আপনি যখন লিভারেজ নিবেন তখন যতটা সম্ভব সর্বোচ্চ লিভারেজ নেয়ার চেষ্টা করবেন । লিভারেজ নেয়াতে ঝুকির কিছু নাই । তবে ট্রেড করার সময় আপনাকে কম লটে ট্রেড করতে হবে যেন কোন ট্রেড আপনার বিপরীত এ গিয়ে আপনাকে ফতুর করে না দিতে পারে । আমরা যদি বেশি লিভারেজ দিয়ে ট্রেড করতে পারি তাহলে আমদের অল্প মার্জিন লাগবে ট্রেড করার জন্য আর লিভারেজ কম হলে বেশি মার্জিন লাগবে ট্রেড করার জন্য । তাই আপনি বেশি লিভারেজ নিবেন কিন্তু অল্প লটে ট্রেড করবেন ।