখে টেকনিক্যাল সিদ্ধান্ত নিয়ে এর সাতে ফান্ডামেটাল মিলিয়ে ট্রেড করবেন। এটা আপনাকে অনেক সাহাজ্য করবে।
-
আসলে ফরেক্স বাজারে অধিক দক্ষ ও অভিজ্ঞ না হয়ে সব ধরনের ইন্ডিকেটর ব্যবহার না করাটাই উত্তম। কেননা সব সময় সব ধরনের ইন্ডিকেটর আপনাকে সঠিক সাপোর্ট নাও দিতে পারে। এজন্য আপনাকে আগে মার্কেট মুভমেন্ট সম্পর্কে বুঝতে হবে এবং ইন্ডিকেটরের মুভ কোন দিকে টার্ন করে সেটা আগে বুঝতে হবে পাশাপাশি ফরেক্স নিউজ এর ফলে মুভ কোন দিকে টার্ন করে সেটাও জানতে হবে। তাছাড়া আপনি যদি ইন্ডিকেটর এর ব্যবহারের সাথে তালমিলিয়ে যদি নিউজ ফলোআপ করতে পারেন তাহলে ভালভাবে ট্রেড করতে পারবেন, এমনটা আমার বিশ্বাস।
-
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটরের ব্যবহার সব সময় মঙ্গল জনক হয় না।কারণ যে কোন ইন্ডিকেটরই সব সময় সঠিক দিক নির্দেশনা প্রদান করতে পারে না।তাই ইন্ডিকেটর ব্যবহার করে মাঝে মাঝে অভিজ্ঞ ট্রেডারদেরও বিপদে পড়তে হয়।তাই ফরেক্সে যারা নতুন ট্রেডার তাদেরকে বলব যথাসম্ভব ইন্ডিকেটর এর ব্যবহার কম করতে।ট্রেডিং এর পূর্বে ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করলেই ইন্ডিকেটর এর ব্যবহার করা লাগে না।
-
ইন্ডিকেটরের সিগনাল ফালতু।মার্কেট যে দিকে যায় ইন্ডিকেটরের সিগনালই দিকেই মোড় নেয়। ইন্ডিকেটর যদি রাইট হতো তাহলে কিছু লোক সিগনাল বিক্রি করে কেন? তারার তো নিজেই ট্রেড করে ধনী হতে পারে। মোট কথা ভাই প্রফেশনাল ট্রেডার হতে হলে নিজে নিজে ট্রেড করতে হবে এবং প্রচুর পরিমানে ট্রেড এনালাইসিস শিখতে হবে, যা দিয়ে আপনি যে কোন অবস্থায় প্রফিট করতে পারবেন।
-
ইন্ডিকেটর এর কথা বলতে গেলে আমার মনে হয় আমরা যে ইন্ডিকেটর গুলো দেখি তার অধিকাংশই ভুয়া, এসবের উপর ভরসা করা ঠিক নয় তবে আপনার যদি কোন বিশ্বস্ত মাধ্যম থাকে তবে আপনি ইন্ডিকেটরের সহায়তা নিতে পারেন। তবে বেশিরভাগ ইন্ডিকেটরই ভুয়া, আবার দেখা যায় অনেকে সিগন্যাল বিক্রি করছে এগুলাও ভুয়া যদি তার সিগনাল এতটাই কার্যকরী হতো তাহলে তো তার ট্রেড করেই সময় হত না বিক্রির জন্য। তাই আমি বলবো ভাই এগুলো নিয়ে সময় নষ্ট না করে নিজে এনালাইসিস করুন নিজের অভিজ্ঞতা কাজে লাগান আরও ভালো কিছু করতে পারবেন।
-
ফরেক্স মার্কেট এনালাইসিসের একটি মাধ্যম হলো এই ইন্ডিকেটর । আর এই ইরন্ডকেটর বরশীর টোপের মত । যা ট্রেডারকে টোপ দেওয়া হয় । তাই এই ইন্ডিকেটরের উপর ভিত্তি করে ট্রেড করা একদম ঠিক না । তবে ইন্ডিকেটরে আপনি ধারনা নিতে পারেন।
-
ফরেক্স মার্কেটে সাধারনত কয়েকভাবে ট্রেড করা হয় যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে, ইন্ডিকেটরের মাধ্যমে আর নিউজ দেখে। ফরেক্স ট্রেডিং করার জন্য আগে থেকেই বহু ইন্ডিকেটর প্রচলিত আছে, নতুন নতুন ইন্ডিকেটর প্রতিনিয়ত যোগ হচ্ছে, অনেক ইন্ডিকেটরের আবার আপডেট ভার্সনও আসছে। বহু ফরেক্স ট্রেডার আছেন যারা শুধুমাত্র ইন্ডিকেটরের মাধ্যমেই ট্রেড নিয়ে থাকেন। তবে এর জন্য ওই সকল ইন্ডিকেটরের উপর যথেষ্ট ধারনা থাকা প্রয়োজন। কোন ইন্ডিকেটর কোন টাইম ফ্রেমে ভালো কাজ করে সে সম্পর্কে যথেষ্ট ধারনা অর্জন করতে পারলে ইন্ডিকেটরের মাধ্যমেও ট্রেড করে প্রফিট করা সম্ভব।
-
ফরেক্স এ আমি সত্যি কথা বলতে ইন্ডিকেটর দেখে ট্রেড করার পক্ষে কখনোই না।ইন্ডিকেটর দেখে ট্রেড করা আমার মনে হয় ঠিক না।যদি ইন্ডিকেটর সঠিক নিউজ সব সময় দিতে পারত তাহলে যারা ইন্ডিকেটর বানায় তারা হত পৃথিবীর শ্রেষ্ঠ ধনী।তারা তাদের ইন্ডিকেটর কখনোই বিক্রি করত না।আর ইন্ডিকেটর আপনাকে পরনির্ভরশীল করে তোলে। আপনার ফরেক্স শেখার আগ্রহটা হারিয়ে যায়।এজন্য কখনো ইন্ডিকেটর ব্যবহার না করে নিজে ফরেক্স শিখে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে পারলেই সব থেকে ভাল আমার মনে হয়।
-
ইন্ডিকেটর ব্যবহার নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেকের সম্মতি দিচ্ছে অনেকে দিচ্ছে না এজন্য কেউ ব্যবহার করছে কেউ করছে না। হ্যাঁ তবে আমার মতে ইন্ডিকেটর ব্যবহার করা উচিত যারা এখানে নতুন ট্রেডার আছেন। এবং এক্ষেত্রে ইন্ডিকেটর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
ইন্ডিকেটর মুলত দীকনির্দেশনা । ফরেক্স মার্কেটের ট্রেডের কিছু দিক নির্দেশনার নামই ইন্ডিকেটর । তবে এ ইন্ডিকেটরের উপর ভিত্তি করে ট্রেড করা ঠিক হবে না ।বিশেষ করে আমাদের মত নতুন ট্রেডারদের ক্ষেত্রে কোন মতে ইন্ডিকেটরের উপর ভিত্তি করে ট্রেড করা কোন ভাবেই ঠিক না ।
-
আমার কাছে মনে হয় ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করা উচিত হয়।কারণ বেশিরভাগই ইন্ডিকেটর ভুয়া।তারা মানুষের কাছে মিথ্যা বলে টাকা হাতিয়ে নিচ্ছে।আবার অনলাইনে আপনি একপ্রকার ট্রেডার দেখবেন যারা সিগন্যাল বিক্রি করে।আরে ভাই তাদের সিগন্যালগুলো যদি সত্যিই কাজে দিত আর তারা তা জানত তাহলে তারা সিগন্যাল কেন বিক্রি করবে তারা ঐ সিগন্যাল ব্যবহার করেই তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারত।তাই আমি বলব ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর ব্যবহার না করে আপনার নিজ যোগ্যতা ও দক্ষতাই ট্রেড করুন এটাই বেটার হবে।
-
অভিজ্ঞদের মতে ফরেক্স মার্কেট এ ট্রেডিং এর পরিকল্পনা ঠিক করার জন্য ইন্ডিকেটর অনেক সুবিধা দেয় । ফরেক্স মার্কেট এ অনেক গুলো ইন্ডিকেটর দেখা যাই । কোন ইন্ডিকেটর এর কি কাজ তা সব কিছু ভালো ভাবে শিখতে হবে । আমি ফরেক্স মার্কেট এ মুভিং আভারেজ এবং বলেঙ্গার ব্যান্ড ইন্ডিকেটর ব্যাবহার করি । এই দুটো ইন্ডিকেটর আমাকে সঠিক ট্রেড করতে সাহায্য করে ।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে আসলে ইন্ডিকেটর বা বিশেষ কিছু সিগন্যালের উপর আস্থা বা নির্ভর করে ট্রেড করা আর অন্ধ বিশ্বাসের ফলে ট্রেড করার মধ্যে কোন তফাত নেই। আমি মনে করি ইন্ডিকেটর দেখে ট্রেড করা হল বড় ধরনের সুভংকরের ফাকি আর আপনি যদি একজন ফরেক্স ট্রেডিং দক্ষতায় দক্ষ ট্রেডার হয়ে থাকেন আর তার পরও ঐ ফাদে পা বাড়ান তা হলে তা হবে আপনার জন্য বড় ধরনের বোকামি এবং যার মাশুল আপনাকে লসের ভিতর দিয়েই দিতে হবে।
-
ফরেক্স মার্কেটে যারা নতুন তারা সবাই প্রথমে ইন্ডিকেটর দেখেই ট্রেড করে।ইন্ডিকেটর ট্রেডিং প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয়,কিন্তু ইন্ডিকেটর সবসময় সঠিক নির্দেশনা দেয়না বলে অনেকেই এর সম্পর্কে ভিন্ন মতামত প্রকাশ করে। ফরেক্সে দক্ষতাও অভিজ্ঞতার পরিচয় দিতে হবে।
আমিও ইন্ডিকেটরকে পুরোপুরি সাপোর্ট করিনা।আমি ট্রেড করি এনালাইসিস করে ও আমার অভিজ্ঞতা উপর নির্ভর করে।
-
ইন্ডিকেটর ব্যবহার করে বা দেখে ট্রেড করা অনেক ক্ষেত্রে উপকারী আবার অনেকক্ষেত্রেই অপকারী । আমরা যারা নতুন আছি তাদের জন্য ইন্ডিকেটর ভালো কারন আমরা শেখার জন্য ইন্ডিকেটর ব্যবহার করছি। আবার পুরো পুরি বা আজিবন ই িন্ডকেটর ব্যবাহার করা ঠিক নয় কারন এর মাধ্যমে রিক্স থাকে যা লাভকরতে যেমন অন্তরায় তেমনি ট্রেড শেখার ক্ষেত্রেও অন্তরায় । ধন্যবাদ।
-
কিছু ইন্ডিকেটর ভালো কাজ করে ইনডিকেটর দেখে ট্রেড করার ক্ষেত্রে বুঝে ট্রেড করতে হবে ইনডিকেটর দেখে ট্রেড করলে ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে পারেন কিন্তু ফরেক্স মার্কেটে ইনডিকেটর এর উপর নিরভরসিল হওয়া উচিৎ না কারণ সব ইনডিকেটর সব সময় ভালো ফল দেয় না এর জন্য ইনডিকেটর এনালাইসিস করতে হয়
-
ইন্ডিকেটর কারো কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ। মুল ব্যাপারটা হলো সঠিকভাবে ব্যাবহার। আপনি যদি ভালো ফরেক্স বোঝেন তাহলে ইন্ডিকেটরকে ভালো কাজে লাগাতে পারেন। আর যারা ফরেক্সে নতুন তারা হয়তোবা এর সঠিক ব্যাবহার করতে পারেনা তাই অনেক সময় লসের সম্মুখীন হতে হয়।
-
অনলাইন এর যত সব ইন্ডিকেটর আছে তার বেশিরভাগই হল ভুয়া। তারা জনগনের কাছ থেকে মিথ্যা বলে টাকা মেরে খাই। আবার অনলাইন এর অনেক বড় বড় ট্রেডার আছে যারা সিগনাল দিয়ে থাকে টাকার বিনিময়ে। আরে ভাই অতই যদি আপনার সিগনাল এ কাজ করবে
-
আসলে ফরেক্স মার্কেট এ যে আপনাকে ইনডিকেটর দিয়েই ট্রেড করতে হবে আবার ইনডিকেটর দিয়েই ট্রেড করলে যে ভাল ফলাফল আসবে বিষয়টা তেমন নয় । আমি অনেক বড় বড় ট্রেডার দের দেখেছি তারা তাদের ট্রেডে কোন রকম ইনডিকেটর ব্যাবহার করে না । কিন্তু আমি মনে করি আমরা এখনও তাদের পর্যায়ে যেতে পারি নাই । তাই ইনডিকেটর ব্যাবহার করে মার্কেট সম্পর্কে একটু ধারণা নিয়ে ট্রেড করতে পারি এবং নতুন ট্রেডারদের অবশ্যই ইনডিকেটর ব্যাবহার করাটা গুরুত্বপূর্ণ ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে ইন্ডিকেটর আমাদের সহায়তা করে।কিন্তু তার জন্য প্রত্যেক ট্রেডারকে ম্যানুয়ালি ভালো ট্রেড জানতে হবে।কারন ইন্ডিকেটর ভালোমতো ব্যবহার তো করতে জানতে হবে।তাই ইন্ডিকেটর বলেন আর রোবট বলেন ম্যানুয়ালি ট্রেডের ওপর কোনো ট্রেড নাই।ইন্ডিকেটর দিয়ে ট্রেড করতে হলেও তাই আমার মতে আগে ভালো ট্রেড শিখে নিতে হবে।
-
ইন্ডিকেটর একধরণের নির্দেশক। যা আপনাকে প্রাইস বাড়বে কি কমবে তা নির্দেশ করে।যদি আপনার অজানা থাকে যে প্রাইস কি বাড়তে পারে কিংবা কমতে পারে তবে ইন্ডিকেটর আপনাকে সেক্ষেত্রে সাহায্য করে। ইন্ডিকেটর নির্দিষ্ট কিছু ফর্মুলা দিয়ে কাজ করে।অনেক ইন্ডিকেটর দেয়া থাকে।মেটাট্রেডার ডিফল্ট ভাবে কিছু ইন্ডিকেটর দেয়া থাকে।আপনার হয়তো ইন্ডিকেটর ব্যবহার করার প্রয়োজন নাও থাকতে পারে।কারণ হয়তো আপনি নিজেই ভালো মাকের্ট এনালাইসিস করতে পারেন অথবা আপনার আগে থেকেই পছন্দের ইন্ডিকেটর রয়েছে
-
শুধুমাত্র ইনডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা কে আমি একেবারেই যুক্তিসঙ্গত মনে করি না । কারণ ইনডিকেটর সব সময় সঠিক সিগন্যাল প্রদান করে না । তাই ইনডিকেটরের পাশাপাশি মার্কেট মুভমেন্ট এনালাইসিস করা অত্যন্ত জরুরী । ইনডিকেটর ব্যবহারকে এভাবে সঠিক প্রয়োগ করা যেতে পারে যে আপনি এনালাইসিস করেছেন এবং তার রেজাল্টের সাথে ইনডিকেটরের সিগন্যাল এ কোন মিল আছে কিনা ।
-
ইন্ডিকেটর দেখে অন্ধ ট্রেড করা কারও উচিত না।আমি মনে করি নিজস্ব স্ট্রাটেজির সাথে ভাল ২ একটি ইন্ডিকেটর ব্যাবহার করা উচিত।এতে আশা করি বেশ ভাল ফল পাওয়া যাবে।তবে কখনও শুধু ইন্ডিকেটর এর উপর নির্ভর করে ট্রেড করা উচিত না।